নবম-দশম বা এসএসসি পদার্থবিজ্ঞান ২য় অধ্যায় গতি বহুনির্বাচনী প্রশ্ন ও উত্তর নিচে দেওয়া হলো। এই দ্বিতীয় অধ্যায় গতি এর সকল ধরনের এমসিকউ দেওয়া হলো যা শিক্ষার্থীরা অনুশীলন করলে গতি অধ্যায়ের mcq প্রস্তুতি সম্পূর্ণ হবে।
এসএসসি পদার্থবিজ্ঞান ২য় অধ্যায় গতি
বহুনির্বাচনি প্রশ্নোত্তর
১. ত্বরণের একক কোনটি?
ক ms-1 √ ms-2 গ Ns ঘ kgs-2
২. ঘড়ির কাঁটার গতি কী রকম গতি?
ক রৈখিক গতি খ উপবৃত্তাকার গতি
√ পর্যাবৃত্ত গতি ঘ স্পন্দন গতি
৩. স্থির অবস্থান থেকে বিনা বাধায় পড়ন্ত বস্তু নির্দিষ্ট সময়ে যে দূরত্ব অতিক্রম করে তা ঐ সময়ের-
ক সমানুপাতিক √ বর্গের সমানুপাতিক
গ ব্যস্তানুপাতিক ঘ বর্গের ব্যস্তানুপাতিক
৪. একটি বস্তু স্থির অবস্থান থেকে a সমত্বরণে চলছে। নির্দিষ্ট সময়ে এই বস্তুর অতিক্রান্ত দূরত্ব হবে-
i. s=(v+u)t/2 ii. s=ut+1/2at2
iii. s2=u2+2a
নিচের কোনটি সঠিক?
ক র খ রর
গ ii ও iii ঘ i, ii ও iii
[বি. দ্i. : সঠিক উত্তর i ও ii]
৫. নিচের বেগ-সময় লেখচিত্রের কোনটি মুক্তভাবে পড়ন্ত বস্তুর লেখচিত্র নির্দেশ করে?
ক A খ B
√ C ঘ D
৬. সরল দোলকের গতি কি রকম গতি?
ক রৈখিক খ উপবৃত্তকার গ ঘূর্ণন √ স্পন্দন
৭. নিচের কোনটি ভেক্টর রাশি?
ক কাজ খ তাপমাত্রা গ দ্রæতি √ সরণ
৮. নিচের কোনটি ভেক্টর রাশি?
ক তাপমাত্রা খ সময় √ ভরবেগ ঘ তড়িৎ প্রবাহ
৯. নিচের কোনটি স্কেলার রাশি?
ক বেগ খ বল গ ত্বরণ √ শক্তি
১০. ১০ m ব্যাসবিশিষ্ট বৃত্তাকার পথে পরিধির এক-চতুর্থাংশ অতিক্রম করলে সরণ কত হবে?
√ ৭·৮৫৪ m খ ৭·০৭১ m গ ৫ m ঘ ২·৫ m
১১. বস্তুর অবস্থানের পরিবর্তনের হারকে কী বলে?
ক বেগ খ দূরত্ব গ ত্বরণ √ দ্রæতি
১২. একটি গাড়ির বেগ ৩০ms-1 থেকে সুষমভাবে হ্রাস পেয়ে 5s পরে ১০ms-1 হয়, গাড়িটির ত্বরণ কত?
ক − ৮ms-2 খ ৮ms-2 √ − ৪ms-2 ঘ ৪ms-2
১৩. বেগ নির্ণয়ের জন্য নিচের কোনটি ব্যবহার করা হয়?
ক ন্যানোমিটার √ স্পিডোমিটার
গ হাইড্রোমিটার ঘ ব্যারোমিটার
১৪. কোনো গাড়ির বেগ ১৫ms-1 থেকে সুষমভাবে বৃদ্ধি পেয়ে ১০ sec পরে ৭৫ms-1 হয়। গাড়িটির ত্বরণ কত?
ক ২ ms-2 খ ৩ ms-2 √ ৬ ms-2 ঘ ৫ ms-2
১৫. গতির সমীকরণ কয়টি?
ক দুইটি খ তিনটি √ চারটি ঘ পাঁচটি
১৬. ১০০ kg ভরের একটি বস্তুর উপর ২ সেকেন্ড যাবৎ ২০০ঘ বল প্রয়োগ করলে, বেগ কী পরিমাণ বৃদ্ধি পাবে?
√ ৪ ms-1 খ ২ ms-1 গ ১ ms-1 ঘ ০ ms-1
১৭. নিচের কোন দুটি বস্তুর মধ্যে অভিকর্ষ বল ক্রিয়া করে?
ক চন্দ্র ও সূর্য √ পৃথিবী ও বই গ বুধ ও শুক্র ঘ চেয়ার ও টেবিল
১৮. ৫০ m উঁচু দালানের ছাদ থেকে কোনো বস্তু ছেড়ে দিলে এটি কত বেগ ভ‚-পৃষ্ঠকে আঘাত করবে?
ক ২১·১ ms-1 খ ২৩·৩ ms-1 গ ৩০·৩ ms-1 √ ৩১·৩ ms-1
১৯. কোন লেখচিত্রটি স্থির অবস্থান থেকে বস্তুর সুষম ত্বরণের চলার পথ নির্দেশ করে?
২০. পর্যাবৃত্ত গতি হচ্ছে-
i. সরলদোলকের গতি
ii. পেট্রোল ইঞ্জিনের সিলিন্ডারের গতি
iii. কম্পনমান সুরশলাকার গতি
নিচের কোনটি সঠিক?
ক i ও ii খ i ও iii গ ii ও iii √ i, ii ও iii
২১. মহাকর্ষ হলো-
i. পৃথিবী ও সূর্যের মধ্যে আকর্ষণ
ii. চাঁদ ও সূর্যের মধ্যে আকর্ষণ
iii. বই ও পৃথিবীর মধ্যে আকর্ষণ
নিচের কোনটি সঠিক?
ক i ও ii √ i ও iii গ ii ও iii ঘ i, ii ও iii
নিম্নে একটি গাড়ির নির্দিষ্ট সময় পরপর তার সরণের একটি সারণি দেওয়া হলো :
সময় (s) | 0 | 10 | 20 | 30 | 40 |
বেগ(ms−1) | 0 | 5 | 10 | 10 | 5 |
উদ্দীপকের আলোকে ২২ ও ২৩নং প্রশ্নের উত্তর দাও :
২২. যাত্রার ১০s পর গাড়িটির অতিক্রান্ত দূরত্ব কত?
ক ৫০ m √ ২৫ m গ ৫ m ঘ ২ m
২৩. স্থির অবস্থান হতে প্রতি ১০ সেকেন্ড পরপর গাড়িটির গতির প্রকৃতি সম্পর্কে নিচের কোনটি সত্য?
ক সমত্বরণ, সমবেগ ও সমমন্দন √ সমবেগ, সমত্বরণ ও সমবেগ
গ সমবেগ, সমত্বরণ ও সমমন্দন ঘ সমত্বরণ, সমমন্দন ও সমবেগ
নিচের সারণেিত একটি গাড়ির সময়ের সাথে বেগের পরিবর্তন দেখানো হলো :
সময় (s) | 0 | 5 | 10 | 15 | 20 | 25 | 30 | 35 | 40 |
বেগ (ms−1) | 0 | 1 | 2 | 3 | 4 | 4 | 4 | 1 | 0 |
উদ্দীপকের সারণি থেকে ২৪ ও ২৫নং প্রশ্নের উত্তর দাও :
২৪. ২০s-এ গাড়িটির অতিক্রান্ত দূরত্ব কত স (মিটার) হবে?
ক ৮০ খ ৭০ গ ৬০ √ ৪০
২৫. গাড়িটির বেগ বিশ্লেষণের ক্ষেত্রে-
√ প্রথমে সমত্বরণে যাত্রা শুরু করে
খ কিছু সময় সমবেগে চলে পরে সমত্বরণে চলে
গ শুরু থেকে শেষ পর্যন্ত সমত্বরণে চলে
ঘ প্রথমে মন্দনে পরে সমবেগে চলে
পড়ার সময় একটু মনে রাখবেন ( ং =s, স=m) এরকম কয়েকটি
২.১ স্থিতি ও গতি
সাধারণ বহুনির্বাচনি প্রশ্নোত্তর
২৬. যে দৃঢ় বস্তুর সাথে তুলনা করে অন্য বস্তুর অবস্থান নির্ণয় করা হয় তাকে কী বলে? (জ্ঞান)
ক প্রসঙ্গ বিন্দু খ মূল বিন্দু
√ প্রসঙ্গ কাঠামো ঘ প্রসঙ্গ বস্তু
২৭. তোমার বাসার গেট থেকে তোমার স্কুল ১ কিলোমিটার পূর্বদিকে। এখানে প্রসঙ্গ কাঠামো কোনটি? (অনুধাবন)
√ স্কুল খ গেট
গ যেকোনো বস্তু ঘ চলন্ত গাড়ি
২৮. সময়ের পরিবর্তনের সাথে পরিপার্শ্বের সাপেক্ষে যখন কোনো বস্তুর অবস্থানের পরিবর্তন না ঘটে তখন তাকে কী বলে? (জ্ঞান)
√ স্থিতিশীল বস্তু খ গতিশীল বস্তু
গ পরম স্থিতি বস্তু ঘ পরম গতিশীল বস্তু
২৯. সময়ের পরিবর্তনের সাথে পারিপার্শ্বিকের সাপেক্ষে যখন কোনো বস্তুর অবস্থানের পরিবর্তন ঘটে তাকে কী বলে? (জ্ঞান)
ক স্থিতিশীল বস্তু √ গতিশীল বস্তু
গ পরমস্থিতি বস্তু ঘ পরম গতিশীল বস্তু
৩০. সময়ের সাথে অবস্থানের পরিবর্তনকে কী বলে? (জ্ঞান)
ক স্থিতি খ বল
গ বেগ √ গতি
৩১. সময়ের পরিবর্তনের সাথে পারিপার্শ্বিকের সাপেক্ষে বস্তুর অবস্থান অপরিবর্তিত থাকাকে কী বলে? (জ্ঞান)
√ স্থিতি খ গতি
গ বেগ ঘ ত্বরণ
৩২. গতিশীল বস্তুর উদাহরণ নিচের কোনটি? (অনুধাবন)
ক গাছপালা খ ঘরবাড়ি
√ চলন্ত গাড়ি ঘ বৈদ্যুতিক খুঁটি
৩৩. তামিম দাঁড়িয়ে আছে। তার অবস্থান নিচের কোনটি? (অনুধাবন)
√ স্থিতি খ গতি
গ পরমস্থিতি ঘ পরমগতি
৩৪. কোনো বস্তুর অবস্থানের পরিবর্তন কয়ভাবে হতে পারে? (জ্ঞান)
ক এক √ দুই
গ তিন ঘ চার
৩৫. চলন্ত ট্রেনে দুই বন্ধু যদি মুখোমুখি বসে থাকে, তবে একজনের সাপেক্ষে অন্যজনের অবস্থানকে কী বলে? (অনুধাবন)
ক পরম স্থিতি √ আপেক্ষিক স্থিতি
গ আপেক্ষিক গতি ঘ পরম গতি
৩৬. কোনো বস্তু স্থির না গতিশীল তা কিসের ওপর নির্ভর করে? (অনুধাবন)
ক দর্শকের ওপর খ স্থির বস্তুর ওপর
গ গতিশীল বস্তুর ওপর √ প্রসঙ্গ কাঠামোর ওপর
৩৭. পৃথিবীর গতি কেমন? (অনুধাবন)
ক পরম গতি খ পরম স্থিতি
√ আপেক্ষিক গতি ঘ আপেক্ষিক স্থিতি
৩৮. ট্রেনের ভিতরের কোনো যাত্রী যদি রেললাইনের পাশে দাঁড়ানো কোনো ব্যক্তিকে দেখেন তবে তিনি কী দেখবেন? (উচ্চতর দক্ষতা)
ক উভয়েই স্থির √ উভয়েই গতিশীল
গ একজন স্থির অন্যজন গতিশীল ঘ উভয়ের বেগ একই দিকে
বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্নোত্তর
৩৯. নিচের তথ্যগুলো লক্ষ কর- (অনুধাবন)
i. সকল স্থিতিই পরম
ii. সকল গতিই পরম নয়
iii. কোনো স্থিতিই পরম নয়
নিচের কোনটি সঠিক?
