প্রথম শ্রেণির পরিবেশ পরিচিতি

প্রথম শ্রেণির পরিবেশ পরিচিতি প্রশ্ন ও উত্তর

১। সঠিক উত্তরে (√) চিহ্ন দাও ঃ
১। খাবার আমাদের দেহে —– শক্তি যোগায়/যোগায় না।
২। পানির অপর নাম —– জীবন/মরন।
৩। খাদ্যের উপাদান —– ৫ টি/৬ টি।
৪। মাছ, মাংস, ডিম, দুধ —– আমিষ/শর্করা জাতীয় খাবার।
৫। পানি খাদ্য হজমে সহায়তা —– করে/করে না।
৬। সূর্য থেকে আলো —–পাই/পাইনা।
৭। আরো ছাড়া সকল প্রাণী বাঁচতে —– পারে/পারে না।
৮। দিন রাত বুঝার জন্য আলোর প্রয়োজন —– আছে/নাই।
৯। বাতাসের শক্তি —– আছে/নাই।
১০। বাতাসে ভর করে আকাশে উড়তে —– হয়/হয় না।
১১। মুসলমান নামাজ পড়ে —– মসজিদে/মন্দিরে/গির্জায়।
১২। দূর্গা পূজার উৎসব পালন করে —– বৌদ্ধ/হিন্দু/মুসলমান।
১৩। খ্রিস্টানদের ধর্মীয় উৎসব —– মহরম/বৌদ্ধ পূর্নিমা/বড়দিন।
১৪। বিয়ে, জম্মদিন —– ধর্মীয়/সামাজিক/জাতীয় অনুষ্ঠান।
১৫। স্বাধীনতা দিবস —– ২৬ মার্চ/১৬ ডিসেম্বর/২১ ফেব্রæয়ারী।
১৬। পদার্থের অবস্থা —– ২/৩/৪ টি।
১৭। পানি, দুধ —– কঠিন/তরল/বায়বীয় পদার্থ।
১৮। শক্তির প্রধান উৎস —– পৃথিবী/চাঁদ/সূর্য।
১৯। বিদ্যুৎ এক প্রকার —– শক্তি/পদার্থ/কোনটিই না।
২০। কোনটি শক্তি? —– ইট/পানি/শব্দ।
২১। সৌর জগতে গ্রহ —– ১০/১১/৮ টি।
২২। চাঁদ পৃথিবীর একটি —– গ্রহ/উপগ্রহ/নক্ষত্র।
২৩। পৃথিবী সৌরজগতের একটি —– নক্ষত্র/উপগ্রহ/গ্রহ।
২৪। সমভ‚মি থেকে উঁচু স্থানকে বলে —– পাহাড়/পর্বত/মরুভ‚মি।
২৫। স্থলভাগ দ্বারা বেষ্টিত জলভাগকে বলে —– হ্রদ/নদী/পাহাড়।
২৬। পরিবারের প্রধান হলেন —– বাবা/মা/চাচা।
২৭। পরিবারের প্রাণ হলেন —– বাবা/চাচা/মা।
২৮। পরিবার প্রধানত —– ২/৩/৪ প্রকার।
২৯। প্রতিবেশির সাথে —– ভালো/খারাপ/কদর্ম ব্যবহার করব।
৩০। পরিবারের ছোটদের কাজ —– উপার্যজন/হাট-বাজার/পড়ালেখা করা।

