চতুর্থ শ্রেণির গণিত ৫ম অধ্যায় যোগ, বিয়োগ, গুণ ও ভাগ সংক্রান্ত সমস্যা অনুশীলনী প্রশ্নোউত্তর

চতুর্থ শ্রেণির গণিত ৫ম অধ্যায় যোগ, বিয়োগ, গুণ ও ভাগ সংক্রান্ত সমস্যা অনুশীলনী প্রশ্নোউত্তর নিচে দেওয়া হলো। সেই সাথে ৪র্থ শ্রেণির গণিত পঞ্চম অধ্যায়ের সৃজনশীল ও সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর পেতে নিচে কমেন্ট করুন।

চতুর্থ শ্রেণির গণিত ৫ম অধ্যায়

৫.৩ অনুশীলনীর প্রশ্ন ও উত্তর

১। হিসাবের ক্রমের নিয়মটি ব্যবহার করে সমাধান কর :
(১) ৭ × ৮ − ৬ ÷ ২       (২) ৭ × (৮ − ৬ ÷ ২)
(৩) (৭ × ৮ − ৬) ÷ ২       (৪) ৭ × (৮ − ৬) ÷ ২

সমাধানঃ
(১) ৭ × ৮ − ৬ ÷ ২          (২) ৭ × (৮ − ৬ ÷ ২)
= ৫৬ − ৩                         = ৭ × (৮ − ৩)
= ৫৩                                = ৭ × ৫
উত্তর : ৫৩                     = ৩৫
উত্তর : ৩৫
(৩) (৭ × ৮ − ৬) ÷ ২         (৪) ৭ × (৮ − ৬) ÷ ২
= (৫৬ − ৬) ÷ ২                 = ৭ × ২ ÷ ২
= ৫০ ÷ ২                            = ৭ × ১
= ২৫                                      = ৭
উত্তর : ২৫                              উত্তর : ৭

২। হিসাবের নিয়মটি ব্যবহার করে নিচের সমস্যাগুলো সমাধান কর :
(১) ৭২৪ + ৮৭ + ১৩         (২) ৬২৪ − ৭৬ − ২৪
(৩) ২০ × (৬৬ × ৫০)       (৪) ৪ × ৯২ × ২৫
(৫) ৩২ × ২৫                     (৬) ৯৭ × ৮

সমাধানঃ

(১) ৭২৪ + ৮৭ + ১৩       (২) ৬২৪ − ৭৬ − ২৪
= ৭২৪ + (৮৭ + ১৩)            = ৫৪৮ − ২৪
= ৭২৪ + ১০০                       = ৫২৪
= ৮২৪                               উত্তর : ৫২৪।
উত্তর : ৮২৪।
(৩) ২০ × (৬৬×৫০)           (৪) ৪ × ৯২ × ২৫
= ২০ × ৩৩০০                      = (৪×২৫) × ৯২
= ৬৬০০০                            = ১০০ × ৯২
উত্তর : ৬৬০০০।                  = ৯২০০
উত্তর : ৯২০০।
(৫) ৩২ × ২৫           (৬) ৯৭ × ৮
= (৮ × ৪) × ২৫           = (১০০ − ৩) × ৮
= ৮ × (৪ × ২৫)           = ১০০ × ৮ − ৩ × ৮
= ৮ × ১০০                   = ৮০০ − ২৪
= ৮০০                         = ৭৭৬
উত্তর : ৮০০।             উত্তর : ৭৭৬।

৩। নিচের সমস্যাগুলোকে সাধারণ গাণিতিক বাক্যে প্রকাশ করে সমাধান কর :
(১) ৫টি পেনসিলের দাম ৬০ টাকা হলে ৯টি পেনসিলের দাম কত?
(২) ভাজক ভাগশেষ এর ৩ গুণ এবং ভাগফল ভাজকের ৪ গুণ। ভাগশেষ যদি ২ হয় তাহলে ভাজ্য কত?
(৩) শম্পার মাসিক বেতন ৭৫০০ টাকা। প্রতি মাসে তার খরচ হয় ৭২৫০ টাকা। শম্পা এক বছরে কত টাকা জমাতে পারবেন?

সমাধানঃ
(১) গাণিতিক বাক্য : (৬০ ÷ ৫) × ৯ = ⬜
    ১২               ১২
৫)৬০             ×৯
     ৫              ১০৮
     ১০
     ১০

উত্তর : ৯টি পেনসিলের দাম ১০৮ টাকা

(২) ভাজক = ৩ × ২ = ৬ [ভাগশেষ ২]
ভাগফল = ৬ × ৪ = ২৪
আমরা জানি, ভাজক × ভাগফল + ভাগশেষ = ভাজ্য
গাণিতিক বাক্য : ৬ × ২৪ + ২ =⬜
২৪             ১৪৪
×৬              +২
১৪৪          ১৪৬
উত্তর : ভাজ্য ১৪৬।
(৩) ১ বছর = ১২ মাস
গাণিতিক বাক্য : (৭৫০০ − ৭২৫০) × ১২ =⬜
   ৭৫০০          ২৫০
−৭২৫০         ×১২
২৫০              ৫০০
                    ২৫০০
                    ৩০০০
উত্তর : শম্পা এক বছরে ৩,০০০ টাকা জমাতে পারবেন।

৪। রূপা ও মনির কাছে একসাথে ৮৭৫ টাকা রয়েছে। মনির কাছে রূপার চেয়ে ১২৫ টাকা বেশি রয়েছে। মনি আর রূপা প্রত্যেকের কাছে কত টাকা আছে?

