তৃতীয় শ্রেণির বাংলাদেশ ও বিশ্বপরিচয় অধ্যায় ৮ মহাদেশ ও মহাসাগর

You are currently viewing তৃতীয় শ্রেণির বাংলাদেশ ও বিশ্বপরিচয় অধ্যায় ৮ মহাদেশ ও মহাসাগর

তৃতীয় শ্রেণির বাংলাদেশ ও বিশ্বপরিচয় অধ্যায় ৮ মহাদেশ ও মহাসাগর পোস্টে এই অধ্যায়ের সকল পরিচ্ছেদের অনুশীলনীর প্রশ্নউত্তর সহ অতিরিক্ত সংক্ষিপ্ত ও কাঠামোবদ্ধ প্রশ্নউত্তর দেওয়া হলো।

তৃতীয় শ্রেণির বা ও বি অধ্যায় ৮ মহাদেশ ও মহাসাগর

>> অধ্যায়টির মূলভাব জেনে নিই
আমরা পৃথিবীতে বাস করি। পৃথিবী সৌরজগতের একটি গ্রহ। এ গ্রহের তিন ভাগে রয়েছে পানি, আর একভাগ স্থল। স্থলভাগকে সাতটি মহাদেশ এবং জলভাগকে পাঁচটি মহাসাগরে বিভক্ত করা হয়েছে। বাংলাদেশের অবস্থান দক্ষিণÑপূর্ব এশিয়ায়।

৩য় শ্রেণির বা ও বি অধ্যায় ৮ অনুশীলনীর প্রশ্ন ও উত্তর

অধ্যায় ৮ পরিচ্ছেদ ১ মহাদেশ

পৃথিবীর অন্য কোন কোন দেশ ও প্রাণী সম্পর্কে তুমি জান? শ্রেণিতে সবার সাথে আলোচনা কর।
উত্তর : সহপাঠীদের সাথে আলোচনা করে নিজেরা কর।

মহাদেশের নামগুলো অক্ষরের ক্রম অনুসারে সাজিয়ে লেখ।
উত্তর : পৃথিবীর মহাদেশের নামগুলো অক্ষরের ক্রম-অনুসারে সাজিয়ে লেখা হলোÑ
মহাদেশের নাম :
১. অস্ট্রেলিয়া
২. আফ্রিকা
৩. ইউরোপ
৪. উত্তর আমেরিকা
৫. এন্টার্কটিকা
৬. এশিয়া
৭. দক্ষিণ আমেরিকা

কোন প্রাণী কোন মহাদেশে বাস করে? ছবি দেখে মহাদেশের সাথে মিলাও।
উত্তর : কোন প্রাণী কোন মহাদেশে বাস করে তা ছবি দেখে মহাদেশের সাথে মেলানো হলোÑ

ক্যাঙ্গারু পেঙ্গুইন পান্ডা জিরাফ
অস্ট্রেলিয়া এন্টার্কটিকা এশিয়া আফ্রিকা

> সঠিক উত্তরের পাশে টিকচি‎হ্ন (√) দাও।
পৃথিবীর কত ভাগ পানি?
ক) চার ভাগের এক ভাগ √ খ) চার ভাগের তিন ভাগ
গ) পাঁচ ভাগের এক ভাগ ঘ) পাঁচ ভাগের এক ভাগ

অধ্যায় ৮ পরিচ্ছেদ ১ মহাসাগর

জোড়ায় উত্তরগুলো দাও।
> এশিয়ার উত্তরে যে মহাসাগর।
উত্তর : আর্কটিক মহাসাগর।
> এশিয়ার দক্ষিণে যে মহাসাগর।
উত্তর : ভারত মহাসাগর।
> এশিয়ার পার্শ্ববর্তী মহাদেশ।
উত্তর : ইউরোপ মহাদেশ।
> বিশাল জলরাশিকে বলা হয়।
উত্তর : মহাসাগর।
> দক্ষিণ আমেরিকার পশ্চিমে যে মহাসাগর।
উত্তর : প্রশান্ত মহাসাগর।

নিচে দেওয়া তালিকা থেকে মহাদেশ ও মহাসাগরের নামের দুটি পৃথক তালিকা তৈরি কর।
এন্টার্কটিকা প্রশান্ত অস্ট্রেলিয়া ভারত আটলান্টিক
উত্তর : উপরের তালিকা থেকে মহাদেশ ও মহাসাগরের নামের দুটি পৃথক তালিকা তৈরি করা হলোÑ
মহাদেশ মহাসাগর
১. এন্টার্কটিকা
২. অস্ট্রেলিয়া ১. প্রশান্ত
২. ভারত
৩. আটলান্টিক