ক i ও ii √ ii ও iii
গ i ও iii ঘ i, ii ও iii
৪০. প্রসঙ্গ কাঠামোর মাধ্যমে নির্ণয় করা হয় বস্তুর- (অনুধাবন)
i. অবস্থান
ii. গতি
iii. স্থিতি
নিচের কোনটি সঠিক?
ক i ও ii খ ii ও iii
গ i ও iii √ i, ii ও iii
৪১. এ মহাবিশ্বের সকল- (উচ্চতর দক্ষতা)
i. গতিই পরম
ii. গতিই আপেক্ষিক
iii. স্থিতিই আপেক্ষিক
নিচের কোনটি সঠিক?
ক i ও ii √ ii ও iii
গ i ও iii ঘ i, ii ও iii
৪২. নিচের তথ্যগুলো লক্ষ কর- (উচ্চতর দক্ষতা)
i. প্রসঙ্গ বিন্দুটি জানা বিন্দু
ii. বৈদ্যুতিক খুঁটির সাপেক্ষে উড়ন্ত পাখি গতিশীল
iii. প্রসঙ্গ বিন্দু সুবিধামতো ধরা যায় না
নিচের কোনটি সঠিক?
√ i ও ii খ ii ও iii
গ i ও iii ঘ i, ii ও iii
অভিন্ন তথ্যভিত্তিক বহুনির্বাচনি প্রশ্নোত্তর
নিচের তথ্যের আলোকে ৪৩ ও ৪৪ নং প্রশ্নের উত্তর দাও :
মিতা কোথাও যাওয়ার জন্য বাসস্ট্যান্ডে বাসের জন্য অপেক্ষা করছে। সে দেখল তার বন্ধু রিতা রিকশায় তাকে অতিক্রম করে যাচ্ছে।
৪৩. মিতার অবস্থান কোনটি? (অনুধাবন)
√ স্থিতি খ গতি
গ পরম স্থিতি ঘ পরম গতি
৪৪. মিতা ও রিতার ক্ষেত্রে নিচের কোনটি সঠিক? (অনুধাবন)
ক দুজনের মধ্যবর্তী দূরত্ব কমবে
√ দুজনের মধ্যবর্তী দূরত্ব বাড়বে
গ দুইজনই গতিশীল
ঘ দুজনের মধ্যবর্তী আকর্ষণ বল বাড়বে
নিচের তথ্যের আলোকে ৪৫-৪৭নং প্রশ্নের উত্তর দাও :
শাকিল ও সজিব দুই বন্ধু পাশাপাশি অবস্থিত দুটি ট্রেনে বসে আছে। কিছুক্ষণ পর শাকিলের ট্রেনটি ২০ms-১ বেগে চলতে আরম্ভ করল।
৪৫. ট্রেন দাঁড়িয়ে থাকা অবস্থায় শাকিলের সাপেক্ষে সজিব- (প্রয়োগ)
ক গতিশীল √ স্থির
গ ওজনে ভারী ঘ ওজনে হালকা
৪৬. ৩০ সেকেন্ড পর তাদের মধ্যবর্তী দূরত্ব কত হবে? (প্রয়োগ)
ক ১০স খ ১০০স গ ৩০০স √ ৬০০স
৪৭. নিচের তথ্যগুলো লক্ষ কর : (উচ্চতর দক্ষতা)
i. ট্রেন চলতে আরম্ভ করার পর সজিবের সাপেক্ষে শাকিল গতিশীল
ii. তাদের উভয়ের আদিবেগ ০
iii. ২০ সেকেন্ড পরে শাকিলের বেগ হবে ২০স ং-১
নিচের কোনটি সঠিক?
ক i ও ii খ i ও iii
গ ii ও iii √ i, ii ও iii
ssc physics chapter 2 mcq
২.২ বিভিন্ন প্রকার গতি
সাধারণ বহুনির্বাচনি প্রশ্নোত্তর
৪৮. কোনো বস্তু যদি একটি সরলরেখা বরাবর গতিশীল হয়, এই গতিকে বলে- (জ্ঞান)
ক চলন গতি √ রৈখিক গতি
গ ঘূর্ণন গতি ঘ পর্যাবৃত্ত গতি
৪৯. কোনো বস্তু যদি এর গতিপথের কোনো নির্দিষ্ট বিন্দুকে নির্দিষ্ট সময় পর পর একই দিক থেকে অতিক্রম করে, এই গতিকে কী বলে? (জ্ঞান)
ক ঘূর্ণন গতি খ স্পন্দন গতি
√ পর্যাবৃত্ত গতি ঘ চলনগতি
৫০. পর্যাবৃত্ত গতিসম্পন্ন কোনো কণা যে সময় পরপর নির্দিষ্ট বিন্দুকে নির্দিষ্ট দিক দিয়ে অতিক্রম করে সেই সময়কে কী বলে? (জ্ঞান)
ক সময় খ পর্যায়
√ পর্যায়কাল ঘ দোলনকাল
৫১. পর্যাবৃত্ত গতিসম্পন্ন কোনো বস্তু যদি পর্যায়কালের অর্ধেক সময় কোনো নির্দিষ্ট দিকে এবং বাকি অর্ধেক সময় বিপরীত দিকে চলে এই গতিকে কী বলে? (জ্ঞান)
ক পর্যাবৃত্ত গতি √ স্পন্দন গতি
গ ঘূর্ণন গতি ঘ রৈখিক গতি
৫২. নিচের কোনটি ঘূর্ণন গতি? (অনুধাবন)
√ বৈদ্যুতিক পাখার গতি খ সুরশালকার গতি
গ সরল দোলকের গতি ঘ সূর্যের চারদিকে পৃথিবীর গতি
৫৩. সূর্যের চারদিকে পৃথিবীর গতি কোন ধরনের গতি? (অনুধাবন)
ক ঘূর্ণন গতি √ পর্যাবৃত্ত গতি
গ রৈখিক গতি ঘ স্পন্দন গতি
৫৪. গিটারের তারের গতি কোন ধরনের গতি? (প্রয়োগ)
ক রৈখিক গতি খ ঘূর্ণন গতি
গ পর্যাবৃত্ত গতি √ স্পন্দন গতি
৫৫. কোন ধরনের গতি বৃত্তাকার, উপবৃত্তাকার বা সরলরৈখিক হতে পারে? (অনুধাবন)
ক ঘূর্ণন গতি √ পর্যাবৃত্ত গতি
গ চলন গতি ঘ রৈখিক গতি
৫৬. নিচের কোনটি রৈখিক গতি? (প্রয়োগ)
ক বৈদ্যুতিক পাখার গতি খ ঘড়ির কাঁটার গতি
√ সোজা সড়কে গাড়ির গতি ঘ সরল দোলকের গতি
৫৭. সরল দোলকের গতি কোন ধরনের গতি? (প্রয়োগ)
√ স্পন্দন গতি খ পর্যাবৃত্ত গতি
গ ঘূর্ণন গতি ঘ রৈখিক গতি
৫৮. কোন ধরনের গতিসম্পন্ন কণার গতিপথ শুধু বৃত্তাকৃতির হয়? (অনুধাবন)
√ দোলন গতি খ পর্যাবৃত্ত গতি
গ চলন গতি ঘ ঘূর্ণন গতি
৫৯. কোন ধরনের গতিতে বস্তুর সকল কণা একই সময়ে একই দূরত্ব অতিক্রম করে? (অনুধাবন)
√ চলন গতি খ দোলন গতি
গ ঘূর্ণন গতি ঘ পর্যাবৃত্ত গতি
৬০. নিচের কোনটি চলন গতির উদাহারণ? (অনুধাবন)
√ চলন্ত ট্রাকের গতি খ বৈদ্যুতিক পাখার গতি
গ ঘড়ির কাঁটার গতি ঘ সরল দোলকের গতি
বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্নোত্তর
৬১. পর্যাবৃত্ত গতিপথ হতে পারে- (অনুধাবন)
i. বৃত্তাকার
ii. উপবৃত্তাকার
iii. সরলরৈখিক
নিচের কোনটি সঠিক?
ক i ও ii খ ii ও iii
গ i ও iii √ i, ii ও iii
৬২. ঘূর্ণন গতিতে- (উচ্চতর দক্ষতা)
i. অক্ষ থেকে বস্তুকণার দূরত্ব পরিবর্তিত হতে থাকে
ii. নির্দিষ্ট ঘূর্ণন অক্ষ থাকে
iii. বস্তু অক্ষকে কেন্দ্র করে ঘোরে
নিচের কোনটি সঠিক?
ক i ও ii √ ii ও iii
গ i ও iii ঘ i, ii ও iii
অভিন্ন তথ্যভিত্তিক বহুনির্বাচনি প্রশ্নোত্তর
নিচের অনুচ্ছেদটি পড় এবং ৬৩ ও ৬৪ নং প্রশ্নের উত্তর দাও :
রাজন মোটরসাইকেলে করে উত্তর দিকে ৩০ মিনিটে ৮ কিলোমিটার গিয়ে অতঃপর পূর্বদিকে ২০ মিনিটে ৬ কিলোমিটার গেল।
৬৩. রাজনের অতিক্রান্ত সরণ কত? (প্রয়োগ)
ক ৪ km √ ১০ km
গ ২০ km ঘ ৩০ km
৬৪. রাজনের- (অনুধাবন)
i. পূর্ব দিকে দ্রæতি ও বেগের মান একই
ii. উত্তর দিক বরাবর দ্রæতি ছিল ৪০৯ ms-1
iii. অতিক্রান্ত দূরত্ব সরণ অপেক্ষা কম
নিচের কোনটি সঠিক?
ক i ও ii খ ii ও iii
গ i ও iii √ i, ii ও iii
নিচের তথ্যের আলোকে ৬৫-৬৭ নং প্রশ্নের উত্তর দাও :
রবিন মোটরসাইকেলে করে সেজান পয়েন্ট মার্কেটে গেল। মোটরসাইকেলটি পার্ক করে সে কিছুদূর হেঁটে এক্সিলেটরে চেপে ২য় তলায় উঠল।
৬৫. কোন ধরনের গতিতে রবিন পার্কিং লট থেকে এক্সিলেটর পর্যন্ত গিয়েছিল? (অনুধাবন)
ক রৈখিক গতি √ চলন গতি
গ পর্যাবৃত্ত গতি ঘ স্পন্দন গতি
৬৬. ১ম তলা থেকে ২য় তলায় যেতে রবিনের ব্যবহৃত যন্ত্রটির উপরস্থ কোনো বিন্দুর গতি কীরূপ? (অনুধাবন)
ক চক্রগতি খ স্পন্দন গতি
√ পর্যাবৃত্ত গতি ঘ বৃত্তীয় গতি
৬৭. রবিনের ব্যবহৃত যানটি- (উচ্চতর দক্ষতা)
i. পর্যাবৃত্ত গতিসম্পন্ন
ii. রৈখিক গতিপ্রাপ্ত হতে পারে
iii. চলন গতির মাধ্যমে দূরত্ব অতিক্রম করে
নিচের কোনটি সঠিক?