২। সত্য/মিথ্যা নির্নয় কর ঃ
১। পানি খাদ্য হজমে সহায়তা করে। উত্তর ঃ সত্য
২। শরীরের দূষিত পদার্থ বের করা পানির কাজ। উত্তর ঃ সত্য
৩। আলো এক প্রকার বস্তু। উত্তর ঃ মিথ্যা
৪। সূর্য পশ্চিম দিক থেকে উদয় হয়। উত্তর ঃ মিথ্যা
৫। বিদ্যুৎ থেকে আলো পাওয়া যায়। উত্তর ঃ সত্য
৬। রাতে আকাশে চাঁদ ও তারা দেখা যায়। উত্তর ঃ সত্য
৭। বাতাস একটি তরল পদার্থ। উত্তর ঃ মিথ্যা
৮। আমাদের দেশে শুধু মুসলমান বাস করে। উত্তর ঃ মিথ্যা
৯। মুসলমানদের বছরে দুইটি ঈদ আছে। উত্তর ঃ সত্য
১০। বৌদ্ধদের প্রধান ধর্মীয় উৎসব হলো বৌদ্ধ পূনির্মা। উত্তর ঃ সত্য
১১। হিন্দুরা গির্জায় পূজা অর্চনা করেন। উত্তর ঃ মিথ্যা
১২। আমাদের সামাজিক অনুষ্ঠান ২ টি। উত্তর ঃ মিথ্যা
১৩। বাংলাদেশের বিজয় দিবস ১৬ ই ডিসেম্বর। উত্তর ঃ সত্য
১৪। পদার্থের অবস্থা তিনটি। উত্তর ঃ সত্য
১৫। পদার্থ প্রধানত ৫ প্রকার। উত্তর ঃ মিথ্যা
১৬। শব্দ দেখা যায় এবং অনুভব করা যায় না। উত্তর ঃ মিথ্যা
১৭। আলোর প্রধান উৎস হলো সূর্য। উত্তর ঃ সত্য
১৮। সূর্য, আগুন ও বিদ্যুৎ থেকে তাপ পাই। উত্তর ঃ সত্য
১৯। সৌরজগতে বর্তমানে ১৪ টি গ্রহ আছে। উত্তর ঃ মিথ্যা
২০। সূর্য একটি অনেক বড় উপগ্রহ। উত্তর ঃ মিথ্যা
২১। চাঁদ পৃথিবীর একটি উপগ্রহ। উত্তর ঃ সত্য
২২। আমরা পৃথিবী নামক গ্রহে বাস করি। উত্তর ঃ সত্য
২৩। চাঁদের নিজেস্ব আলো আছে। উত্তর ঃ মিথ্যা
২৪। ভ‚গোল অর্থ পৃথিবী চ্যাপ্টা। উত্তর ঃ মিথ্যা
২৫। ভ‚ অর্থ পৃথিবী আর গোল অর্থ গোলাকার। উত্তর ঃ সত্য
২৬। পৃথিবীতে ৩ বাগ পানি আর ১ ভাগ মাটি। উত্তর ঃ সত্য
২৭। আলো এক প্রকার বায়বীয় পদার্থ। উত্তর ঃ মিথ্যা
২৮। ভালো খাবার খেলে তাড়াতাড়ি হজম হয়। উত্তর ঃ মিথ্যা
২৯। সমভ‚মি থেকে উঁচু স্থানকে পাহাড় বলে। উত্তর ঃ সত্য
৩০। বড় বড় পাহাড়কে পর্বত বলে। উত্তর ঃ সত্য

৩। শূন্যস্থান পূরণ কর ঃ
১। আমরা বেচে থাকার জন্য …………………. খাই। উত্তর ঃ খাবার
২। প্রতিদিন …………………. খাবার খাওয়া দরকার। উত্তর ঃ পরিমিত
৩। দূষিত পদার্থ ………………….পানির কাজ। উত্তর ঃ বের করা
৪। পানির অপর নাম ………………….। উত্তর ঃ জীবন
৫। পানি থেকে আমরা খাদ্য হিসাবে …………………. পাই। উত্তর ঃ মাছ
৬। আলো এক প্রকার ………………….। উত্তর ঃ শক্তি
৭। আলোর মাধ্যমে ………………….। উত্তর ঃ দেখতে পারি
৮। আলো ছাড়া আমরা …………………. পারি না। উত্তর ঃ দেখতে ও বাঁচতে
৯। বাতাস চোখে …………………. যায় না। উত্তর ঃ দেখা
১০। বাতাসের …………………. আছে। উত্তর ঃ ওজন
১১। সমাজে বিভিন্ন …………………. লোক বাস করে। উত্তর ঃ ধর্মের
১২। ঈদুল ফিতর …………………. প্রধান ধর্মীয় অনুষ্ঠান। উত্তর ঃ মুসলমানদের
১৩। পহেলা বৈশাখ বাংলা ………………….। উত্তর ঃ নববর্ষ
১৪। শহীদ দিবস …………………. ফেব্রæয়ারি। উত্তর ঃ ২১ শে
১৫। বিজয় দিবস আমাদের …………………. অনুষ্ঠান। উত্তর ঃ জাতীয়
১৬। পদার্থের আকার, আয়তন ও …………………. আছে। উত্তর ঃ ওজন
১৭। পদার্থের অবস্থা …………………. টি। উত্তর ঃ তিন
১৮। ইট, পাথর, লোহা …………………. পদার্থ। উত্তর ঃ কঠিন
১৯। শব্দ …………………. করা যায়। উত্তর ঃ অনুভব
২০। আলোর প্রধান উৎস ………………….। উত্তর ঃ সূর্য
২১। সৌর জগতে গ্রহ ………………….। উত্তর ঃ ৮ টি
২২। সূর্য একটি ………………….। উত্তর ঃ নক্ষত্র
২৩। আমরা …………………. বাস করি। উত্তর ঃ পৃথিবী নামক গ্রহে
২৪। পৃথিবী দেখতে ………………….। উত্তর ঃ গোলাকার
২৫। বড় বড় পাহাড়কে …………………. বলে। উত্তর ঃ পর্বত
২৬। সমাজে বিভিন্ন …………………. লোক বাস করে। উত্তর ঃ পেশার
২৭। …………………. জমিতে ফসল ফলান। উত্তর ঃ কৃষক
২৮। শিক্ষক ছাত্র-ছাত্রীদের …………………. শেখান। উত্তর ঃ লেখাপড়া
২৯। ডাক্তার রোগীদের …………………. করেন। উত্তর ঃ চিকিৎসা
৩০। মানুষ …………………. জীব। উত্তর ঃ সামাজিক