তোমরা কি শ্বেত ভালুকের নাম শুনেছ? শ্বেত ভালুক উত্তর মেরুর আর্কটিক মহাসাগরীয় অঞ্চলে বাস করে। বরফের চাইয়ের উপর বসে থাকা একটি শ্বেত ভালুকের ছবি আঁক।
উত্তর : নিচে শ্বেত ভালুকের ছবি এঁকে দেখানো হলো :

>> বাম পাশের কথাগুলোর সাথে ডান পাশের কথাগুলোর মিল কর।
ক. পৃথিবীর চার ভাগের এক ভাগ বিভিন্ন দেশে।
খ. সবচেয়ে ছোট মহাদেশ স্থলভাগ।
গ. মহাদেশের সংখ্যা মহাসাগর।

ঘ. বিশাল জলরাশিকে বলা হয় সাত।
ঙ. মহাদেশকে ভাগ করা হয়েছে অস্ট্রেলিয়া।
উত্তর :
ক. পৃথিবীর চার ভাগের এক ভাগ স্থলভাগ।
খ. সবচেয়ে ছোট মহাদেশ অস্ট্রেলিয়া।
গ. মহাদেশের সংখ্যা সাত।
ঘ. বিশাল জলরাশিকে বলা হয় মহাসাগর।
ঙ. মহাদেশকে ভাগ করা হয়েছে বিভিন্ন দেশে।

অধ্যায় ৮ পরিচ্ছেদ ১ বাংলাদেশ কোথায়?

১. বাংলাদেশ কোন মহাদেশে অবস্থিত?
উত্তর : বাংলাদেশ এশিয়া মহাদেশে অবস্থিত।
২. ৪৬ নম্বর পৃষ্ঠার মানচিত্রটি লক্ষ কর ও বল, পৃথিবীর পশ্চিম দিকে কোন দুটি মহাদেশ অবস্থিত?
উত্তর : পৃথিবীর পশ্চিম দিকে উত্তর আমেরিকা ও দক্ষিণ আমেরিকা এ দুটি মহাদেশ অবস্থিত।
৩. পৃথিবীর দক্ষিণে কোন দুটি মহাদেশ অবস্থিত?
উত্তর : পৃথিবীর দক্ষিণে দক্ষিণ আমেরিকা ও এন্টার্কটিকা এ দুটি মহাদেশ অবস্থিত।
৪. পূর্বে কোন দুটি মহাদেশ অবস্থিত?
উত্তর : পৃথিবীর পূর্বে এশিয়া ও অস্ট্রেলিয়া এ দুটি মহাদেশ অবস্থিত।
৫. বাংলাদেশের দক্ষিণে কোন মহাসাগর অবস্থিত?
উত্তর : বাংলাদেশের দক্ষিণে ভারত মহাসাগর অবস্থিত।

মানচিত্রে মহাদেশ ও মহাসাগরের নাম লেখ।
উত্তর : নিচে মানচিত্রে মহাদেশ ও মহাসাগরের নাম লিখে দেখানো হলোÑ

পাঠে দেওয়া পরিমাপ অনুযায়ী আমাদের জাতীয় পতাকা আঁক।
উত্তর : পাঠে দেওয়া পরিমাপ অনুযায়ী আমাদের জাতীয় পতাকা আঁকা হলোÑ

>> অল্প কথায় উত্তর দাও।
বাংলাদেশ কোন মহাদেশের কোনদিকে অবস্থিত?
উত্তর : বাংলাদেশ এশিয়া মহাদেশের দক্ষিণ-পূর্ব দিকে অবস্থিত।

তৃতীয় শ্রেণির বাংলাদেশ ও বিশ্বপরিচয় অধ্যায় ৮ অতিরিক্ত প্রশ্ন ও উত্তর

>> বাম অংশের সাথে ডান অংশ মিলকরণ।
ক. পৃথিবী সূর্যের একটা
খ. পৃথিবীতে মোট পাঁচটি
গ. পৃথিবীর সবচেয়ে বড় মহাদেশ
ঘ. পৃথিবীর সবচেয়ে ছোট মহাসাগর আর্কটিক।
গ্রহ।
এশিয়া।
আফ্রিকা।
মহাসাগর আছে।
উত্তর :
ক. পৃথিবী সূর্যের একটা গ্রহ।
খ. পৃথিবীতে মোট পাঁচটি মহাসাগর আছে।

