দ্বিতীয় শ্রেণির বাংলা ৮ম অধ্যায় নানা রঙের ফুলফল অনুশীলনীর প্রশ্ন সমাধান

দ্বিতীয় শ্রেণির বাংলা ৮ম অধ্যায় নানা রঙের ফুলফল অনুশীলনীর প্রশ্ন ‍ও উত্তর নিচে দেওয়া হলো।

নানা রঙের ফুলফল

১. শব্দগুলো পাঠ থেকে খুঁজে বের করি। অর্থ বলি।
কোষ-কোয়া, কাঁঠাল বা কমলালেবুর আলগা অংশ

দানা- বিচি, বীজ, ছোলা, মটর বা গম

খোসা-ছাল, চামড়া, ফল বা সবজির আবরণ

সুগন্ধ- সুবাস, যার ভালো গন্ধ আছে।

২. ঘরের ভেতরের শব্দগুলো খালি জায়গায় বসিয়ে বাক্য তৈরি করি।
দানা, খোসা , কোষ
ক. কীঠালের রসভরা কোষ থেতে কী যে মজা।

খ. ডালিমের দানা টুকটুকে লাল।

গ. খোসা ছাড়িয়ে কলা খাও।

৪. মুখে মুখে উত্তর বলি ও লিখি ।
ক. কী কী ফুল লাল রঙের হয়?

উত্তরঃ কৃষ্ণচূড়া, শিমুল ও পলাশ ফূল লাল রঙের হয়। এছাড়া কিছু কিছু গোলাপ, জবা ও শাপলা ফুলও লাল রঙের হয়।
খ. সুগন্ধ ফুল কী কী?

উত্তরঃ গোলাপ, বেলি, রজনীগন্ধা, কামিনী, গন্ধরাজ, হাসনাহেনা, দোলনচাঁপা, শিউলী- এগুলো সুগন্ধি ফুল।
গ. কোন কোন ফুলে গন্ধ নেই?

উত্তরঃ জবা, কৃষ্ণচূড়া, শিমুল, পলাশ, কাশফুল, টগর ও কলাবতী ফুলে গন্ধ নাই।
ঘ. কাচা থাকতে কোন কোন ফল সবুজ হয়?

উত্তরঃ কাঁচা থাকতে আম, পেঁপে, পেয়ারা, বাঙ্গি ফল সবুজ থাকে।
উ. কোন কোন ফলের ভেতরটা লাল রঙের?

উত্তরঃ পাকা ডালিম ও তরমুজের ভিতরটা লাল রঙের।

৬। নিচে দুইটি ফুল ও ফলের ছবি আছে। যেকোনো একটি বিষয়ে তিনটি বাক্য লিখি। বাক্যগুলো সবাইকে পড়ে শোনাই।

উত্তরঃ আমকে ফলের রাজা বলা হয়। পাকা আম খুবই সুস্বাদু। আমাদের দেশে প্রচুর আম পাওয়া যায়।

৭। আমরা সবচেয়ে ভালো লাগে —- ফুল। কেন ভালো লাগে তা সবাইকে বলি ও লিখি।

উত্তরঃ আমরা সবচেয়ে ভালে লাগে গোলাপ ফুল। এটি এক প্রকারের সুগন্ধি ফুল। বছর জুড়েই থোকায় থোকায় এ ফুল ফোটে। আামাদের উঠোনের পাশেই আমি একটি বাগান করেছি। সেখানে আমি চারটি গোলাপ ফুলের গাছ লাগিয়েছি। গাছগুলোতে অনেক ফুল ফোটে। গোলাপ ফুলের সৌন্দর্য ও সুবাসে আমাদের উঠোন ভরে গেছে।

 

Leave a Reply