ক i ও ii খ i ও iii
√ ii ও iii ঘ i, ii ও iii
নিচের তথ্যের আলোকে ৬৮ ও ৬৯নং প্রশ্নের উত্তর দাও :
একটি সোজা রাস্তা দিয়ে রাজু হেঁটে যাচ্ছে। তখন পাশ দিয়ে তার বন্ধু মিঠু সাইকেলে তাকে অতিক্রম করে।
৬৮. রাজুর গতি- (অনুধাবন)
√ সরলরৈখিক গতি খ পর্যাবৃত্ত গতি
গ ঘূর্ণন গতি ঘ স্পন্দন গতি
৬৯. উদ্দীপকে উল্লিখিত- (উচ্চতর দক্ষতা)
i. সাইকেলের চাকার গতি ঘূর্ণন গতি
ii. সাইকেলের চাকার গতি পর্যাবৃত্ত গতি
iii. সাইকেলের চাকার গতি স্পন্দন গতি
নিচের কোনটি সঠিক?
√ i ও ii খ i ও iii
গ ii ও iii ঘ i, ii ও iii
২.৩ স্কেলার রাশি ও ভেক্টর রাশি
সাধারণ বহুনির্বাচনি প্রশ্নোত্তর
৭০. দুইটি ভেক্টর রাশি ২ cm এবং ৩ cm। এদের যোগফলের সর্বনিম্ন মান কত? (জ্ঞান)
√ ১ cm খ ৬·২ cm
গ ৭ cm ঘ ৭·৫ cm
৭১. বস্তু জগতের সকল রাশিকে কত ভাগে ভাগ করা যায়? (জ্ঞান)
√ দুই খ তিন
গ চার ঘ পাঁচ
৭২. শুধু মানের পরিবর্তন হলে কোন রাশির পরিবর্তন হয়? (জ্ঞান)
ক ভেক্টর রাশি √ স্কেলার রাশি
গ মৌলিক রাশি ঘ যৌগিক রাশি
৭৩. বল কোন রাশি? (জ্ঞান)
ক মৌলিক রাশি খ স্কেলার রাশি
√ ভেক্টর রাশি ঘ যৌগিক রাশি
৭৪. নিচের কোনটি অদিক রাশি? (জ্ঞান)
√ দূরত্ব খ ওজন
গ ভরবেগ ঘ চৌম্বক তীব্রতা
৭৫. কোনটি ভেক্টর রাশি? (জ্ঞান)
ক দ্রæতি খ কাজ
√ মন্দন ঘ ভর
৭৬. ভেক্টর রাশির যোগ কোন নিয়মে করতে হয়? (অনুধাবন)
ক সূচকের খ বীজগাণিতিক
√ জ্যামিতিক ঘ লগারিদমিক
৭৭. নিচের কোন ভৌত রাশিটি ভেক্টর? (অনুধাবন)
ক কাজ খ শক্তি
√ ভরবেগ ঘ দ্রুতি
৭৮. নিচের কোনটি ভেক্টর রাশি? (জ্ঞান)
ক দ্রæতি খ কাজ
√ ত্বরণ ঘ শক্তি
৭৯. নিচের কোন রাশির মান ও দিক আছে? (জ্ঞান)
√ তড়িৎ প্রাবল্য খ তাপমাত্রা
গ সময় ঘ ভর
৮০. নিচের কোন রাশির মান আছে, দিক নেই? (জ্ঞান)
ক সরণ √ দ্রæতি
গ বেগ ঘ বল
৮১. কোনটি ভেক্টর রাশি? (জ্ঞান)
ক ভর √ চুম্বকত্ব
গ শক্তি ঘ তাপমাত্রা
৮২. নিচের কোনটি দিক রাশি? (জ্ঞান)
ক ভর খ দ্রæতি
√ ত্বরণ ঘ কাজ
৮৩. নিচের কোনটি স্কেলার রাশি? (জ্ঞান)
√ চাপ খ তড়িৎ তীব্রতা
গ চুম্বকত্ব ঘ বল
৮৪. স্কেলার রাশির যোগের নিয়ম কোনটি? (জ্ঞান)
ক জ্যামিতিক খ সূচক
√ বীজগাণিতিক ঘ লগারিদমিক
৮৫. সরণের ক্ষেত্রে নিচের কোনটি সঠিক? (জ্ঞান)
ক মান আছে খ দিক আছে
√ মান ও দিক উভয়ই আছে ঘ মান আছে ও দিক নেই
৮৬. দুটি ভেক্টরের মান যথাক্রমে ৯ cm এবং ৪ cm হলে এদের যোগফল কত হবে? (প্রয়োগ)
ক ১৩ cm খ ৫ cm
গ ১৩ cm-এর উপরে √ ৫ cm থেকে ১৩cm-এর মধ্যে
৮৭. দুটি ভেক্টরের মান ৪ cm এবং ৩ cm হলে এদের যোগফল কত? (প্রয়োগ)
ক ৭ cm খ ১ cm
গ ১২ cm √ ১ cm থেকে ৭ cm এর মধ্যে
বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্নোত্তর
৮৮. চিত্রটি দ্বারা বোঝায়- (উচ্চতর দক্ষতা)
i. অ ভেক্টরটির পশ্চিম দিকে ১৫০ km সরণ ঘটেছে
ii. ই ভেক্টরটির পশ্চিম দিকের সাথে ৩০° কোণ করেছে
iii. ই ভেক্টরটির উত্তর-পূর্বদিকে ১০০ km সরণ ঘটেছে
নিচের কোনটি সঠিক?
ক i ও ii খ ii ও iii √ i ও iii ঘ i, ii ও iii
৮৯. বল- (অনুধাবন)
i. একটি ভেক্টর রাশি
ii. কোনো মৌলিক রাশির ওপর নির্ভরশীল নয়
iii. পরিবর্তন করতে হলে এর দিক পরিবর্তন না করলেও চলে
নিচের কোনটি সঠিক?
ক i ও ii খ i ও iii
√ ii ও iii ঘ i, ii ও iii
৯০. বিভিন্ন প্রকার রাশির ক্ষেত্রে- (প্রয়োগ)
i. মৌলিক রাশিসমূহ সকলেই স্কেলার
ii. ভেক্টর রাশিসমূহ msজ্ঞায়িত করতে স্কেলার রাশির প্রয়োজন নেই
iii. ভেক্টর ও স্কেলার রাশির একক একই হতে পারে
নিচের কোনটি সঠিক?
ক i ও ii খ i ও iii গ ii ও iii √ i, ii ও iii
৯১. দ্রæতি- (অনুধাবন)
i. স্কেলার রাশি
ii. শুধু মানের পরিবর্তনে পরিবর্তিত হয়
iii. সর্বদাই ধনাত্মক
নিচের কোনটি সঠিক?
ক র খ i ও ii গ ii ও iii √ i, ii ও iii
৯২. ভেক্টর রাশি হলো- (অনুধাবন)
i. ওজন
ii. তড়িৎ তীব্রতা
iii. বল
নিচের কোনটি সঠিক?
ক i ও ii খ ii ও iii গ i ও iii √ i, ii ও iii
৯৩. ভেক্টর রাশি হলো- (উচ্চতর দক্ষতা)
i. সরণ, বেগ, অভিকর্ষজ ত্বরণ
ii. ত্বরণ, মন্দন, ভরবেগ
iii. কাজ, ক্ষমতা, শক্তি
নিচের কোনটি সঠিক?
√ i ও ii খ ii ও iii গ i ও iii ঘ i, ii ও iii
৯৪. ভেক্টর রাশির ক্ষেত্রে- (উচ্চতর দক্ষতা)
i. মান ও দিক উভয়ই প্রয়োজন
ii. অক্ষর দ্বারা প্রকাশ করা যায়
iii. জ্যামিতিক উপায়ে প্রকাশ করা যায়
নিচের কোনটি সঠিক?
ক i ও ii খ i ও iii
গ ii ও iii √ i, ii ও iii
৯৫. স্কেলার রাশির ক্ষেত্রে- (উচ্চতর দক্ষতা)
i. শুধু মানের প্রয়োজন হয়
ii. দিকের প্রয়োজন হয় না
iii. মান ও দিক কোনোটিরই প্রয়োজন হয় না
নিচের কোনটি সঠিক?
√ i ও ii খ ii ও iii
গ i ও iii ঘ i, ii ও iii
৯৬. ভেক্টর রাশি প্রকাশের জন্য প্রয়োজন- (উচ্চতর দক্ষতা)
i. মানের
ii. দিকের
iii. সময়ের
নিচের কোনটি সঠিক?
√ i ও ii খ ii ও iii গ i ও iii ঘ i, ii ও iii
৯৭. কোনো ভেক্টর রাশি অ হলে, এর মান- (উচ্চতর দক্ষতা)
i. ।অ। দিয়ে প্রকাশ করা হয়
ii. অ দিয়ে প্রকাশ করা হয়
iii. অ দিয়ে প্রকাশ করা হয়
নিচের কোনটি সঠিক?
ক i ও ii খ ii ও iii
√ i ও iii ঘ i, ii ও iii
অভিন্ন তথ্যভিত্তিক বহুনির্বাচনি প্রশ্নোত্তর
নিচের তথ্যের আলোকে ৯৮ ও ৯৯ নং প্রশ্নের উত্তর দাও :
এ ভৌত জগতে যা কিছু পরিমাপ করা যায় তাকে রাশি বলে। রাশির কতগুলো উদাহরণ হলো দৈর্ঘ্য, সরণ, ভর, দ্রæতি, বল, কাজ, শক্তি, সময়, তাপমাত্রা।
৯৮. উল্লিখিত অনুচ্ছেদে কয়টি স্কেলার রাশির উদাহরণ দেওয়া হয়েছে? (অনুধাবন)
ক ৪টি খ ৫টি
গ ৬টি √ ৭টি
৯৯. প্রদত্ত রাশিসমূহের- (উচ্চতর দক্ষতা)
i. কমপক্ষে চারটি হলো মৌলিক রাশি
ii. কেবল দুটি রাশির মান ও দিক উভয়ই রয়েছে
iii. দুই জোড়া রাশির মাত্রা ও একক একই
নিচের কোনটি সঠিক?