গ. পৃথিবীর সবচেয়ে বড় মহাদেশ এশিয়া।
ঘ. পৃথিবীর সবচেয়ে ছোট মহাসাগর আর্কটিক।
>> শুদ্ধ/অশুদ্ধ নির্ণয়
ক) আমরা পৃথিবী নামক গ্রহে বাস করি।
খ) ইউরোপ পৃথিবীর বড় মহাদেশ।
গ) বাংলাদেশ এশিয়া মহাদেশে অবস্থিত।
ঘ) আমাদের জাতীয় পতাকা লাল হলুদ রঙের।
ঙ) উত্তর ও দক্ষিণ আমেরিকা আমাদের পশ্চিমে অবস্থিত।
উত্তর : ক) শুদ্ধ খ) অশুদ্ধ গ) শুদ্ধ ঘ) অশুদ্ধ ঙ) শুদ্ধ।

>> শূন্যস্থান পূরণ
ক) পৃথিবীতে  মহাদেশ আছে।
খ) এশিয়া পৃথিবীর  মহাদেশ।
গ) পৃথিবীর সবচেয়ে বড় মহাসাগর ।
ঘ) আমরা  বাস করি।
ঙ) পৃথিবী সূর্যের একটি ।
উত্তর : ক) সাতটি খ) বৃহত্তম গ) প্রশান্ত মহাসাগর ঘ) পৃথিবীতে ঙ) গ্রহ।

সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর

১. পৃথিবীতে কয়টি মহাদেশ আছে ও কী কী?
উত্তর : পৃথিবীতে সাতটি মহাদেশ আছে। মহাদেশগুলো হলো :
১) এশিয়া; ২) ইউরোপ; ৩) আফ্রিকা; ৪) উত্তর আমেরিকা; ৫) দক্ষিণ আমেরিকা; ৬) অস্ট্রেলিয়া; ৭) এন্টার্কটিকা।
২. পৃথিবীর মহাসাগরগুলোর নাম কী?
উত্তর : পৃথিবীতে পাঁচটি মহাসাগর রয়েছে। মহাসাগরগুলোর নাম হলো :
১) প্রশান্ত মহাসাগর; ২) আটলান্টিক মহাসাগর; ৩) ভারত মহাসাগর; ৪) আর্কটিক মহাসাগর; ৫) দক্ষিণ মহাসাগর।
৩. বাংলাদেশ কোন মহাদেশের কোন দিকে অবস্থিত?
উত্তর : বাংলাদেশ এশিয়া মহাদেশের দক্ষিণÑপূর্ব দিকে অবস্থিত।
৪. পৃথিবীতে আমেরিকা নামযুক্ত কয়টি মহাদেশ আছে ও কী কী?
উত্তর : পৃথিবীতে আমেরিকা নামযুক্ত দুটি মহাদেশ আছে। একটি হলো উত্তর আমেরিকা এবং অন্যটি দক্ষিণ আমেরিকা।
৫. পৃথিবীর স্থলভাগ কী কী নিয়ে গঠিত?
উত্তর : পৃথিবীর স্থলভাগ সমভ‚মি, পাহাড়, পর্বত, মরুভ‚মি ইত্যাদি নিয়ে গঠিত।
৬. পৃথিবীর সবচেয়ে বড় মহাদেশ কোনটি?
উত্তর : পৃথিবীর সবচেয়ে বড় মহাদেশ এশিয়া।
৭. পৃথিবীর সবচেয়ে ছোট মহাদেশ কোনটি?
উত্তর : পৃথিবীর সবচেয়ে ছোট মহাদেশ অস্ট্রেলিয়া।
৮. সবচেয়ে বড় মহাসাগর কোনটি?
উত্তর : সবচেয়ে বড় মহাসাগর হলো প্রশান্ত মহাসাগর।
৯. এন্টার্কটিকা মহাদেশ পৃথিবীর কোন দিকে?
উত্তর : এন্টার্কটিকা মহাদেশ পৃথিবীর দক্ষিণে।

