দ্বিতীয় শ্রেণির গণিত ৫ম অধ্যায় গুণ

 

নামতা ১ থেকে ২০ দেখতে এখানে ক্লিক করুন।

১। গুণের নামতার সাহায্যে খালি ঘর পূরণ করি
উত্তর :

গুণের নামতার সাহায্যে খালি ঘর পূরণ করি
গুণের নামতার সাহায্যে খালি ঘর পূরণ করি

 

২। একটি প্যাকেটে ২টি লজেন্স আছে। ৮টি প্যাকেটে কতগুলো লজেন্স আছে।

উত্তরঃ

১টি প্যাকেটে লজেন্স আছে ২টি

৮টি   ”          ”              ” ২×৮=১৬টি

∴ ৮টি প্যাকেটে লজেন্স আছ ১৬টি(উত্তর)

 

৩। একটি শ্রেণিকক্ষে ১০টি বেঞ্চ আছে। একটি বেঞ্চে ৫ জন ছাত্র বসতে পারে । শ্রেণিকক্ষে মোট কতজন ছাত্র বসতে পারবে ?

সমাধানঃ

১টি বেঞ্চে বসতে পারে ৫ জন ছাত্র

১০টি ”        ”          ”     ৫×১০=৫০ জন ছাত্র

∴ শ্রেণিকক্ষে ছাত্র বসতে পারবে ৫০ জন।

৪। বাবা প্রতিদিন ৪ ঘণ্টা হাটেন। ৭ দিনে তিনি কত ঘণ্টা হাটেন ?

সমাধানঃ

বাবা ১ দিনে হাটেন ৪ ঘন্টা

”     ৭  ”        ”        ৪×৭=২৮ ঘন্টা

∴ বাবা ৭দিনে ২৮ ঘন্টা হাটেন।

৫। উজ্জ্বল ৪টি বই কিনতে চায়। প্রতিটি বইয়ের দাম ২১ টাকা । বই কিনতে তার কত টাকা লাগবে?

সমাধানঃ

১টি বইয়ের দান ২১ টাকা

৪টি    ”      ”     ২১×৪=৮৪ টাকা

∴ বই কিনতে তার ৮৪ টাকা লাগবে।

৬। বামদিকের কলামের সংখ্যা দিয়ে উপরের সারির সংখ্যা গুণ কর এবং খালিঘরে ফলাফল লিখে পূরণ কর।

বামদিকের কলামের সংখ্যা দিয়ে উপরের সারির সংখ্যা গুণ কর এবং খালিঘরে ফলাফল লিখে পূরণ কর।

৭। নিচের চিত্রটি শ্রেণিকক্ষে শিক্ষার্থীদের বসার অবস্থা । একটি ডট (*) দিয়ে একজন শিক্ষার্থী নির্দেশ করে । শ্রেণিকক্ষে কতজন শিক্ষার্থী আছে ? বিভিন্ন উপায়ে এটি হিসাব কর।

সমাধান :
উল্লিখিত চিত্রটি শ্রেণিকক্ষে শিক্ষার্থীদের একটি ডট (৯) দিয়ে নির্দেশ করা হয়েছে। চিত্রটিতে ২৪টি ডট রয়েছে। সুতরাং শ্রেণিকক্ষে ২৪ জন শিক্ষার্থী আছে।

উপায়সমূহ : নিচে বিভিন্ন গাণিতিক বাক্যে হিসাব করা হয়েছে ্

(i) ৭×৩+২+১=২৪

(ii) ৩×৬+২+৩+১=২৪
(iii) ৮+৯+৭=২৪

(iv) ৯+৯+৬=২৪

 

This Post Has One Comment

Leave a Reply