প্রথম শ্রেণির বর্ণ দিয়ে শব্দ গঠন

প্রথম শ্রেণির বর্ণ দিয়ে শব্দ তৈরি

অ = অলি , অসি , অজু।
আ = আম , আতা, আনারস।
ই = ইলিশ , ইট, ইঁদুর ।
ঈ = ঈদ , ঈগল, ঈর্ষা। উ = উট,উঠান, উনুন।
ক = কাক , কোকিল , কলস।
খ = খেজুর , খড় , খবর।
গ = গরু , গোলাপ , গয়না। ঘ = ঘোড়া, ঘটক, ঘুঘু ।
ঙ = রাঙা, ব্যাঙ, রঙ।
চ = চাচা, চাকরি , চাঁদ।

ট = টাকা, টক

ঠ = ঠোঁট, ঠেলাগাড়ি।

ড = ডাব, ডাল ।
ঢ = ঢাকা, ঢোল

ণ = হরিণ, তৃণ।

ত = তালা, তাল
থ = থালা, থলে ।

দ = দই, দুধ।

ধ = ধান, ধাতু ।
ন = নৌকা, নদী

প = পেঁপে, পেয়ারা ।

ফ = ফুল, ফল ।
ব = বই, বক ।

ভ = ভাত, ভাই।

ম = ময়ূর, মা ।য= যাতা, যোগ, যদি, যমুনা, যতœ।
র= রং ,রাজা , রানী , রকেট , রাত।
ল= লাল, লিচু ,লবণ , লাটিম , লাউ।
শ= শসা , শাপলা , শালিক, শীত, শিশু।
ষ= ষাড় , ষোলো , ষোড়শী , ষাট , ষষ্ঠ।
স= সাদা , সাপ, সাগর, সাহস, সকাল।
হ= হাঁস ,হাতি,হনুমান , হলুদ, হাত ।
ক্ষ= ক্ষতি , ক্ষমা, ক্ষেত , ক্ষুধা, ক্ষীর।
ড়= বিড়াল , ঘড়ি, বাড়ি, পাহাড় , গাড়ি।
ঢ়= আষাঢ়, ছর, গাঢ়, মূঢ়, রুঢ়।
য়= আয় , ব্যয় , জয় , শিয়াল , বিয়োগ ।

ৎ= শরৎ, সৎ, মহৎ, উৎপল ।
ং= হংস, বংস, সং, ঢং, চিংড়ি।
ঃ= আঃ , উঃ, দুঃখ, অন্তঃপুর, সঃ ।
ঁ = চাঁদ, বাঁশি , বাঁশ, পেঁচা , পেঁপে।

 

Leave a Reply