ক i ও ii খ i ও iii গ ii ও iii √ i, ii ও iii
২.৪ গতি msক্রান্ত বিভিন্ন রাশি
সাধারণ বহুনির্বাচনি প্রশ্নোত্তর
১০০. সময়ের সাথে বস্তুর অসমবেগ বৃদ্ধির হারকে কী বলে? (জ্ঞান)
√ ত্বরণ খ মন্দন
গ ভরবেগ ঘ বল
১০১. নির্দিষ্ট দিকে পারিপার্শ্বিকের সাপেক্ষে বস্তুর অবস্থানের পরিবর্তনকে কী বলে? (জ্ঞান)
√ সরণ খ দ্রæতি
গ বেগ ঘ মন্দন
১০২. সময়ের সাথে কোনো বস্তুর অবস্থানের পরিবর্তনের হারকে কী বলে? (জ্ঞান)
ক বেগ √ দ্রæতি
গ সরণ ঘ ত্বরণ
১০৩. একটি বস্তু ধ্রæব বেগে চললে, বস্তুর ত্বরণ কিরূপ হবে? (জ্ঞান)
ক ধনাত্মক খ ঋণাত্মক
গ সুষম √ কোনো ত্বরণ হয় না
১০৪. দ্রæতির মাত্রা কোনটি? (জ্ঞান)
ক LT √ LT-1
গ LT-2 ঘ LT-3
১০৫. কোনটি ত্বরণের মাত্রা? (জ্ঞান)
√ LT-2 খ MLT-1
গ LT-1 ঘ MLT-2
১০৬. বলের মাত্রা কোনটি? (জ্ঞান)
ক MLT-1 খ MLT
√ MLT-2 ঘ M২-১L
১০৭. নির্দিষ্ট দিকে কোনো বস্তুর দ্রæতিকে কী বলে? (জ্ঞান)
√ বেগ খ ত্বরণ
গ সরণ ঘ মন্দন
১০৮. কোনো বস্তুর সরণের হারকে কী বলে? (জ্ঞান)
ক ত্বরণ √ মন্দন
গ বেগ ঘ সরণ
১০৯. দ্রæতির একক কোনটি? (জ্ঞান)
ক m খ s
গ ms √ ms-1
১১০. বেগের একক কোনটি? (জ্ঞান)
ক ms √ ms-1
গ ms২ ঘ ms-2
১১১. ত্বরণের একক কোনটি? (জ্ঞান)
ক ms খ ms-1
√ ms-2 ঘ ms-৩
১১২. সমবেগে চলন্ত বস্তুর ত্বরণের মান কত? (অনুধাবন)
ক সর্বোচ্চ খ সর্বনিম্ন
√ শূন্য ঘ ধনাত্মক
১১৩. দ্রæতি পরিমাপ করার যন্ত্র কোনটি? (অনুধাবন)
ক থার্মোমিটার √ স্পিডোমিটার
গ ল্যাকটোমিটার ঘ ফ্যাদোমিটার
১১৪. শব্দের বেগ কোন ধরনের বেগ? (অনুধাবন)
ক সমবেগ খ অসম বেগ
√ সুষম বেগ ঘ তাৎক্ষণিক বেগ
১১৫. স্থির অবস্থান থেকে সুষম ত্বরণে চলমান বস্তুর যেকোনো সময়ের বেগের সাথে সময়ের সম্পর্ক হবে- (অনুধাবন)
√ সমানুপাতিক খ বিপরীত আনুপাতিক
গ বর্গের সমানুপাতিক ঘ বর্গমূলের সমানুপাতিক
১১৬. অসম বেগে গতিশীল একটি বস্তুর দূরত্ব-সময় লেখ কিরূপ হবে?
(অনুধাবন)
ক সরলরেখা √ বক্ররেখা
গ অর্ধবৃত্তাকার ঘ উপবৃত্তাকার
১১৭. একটি বস্তু বৃত্তাকার পথে একবার ঘুরে আসলে তার সরণ কত?
(অনুধাবন)
√ ০ খ ∏r২
গ ২ৎ ঘ ২∏r
১১৮. একটি বস্তু সুষম বেগে চললে বস্তুর ত্বরণ কিরূপ হয়? (অনুধাবন)
ক ধনাত্মক খ ঋণাত্মক
গ সুষম √ শূন্য
১১৯. একটি গাড়ির বেগ প্রতি সেকেন্ডে ২ms-1, ৫ms-1 এবং ৭ms-1 হারে বাড়ছে। গাড়িটি চলছে- (অনুধাবন)
ক সুষম বেগে খ সুষম ত্বরণে
গ অসম বেগে √ অসম ত্বরণে
১২০. কোন দুটি রাশির একক ভিন্ন? (অনুধাবন)
ক সরণ ও দূরত্ব খ বেগ ও দ্রুতি
√ বেগ ও ত্বরণ ঘ বল ও ওজন
১২১. একটি গাড়ির গড় দ্রুতি প্রতি ঘণ্টায় ৩৫ কিলোমিটার। ৪৫ মিনিটে গাড়িটি কত দূর যাবে? (প্রয়োগ)
ক ০·৭৮ km খ ১২৯ km
√ ২৬·২৫ km ঘ ১৫৭৫ km
১২২. একটি বস্তু পরিবর্তনশীল গতিতে অ থেকে ই এবং ই থেকে ঈ অবস্থানে যায়। বস্তুর আদিবেগ শূন্য। অ থেকে ই এর দূরত্ব ৫ স এবং ই থেকে ঈ এর দূরত্ব ৬ স।
ঈ বিন্দুতে বেগ হবে- (প্রয়োগ)
ক ২·০ ms–১ খ ২·২৫ ms–১
√ ২·২ ms–১ ঘ ২·৫ ms–১
১২৩. একটি গতিশীল বস্তু ঁ আদিবেগে চলতে শুরু করে ঃ সেকেন্ড পরে া বেগপ্রাপ্ত হয়। সরণ নির্ণয়ের জন্য কোন সমীকরণটি সর্বাপেক্ষা উপযুক্ত? (প্রয়োগ)
ক s=ut+1/2at2 খ ং = া২ – ঁ২২ধ
√ ং = ঁ + া২ ঃ ঘ ং = (ঁ + া)ঃ
১২৪. একটি গতিশীল বস্তু ৪ ms-১ বেগ নিয়ে সমবেগে চলছে, 5s পর এর বেগ কত হবে? (প্রয়োগ)
√ ৪ ms-১ খ ৮ ms-১
গ ১৬ ms-১ ঘ ২০ ms-১
১২৫. একটি গাড়ির বেগ ২০ ms-১ থেকে সুষমভাবে হ্রাস পেয়ে, ২ং পর ১০ ms-১ হয়। গাড়িটির ত্বরণ কত? (প্রয়োগ)
ক ৫ ms-২ √ – ৫ ms-২
গ ১০ ms-২ ঘ ১৫ ms-২
১২৬. ১০ ms-1 সমবেগে চলমান, ১ kg বস্তুর ত্বরণ কত? (প্রয়োগ)
√ ০ ms-২ খ ৯·৮ ms-২
গ ১০ ms-২ ঘ ১৫ ms-২
১২৭. একটি গাড়ির বেগ ৩৬ ms-১ থেকে সুষমভাবে হ্রাস পেয়ে, ৯ং-এ ১৮ ms-১ হয়, তবে এর ত্বরণ কত? (প্রয়োগ)
ক -১ ms-২ √ -২ ms-২
গ -৩ ms-২ ঘ -৪ ms-২
১২৮. একটি ট্রেন ৪০ ms-১ বেগে চলছে। একে ব্রেক কষে ৩০ং-এ থামানো হলো। মন্দন কত? (প্রয়োগ)
ক ৩৪ ms-২ √ ৪৩ ms-২
গ ২৪ ms-২ ঘ ২৩ ms-২
১২৯. একটি বস্তুর বেগ ৭ং-এ ৩ স ং-১ থেকে ৩১স ং-১ -এ উন্নীত হয়। বস্তুটির ত্বরণ কত? (প্রয়োগ)
ক ৪স খ ২১ ms-২
√ ৪ ms-২ ঘ ৪ ms-১
১৩০. একটি গাড়ির বেগ ৪৯ ms-১ থেকে সুষমভাবে হ্রাস পেয়ে ৮ং পরে ৯ ms-১ হয়। গাড়িটির ত্বরণ কত? (প্রয়োগ)
ক ৫ ms-১ খ ৫ ms-১
গ ৫ ms-২ √ – ৫ ms-২
১৩১. একটি গাড়ির বেগ ৪০ স ং-১ থেকে সুষমভাবে হ্রাস পেয়ে 5s পর ১০ ms-১ হলো। গাড়িটির ত্বরণ কত? (প্রয়োগ)
ক ৪ ms-২ খ – ৪ ms-২
গ ৬ ms-২ √ ৬ ms-২
১৩২. একটি বাসের বেগ ৩৬ ms-1 থেকে সুষমভাবে হ্রাস পেয়ে ৭ং পরে ১৫ ms-1 হয়। বাসটির ত্বরণ কত? (প্রয়োগ)
√ – ৩ ms-২ খ ৩ ms-২
গ ০ ms-২ ঘ – ৩ ms-১
১৩৩. একটি বস্তুর বেগ ৪ং-এ ৩ ms-১ থেকে ৩১ ms-১-এ উন্নীত হয়, বস্তুটির ত্বরণ কত? (প্রয়োগ)
ক ৭ স খ ৭ ms-১
√ ৭ ms-২ ঘ ২১ ms-২
১৩৪. একটি গাড়ির বেগ ২৭ms-১ থেকে সুষমভাবে হ্রাস পেয়ে ৮ ং পরে ১১ ms-১ হয়, গাড়িটির ত্বরণ কত? (প্রয়োগ)
ক ২ স-২ √ – ২ ms-২
গ ২ ms-১ ঘ – ২ ms-১
১৩৫. রাসেল তার বাসা হতে প্রথমে সোজা ৫০স দক্ষিণে, তারপর ৪০স পশ্চিমে ও শেষে ২০স উত্তরে গেল। রাসেলের মোট সরণ কত? (প্রয়োগ)
ক ৫০স উত্তরে খ ৫স উত্তর-পশ্চিমে
গ ৫০স দক্ষিণে √ ৫০স দক্ষিণ-পশ্চিমে
১৩৬. নিচের কোন সমীকরণটি সঠিক? (জ্ঞান)
√ a=(v-u)/t খ যh=ut-1/2a
গ v2=u2+gh ঘ s=ut+1/2at2
১৩৭. একটি নিক্ষিপ্ত বস্তুর সর্বোচ্চ উচ্চতায় বেগ কত হবে? (অনুধাবন)
√ শূন্য খ অর্ধেক
গ দ্বিগুণ ঘ চারগুণ
বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্নোত্তর
১৩৮. সুষম ত্বরণের ক্ষেত্রে বস্তুর- (অনুধাবন)
i. সরণ হয়
ii. ত্বরণের পরিবর্তন হয়
iii. বেগের পরিবর্তন হয়
নিচের কোনটি সঠিক?
ক i ও ii খ ii ও iii √ i ও iii ঘ i, ii ও iii
১৩৯. অভিন্ন এককের রাশিগুলো হলো- (উচ্চতর দক্ষতা)
i. তাপ, কাজ
ii. কাজ, শক্তি
iii. কাজ, ক্ষমতা
নিচের কোনটি সঠিক?
√ i ও ii খ ii ও iii গ i ও iii ঘ i, ii ও iii
১৪০. ত্বরণের বৈশিষ্ট্য হলো- (উচ্চতর দক্ষতা)
i. ং দ্বারা প্রকাশ করা হয়
ii. বস্তুর অসম বেগের পরিবর্তনের হার
iii. এটি একটি ভেক্টর রাশি
নিচের কোনটি সঠিক?
ক i ও ii খ i ও iii √ ii ও iii ঘ i, ii ও iii
১৪১. কোনো ঘড়ির মিনিটের কাঁটা এক ঘণ্টায়- (উচ্চতর দক্ষতা)
i. এর সরণ শূন্য
ii. গড়দ্রæতি শূন্য
iii. গড়বেগ শূন্য
নিচের কোনটি সঠিক?
ক র খ i ও ii
√ i ও iii ঘ i, ii ও iii
১৪২. কোনো সাইকেল আরোহী একটি গাড়ির ৮৪স পশ্চাৎ হতে ২০ ms-১ সমবেগে তার দিকে যাত্রা শুরু করল। একই সময় গাড়িটি ২ ms-২ সমত্বরণে সামনের দিকে চলা শুরু করল। তাহলে- (উচ্চতর দক্ষতা)
i. এরা ৬ং-পর মিলিত হবে
ii. এরা ১৪ং পর মিলিত হবে
iii. এরা কখনো মিলিত হবে না
নিচের কোনটি সঠিক?
