নার্সারি বাংলা ছড়া

নার্সারি বাংলা ছড়া লিখ

আতা গাছে তোতা পাখি 

আতা গাছে তোতা পাখি
ডালিম গাছে মউ।
এত ডাকি তবু কথা
কওনা কথা বউ?

ইতল বিতল
সুফিয়া কামাল

ইতল বিতল গাছের পাতা
গাছের তলায় ব্যাঙের ছাতা ,
বৃষ্টি পড়ে ভাঙে ছাতা
ডোবায় ডুবে ব্যাঙের মাথা ।

আদর্শ ছেলে

কুসুম কুমারী দাশ

আমাদের দেশে হবে
সেই ছেলে কবে,
কথায় না বড় হয়ে
কাজে বড় হবে।

 

ভোর হল
কাজী নজরুল ইসলাম
ভোর হল দোর খোল
খুকুমণি ওঠরে ,
ঐ ডাকে জুঁই শাখে
ফুল খুকী ছোটরে ।

মামার বাড়ি
জসীম উদ্দীন
আয় ছেলেরা আয় মেয়েরা
ফুল তুলিতে যাই,
ফুলের মালা গলায় দিয়ে
মামার বাড়ি যাই।

ঝুমকো জবা
ফররুখ আহমেদ
ঝুমকো জবা বনের দুল
উঠল ফুটে বনের ফুল।
সবুজ পাতা ঘোমটা খোলে,
ঝুমকো জবা হাওয়ায় দোলে ।

চাঁদ মামা
আয় আয় চাঁদ মামা
টিপ দিয়ে যা ,
চাঁদের কপালে চাঁদ
টিপ দিয়ে যা।

ঘুম পাড়ানি
ঘুম পাড়ানি মাসি পিসি
মোদের বাড়ি এসো ,
ঘাট নাই পালং নাই
চৌকি পেতে বসো।

Leave a Reply