৪। ছোট প্রশ্নের উত্তর দাও ঃ
১। আলো কী? এর প্রধান উৎস কী?
২। আমরা কী কী উপাদান থেকে আলো পাই?
৩। দিন কিভাবে হয়?
৪। রাত কীভাবে হয়?
৫। রাতে আকাশে কী দেখা যায়?
৬। অক্সিজেন কী কাজে লাগে?
৭। বাতাস খুব জোরে হলে তখন তাকে কী বলে?
৮। আমাদের দেশে কোন কোন ধর্মের লোক বাস করে?
৯। বৌদ্ধদের ধমীয় উৎসব কী কী?
১০। খ্রিস্টানদের ধর্মীয় উৎসব গুলো কী কী?
১১। আমাদের প্রধান জাতীয় অনুষ্ঠান গুলো কী কী?
১২। আমাদের সামাজীক অনুষ্ঠান গুলো কী কী?
১৩। জাতীয় অনুষ্ঠান গুলো কোন কোন দিন পালন করা হয়?
১৪। পদার্থ কাকে বলে?
১৫। পদার্থ কত প্রকার ও কী কী?
১৬। শক্তি কাকে বলে?
১৭। কয়েকটি শক্তির নাম লেখ।
১৮। তাপ কী? আমরা কোথা থেকে তাপ পাই?
১৯। আলো কী? আলোর প্রধান উৎস কী?
২০। শব্দ কী? শব্দ কি দেখা যায়?
২১। সৌরজগত কাকে বলে?
৫। বড় প্রশ্নের উত্তর দাও ঃ
১। হ্রদ কাকে বলে?
২। ভ‚গোল শব্দের অর্থ কী?
৩। পৃথিবীর আকার কেমন?
৪। সৌরজগতে গ্রহ কয়টি ও কি কি?
৫। পদার্থের অবস্থা কয়টি ও কি কি? উদাহরন দাও।
৬। বিভিন্ন ধর্মের উপাসনা ও উপাসনালয়ের নাম লেখ।
৭। হিন্দুদের প্রধান ধমীর্য় অনুষ্ঠান কী কী?
৮। মুসলমানদের ধর্মীয় অনুষ্ঠান গুলো কি কি?
৯। বাতাস কী? এবং বাতাসে কি কি আছে?
১০। পানি কি কি কাজ করে?
১১। কোন কোন খাদ্যে খনিজ লবন জাতীয় উপাদান আছে?
১২। ভিটামিন জাতীয় খাদ্য কী কী?
১৩। ¯েœহ বা তেল জাতীয় খাদ্য কী কী?
১৪। শর্করা বা শ্বেতসার জাতীয় খাদ্য কী কী?
১৫। খাদ্যের উপাদান কয়টি ও কি কি?

Leave a Reply