√ i ও ii খ i ও iii
গ ii ও iii ঘ i, ii ও iii
১৪৩. স্থির অবস্থান হতে একটি কণা ৫ cmং-২ সমত্বরণে কোনো নির্দিষ্ট সরলরেখা বরাবর চলছে- (উচ্চতর দক্ষতা)
i. ৩ং পর বেগ ১৫ cm ং-১ হবে
ii. ৪ং পর বেগ ২২ cm ং-১ হবে
iii. ৩ং পর অতিক্রান্ত দূরত্ব ২২.৫ cm হবে
নিচের কোনটি সঠিক?
ক i ও ii খ i ও iii
√ ii ও iii ঘ i, ii ও iii
১৪৪. নিচের তথ্যগুলো লক্ষ কর- (অনুধাবন)
i. সময়ের সাথে বস্তুর সুষম দ্রæতির পরিবর্তন হলো ত্বরণ
ii. ত্বরণের মাত্রা [LT-2]
iii. ত্বরণের একক ms-2
নিচের কোনটি সঠিক?
ক i ও ii খ i ও iii
√ ii ও iii ঘ i, ii ও iii
১৪৫. দূরত্ব ও সরণের- (উচ্চতর দক্ষতা)
i. মানের কোনো পার্থক্য নেই
ii. দিকের কোনো পার্থক্য নেই
iii. দিকের পার্থক্য আছে
নিচের কোনটি সঠিক?
ক i ও ii √ i ও iii
গ ii ও iii ঘ i, ii ও iii
১৪৬. গড় দ্রæতি ১০০ km/য হলে- (প্রয়োগ)
i. আদি দ্রæতি ২০০ km হতে পারে না
ii. ২ ঘণ্টা সময়কালে ২০০ km দূরত্ব অতিক্রম করবে
iii. ত্বরণের মান ৫০ km/য২ হতে পারে
নিচের কোনটি সঠিক?
ক i ও ii খ i ও iii
গ ii ও iii √ i, ii ও iii
২.৫ গতি msক্রান্ত বিভিন্ন রাশির পারস্পরিক সম্পর্ক : গতির সমীকরণ
সাধারণ বহুনির্বাচনি প্রশ্নোত্তর
১৪৭. স্থির অবস্থান থেকে সুষম ত্বরণে চলতে থাকা কোনো বস্তুরর ক্ষেত্রে কোনটি সঠিক? (অনুধাবন)
ক v ∝ ং √v ∝ t
গ s ∝ t ঘ v ∝√s
১৪৮. স্থির অবস্থান থেকে একটি ট্রেন ১০ms-2 সুষম ত্বরণে চলার সময় ১২৫স দূরত্বে অবস্থিত একটি পোস্টকে কত বেগে অতিক্রম করবে? (প্রয়োগ)
ক ৩০ ms-1 খ ৪০ ms-1
√ ৫০ ms-1 ঘ ৬০ ms-1
১৪৯. গতির সমীকরণ কয়টি? (জ্ঞান)
ক তিন √ চার
গ পাঁচ ঘ ছয়
১৫০. গতির সমীকরণগুলোর প্রত্যেকটিতে কয়টি করে রাশি আছে? (অনুধাবন)
ক ৩টি √ ৪টি
গ ৫টি ঘ ৬টি
১৫১. স্থির অবস্থান থেকে সুষম ত্বরণে চলমান বস্তুর যেকোনো সময়ের বেগের সাথে সময়ের সম্পর্ক কীরূপ হবে? (অনুধাবন)
ক বিপরীত আনুপাতিক √ সমানুপাতিক
গ বর্গমূলের সমানুপাতিক ঘ বর্গের সমানুপাতিক
১৫২. আদিবেগ, শেষবেগ, সময় ও ত্বরণের সম্পর্ক কোনটি? (জ্ঞান)
√ a=(v-u)/t খ s=ut+1/2at2
গ v2=u2+2as ঘ ং = ঁ + া২ঃ
১৫৩. সরণ, ত্বরণ ও গতিকালের সম্পর্ক নিচের কোনটি? (অনুধাবন)
ক া = ঁ + ধঃ খ v2=u2+2as
√ s=ut+1/2at2 ঘ ং = ঁ + া২ঃ
১৫৪. একজন ব্যক্তি একটি নির্দিষ্ট সময় ধরে সরলপথে া১সুষমবেগে চলার পর া২ সুষমবেগে একই সময় ধরে আরও খানিকটা পথ চলল। তার গড়বেগ কত? (প্রয়োগ)
ক ২ ১া১ + ১া২ খ ১া১ + ১া২
গ া১া২ √ া১ + া২২
১৫৫. ১৫ kg ভরের একটি বস্তুর ওপর কত বল প্রযুক্ত হলে ২ ms-২ ত্বরণ সৃষ্টি হবে? (প্রয়োগ)
√ ৩০ kgms-২ খ ৭·৫ kgms-২
গ ১৯·৬ ঘ ঘ ৩৯.২ ঘ
১৫৬. স্থির অবস্থান থেকে সুষম ত্বরণে চলমান বস্তুর দূরত্ব ও সময়ের মধ্যে সম্পর্ক কীরূপ? (অনুধাবন)
ক সমানুপাতিক √ বর্গের সমানুপাতিক
গ ব্যস্তানুপাতিক ঘ বর্গের ব্যস্তানুপাতিক
১৫৭. নিচের কোন সমীকরণটি সরণ, ত্বরণ ও শেষ বেগের মধ্যে সম্পর্ক নির্দেশ করে? (প্রয়োগ)
√ v2=u2+2as খ s=ut+1/2at2
গ া = ঁ + ধঃ২ ঘ ং = ঁ+া২ ঃ
১৫৮. কোনো বস্তুর বেগ ৩ং-এ ৩০ ms-১ হলে 5s পর বেগ কত হবে? (প্রয়োগ)
ক ৩৫ ms-১ খ ৪০ ms-১
গ ৪৫ ms-১ √ ৫০ ms-১
১৫৯. ৭২ kmয-১ বেগে চলন্ত একটি গাড়িতে ৪ং যাবৎ ১.৫ms-২ ত্বরণ প্রয়োগ করা হলো। এর শেষবেগ কত? (উচ্চতর দক্ষতা)
ক ২৫ms-১ খ ২.৫ms-1
√ ২৬ms-১ ঘ ২০ms-1
১৬০. একটি রাইফেলের গুলি যে বলে ০.৫স পুরু একটি তক্তাকে ভেদ করতে পারে, গুলির বেগ দ্বিগুণ করা হলে এরূপ কয়টি তক্তা ভেদ করতে পারবে? (উচ্চতর দক্ষতা)
ক ২টি খ ৩টি
√ ৪টি ঘ ৫টি
বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্নোত্তর
১৬১. স্থির অবস্থান হতে সুষম ত্বরণে চলমান কোনো গতিশীল বস্তুর অতিক্রান্ত দূরত্ব-
i. বেগের সমানুপাতিক
ii. বেগের বর্গের সমানুপাতিক
iii. সময়ের বর্গের সমানুপাতিক
নিচের কোনটি সঠিক?
ক i ও ii খ ii ও iii
√ i ও iii ঘ i, ii ও iii
১৬২. নিচের রাশিগুলো লক্ষ কর- (উচ্চতর দক্ষতা)
i. া = ঁ + ধঃ
ii. s=ut+1/2at2
iii. v2=u2+2as
নিচের কোনটি সঠিক?
ক i ও ii খ ii ও iii
গ i ও iii i, ii ও iii
১৬৩. স্থির অবস্থান থেকে সুষম ত্বরণে চলমান বস্তুর ক্ষেত্রে- (উচ্চতর দক্ষতা)
i. ং ∝ ঃ২
ii. ং ∝ া
iii. ঃ ∝ ং
নিচের কোনটি সঠিক?
ক i ও ii √ i ও iii
গ ii ও iii ঘ i, ii ও iii
১৬৪. ঢ-অক্ষ বরাবর চলমান একটি কণার গতির সমীকরণ :
ী = ঁ (ঃ – ২) + ধ (ঃ – ২)২; এখানে ী সরণ, ঁ বেগ এবং ঃ সময় নির্দেশ করে। এক্ষেত্রে- (উচ্চতর দক্ষতা)
i. কণাটির আদিবেগ ঁ
ii. কণাটির ত্বরণ ২ধ
iii. ঃ = ২ং-এ কণাটি আদি অবস্থানে আছে
নিচের কোনটি সঠিক?
ক i ও ii খ i ও iii
√ ii ও iii ঘ i, ii ও iii
১৬৫. সরণ বনাম সময় লেখচিত্রের ঢাল সর্বত্র সমান হলে- (উচ্চতর দক্ষতা)
i. বেগ অসম হয়
ii. বেগ সুষম হয়
iii. বেগ পরিবর্তন হতে থাকে
নিচের কোনটি সঠিক?
ক র √ রর গ ররর ঘ i ও ii
১৬৬. দূরত্ব ও সরণের- (উচ্চতর দক্ষতা)
i. মানের কোনো পার্থক্য নেই
ii. দিকের কোনো পার্থক্য নেই
iii. দিকের পার্থক্য আছে
নিচের কোনটি সঠিক?
