দ্বিতীয় শ্রেণির বাংলা ৫ম অধ্যায় শীতের সকাল অনুশীলনীর প্রশ্ন উত্তর দেওয়া হলো।
৫ম অধ্যায় শীতের সকাল
১. শব্দগুলো পাঠ থেকে খুঁজে বের করি। অর্থ বলি।
পোহানো- উপভোগ করা
মিষ্টি- মিছা
নাশতা- সকালের খাবার, হালকা খাবার।
২. ঘরের ভেতরের শব্দগুলো খালি জায়গায় বসিয়ে বাক্য তৈরি করি।
নাশতা, মিষ্টি, পোহান
ক. শীতের সকালে রোদ মিষ্টি লাগে।
খ, অতিথি এলে নাশতা দেব।
গ. নানা প্রতিদিন সকাল বেলা রোদ পোহান।
৪. বাক্য শেষে প্রশ্ন ও যতি চিহ্বের ব্যবহার দেখি ও বসাই।
আমি বাড়ি এসেছি। তুমি কোথায় গিয়েছিলে (?)
তোমার ওষুধ খাওয়া প্রয়োজন। নানা বেড়াতে এসেছেন (।)
তোমার কেমন লাগছে? রোদ মিষ্টি হয় কী করে (?)
বইটি তুমি কোথায় পেলে? তোমার তালো৷ লাগছে (।)
৫. বাড়িতে ফুপু এসেছেন। কোন কাজ কখন করব তা সাজাই।
নাশতা খেতে অনুরোধ করব।
ফুপুকে বসতে বলব।
সালাম জানাব।
তার সামনে নাশতা সাজিয়ে দেব।
ফুপুকে ঘরের ভেতরে আসতে অনুরোধ করব।
উত্তরঃ
ক. সালাম জানাব।
খ. ফুপুকে ঘরের ভেতরে আসতে অনুরোধ করব।
গ. ফুপুকে বসতে বলব।
ঘ. তার সামনে নাশতা সাজিয়ে দেব।
ঙ. নাশতা খেতে অনুরোধ করব।
৬. ছবি দেখি। কথোপকথন তৈরি করি।
নাজমা : এই বিকেলে তুমি পড়ছো কেন? আমার সাথে খেলতে আস।
হাসান : ঠিক বলেছ, এখন খেলার সময়।
নাজমা: তাহলে চলো মাঠে যাই।
হাসান: মিনুকেও আমাদের সাথে খেলতে ডেকে আনি।
নাজমা: সবাই মিলে আজ খুব মজা হবে।