২য় শ্রেণির গণিত ৯ম অধ্যায় পরিমাপ
রবিবারের পরের দিন কী বার? সোমবার
বৃহস্পতিবারের পরের দিন কী বার? শুক্রবার
বুধবারের আগের দিন কী বার? মঙ্গলবার
শনিবারের আগের দিন কী বার? শুক্রবার
বুধবারের পরের দিন কী বার? বৃহস্পতিবার
সোমবারের আগের দিন কী বার? রবিবার
সপ্তাহের কোনদিন তোমাদের বিদ্যালয় বন্ধ থাকে? শুক্রবার
১. দুইদিন জাগে, রেজা মামার বাড়ি গিয়েছিল । যদি আজ বুধবাঁর হয়, তবে কী বারে সে মামার বাড়ি গিয়েছিলো।
সমাধান : সোমবার!
২. মিনার বিদ্যালয়ে আজ থেকে ৬ দিন পর ক্রীড়া প্রতিযোগিতা হবে । যদি আজ সোমবার হয়, তবে কী বারে ত্রীড়া প্রতিযোগিতা হবেঃ
সমাধান : রবিবার,
৩। অলি ২ দিন আগে হাসপাতালে গিয়েছিলো। কিন্তু তার পেটের ব্যাথা শুরু হয়েছিল হসপাতালে যাওয়ার ৩ দিন আগে । যদি আজ শনিবার হয়, তবে কোন দিন তার ব্যথা শুরু হয়েছিল।
সমাধানঃ
অলি ২দিন আগে হাসপাতালে গিয়েছিলো কিন্তু তার পেটের ব্যাথা শুরু হয়েছিল হসপাতালে যাওয়ার ৩ দিন আগে। অর্থাৎ তার পেটের ব্যথা শূরু হয়েছিল আজ থেকে (৩ + ২) দিন = ৫ দিন আগে । আজ শনিবার হলে, ৫ দিন জাগে হিল সোমবার।