ক i ও ii √ i ও iii
গ ii ও iii ঘ i, ii ও iii
২.৬ পড়ন্ত বস্তুর গতি
সাধারণ বহুনির্বাচনি প্রশ্নোত্তর
১৬৭. যদি একটি বস্তুকে ম-এর মানের সমান বেগে খাঁড়া উপরের দিকে নিক্ষেপ করা হয়। তাহলে কতক্ষণ পর বস্তুটি ভ‚মিতে পতিত হবে? (প্রয়োগ)
ক ১ং √ ২ং
গ ৪·5s ঘ ৯·৮ং
১৬৮. পড়ন্ত বস্তুর ক্ষেত্রে একটি বস্তু ২ং-এ ৮ স দূরত্ব অতিক্রম করে। ঐ বস্তু 5s-এ কত দূরত্ব অতিক্রম করবে? (প্রয়োগ)
ক ৩০ স খ ৩৫ স
গ ৪০ স √ ৫০ স
১৬৯. বায়ুশূন্য স্থান থেকে ১০ kg ও ২০ kg ভরের বস্তুকে এক সাথে একই উচ্চতা থেকে ফেলে দিলে কোনটি আগে পৌঁছাবে? (উচ্চতর দক্ষতা)
ক ১০ kg ভরের বস্তুটি খ ২০ kg ভরের বস্তুটি
√ দুটি বস্তু একসাথে ঘ দুটি বস্তু ভিন্ন ভিন্ন সময়ে
১৭০. স্থির অবস্থান থেকে বিনা বাধায় কোনো বস্তুকে যদি পড়তে দেওয়া হয় এবং ১ম সেকেন্ডে য দূরত্ব অতিক্রম করে তবে ৪ং পর বস্তুটির অতিক্রান্ত দূরত্ব কত হবে? (প্রয়োগ)
ক ৪ য খ ৮ য
গ ১২ য √ ১৬ য
১৭১. একটি বস্তুকে কত বেগে উপরের দিকে নিক্ষেপ করলে তা ৬ সেকেন্ডে ভ‚পৃষ্ঠে পতিত হবে? (জ্ঞান)
ক ২১·৯ ms-1 √ ২৯·৪ ms-1
গ ৯·৮ ms-1 ঘ ৬·৭ ms-1
১৭২. পৃথিবীর কেন্দ্রে অভিকর্ষজ ত্বরণ কত? (জ্ঞান)
ক ৯·৮ ms-২ খ ৯·৮৩ ms-২
√ ০ ms-২ ঘ ৯·৭৮ ms-২
১৭৩. পড়ন্ত বস্তুর সূত্র কে আবিষ্কার করেন? (জ্ঞান)
ক কেপলার √ গ্যালিলিও
গ নিউটন ঘ বোর
১৭৪. পৃথিবী ও একটি বস্তুর মধ্যে যে আকর্ষণ তাকে কী বলে? (জ্ঞান)
ক মহাকর্ষ √ অভিকর্ষ
গ ত্বরণ ঘ দ্রুতি
১৭৫. কোনো বস্তুর অভিকর্ষ কেন্দ্র কয়টি? (জ্ঞান)
√ ১টি খ ২টি
গ ৩টি ঘ ৪টি
১৭৬. মহাবিশ্বের যেকোনো দুটি বস্তুর মধ্যে যে আকর্ষণ তাকে কী বলে? (জ্ঞান)
√ মহাকর্ষ খ অভিকর্ষ
গ মাধ্যাকর্ষণ ঘ চৌম্বকত্ব
১৭৭. কোনো বস্তুর ওপর পৃথিবীর আকর্ষণকে কী বলে? (জ্ঞান)
ক মহাকর্ষ √ অভিকর্ষ
গ মাধ্যাকর্ষণ ঘ চৌম্বকত্ব
১৭৮. চন্দ্র ও সূর্যের মধ্যে যে আকর্ষণ তাকে কী বলে? (অনুধাবন)
ক স্থিতিস্থাপকতা খ মাধ্যাকর্ষণ
√ মহাকর্ষ ঘ অভিকর্ষ
১৭৯. ভ‚পৃষ্ঠে অবস্থিত কোনো বস্তুর অভিকর্ষজ ত্বরণ নির্ণয়ের সূত্র কোনটি? (জ্ঞান)
ক ম = এগজ খ ম = এজ২
গ ম = এগ২জ √ ম = এগজ২
১৮০. কোন অঞ্চলে ম-এর মান সবচেয়ে বেশি? (জ্ঞান)
√ মেরু খ বিষুব
গ ক্রান্তীয় ঘ কেন্দ্রে
১৮১. অভিকর্ষজ ত্বরণের মান কোথায় বেশি হবে? (জ্ঞান)
√ ভ‚পৃষ্ঠে খ ভ‚কেন্দ্রে
গ পাহাড়ের ওপর ঘ মাটির নিচে
১৮২. কোন অক্ষাংশে সমুদ্র সমতলে ম-এর মানকে আদর্kgান ধরা হয়? (জ্ঞান)
ক ৪০ অক্ষাংশে √ ৪৫ অক্ষাংশে
গ ৫০ অক্ষাংশে ঘ ৫৫ অক্ষাংশে
১৮৩. কোন অঞ্চলে ম-এর মান সবচেয়ে কম? (অনুধাবন)
ক মেরু √ বিষুব
গ ক্রান্তীয় ঘ কেন্দ্রে
১৮৪. পড়ন্ত বস্তুর সমীকরণ কয়টি? (অনুধাবন)
ক ২টি খ ৩টি
√ ৪টি ঘ ৫টি
১৮৫. পড়ন্ত বস্তুর সূত্র কয়টি? (অনুধাবন)
ক ২টি √ ৩টি
গ ৪টি ঘ ৫টি
১৮৬. ভ‚পৃষ্ঠ থেকে যত উপরে ওঠা যায় অভিকর্ষজ ত্বরণের মান কেমন হবে? (অনুধাবন)
√ ধ্রæব হয় খ বাড়তে থাকে
গ কমতে থাকে ঘ শূন্য হয়
১৮৭. মহাকর্ষীয় ধ্র“বক এ-এর মান- (অনুধাবন)
√ অপরিবর্তিত থাকে
খ বস্তুর আকারের ওপর নির্ভর করে
গ বস্তুর উপাদানের ওপর নির্ভর করে
ঘ বস্তুদ্বয়ের মধ্যবর্তী মাধ্যমের ওপর নির্ভর করে
১৮৮. পৃথিবীর কেন্দ্রে বস্তুর- (অনুধাবন)
√ ভর আছে কিন্তু ওজন শূন্য খ ওজন আছে কিন্তু ভর শূন্য
গ ভর এবং ওজন উভয়ই শূন্য ঘ ভর ও ওজন উভয়ই আছে
১৮৯. মুক্তভাবে একটি পড়ন্ত বস্তু ১০ সেকেন্ড পরে ১০০ ms–১ বেগে মেঝেতে আঘাত করতে চাইলে অভিকর্ষজ ত্বরণ ম -এর মান হবে- (প্রয়োগ)
ক ১০০০ ms–১ √ ১০ ms–২
গ ০·১ ms–২ ঘ ৯০ ms–২
১৯০. মুক্তভাবে একটি পড়ন্ত বস্তু ১ সেকেন্ডে ৩স দূরত্ব অতিক্রম করলে ৫ সেকেন্ডে কত দূরত্ব অতিক্রম করবে? (প্রয়োগ)
ক ২৫ স খ ৫ স
গ ৭৫ স √ ১৫ স
১৯১. বায়ু মাধ্যমে এক টুকরা পাথর ও এক টুকরা কাগজ একই উচ্চতা থেকে একই সময়ে ছেড়ে দেওয়ায় পাথর টুকরাটি আগেই ভ‚মিতে পৌঁছার কারণ- (উচ্চতর দক্ষতা)
ক পাথরের ভর বেশি হওয়ায় আগেই ভ‚মিতে পৌঁছবে
খ পাথরের ওপর অভিকর্ষজ ত্বরণ বেশি, তাই আগে ভ‚মিতে পৌঁছবে
√ পাথরের ওপর বাতাসের প্লবতা কম
ঘ কাগজের ভর কম হওয়ায় এর ওপর অভিকর্ষজ ত্বরণ কম
বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্নোত্তর
১৯২. ২৫০ স উঁচু থেকে একটি বস্তু ছেড়ে দিলে- (অনুধাবন)
i. বস্তুটি ৩১·৩ ms-1 বেগে ভ‚মিকে আঘাত করবে
ii. বস্তুটির আদিবেগ ০ ms-1
iii. অতিক্রান্ত দূরত্ব ২৫০ স
নিচের কোনটি সঠিক?
ক i ও ii খ i ও iii
গ ii ও iii ঘ i, ii ও iii
১৯৩. বিনা বাধায় পড়ন্ত বস্তুর ক্ষেত্রে- (উচ্চতর দক্ষতা)
i. া ঃ
ii. য ঃ২
iii. পতনের হার বস্তুর ভরের ওপর নির্ভর করে না
নিচের কোনটি সঠিক?
ক i ও ii খ i ও iii
গ ii ও iii √ i, ii ও iii
১৯৪. অভিকর্ষজ ত্বরণ- (অনুধাবন)
i. বস্তুর ভরের ওপর নির্ভর করে না
ii. স্থান নিরপেক্ষ নয়
iii. পৃথিবীর ব্যাসার্ধের ওপর নির্ভর করে না
নিচের কোনটি সঠিক?
√ i ও ii খ i ও iii
গ ii ও iii ঘ i, ii ও iii
১৯৫. অভিকর্ষজ ত্বরণ ম-এর মান নির্ভর করে- (প্রয়োগ)
i. পৃথিবীর ভরের ওপর
ii. পৃথিবীর ব্যাসার্ধের ওপর
iii. ভ‚পৃষ্ঠ থেকে বস্তুর উচ্চতার ওপর
নিচের কোনটি সঠিক?
ক i ও ii খ ii ও iii
গ i ও iii √ i, ii ও iii
১৯৬. পৃথিবী ও চন্দ্রের মধ্যকার আকর্ষণ হচ্ছে- (অনুধাবন)
i. মহাকর্ষ
ii. অভিকর্ষজ ত্বরণ
iii. অভিকর্ষ
নিচের কোনটি সঠিক?
ক i ও ii খ ii ও iii
√ i ও iii ঘ i, ii ও iii
১৯৭. মুক্তভাবে পড়ন্ত সকল বস্তু- (উচ্চতর দক্ষতা)
i. সমান সময়ে সমান পথ অতিক্রম করে
ii. ভিন্ন ভিন্ন সময়ে ভ‚পৃষ্ঠে পৌঁছে
iii. এর অতিক্রান্ত দূরত্ব সময়ের বর্গের সমানুপাতিক
নিচের কোনটি সঠিক?
ক i ও ii খ ii ও iii
√ i ও iii ঘ i, ii ও iii
১৯৮. পড়ন্ত বস্তুর সূত্র হলো- (প্রয়োগ)
i. া ∝ ঃ
ii. য ∝ ঃ২
iii. ধ ∝ ঃ২
নিচের কোনটি সঠিক?
√ i ও ii খ ii ও iii গ i ও iii ঘ i, ii ও iii
অভিন্ন তথ্যভিত্তিক বহুনির্বাচনি প্রশ্নোত্তর
নিচের অনুচ্ছেদটি পড় এবং ১৯৯-২০১নং প্রশ্নের উত্তর দাও :
বাবু ২৯·৪ ms-1 বেগে খাড়া উপরের দিকে একটি বল নিক্ষেপ করল। বাবু দৌড়ে ৮ং পরে আসল। কিন্তু ততক্ষণে বলটি মাটিতে পড়ে গেছে।
১৯৯. বলটি সর্বোচ্চ কত উচ্চতায় উঠবে? (প্রয়োগ)
ক ২৪·১ স খ ৩৪·১ স
√ ৪৪·১ স ঘ ৫৪·৪ স
২০০. সর্বোচ্চ উচ্চতায় উঠতে বলটির কত সময় লাগবে? (প্রয়োগ)
√ ৩ ং খ ৪ ং
গ ৫ ং ঘ ৬ ং
২০১. কমপক্ষে কত সময় আগে আসলে বাবু বলটি ধরতে পারতো? (উচ্চতর দক্ষতা)
ক ১ ং √ ২ ং
গ ৩ ং ঘ ৪ ং
২.৭ গতি ও লেখচিত্র
সাধারণ বহুনির্বাচনি প্রশ্নোত্তর
২০২. প্রথমে সুষম মন্দন এবং পরে সুষম বেগ প্রকাশের সঠিক লেখ কোনটি? (উচ্চতর দক্ষতা)
ক খ
√ ঘ
২০৩. দূরত্ব-সময় লেখচিত্র থেকে কী নির্ণয় করা যায়? (জ্ঞান)
√ বেগ খ ত্বরণ
গ সরণ ঘ মন্দন
২০৪. বেগ-সময় লেখচিত্র থেকে কী নির্ণয় করা যায়? (জ্ঞান)
ক বেগ √ ত্বরণ
গ সরণ ঘ মন্দন
২০৫. সুষমবেগের ক্ষেত্রে দূরত্ব বনাম সময়ের লেখ কীরূপ হবে? (জ্ঞান)
ক বক্ররেখা √ সরলরেখা
গ বৃত্তাকার ঘ উপবৃত্তাকার
২০৬. স্থির অবস্থান থেকে সুষম ত্বরণে চলমান বস্তুর যেকোনো সময়ের বেগের সাথে সময়ের সম্পর্ক কেমন হবে? (উচ্চতর দক্ষতা)
ক সমানুপাতিক খ ব্যস্তানুপাতিক
√ বর্গের সমানুপাতিক ঘ বর্গের ব্যস্তানুপাতিক
বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্নোত্তর
২০৭. একটি বস্তুর বেগ – সময় লেখচিত্র নিম্নরূপ- (উচ্চতর দক্ষতা)
i. ত্বরণ শূন্য
ii. বেগ সমবেগ
iii. সমমন্দন
নিচের কোনটি সঠিক?
√ i ও ii খ ii ও iii
গ i ও iii ঘ i, ii ও iii
২০৮. দ্রæতি – সময় লেখ এর-
i. কোনো বিন্দুতে ঢাল ঐ মুহ‚র্তের দ্রæতি নির্দেশ করে
ii. ঢাল msখ্যাগতভাবে বস্তুর বেগের সমান
iii. দ্রæতি যত বেশি হয় ঢাল তত খাড়া হয়
নিচের কোনটি সঠিক?
