প্রথম শ্রেণির বাংলা প্রশ্ন ও উত্তর

প্রথম শ্রেণির বাংলা প্রশ্ন

ক) ব্যাঙের ছাতা কোথায় ? = ব্যাঙের ছাতা গাছের তলায় ।
খ) বউ কীসের পালকিতে চড়বে? = বউ সোনার পালকিতে চড়বে।
গ) কাক বনে যেতে চাইলো কেন? = কাক খাবারের খোজে বনে যেতে চাইলো।
ঘ) ঘাসের রঙ কি ? = ঘাসের রঙ সবুজ।
ঙ) রুবির ভাইয়ের নাম কি? = রুবির ভাইয়ের নাম অনি।
চ) শিউলি ফুলের বোটার রঙ কেমন? = শিউলি ফুলের বোটার রঙ কমলা রঙ্গের মত।
ছ) সূর্য কোন দিকে উঠে ? = সূর্য পূর্ব দিকে উঠে।
জ) সরষে ফুলের রং কী ? = সরষে ফুলের রং হলুদ।
ঞ) ব্যাঙের মাথা কোথায় ডুবে? = ব্যাঙের মাথা ডেবায় ডুবে।
ট) আমরা কখন ঘুম থেকে উঠি? = ভোরে ঘুম থেকে উঠি।
ঠ) হনহন পনপন কবিতাটি কে লিখেছেন? = হনহন পনপন কবিতাটি লিখেছেন কবি সুকুমার রায় ।

প্রথম শ্রেণির বাংলা প্রশ্ন ও উত্তর

ক। চাঁদা ভাই কী করে ?
উত্তর: চাঁদা ভাই রোজ সকালে খুকুর কপালে টিপ দেয়।
খ। আমরা কোন কোন সময় হাত দুই?
উত্তর: আমরা খাওয়ার আগে ও পরে হাত ধুই।
গ। ঝড়ের দিনে কি করতে সুখ লাগে?
উত্তর: ঝড়ের দিনে মামার দেশে আম কুড়াতে সুখ।
ঘ। কী গলায় দিয়ে মামার বাড়ি যাই?
উত্তর: ফুলের মালা গলায় দিয়ে মামার বাড়ি যাই।
ঙ। মামার বাড়ি কবিতাটি কে লিখেছেন ?
উত্তর:মামার বাড়ি কবিতাটি লিখেছেন কবি জসিমউদ্দীন।
চ। রুবির বাগানে কী আছে ?
উত্তর: রুবির বাগানে আছে নানা রকম ফুলের গাছ।
ছ। কার পিপাসা পেল?
উত্তর: পিঁপড়ে ও ঘুঘু গল্পে পিঁপড়ের পিপাসা পেল।
জ। কে পিঁপড়ের বন্ধু হলো।
উত্তর: ঘুঘু পিঁপড়ের বন্ধু হলো।
ঝ। আমাদের মহানবির নাম কী?
উত্তর: আমাদের মহানবীর নাম হযরত মুহাম্মদ (স;)
ঞ। লোকটির হাতে কী ছিলো ?
উত্তর: লোকটির হাতে একটি পাখির বাসা ছিল।
ট। মা পাখিটা বাচ্চাদের কী দিয়ে ঢেকে রাখলো ?
উত্তর: মা পাখিটা বাচ্চাদের ডানা দিয়ে ডেকে রাখল।
ঠ। মহানবী (স:) কাদের নিয়ে বসে আছেন ?
উত্তর: মহানবী (স:) সাথীদের নিয়ে বসে আছেন।
ড। সকল ছেলে কোথায় ছুটে বেড়ায় ?
উত্তর: সকল ছেলে বনে ও মাঠে ছুটে বেড়ায় ।
ঢ। খুকু কখন ঘুম থেকে উঠে ?
উত্তর: খুকু ভোর সকালে ঘুম থেকে উঠে।
ণ। তোমার বাংলা বইয়ের নীতি বাক্যটি কী?
উত্তর: বড়দের সম্মান করা।
ত। মৌচাকে কী আছে ?
উত্তর: মৌচাকে মৌ আছে।
থ। বাংলা বছরের প্রথম মাসের নাম কী?
উত্তর: বাংলা বছরের প্রথম মাসের নাম বৈশাখ।
দ। সহপাঠি কারা?
উত্তর: যারা আমার সাথে লেখা পড়া করে তারাই সহপাঠী।
ধ। বৃষ কীভাবে এলো?
উত্তর: বৃষ এলো দৃঢ় পায়ে।
ন। কে তৃন খায় ?
উত্তর: মৃগছানা তৃন খায়।

