প্রথম শ্রেণির ইসলাম শিক্ষা সংক্ষিপ্ত প্রশ্ন
ক) আমাদের ধর্মের নাম কী? উত্তর: ইসলাম।
খ) ইসলাম অর্থ কী? উত্তর: শান্তি।
গ) আমরা কোন জাতি? উত্তর: মুসলমান জাতি।
ঘ) আল-কুরআনে কয়টি সূরা আছে? উত্তর: ১৪৪ সূরা আছে।
ঙ) ফেরেশতারা কিসের তৈরি? উত্তর: নুরের তৈরি।
চ) আসমানি কিতাব কয়টি? উত্তর: ১০৪টি।
ছ) ইবাদত অর্থ কী? উত্তর: দাসত্ব বা বন্দেগী।
জ) সালামের উত্তরে কী বলতে হয়? উত্তর: ওয়াআলাইকুমুস সালাম।
ঝ) আকাঈদ শব্দের অর্থ কী? উত্তর: মূল বিশ্বাস।
ঞ) মিথ্যা বলা কি? উত্তর: মহাপাপ।
ট) রাসুল অর্থ কী? উত্তর: আল্লাহর প্রেরিত মহাপুরুষ।
ঠ) জাকাত অর্থ কী? উত্তর: পবিত্রতা বৃদ্ধি।
ড) কী বলে পড়া-লিখা শুরু করতে হয়? উত্তর: রাব্বি জিদনী ইলমা।
ঢ) আমাদের আদি পিতা কে? উত্তর: হযরত আদম (আঃ)।
প্রথম শ্রেণির ইসলাম শিক্ষা রচনামূলক প্রশ্ন
ক) নামাজ কয় ওয়াক্ত ও কী কী?
উত্তর: নামাজ পাঁচ ওয়াক্ত। যথাঃ ১. ফজর, ২. যোহর, ৩. আছর,৪. মাগরিব ও ৫) এশা।
খ) ইসলাম ধর্মের মূল ভিত্তি কয়টি ও কী কী?
উত্তর: ইসলাম ধর্মেও মূল ভিত্তি পাঁচটি। যথাঃ ১. কালেমা, ২. নামাজ, ৩. রোজা, ৪. হজ্জ ও
৫. যাকাত।
গ) ইসলাম ধর্মেল কালিমা কী?
উত্তর: লা-ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদুর রাসূলুল্লাহ।
ঘ) প্রসিদ্ধ আসমানি কিতাব কয়টি ও কী কী?
উত্তর: প্রসিদ্ধ আসমানি কিতাব ৪টি। যথাঃ ১. তাওরাত, ২. যাবর, ৩. ইনজিল ও ৪. আল কুরআন।
ঙ) ইবাদত কাকে বলে?
উত্তর: আল্লাহর আদেশ নিষেধ মেনে চলাকেই ইবাদত বলে।
চ) আমরা কয় ভাবে পবিত্র হতে পারি?
উত্তর: আমরা তিন ভাবে পবিত্র হতে পারি। যথা: অজু, গোসল ও তায়াম্মুম করে।
ছ) গোসল কাকে বলে?
উত্তর: নিদির্ষ্ট নিয়মে সমস্ত শরীর ধুয়ে পাক-সাফ হওয়াকে গোসল বলে।
জ) তায়াম্মুম কাকে বলে?
উত্তর: মাটি দিয়ে বিশেষ পদ্ধতিতে পবিত্র হওয়াকে তায়াম্মুম বলে।
ঝ) রোজ কাকে বলে?
উত্তর: আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য সারাদিন পানাহার না করাকে রোজা বলে।
ঞ) ঈমান কাকে বলে?
উত্তর: ইসলাম ধর্মের মূল বিষয় গুলোকে মুখে স্বীকার করা অন্তÍকে বিশ্বাস করা এবং সে অনুযায়ী কাজ করাকে আকাঈদ বলে।
ট) আল্লাহ্ও পাঁচটি সৃষ্টির নাম লিখ।
উত্তর: মানুষ, আকাশ, মাটি, পাহাড় ও গাছ-পালা ইত্যাদি।
ঠ) হালাল কী?
উত্তর: যা করতে, খেতে ও ব্যবহার করতে ইসলাম অনুমতি দিয়েছে, তাই হালাল।
ড) হারাম কী?
উত্তর: যা করতে খেতে ও ব্যবহার করতে ইসলাম নিষেধ করেছে তাই হারাম।
প্রথম শ্রেণির ইসলাম শিক্ষা টিক
ক) ফেরেশতারা কিসের তৈরি।
১. মাটি ২. পাথর ৩. নূরের√ ৪. পানির
খ) প্রসিদ্ধ আসমানি কিতাব কয়টি?
১. ১০৪√ ২. ১১৪ ৩. ৪ ৪. ১০৫টি
গ) প্রধান ফেরেশতা কয়জন?
১. ৩ ২. ৫ ৩. ৪√ ৪. ৮ জন।
ঘ) সালাত বা নামাজ কয় ওয়াক্ত?
১. ৫√ ২. ৬ ৩. ৭ ৪ ৮ ওয়াক্ত।
ঙ) আমরা কোন জাতি?
১. মুসলমান√ ২. হিন্দু ৩. বৌদ্ধ ৪. খ্রিষ্ঠান
চ) ইবাদত অর্থ ক?ি
১. প্রভুত্ব ২. বন্ধুত্ব ৩. দাসত্ব √ ৪. আত্মীয়
ছ) ওজুর ফরজ কয়টি?
১. ৩টি√ ২. ৪টি ৩. ৫টি ৪. ৮টি
জ) যাকাত একটি কি ইবাদত?
১. আর্থিক√ ২. শারীরিক ৩. মানসিক ৪. সম্পর্ক
ঝ) যাকাত কাদের প্রদান করা হয়?
১. গরিবরা√ ২. ধনীরা ৩. মধ্যবিত্তরা ৪. প্রসিদ্ধরা
ঞ) আমরা কোন দিকে মুখ করে নামাজ পড়ি?
১. পশ্চিম√ ২. পূর্ব ৩. দক্ষিন ৪. উত্তর
ট) আমাদের রব কে?
১. নবি ২. খলিফা ৩. সাহাবি ৪. আল্লাহ√
ঠ) মহানবির রওজা কোথায়?
১. মক্কায় ২. মদিনায়√ ৩. বাগদাদ ৪. ইরাক
ড) মহানবি (স:) কত খ্রিস্টাব্দে জন্মগ্রহন করেন?
১. ৫৭০ খ্রি: √ ২. ৫৮০ খ্রি: ৩. ৫৯০ খ্রি: ৪. ৫৪০ খ্রি:
ঢ) মহানবি (স:) কত খ্রিস্টাব্দে মৃত্যু বরন করেন?
১. ৬৩০ খ্রি: ২. ৬৪০ খ্রি: ৩. ৬৩২ খ্রি: √ ৪. ৬৫০ খ্রি:
ণ) কুর-আনের সর্বশেষ সূরা কোনটি?
১. আন্-নাস√ ২. আল-কাওসার ৩. আল-ফাতিহা ৪. আল-বাক্বারা