কাঠামোবদ্ধ প্রশ্নউত্তর

> সাধারণ
১. পৃথিবীর পাঁচটি বৈশিষ্ট্য লেখ।
উত্তর : পৃথিবীর পাঁচটি বৈশিষ্ট্য নিচে দেওয়া হলো :
১) পৃথিবী সূর্যের একটি গ্রহ।
২) এটি দেখতে গোলাকার।
৩) পৃথিবীর উপরিভাগে আছে স্থলভাগ ও জলভাগ।
৪) পৃথিবীর স্থলভাগে আছে সমভ‚মি, পাহাড়, পর্বত, মরুভ‚মি ইত্যাদি।
৫) পৃথিবীর চার ভাগের তিন ভাগ হলো পানি আর এক ভাগ স্থল।
২. পৃথিবীর স্থলভাগকে কত ভাগে ভাগ করা হয়েছে? ভাগগুলোর নাম লেখ।
উত্তর : পৃথিবীর স্থলভাগকে ৭ ভাগে ভাগ করা হয়েছে। এগুলো হলোÑ ১) এশিয়া; ২) ইউরোপ; ৩) আফ্রিকা; ৪) উত্তর আমেরিকা; ৫) দক্ষিণ আমেরিকা; ৬) অষ্ট্রেলিয়া; ৭) এন্টার্কটিকা।
ন্ধ যোগ্যতাভিত্তিক
৩. বাদল কাগজ দিয়ে বাংলাদেশের একটি পতাকা বানাতে চায়। পতাকাটি বানাতে তাকে কোন ৫টি বিষয়ের প্রতি লক্ষ রাখতে হবে?
উত্তর : পতাকা বানানোর সময় বাদলকে যে ৫টি বিষয়ের প্রতি লক্ষ রাখতে হবেÑ
১) পতাকাতে সবুজ রঙের মাঝখানে একটি লাল বৃত্ত দিতে হবে।
২) পতাকাটি অবশ্যই আয়তাকার হতে হবে।
৩) পতাকার দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত হতে হবে ১০ ঃ ৬।
৪) লাল বৃত্তটির ব্যাসার্ধ পতাকার দৈর্ঘ্যরে পাঁচ ভাগের এক ভাগ হতে হবে।
৫) বৃত্তটি পতাকার খানিকটা বাম পাশে থাকবে।

যাচাই করি (নমুনা প্রশ্ন) অধ্যায় ৮ : মহাদেশ ও মহাসাগর

 অল্প কথায় উত্তর দাও :
১. পৃথিবীতে কয়টি মহাদেশ আছে?
উত্তর : পৃথিবীতে ৭টি মহাদেশ আছে।
২. পৃথিবীতে কয়টি মহাসাগর আছে?
উত্তর : পৃথিবীতে পাঁচটি মহাসাগর আছে।
৩. সবচেয়ে ছোট মহাসাগর কোনটি?
উত্তর : সবচেয়ে ছোট মহাসাগর হলো আর্কটিক মহাসাগর।
৪. দক্ষিণ মেরুতে কোন মহাদেশ অবস্থিত?
উত্তর : দক্ষিণ মেরুতে এন্টার্কটিকা মহাদেশ অবস্থিত।
>> প্রশ্নগুলোর উত্তর দাও :
১. বিভিন্ন মহাদেশে বাস করে এমন কিছু প্রাণীর নাম লেখ।
উত্তর : বিভিন্ন মহাদেশে বাস করে এমন কিছু প্রাণীর নাম নিচের ছকে দেওয়া হলো-
মহাদেশ প্রাণী
এশিয়া হাতি, রয়েল বেঙ্গল টাইগার
ইউরোপ হামিং বার্ড, কাঠবিড়ালি
আফ্রিকা জিরাফ, সিংহ
উত্তর আমেরিকা কুমির, সাপ
দক্ষিণ আমেরিকা চিতা, বানর
অস্ট্রেলিয়া ক্যাঙ্গারু, প্লাটিপাস
এন্টার্কটিকা সিল মাছ, শ্বেত ভাল্লুক
২. আমাদের জাতীয় পতাকার বর্ণনা দাও।
উত্তর : আমাদের জাতীয় পতাকাটি আয়তাকার। এতে সবুজ রঙের মাঝে একটি লাল রঙের বৃত্ত রয়েছে। বৃত্তটির ব্যাসার্ধ পতাকার দৈর্ঘ্যরে পাঁচ ভাগের এক ভাগ। এর অবস্থান পতাকার খানিকটা বাম পাশে। পতাকাটির দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত ১০ ঃ ৬।

Share to help others:

Leave a Reply