দ্বিতীয় শ্রেণির বাংলা ৩য় অধ্যায় সুন্দরবন অনুশীলনীর প্রশ্নের উত্তর নিচে দেওয়া হলো।
৩য় অধ্যায় সুন্দরবন
১। ছবিতে হরিণ বানরকে কী বলছে তা ভেবে বলি।
উত্তরঃ হরিণ বানরকে বলছে- তুমি কি আমাকে খাওয়ার জন্য গাছের পাতা ছিঁড়ে দিয়ে উপকার করতে পারবে?
২। ছবিতে বানর হরিণকে কী বলছে তা ভেবে বলি।
উত্তরঃ বানর হরিণকে বলছে- আমরা এখন বন্ধু, তাই চলো বনের মধ্যে ঘুরে বেড়াই আর গল্প করি।
৩। নিচের ছবি দেখি । ছবি সম্পর্কে একটি করে বাক্য বলি।
বাঘটি শিকার করার কথা ভাবছে
মৌমাছি মধু সংগ্রহ করতে উড়ে চলেছে।
হরিণ গাছের পাতা খাচ্ছে।
বানরটি গাছের ডালে ঝুলে খেলা করছে।
৪। নিচের ছবিটি দেখি। ছবি সম্পর্কে বলি।
উত্তরঃ গাছের ডালে একটি পাখির বাসা আছে। বাসায় পাখির দুটো ছানা। মা পাখিটা বাসার দিকে উড়ে আসছে। ছানাগুলো মাকে দেখে আনন্দে কিচিরমিচির করছে।
৫। নিচের ছবিটি দেখি। ছবি দেখে গণনা করে লিখি।
১. ছবিতে কয়টি বানর আছে তা কথায় লিখি।
উত্তরঃ আটটি
২. ছবিতে কয়টি বাঘ আছে তা কথায় লিখি।
উত্তরঃ দুটি
৩. ছবিতে কয়টি হরিণ আছে তা কথায় লিখি।
উত্তরঃ পাঁচটি।
৬। ফাঁকা ঘরে নিচের সংখ্যাগুলো কথায় লিখি।
১২(বারো), ১৫ (পনেরো), ১৮(আঠারো), ২৩(তেইশ), ২৫(পঁচিশ)