প্রথম শ্রেণির বাংলা শব্দ দিয়ে বাক্য তৈরি
সাহায্য = আমি বাড়ির কাজে সাহায্য করি।
ভোর = আমরা ভোরে ঘুম থেকে উঠি ।
পাখি = আতা গাছে তোতা পাখি।
ফুল = আমাদের জাতীয় ফুল শাপলা।
দোয়েল = আমাদের জাতীয় পাখি দোয়েল।
গাছ = গাছ মানুষের পরম বন্ধু। কলম = কলম দিয়ে লিখি ।
জোনাক = রাতে জোনাক জ্বলে ।
ময়না = মগ ডালে ময়না দোলে
সিংহ = পশুর রাজা সিংহ ।
ধান = ধান থেকে চাল হয়।
পায়রা= পায়রা যায় ঘরের কোণে।
পানি = পানির অপর নাম জীবন।
ঘুড়ি = আমার একটি লাল রঙের ঘুড়ি আছে।
বৌ = নৌকায় বৌ যায়।
আষাঢ় = আষাঢ় ও শ্রাবন দুই মাস বর্ষা কাল ।
উৎসব = বিজয় দিবস আমাদের জাতীয় উৎসব।
স্বাধীন = বাংলাদেশ স্বাধীন দেশ ।
যুদ্ধ = নয় মাস চলল যুদ্ধ।
মুক্তিযোদ্ধা = যারা যুদ্ধ করেছিলেন তারা মুক্তিযোদ্ধা ।
পাকিস্তানি = পাকিস্তানি সেনারা ছিল দানবের মতো।
বঙ্গবন্ধু = বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের জাতীর পিতা।
বিজয় = ১৬ ই ডিসেম্বর আমাদের বিজয় দিবস।
বাংলাদেশ = বাংলাদেশ আমাদের স্বাধীন দেশ।
মেঘের = মেঘের কোলে রোদ হেসেছে।
বাঙ্গালী = আমরা বাঙ্গালী জাতি ।
বাঘ = বাঘ আমাদের জাতীয় পশু।
যমুনা = যমুনা আমাদের বড় নদী ।
গাছ = গাছ আমাদের ফুল ও ফল দেয়।
রোজ = ওরা রোজ গাছে পানি দেয় ।
দোয়েল = আমাদের জাতীয় পাখির নাম দোয়েল।
ময়না= মগডালে ময়না দোলে।
পাখি= আম গাছে তোতা পাখি।
সাহায্য= আমি বাড়ির কজে সাহায্য করি।
কলম= আমরা কলম দিয়ে লিখি।
পায়রা= পায়রা যায় ঘরের কোনে।
মৃগ= মৃগছানা তৃন খায়।
খুশি= হাসি খুশিতে মেতে আছে সবাই।
যুদ্ধ= এদেশ যুদ্ধ করে স্বাধীন হয়েছে।
সবুজ= গাছের তলায় সবুজ ঘাস।
পতাকা= আমরা জাতীয় পতাকা ওড়াই।
পুকুর= আমাদের পুকুরে অনেক মাছ আছে।
নদী= নদীতে নৌকা চলে।
মৌচাক= মৌচাকে মৌ আছে।
আকাশ= আকশের রং নীল।
কৃষক= কৃষক মাঠে যায়।
থালা= থালা ভরা ভাত।
বৈঠক= কৃষক বৈঠক করেন।
মাছ= আমাদের জাতীয় মাছ ইলিশ।
উৎসব= বিজয় দিবস আমাদের জাতীয় উৎসব।
বৈশাখ= বৈশাখ মাসে কালবৈশাখী ঝড় হয়।
মৌরি= মৌরি রাখি কৌটা ভরি।
অলি= অলি ফুলে ফুলে ঘুরে বেড়ায়।
বৌ= নৌকায় বৌ যায়।
আষাঢ়= আষাঢ় ও শ্রাবণ দুই মাস বর্ষাকাল।
সূর্য= পূর্ব আকাশে সূর্য ওঠে।
স্কুল= মুমু রোজ স্কুলে যায়।
পিপাসা= কাকটির খুব পিপাসা পেল।
ঘুড়ি= আমার একটি লাল রঙের ঘুড়ি আছে।
পানি= পানির অপর নাম জীবন।
নাও= নদীর জলে নাও চলে।
hi
বাংলা শব্দ ইংরেজিতে উচ্চারণ