ক i ও ii খ ii ও iii
গ i ও iii √ i, ii ও iii
২০৯. দূরত্ব-সময় লেখচিত্রের যেকোনো বিন্দুতে অঙ্কিত স্পর্শকের ঢাল- (অনুধাবন)
i. বেগ নির্দেশ করে
ii. বেশি হলে বেগ বেশি হয়
iii. msখ্যাগতভাবে ত্বরণের সমান
নিচের কোনটি সঠিক?
√ i ও ii খ i ও iii
গ ii ও iii ঘ i, ii ও iii
২১০. বেগ বনাম সময় লেখচিত্রটি লক্ষ কর-
(উচ্চতর দক্ষতা)
i. সুষম ত্বরণের ক্ষেত্রে লেখচিত্রটির ঢাল সর্বত্র একই হবে
ii. এই লেখচিত্র থেকে নির্দিষ্ট সময়ে বেগ নির্ণয় করা যাবে
iii. এই লেখচিত্র থেকে অসম ত্বরণ নির্ণয় করা যাবে
নিচের কোনটি সঠিক?
√ i ও ii খ ii ও iii
গ i ও iii ঘ i, ii ও iii
২১১. সরণ বনাম সময় লেখচিত্রের ঢাল সর্বত্র সমান হলে- (অনুধাবন)
i. বেগ অসম হয়
ii. বেগ সুষম হয়
iii. বেগ পরিবর্তন হতে থাকে
নিচের কোনটি সঠিক?
ক র √ রর
গ রর ঘ i ও ii
২১২. নিচের তথ্যগুলো লক্ষ কর : (অনুধাবন)
i. দূরত্ব সময় লেখচিত্র থেকে বেগ নির্ণয় করা যায়
ii. বেগ সময় লেখচিত্র থেকে ত্বরণ নির্ণয় করা যায়
iii. সুষম ত্বরণের ক্ষেত্রে লেখ চিত্রটি একটি মূল বিন্দুগামী সরলরেখা
নিচের কোনটি সঠিক?
ক i ও ii খ i ও iii
গ ii ও iii √ i, ii ও iii
২১৩. নিচের চিত্রটি লক্ষ কর : (উচ্চতর দক্ষতা)
চিত্রে-
i. ঢাল = চগঙগ
ii. সুষম বেগ প্রকাশ পায়
iii. এটি একটি মূলবিন্দুগামী সরলরেখা
নিচের কোনটি সঠিক?
ক i ও ii খ i ও iii
গ ii ও iii √ i, ii ও iii
অভিন্ন তথ্যভিত্তিক বহুনির্বাচনি প্রশ্নোত্তর
নিচের গ্রাফটি লক্ষ কর এবং ২১৪ ও ২১৫নং প্রশ্নের উত্তর দাও :
২১৪. গ্রাফ থেকে যেসব তথ্য পাওয়া যায়- (উচ্চতর দক্ষতা)
i. সুষম ত্বরণ
ii. সুষম বেগ
iii. অসম মন্দন
নিচের কোনটি সঠিক?
ক i ও ii খ ii ও iii
গ i ও iii √ i, ii ও iii
২১৫. ২০ ং পরে অতিক্রান্ত দূরত্ব কত? (প্রয়োগ)
ক ২৫০ স খ ৩০০ স
√ ৩৫০ স ঘ ৪০০ স
নিচের লেখচিত্রটি হতে ২১৬ ও ২১৭নং প্রশ্নের উত্তর দাও :
২১৬. ঙঅ রেখার ঢাল কী নির্দেশ করে? (অনুধাবন)
ক বেগ √ ত্বরণ
গ মন্দন ঘ দ্রæতি
২১৭. লেখচিত্রের- (জ্ঞান)
i. অই অংশ সুষম বেগ নির্দেশ করে
ii. ঙঅ অংশ সুষম ত্বরণ নির্দেশ করে
iii. ইঈ অংশ অসম বেগ নির্দেশ করে
নিচের কোনটি সঠিক?
ক i ও ii খ ii ও iii গ i ও iii √ i, ii ও iii
নিচের গ্রাফটি একটি গাড়ির গতিবেগ msক্রান্ত গ্রাফ। এর আলোকে ২১৮-২২০নং প্রশ্নের উত্তর দাও :
২১৮. গ্রাফটি হতে যে তথ্য পাওয়া যায়- (উচ্চতর দক্ষতা)
i. সরণ শূন্য
ii. বেগ
iii. ত্বরণ
নিচের কোনটি সঠিক?
ক রর খ i ও ii
গ ii ও iii √ i, ii ও iii
২১৯. গাড়িটি স্থির হতে কত সময় লেগেছিল? (অনুধাবন)
ক ১২ং খ ১৬ং
গ ২০ং √ ২৮ং
২২০. গাড়িটি প্রথম ২০ং-এ কত দূরত্ব অতিক্রম করে? (প্রয়োগ)
ক ৩০০ স খ ৫২০ স
√ ৩৬০ স ঘ ৭২০ স
নিচের তথ্যের আলোকে ২২১-২২৩নং প্রশ্নের উত্তর দাও :
সময় গণনার শুরুতে তথা ঃ = ০ং-এ একটি গাড়ি লেখচিত্রে প্রদর্শিত ত্বরণ নিয়ে চলা শুরু করল।
২২১. গাড়ির বেগের ক্ষেত্রে কোনটি সত্য? (অনুধাবন)
√ গাড়িটি সম মন্দনে চলছে
খ এটি সুষম ত্বরণে চলছে
গ এটি অসম ত্বরণে চলছে
ঘ ৪ং পর থেকে গাড়িটি সমবেগে চলতে থাকে
২২২. ৩ং পর গাড়ির ত্বরণ কত? (প্রয়োগ)
√ ২ms-২ খ ৩ms-২ গ ৪ms-২ ঘ ৫ms-২
২২৩. – ৬ং পর গাড়ির ত্বরণ ও বেগ যথাক্রমে- (উচ্চতর দক্ষতা)
ক ২ms-২ ও ১০·৫ms-১ খ ০ms-২ ও ৬ms-১
গ ২ms-২ ও ১২·৫ms-১ √ ০ms-২ ও ১২.৫ms-১
২২৪. সরল দোলনের গতি হচ্ছে-
ক রৈখিক গতি খ চলন গতি
গ ঘূর্ণন গতি √ স্পন্দন গতি
২২৫. পেট্রোল ইঞ্জিনের সিলিন্ডারের মধ্যে পিস্টনের গতি-
ক স্পন্দন গতি √ পর্যায়বৃত্ত গতি
গ রৈখিক গতি ঘ চলন গতি
২২৬. ঘড়ির কাঁটার গতি কী ধরনের গতি?
ক রৈখিক গতি √ ঘূর্ণন গতি
গ স্পন্দন গতি ঘ চলন গতি
২২৭. কোনো বস্তুর সকল কণা একই সময়ে একই দিকে সমান দূরত্ব অতিক্রম করলে তার গতিকে কী বলা হয়?
ক রৈখিক গতি খ ঘূর্ণন গতি
√ চলন গতি ঘ স্পন্দন গতি
২২৮. কোনটি ভেক্টর রাশি?
ক ঘনত্ব শক্তি খ শক্তি
√ তড়িৎ তীব্রতা ঘ আপেক্ষিক গুরুত্ব
২২৯. নিচের কোনটির নির্দিষ্ট দিক আছে?
ক দূরত্ব খ ভর
গ দ্রæতি √ বেগ
২৩০. কোনটি স্কেলার রাশি?
ক তড়িৎ তীব্রতা খ বল
√ তাপমাত্রা ঘ সরণ
২৩১. কোনটি স্কেলার রাশি?
ক বেগ খ ত্বরণ
গ সরণ √ সময়
২৩২. কোনো বস্তুর সরণের হারকে কী বলে?
√ বেগ খ সুষমবেগ
গ অসমবেগ ঘ ত্বরণ
২৩৩. কোন গ্রাফটি সুষম মন্দন নির্দেশ করে?
ক
√
গ
ঘ
২৩৪. জুল এককটি কিসের একক দ্বারা ভাগ করিয়ে ভরবেগের একক পাওয়া যায়?
ক বলের √ বেগের
গ কাজের ঘ ত্বরণের
২৩৫. বস্তুর ত্বরণ কোন সম্পর্ক দ্বারা প্রকাশ করা যায়?
ক ভরবেগভর √ বলভর
গবলগতিবেগ ঘ দূরত্বভরবেগ
২৩৬. কোন বস্তুকণা ৎ ব্যাসার্ধবিশিষ্ট বৃত্তাকার পথ সম্পূর্ণ একবার ঘুরে আসলে সরণ কত হবে?
ক ২∏r খ ২∏r২
গ ২ৎ √ শূন্য
২৩৭. পৌষি স্কুল গেট থেকে উত্তর দিকে দৌড়ে গেলে কোনটি সঠিক?
ক দিক ও দূরত্বের পরিবর্তন ঘটেছে
√ অবস্থান ও দূরত্বের পরিবর্তন হচ্ছে
গ অবস্থান ও দিকের পরিবর্তন হচ্ছে
ঘ অবস্থান ও দূরত্ব অপরিবর্তিত আছে
২৩৮. ০ঈ তাপমাত্রায় বায়ুতে শব্দের বেগ কত?
√ ৩৩২ ms-১ খ ৩২০ ms-১
গ১৪৫২ ms-১ ঘ ৫২২১ms-১
২৩৯. কোন বস্তুর আদি অবস্থান ও শেষে অবস্থানের সরলরৈখিক মান দ্বারা কোনটি প্রকাশ করা হয়?
ক বেগ √ সরণ
গ ত্বরণ ঘ দূরত্ব
২৪০. অতি অল্প সময়ের দূরত্বকে সময় দিয়ে ভাগ করলে কোনটি পাওয়া যায়?
ক সুষম দ্রæতি খ অসম দ্রæতি
গ গড় দ্রæতি √ তাৎক্ষণিক দ্রæতি
২৪১. ২০ ms-১ বেগে চলমান কোনো বস্তুকে ৫ ং এ থামাতে কী পরিমাণ মন্দন প্রয়োগ করতে হবে?
ক ২০ ms-২ খ ২ ms-২
√ ৪ ms-২ ঘ ৫ ms-২
২৪২. ১০০স উঁচু টাওয়ার থেকে একটি লোহার টুকরাকে ছেড়ে দিলে এটি কত বেগে ভ‚পৃষ্ঠে আঘাত করবে?
ক ১৯৬০ ms-১ খ ৯৮০ ms-১
গ ৯.৮ ms-১ √ ৪৪.২৭ ms-১
২৪৩. স্থির অবস্থান হতে সুষম ত্বরণে চলমান বস্তুর জন্য নিচের কোনটি সঠিক?
ক ং∝ঃ২ √ ং∝া
গ ং∝ঃ ঘ ং∝া
২৪৪. ২০ms-১ বেগে চলন্ত একটি গাড়িতে ৪ সেকেন্ড যাবৎ ১.৫ms-২ ত্বরণ প্রয়োগ করা হলো। গাড়িটির শেষবেগ কত?
ক ২০ms-১ √ ২৬ms-১
গ ৩০ms-১ ঘ ৩৯ms-১
২৪৫. স্থির অবস্থান থেকে চলন্ত একটি গাড়িতে ৩ms-২ ত্বরণ প্রয়োগ করা হলে এর বেগ ৫৪kmয-১ হলো। কত সময় ধরে ত্বরণ প্রয়োগ করা হয়েছিল?