প্রথম শ্রেণির বাংলা অতিরিক্ত প্রশ্ন

ক) কারা বাঙ্গালীদের উপর হামলা করল?
উত্তর ঃ পাকিস্তানিরা বাঙালিদের উপর হামলা করল ।
খ) কে মুক্তিযোদ্ধাদের ডাক দিলেন ?
উত্তর ঃ শেখমুজিবুর রহমান মুক্তিযোদ্ধাদের ডাক দিলেন ।
গ) মুক্তিযুদ্ধের শেষে কারা হার মানল?
উত্তর ঃ মুক্তিযুদ্ধের শেষে পাকিস্তানিরা হার মানল।
ঘ) শিকারী তীর ছুরতে গেলে পিপড়া কী করল?
উত্তর ঃ শিকারী তীর ছুরতে গেলে পিপড়া তার পায়ে কামড় বসিয়ে দিল।
ঙ) পিঁপড়ে কাকে কামর দিল?
উত্তর ঃ পিঁপড়ে শিকারীকে কামর দিল।
চ) আমাদের দেশকে কী বলা হয় ?
উত্তর ঃ আমাদের দেশকে ধানের দেশ, গানের দেশ বলা হয়
ছ) আমাদের বড় নদীগুলোর ন াম কী?
উত্তর ঃ আমাদের বড় নদীগুলোর নাম হলো পদ্মা ,মেঘনা ,যমুনা।
জ) কত দিনে এক সপ্তাহ ?
উত্তর ঃ সাত দিনে এক সপ্তাহ ।
ঝ) ছুটির দিন কী বার ?
উত্তর ঃ শুক্রবার
ঞ) কে পিঁপড়ের সামনে একটি পাতা ফেলে দিল?
উত্তরঃ ঘুঘু পিঁপড়ের সামনে একটি পাতা ফেলে দিল।
ট) ঘুঘু পাতাটা কিভাবে ডাঙায় আনল?
উত্তরঃ ঘুঘু পাতাটা ঠোঁটে তুলে ডাঙায় আনল।
ঠ) শিকারীর পায়ে কে কামর দিল?
উত্তরঃ শিকারীর পায়ে পিঁপড়ে কামর দিল।
ড) ঘুঘুটি কীভাবে উড়ে গেল?
উত্তরঃ ঘুঘুটি ফুড়–ৎ করে উড়ে গেল।
ঢ) আমাদের জাতীয় পাখির নাম কী?
উত্তরঃ আমাদের জাতীয় পাখি দেয়েল।
ণ) ৩টি বড় নদীর নাম লিখ।
উত্তরঃ পদ্মা ,মেঘনা ,যমুনা।

 

ক) তোমার বাংলা বইয়ের নীতি বাক্যটি কী?
উ: বড়দের সম্মান কর।
খ) নদীর জলে কী চলে?
উ: নদীর জলে নাও চলে।
গ) বউ কীসের পালকিতে চলে।
উ: বউ সোনার পালকিতে চড়বে।
ঘ) কাক বনে যেতে চাইল কেন?
উ: কাক খাবারের খোঁজে বনে যেতে চাইল।
ঙ) ব্যাঙ কীভাবে ডাকে?
উ: ব্যাঙ ডাকে ঘ্যাঙ ঘ্যাঙ করে।
চ) ব্যাঙের ছাতা কোথায়?
উ:ব্যাঙের ছাতা গাছের তলায়।
ছ) বায়ু কেমন শব্দ করে?
উ: বায়ু শনশন শব্দ করে।
জ) কী গলায় দিয়ে মামার বাড়ি যায়?
উ: ফুলের মালা গলায় দিয়ে মামার বাড়ি যায়।
ঝ) মামার বাড়ি কবিতাটি কে লিখেছেন?
উ: মামার বাড়ি কবিতাটি লিখেছেন কবি জসীমউদ্দীন।
ঞ) খুকু কখন ঘুম থেকে ওঠে?
উ: খুকু রোজ সকালে ঘুম থেকে ওঠে।
ট) রুবির বাগানে কী আছে?
উ: রুবির বাগানে আছে নানা রকমের ফুলের গাছ।
ঠ) কে চশমা খুঁজে আনল?
উ: শুভ চশমা খুঁজে আনল।
ড) রুবির ভাই কী কাজ করে।
উ: রুবির ভাই আম বাগানে কাজ করে।
ঢ) রুবির ভাইয়ের নাম কী?
উ: রুবির ভাইয়ের নাম অমি।
ণ) লোকটির হাতে কী ছিল?
উ: লোকটির হাতে পাখির বাসা ছিল।
ত) আমাদের দেশের নাম কী?
উ: আমাদের দেশের নাম বাংলাদেশ।
থ) আমাদের দেশকে কী বলা হয়?
উ: আমাদের দেশকে ‘ধানের দেশ’ ‘গানের দেশ’ বলা হয়।
দ) আমাদের বড় নদীগুলোর নাম কী?
উ: পদ্মা, মেঘনা, ও যমুনা।
ধ) মুক্তিযুদ্ধের মহান নেতা কে?
উ: শেখ মুজিবুর রহমান মুক্তিযুদ্ধের মহান নেতা?
ন) কারা বাঙালিদের ওপর হামলা করল?
উ: পাকিস্তানিরা বাঙালীর ওপর হামলা করল।
প) মুক্তিযুদ্ধের শেষে কারা হার মানল?
উ: মুক্তিযুদ্ধের শেষে পাকিস্তানি সেনারা হার মানল।
ফ) শব্দ বলা খেলায় কয়টি দল আছে?
উ: শব্দ বলা খেলায় দুটি দল আছে।
ব) সকল ছেলে কোথায় ছুটে বেড়ায়?
উ: সকল ছেলে বনে ও মাঠে ছুটে বেড়ায়।
ভ) সাত দিনে কয় সপ্তাহ?
উ: সাত দিনে এক সপ্তাহ।
ম) পিঁপড়ে কাকে কামড় দিল?
উ: পিঁপড়ে শিকারীকে কামড় দিল।
য) নদীতে কী ছিল?
উ: নদীতে ছিল টেউ।
র) শিকারীর হাতে কী ছিল?
উ: শিকারীর হাতে ছিল তীর ধনুক।
ল) ছুটির দিন কী বার?
উ: ছুটির দিন শুক্রবার।
শ) মুমু রবিবার কী করে?
উ: রবিবার মুমু বাগান দেখাশুনা করেন।
ষ) সপ্তাহের প্রথম দিন মুমু কী কাজ করে?
উ: সপ্তাহের প্রথম দিন মুমু পড়ার টেবিল সাজায়।

Leave a Reply