দ্বিতীয় শ্রেণির বাংলা ৬ষ্ঠ অধ্যায় আমি হব অনুশীলনীর প্রশ্ন সমাধান

দ্বিতীয় শ্রেণির বাংলা ৬ষ্ঠ অধ্যায় আমি হব অনুশীলনীর প্রশ্ন ও উত্তর পেতে নিচে চোখ রাখুন।

৬ষ্ঠ অধ্যায় আমি হব

১. শব্দগুলো পাঠ থেকে খুজে বের করি। অর্থ বলি।
কুসুম- ফুল

বাগ- বাগান, বাগিচা

সুয্যি- সূর্য, রবি

সুয্যি মামা- সূর্যকে আদর করে মামা ডাকা হয়েছে।

আলসে- অলস, কুঁড়ে

২. ঘরের ভেতরের শব্দগুলো খালি জায়গায় বসিয়ে বাক্য
সুয্যি, বাগে, সুয্যিমামা, কুসুম, আলসে
ক. সুয্যিমামা জাগার আগে আমি জেগে উঠব
খ,সুয্যি পুব দিকে ওঠে।

গ. আমার বোনটি আলসে নয়।
ঘ. বনে কুসুম ফোটে ।
উ. গোলাপ বাগে গোলাপ ফুটেছে।

৪. বিপরীত শব্দ জেনে নিই। ফাকা ঘরে ঠিক শব্দ বসিয়ে বাক্য তৈরি করি।

সকাল-বিকাল, ঘুমিয়ে-জেগে, রাত-দিন, আগে-পরে
ক. আমি প্রতিদিন সকাল নয়টায় স্কুলে যাই।
খ. রাত পোহালে আমি জেগে উঠি।

গ. রাত হলে আকাশে অনেক তারা দেখা যায়।

ঘ. আমি রাতে ঘুমাতে যাওয়ার আগে দাঁত পরিষ্কার করি।
৬ষ্ঠ অধ্যায় আমি হব

৭, মুখে মুখে উত্তর বলি ও লিখি।
ক. কে সকাল বেলার পাখি হতে চায়?

উত্তরঃ খোকা সকাল বেলার পাখি হতে চায়।

খ. মা রাগ করে কী বলবেন?

উত্তরঃ মা রাগ করে বলবেন- হয়নি সকাল, ঘুমো এখান।

গ. খোকা মাকে আলসে মেয়ে বলছে কেন?

উত্তরঃ মা খোকাকে খুব সকালে ঘুম থেকে উঠতে দিতে চান না। তাই খোকা মাকে আলসে মেয়ে বলছে।
ঘ. আমি কখন ঘ্বুম থেকে উঠি?

উত্তরঃ আমি খুব সকালে ঘুম থেকে উঠি।

৮. কবিতাটি দেখে দেখে লিখি।
৯. কবিতাটি আবৃত্তি করি।
১০. আমার জানা অন্য একটি কবিতা আবৃত্তি করি।

উত্তরঃ নিচের কবিতাটি মুখস্থ করে আবৃত্তি করো।

বাবুরাম সাপুড়ে

সুকুমার রায়

বাবুরাম সাপুরে

কোথা যাস বাপুরে?

আয় বাবা দেখে যা,

দুটো সাপ রেখে যা!

যে সাপের চোখ নাই,

শিং নেই নোখ নাই,

ছোটে না কি হাঁটে না,

কাউকে যে কাটে না,

করে নাকো ফোসফাস

মারে নাকো ঢুঁশঢাঁশ,

নেই কোনো উৎপাত,

খায় শুধু দুধভাত-

সেই সাপ জ্যন্ত,

গোটা দুই আনতো!

তেড়ে মেরে ডান্ডা

করে দিই ঠান্ডা।

Leave a Reply