সমাধানঃ

মোট টাকা থেকে মনির বেশি টাকা বাদ দিলে দুই জনের টাকার পরিমাণ সমান হবে। প্রাপ্ত টাকার পরিমাণকে ২ দ্বারা ভাগ করলে রূপার টাকা পাওয়া যাবে।

এক্ষেত্রে গাণিতিক বাক্য : (৮৭৫ − ১২৫) ÷ ২ =⬜
  ৮৭৫              ৩৭৫
−১২৫          ২)৭৫০
৭৫০                ৬  
                         ১৫
                         ১৪ 
                            ১০
                            ১০ 
                             
∴ রূপার ৩৭৫ টাকা আছে
সুতরাং মনির আছে (৩৭৫ + ১২৫) টাকা
= ৫০০ টাকা
উত্তর : রূপার ৩৭৫ টাকা এবং মনির ৫০০ টাকা আছে।

৫। পিতা-পুত্রের বয়সের সমষ্টি ৫৫ বছর। পিতার বয়স পুত্রের বয়সের ৪ গুণ। পৃথকভাবে পিতা ও পুত্রের বয়স কত?

সমাধান:

পুত্রের বয়স = পুত্রের বয়সের ১ গুণ
পিতা ও পুত্রের বয়সের সমষ্টি=পুত্রের বয়সের (৪+১) বা ৫ গুণ
পুত্রের বয়সের ক্ষেত্রে, গাণিতিক বাক্য : ৫৫ ÷ ৫ = ১১
∴ পুত্রের বয়স ১১ বছর
সুতরাং পিতার বয়স = ১১ বছর × ৪ = ৪৪ বছর
উত্তর : পিতার বয়স ৪৪ বছর এবং পুত্রের বয়স ১১ বছর

৬। ৪টি মুরগি এবং ৩টি হাঁসের দাম একত্রে ৬৩৯ টাকা। ১টি হাঁসের দাম ৮৫ টাকা হলে ১টি মুরগির দাম কত?

সমাধানঃ

গাণিতিক বাক্য : (৬৩৯ − ৮৫ × ৩) ÷ ৪ =⬜
৮৫        ৬৩৯         ৯৬   
×৩      −২৫৫      ৪)৩৮৪
২৫৫      ৩৮৪         ৩৬ 
                                  ২৪
                                  ২৪ 

                                     
উত্তর : ১টি মুরগির দাম ৯৬ টাকা।

৭। নিচের গাণিতিক বাক্য দুইটির জন্য নিজের মতো করে গল্প তৈরি করে সমাধান কর :

(১) ২০০ − (১০ × ৮)
গল্প : দীপকের কাছে ২০০ টাকা আছে। সে ১০ টাকা দামের ৮টি ডিম কিনলে তার কাছে কত টাকা রইল?
গাণিতিক বাক্য : ২০০ − (১০ × ৮) =⬜
১০ × ৮ = ৮০             ২০০
                                    −৮০
                                     ১২০
উত্তর : তার কাছে ১২০ টাকা রইল।
* এভাবে নিজে গল্প তৈরি করে সমাধান কর।

(২) (৬ × ৮) + (১২ × ২)
গল্প ১ : একটি পাত্রে ৮ টাকা মূল্যের ৬টি এবং ১২ টাকা মূল্যের ২টি চকলেট আছে। চকলেটগুলো কিনতে মোট কত টাকা খরচ হয়েছে।
গাণিতিক বাক্য : (৬ × ৮) + (১২ × ২) =⬜
(৬ × ৮) + (১২ × ২)
= ৪৮ + ২৪
= ৭২
উত্তর : চকলেটগুলো কিনতে ৭২ টাকা খরচ হয়েছে।

গল্প ২ : একটি পেয়ারার দাম ৬ টাকা এবং একটি আমড়ার দাম ২ টাকা হলে ৮টি পেয়ারা এবং ১২টি আমড়ার মোট দাম কত হবে?
গাণিতিক বাক্য : (৬ × ৮) + (১২ × ২) =⬜
              ১২          ৪৮
×৬           ×২       +২৪
৪৮           ২৪          ৭২
উত্তর : মোট ৭২ টাকা হবে।
ক্স এভাবে নিজে আরও গল্প তৈরি করে সমাধান কর।

 

Scroll to Top