প্রথম শ্রেণির বাংলা বইয়ের সকল ছড়া নিয়ে আজকের আয়োজন। এখানে প্রথম শ্রেণির বইসহ প্রথম শ্রেণির শিক্ষার্থীদের উপযোগী কিছু ছড়া নিচে দেওয়া হলো
প্রথম শ্রেণির ছড়া
ইতল বিতল
সুফয়িা কামাল
=========
গাছরে পাতা
গাছরে তলায় ব্যাঙরে মাথা।
বৃষ্টি পড়ে ভাঙ্গে ছাতা
ডোবায় ডুবে ব্যাঙরে মাথা।
হন হন পন পন
– সুকুমার রায়
========
চলে হনহন
ছোটে পনপন
ঘোরে বনবন
কাজে ঠনঠন
বায়ু শনশন
শীতে কনকন
কাশি খনখন
ফোঁড়া টনটন
মাছি ভনভন
থালা ঝন ঝন।
আতা গাছে তোতা পাখি
=================
আতা গাছে তোতা পাখি
ডালমি গাছে মৌ,
এতো ডাকি তবু কথা
কও না কনে বউ।
বাক বাকুম পায়রা
==========
বাক বাকুম পায়রা
মাথায় দিয়ে টায়রা
বউ সাজবে কাল কি
চড়বে সোনার পালকি।
মামার বাড়ি
==============
আয় ছেলেরা, আয় মেয়েরা
ফুল তুলিতে যাই,
ফুলের মালা গলায় দিয়ে
মামার বাড়ি যাই।
ঝড়ের দিনে মামার দেশে
আম কুড়াতে সুখ,
পাকা জামের মধুর রসে
রঙিন করি মুখ।
ভোর হল,
=======
ভোর হল,
দোর খোল,
খুকুমণি ওঠ রে।
ঐ ডাকে
জুঁই শাখে,
‘ফুল খুকী ছোট রে।
খুলি’ হাল
তুলি’ পাল
ঐ তরী চলল।
এই বার
এই বার
খুকু চোখ খুলল।
আলসে
নয় সে,
ওঠে রোজ সকালে।
রোজ তাই
চাঁদা ভাই
টিপ দেয় কপালে।
ছুটি
==========
মেঘের কোলে রোদ হেসেছে
বাদল গেছে টুটি,
আজ আমাদের ছুটি ও ভাই,
আজ আমাদের ছুটি।
কী করি আজ ভেবে না পাই
পথ হারিয়ে কন বনে যাই,
কোন মাঠে যে ছুটে বেড়াই
সকল ছেলে জুটি,
আজ আমাদের ছুটি ও ভাই,
আজ আমাদের ছুটি।