চতুর্থ শ্রেণির গণিত চতুর্থ অধ্যায় ভাগ অনুশীলনী, সংক্ষিপ্ত ও সৃজনশীল প্রশ্নোউত্তর পড়তে নিচে চোখ রাখুন। আজকের ৪র্থ শ্রেণির গণিত ৪র্থ অধ্যায় ভাগ পোস্টটি শিক্ষক ও শিক্ষার্থীদের জন্য হেল্পফুল হতে চলেছে।
চতুর্থ শ্রেণির গণিত চতুর্থ অধ্যায় ভাগ
৪.৫ অনুশীলনীর প্রশ্ন ও উত্তর
২। সহজ পদ্ধতিতে ভাগ কর :
(১) ৭৬০০ ÷ ২০০ (২) ৭২০০ ÷ ৯০০
(৩) ১০০০০০ ÷ ১০০০ (৪) ৩৫০ ÷ ২৫
(১) ৭৬০০ ÷ ২০০
↓÷১০০ ↓÷১০০
৭৬ ÷ ২ = ৩৮
অর্থাৎ ৭৬০০ ÷ ২০০ = ৩৮
উত্তর : ৩৮
(২) ৭২০০ ÷ ৯০০
↓÷১০০ ↓÷১০০
৭২ ÷ ৯ = ৮
অর্থাৎ ৭২০০ ÷ ৯০০ = ৮
উত্তর : ৮
(৩) ১০০০০০ ÷ ১০০০
↓÷১০০ ↓÷১০০
১০০০ ÷ ১০ = ১০০
অর্থাৎ ১০০০০০ ÷ ১০০০ = ১০০
উত্তর : ১০০
(৪) ৩৫০ ÷ ২৫
×৪ ×৪
১৪০০ ÷ ১০০
÷১০০ ÷১০০
১৪ ÷ ১ = ১৪
অর্থাৎ ১৪০০ ÷ ১০০ = ১৪
উত্তর : ১৪
৪। কোনো সংখ্যাকে ৩৪ দিয়ে ভাগ করলে এর ভাগফল ৩ এবং ভাগশেষ ১০ পাওয়া যায়। সংখ্যাটি কত?
সমাধান:
দেওয়া আছে, ভাজক ৩৪, ভাগফল ৩ এবং ভাগশেষ ১০ ∴ সংখ্যাটি হবে ভাজ্য।
আমরা জানি, ভাজক × ভাগফল + ভাগশেষ = ভাজ্য
গাণিতিক বাক্য : ৩৪ × ৩ + ১০ =
৩৪ ১০২
×৩ +১০
১০২ ১১২
∴ সংখ্যাটি ১১২
উত্তর : ১১২।
৫। তুমি ৯৯ জন খেলোয়াড় থেকে ১১ সদস্য বিশিষ্ট কতটি ফুটবল দল গঠন করতে পারবে?
সমাধান:
গাণিতিক বাক্য : ৯৯ ÷ ১১ = ৯
∴ আমি ৯টি ফুটবল দল গঠন করতে পারব।
উত্তর : ৯টি।
৬। ২৬ জন লোকের মাঝে ১৮২টি পোস্টকার্ড বিতরণ করলে প্রত্যেকে কতটি করে পোস্টকার্ড পাবে?
সমাধান:
গাণিতিক বাক্য : ১৮২ ÷ ২৬ =
৭
২৬) ১৮২
১৮২
০
∴ প্রত্যেকে ৭টি করে পোস্টকার্ড পাবে।
উত্তর : ৭টি।
৭। ৫০০টি পেনসিল থেকে প্রতি বক্সে ১২টি করে পেনসিল রাখলে কতটি বক্সের প্রয়োজন পড়বে এবং কতটি পেনসিল অবশিষ্ট থাকবে?
সমাধান:
গাণিতিক বাক্য : ৫০০ ÷ ১২ =
৪১
১২ )৫০০
৪৮
২০
১২
৮
উত্তর : ৪১টি বক্সের প্রয়োজন এবং ৮টি পেনসিল অবশিষ্ট থাকবে।
৮। ১৭১৬ মিটার লম্বা একটি তারকে ৭৮টি সমানভাগে ভাগ করা হলে প্রতিভাগের দৈর্ঘ্য কত মিটার হবে?
সমাধান:
গাণিতিক বাক্য : ১৭১৬ ÷ ৭৮ =
২২
৭৮) ১৭১৬
১৫৬
১৫৬
১৫৬
০
উত্তর : প্রতি ভাগের দৈর্ঘ্য ২২ মিটার।
৯। ৮৫ কেজি চালের দাম ২২৯৫ টাকা হলে ১ কেজি চালের দাম কত?
সমাধান:
গাণিতিক বাক্য : ২২৯৫ ÷ ৮৫ =
২৭
৮৫ )২২৯৫
১৭০
৫৯৫
৫৯৫
০
উত্তর : প্রতি কেজি চালের দাম ২৭ টাকা।
১০। তোমার কাছে ২৭৮৪টি পুঁতি আছে। এ থেকে প্রতিবার ৯৮টি পুঁতি নিয়ে তুমি কতটি মালা তৈরি করতে পারবে?
গাণিতিক বাক্য : ২৭৮৪ ÷ ৯৮ =
২৮
৯৮ )২৭৮৪
১৯৬
৮২৪
৭৮৪
৪০
উত্তর : ২৮টি মালা তৈরি করতে পারব।