প্রথম শ্রেণির হিন্দু ধর্ম
১। সঠিক উত্তরে (√) চিহ্ন দাও ঃ
১। সর্বশক্তিমান কে?
(ক) দেবী (খ) মানুষ (গ) ঈশ্বর (ঘ) জীব
২। কে অন্ত শক্তির আধার?
(ক) দেবী (খ) মানুষ (গ) ঈশ্বর (ঘ) জীব
৩। ঈশ্বর কিবাবে পৃথিবীতে বিরাজ করেন?
(ক) সর্বরূপে (খ) মানুষরূপে (গ) চন্দ্ররূপে (ঘ) ফুলরূপে
৪। অনন্ত শব্দের অর্থ কী?
(ক) শেষনেই (খ) শুরু (গ) শেষ আছে (ঘ) সমাপ্তি
৫। আমরা কার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করি?
(ক) ঈশ্বরের (খ) গাছের (গ) নদীর (ঘ) সবকয়টির
৬। যত্র জীব: তত্র —-
(ক) ঘরবাড়ি (খ) মানুষ (গ) গাছ-পালা (ঘ) শিব:
৭। সকল প্রাণের উৎস কে?
(ক) ব্রহ্ম (খ) মানুষ (গ) জীব (ঘ) শিব
৮। দেবদেবীর মধ্য দিয়ে ঈশ্বরের কি প্রকাশ পায়?
(ক) শান্তি (খ) শক্তি (গ) অশান্তি (ঘ) ভয়
৯। ব্রহ্মের আরেক নাম কী?
(ক) ঈশ্বর (খ) ভগমান (গ) বিষ্ণু (ঘ) কোনটি না
১০। ঈশ্বরের কোন গুণ বা ক্ষমতা যখন আকার রূপে প্রকাশ পায় তখন তাকে কি বলে?
(ক) আত্মা (খ) দেব-দেবী (গ) ব্রহ্ম (ঘ) মানুষ
২। সত্য/মিথ্যা নির্নয় কর ঃ
১। ঈশ্বরের রূপ আছে। উত্তর ঃ মিথ্যা
২। ঈশ্বর জীবের মধ্যে দেবতা রূপে অবস্থান করে। উত্তর ঃ সত্য
৩। ঈশ্বরের আরেক নাম পরমাত্মা। উত্তর ঃ সত্য
৪। ঈশ্বর জীব ও জগৎ সৃষ্টি করেছেন। উত্তর ঃ সত্য
৫। ঈশ্বর এক ও অদ্বিতীয়। উত্তর ঃ সত্য
৬। জীবকে ব্রহ্ম জ্ঞানে দেখা উচিৎ নয়। উত্তর ঃ মিথ্যা
৭। ঈশ্বর যে কোন রূপ ধারন করতে পারে না। উত্তর ঃ মিথ্যা
৮। সকল প্রাণের উৎস শিব। উত্তর ঃ মিথ্যা
৯। শ্রীকৃষ্ণ নিজেই স্বয়ং ভগবান। উত্তর ঃ মিথ্যা
১০। ভগবান বিষ্ণুর পনেরোটি অবতার। উত্তর ঃ মিথ্য্
৩। শূন্যস্থান পূরণ কর ঃ
১। অনন্ত মানে যার …………….. নেই। উত্তর ঃ শেষ
২। সবকিছুর মুলে রয়েছে ……………..। উত্তর ঃ ঈশ্বর
৩। জীবের মধ্যে অবস্থান কারী ঈশ্বরকে …………….. বলে। উত্তর ঃ আত্মা
৪। আমরা ঈশ্বরের প্রতি …………….. প্রকাশ করব। উত্তর ঃ কৃতজ্ঞতা
৫। ঈশ্বর …………….. ও অদ্বিতীয়। উত্তর ঃ এক
৬। ব্রহ্মের আরেক নাম ……………..। উত্তর ঃ ঈশ্বর
৭। ঈশ্বর শব্দের অর্থ হচ্ছে ……………..। উত্তর ঃ প্রভু
৮। ব্রহ্ম হচ্ছে সকল …………….. উৎস। উত্তর ঃ প্রাণের
৯। ঈশ্বরের ভিন্ন ভিন্ন …………….. ও পরিচয় আছে। উত্তর ঃ নাম
১০। তার …………….. কেউ নেই। উত্তর ঃ সমান
১১। মানুষ ধর্মকে ভুলে গিয়ে …………….. আশ্রয় নেয়। উত্তর ঃ অধর্মের
১২। ভগবান বিষ্ণুর …………….. টি অবতার আছে। উত্তর ঃ ১০
৪। শব্দার্থ লিখ ঃ
অন্ত = শেষ ঈশ্বর = সৃষ্টিকর্তা
ব্রহ্ম = ঈশ্বর ধর্ম = পথ বা বিধান
বিনাশ = ধ্বংস অধার্মিক = ধর্মের প্রতি বিশ্বাস ইেন যার
৫। প্রশ্নের উত্তর দাও ঃ
১। ঈশ্বর জীব দেহে কিরূপে বিরাজ করেন?
২। ঈশ্বরের আরেক নাম কী?
৩। অনন্ত শব্দের অর্থ কি?
৪। ঈশ্বর যখন নিরাকার তখন তাকে কি বলা হয়?
৫। সকল প্রানের উৎস কে?
৬। জীবকে কী জ্ঞানে সেবা করা উচিত?
৭। দেবদেবীর মধ্য দিয়ে ঈশ্বরের কি প্রকাশ পায়?
৮। ভগবান বিষ্ণু নিজেকে কয়টি অবতারে প্রকাশ করেছেন?
উত্তর ঃ
১। আত্মারূপে অবস্থান করেন।
২। পরমাত্মা।
৩। যার শেষ নেই।
৪। ব্রহ্ম বলা হয়।
৫। ব্রহ্ম।
৬। ব্রহ্ম জ্ঞানে।
৭। শক্তি প্রকাশ পায়।
৮। দশটি অবতারে।