ক ৫ সেকেন্ড √ ১০ সেকেন্ড
গ ১৫ সেকেন্ড ঘ ২০ সেকেন্ড
২৪৬. একটি বস্তুর বেগ ৯ং এ ৯ms-১ থেকে ৪৫ ms-১ এ উন্নীত হয়। বস্তুটির ত্বরণ কত?
ক ৩৬ms-১ খ ৩৬ms-২
গ ৪ms-১ √ ৪ms-২
২৪৭. ম এর আদর্kgান কত?
√ ৯·৮০৬৬৫ ms-২ খ ৯·৭৮০৩৯ ms-২
গ ৯·৭৮৯১৯ ms-২ ঘ ৯·৮৩২১৭ ms-২
২৪৮. বিনা বাধায় মুক্তভাবে একটি পড়ন্ত বস্তু সেকেন্ডে ৩ মিটার অতিক্রম করলে ১০ সেকেন্ডে এটি কত দূরত্ব অতিক্রম করবে?
ক ৩০ মিটার খ ১০ মিটার
গ ৬০ মিটার √ ৩০০ মিটার
২৪৯. পড়ন্ত বস্তুর সূত্র কোনটি?
ক ৎ ∝য খ া২∝ঃ
গ া ∝ঃ √ য ∝ ঃ২
২৫০. ভ‚পৃষ্ঠে মুক্তভাবে পড়ন্ত কোনো বস্তুর বেগ প্রতি সেকেন্ডে কী পরিমাণ বৃদ্ধি পায়?
√ ৯·৮১ms–১ খ ৯·৮ ১০–২ms–১
গ ০·৯৮ms–১ ঘ ৯·৮০ms–১
২৫১. ১০ স উঁচু দালানের ছাদ থেকে কোনো বস্তু ছেড়ে দিলে এটি কত বেগে ভ‚পৃষ্ঠকে আঘাত করবে?
√ ১৪ ms-১ খ ১৮ ms-১
গ ২৪ ms-১ ঘ ২৭৩ ms-১
২৫২. বিনা বাধায় পড়ন্ত বস্তু ৫ সেকেন্ডে ৫০স গেলে ৭২স যেতে কত সেকেন্ড সময় লাগবে?
√ ৬ খ ৭.২
গ ৯.৫ ঘ ১২
২৫৩. প্রসঙ্গ কাঠামোর সাথে তুলনা করে অন্য বস্তুর নির্ণয় করা যায়-
i. গতি
ii. অবস্থান
iii. স্থিতি
নিচের কোনটি সঠিক?
ক i ও ii খ i ও iii
গ ii ও iii i, ii ও iii
২৫৪. ঘড়ির কাঁটার গতি হচ্ছে-
i. ঘূর্ণন গতি
ii. চলন গতি
iii. পর্যায়বৃত্ত গতি
নিচের কোনটি সঠিক?
ক র খ i ও ii
i ও iii ঘ i, ii ও iii
২৫৫. স্পন্দন গতি হচ্ছে-
i. সরল দোলকের গতি
ii. কম্পনশীল সুরশলাকার গতি
iii. ঘড়ির কাঁটার গতি
নিচের কোনটি সঠিক?
i ও ii খ ii ও iii
গ i ও iii ঘ i, ii ও iii
২৫৬. উরংঢ়ষধপবসবহঃ’ শব্দের অর্থ-
i. দূরত্ব
ii. পার্থক্য
iii. সরণ
নিচের কোনটি সঠিক?
ররর খ i ও ii
গ i ও iii ঘ র
২৫৭. মন্দন হচ্ছে বস্তুর-
i. বেগ হ্রাসের হার
ii. বেগ বৃদ্ধির হার
iii. ঋণাত্মক ত্বরণ
নিচের কোনটি সঠিক?
ক i ও ii খ ii ও iii
i ও iii ঘ i, ii ও iii
২৫৮. একটি বস্তুর প্রতি ৫২ সেকেন্ড পরপর বেগের মান পাওয়া গেল ০, ২, ৫, ৫, ৭, ৫, ১০ মিটার/সেকেন্ড
i. বস্তুটি সমবেগে আছে
ii. বস্তুটি সমবেগে আছে
iii. বস্তুটি সুষমত্বরণে আছে
নিচের কোনটি সঠিক?
ক i ও ii খ i ও iii ii ও iii ঘ i, ii ও iii
২৫৯. একটি বস্তু স্থির অবস্থান থেকে ধ সুষম ত্বরণসহ চলছে। ঃ সময় পরে এ বস্তুর অতিক্রান্ত দূরত্ব হবে-
i. ং = ঁ + া২ঃ
ii. s=ut+1/2at2
iii. ং = ঁ২ + ২ধঃ
নিচের কোনটি সঠিক?
i ও ii খ i ও iii গ ii ও iii ঘ i, ii ও iii
২৬০. পড়ন্ত বস্তুর গতির সমীকরণ হলো-
i. া = ঁ + মঃ
ii. া২ = ঁ২ – ২ময
iii. য = ঁঃ + ১২মঃ২
নিচের কোনটি সঠিক?
ক i ও ii i ও iii
গ ii ও iii ঘ ii ও iii
নিচের তথ্য হতে ২৬১ ও ২৬২নং প্রশ্নের উত্তর দাও :
একটি বস্তু অ থেকে ই যথাস্থানে ৭ং এ স্থানান্তরিত হয়। এ সময় বস্তুটির বেগ ৩ms-১ থেকে ৩১ms-১ এ উন্নীত হয়।
২৬১. বস্তুটির ত্বরণ কত?
ক ১ms-২ খ ২ms-২
গ ৩ ms-২ √ ৪ms-২
২৬২. উক্ত সময়ে বস্তু কর্তৃক অতিক্রান্ত দূরত্ব কত হবে?
ক ৪৫ স খ ৪৭ স
গ৪৯ km √১৯৯ স
নিচের তথ্যের আলোকে ২৬৩ ও ২৬৪নং প্রশ্নের উত্তর দাও :
স্থির অবস্থান থেকে ২০kg ভরের একটি বস্তুর উপর বল প্রয়োগ করায় এটি ৪ms-1 বেগে চলতে শুরু করল।
২৬৩. বস্তুটির ভরবেগ কত?
ক ০ kgms-১ খ ৫ ms-১
গ ২০ kgms-১ √ ৮০ kgms-১
২৬৪. বস্তুটি যদি ২ং এ ৮ms-১ বেগ প্রাপ্ত হয় তবে এর ত্বরণ কত?
ক ২ms-২ খ ৩ms-২
√ ৪ms-২ ঘ ৬ms-২
নিচের তথ্যের আলোকে ২৬৫ ও ২৬৬নং প্রশ্নের উত্তর দাও :
একটি গাড়ির বেগ ২০ms-১ থেকে সুষমভাবে হ্রাস পেয়ে ৪ং পরে ৪ms-১ হয়।
২৬৫. গাড়িটির ত্বরণ কত?
ক ২ms-২ √ -৪ms-২
গ ৪ms-২ ঘ -২ms-২
২৬৬. এই সময়ে গাড়িটি কত দূরত্ব অতিক্রম করতে করবে?
ক ১১স খ১৬স
গ ৬৪স √ ৪৮স
নিচের তথ্যের আলোকে ২৬৭-২৬৯নং প্রশ্নের উত্তর দাও :
৫৪kmয-১ বেগে চলন্ত গাড়ির একজন চালক ৪৬স দূরে একজন পথচারী দেখতে পেয়ে সাথে সাথে ব্রেক চেপে দিলেন। এতে গাড়িটি পথচারীর ১স সামনে এসে থেমে গেল।
২৬৭. গাড়িটির ত্বরণ কত ছিল?
ক ২.৫ms-২ √ -২.৫ms-২
গ ৩.৫ms-২ ঘ -৩.৫ms-২
২৬৮. চালকের গাড়ি থামাতে কত সময় লেগেছিল?
√ ৬ং খ ৬.5s
গ ৭৫ ঘ ৭.5s
২৬৯. গাড়িটির-
i. গতি চলন গতি
ii. মন্দন ঘটেছিল
iii. বেগ বনাম সময় লেখচিত্র মূলবিন্দুগামী সরলরেখা
নিচের কোনটি সঠিক?
√ i ও ii খ ii ও iii
গ i ও iii ঘ i, ii ও iii
নিচের তথ্যের আলোকে ২৭০ ও ২৭১নং প্রশ্নের উত্তর দাও :
স্থির অবস্থা থেকে একটি বস্তুকে নিচে পড়তে দেয়া হলো বাধাহীনভাবে। ম = ৯·৮ ms-২ ধর।
২৭০. কতক্ষণ পর পড়ন্ত বস্তুর বেগ ৪৯ms-১ হবে?
ক ৫০ ং √ ৫ ং
গ ২০ ং ঘ ১০ ং
২৭১. ১০ ং পর পড়ন্ত বস্তুটি কত নিচে নামবে?
√ ৪·৯ ১০২স খ ৪·৯ ১০৩cm
গ ৯৮স ঘ ৪৯স
নিচের তথ্যের আলোকে ২৭২-২৭৪ নং প্রশ্নের উত্তর দাও :
১মস ভরের ও ১kg ভরের দুটি বস্তুকে বায়ুশূন্য স্থানে উপর হতে ছেড়ে দেওয়া হলো এবং ৪ং এ এরা নিচে নেমে এলো।
২৭২. প্রথম বস্তুটি কত নিচে নামবে?
ক ৭২.৪স খ ৭৬.৪স
√ ৭৮.৪স ঘ ৮২.৪স
২৭৩. উপরিউক্ত বস্তুদ্বয়ের ক্ষেত্রে-
i. হালকা বস্তুটি দেরিতে নেমে আসবে
ii. ভারী বস্তুটির ওজন ৯.৮ ঘ
iii. হালকা বস্তুর ত্বরণের মান হবে ৯.৮ ms-২
নিচের কোনটি সঠিক?
ক i ও ii খ i ও iii
√ ii ও iii ঘ i, ii ও iii
২৭৪. দূরত্ব-সময় লেখচিত্রের যেকোনো বিন্দুতে অঙ্কিত স্পর্শকের ঢাল ঐ বিন্দুতে কী নির্দেশ করে?
√ বেগ খ সরণ
গ ত্বরণ ঘ দ্রæতি
নিচের তথ্যের আলোকে ২৭৫ ও ২৭৬নং প্রশ্নের উত্তর দাও :
ঃ ০ ৫ ১০ ১৫ ২০ ২৫ ৩০ ৩৫ ৪০
া ০ ১০ ২০ ৩০ ৩০ ৩০ ৩০ ১৫ ০
২৭৫. নিচের কোন লেখটি গাড়িটির বেগের ক্ষেত্রে প্রযোজ্য?
ক
খ
√
ঘ
২৭৬. গাড়িটির ২০ং-এর অতিক্রান্ত দূরত্ব কত হবে?
ক ২০০স খ ২৫০স
√ ৩৭৫স ঘ ২২৫স
নিচের লেখচিত্র থেকে পড়ে ২৭৭ ও ২৭৮নং প্রশ্নের উত্তর দাও :
২৭৭. লেখচিত্রটির ঙঅ অংশের জন্য কোনটি সত্য?
ক বেগ ধ্রæবক খ ত্বরণ বৃদ্ধি পাচ্ছে
√ ত্বরণ ধ্রæবক ঘ ত্বরণ হ্রাস পাচ্ছে
২৭৮. উক্ত লেখচিত্রের ক্ষেত্রে সঠিক হলো-
i. বেগ সর্বোচ্চ অ বিন্দুতে
ii. ত্বরণ সর্বোচ্চ ইঈ অংশে
iii. ত্বরণ সর্বোচ্চ ঙঅ অংশে
নিচের কোনটি সঠিক?
ক i ও ii খ ii ও iii
গ i ও iii √ i, ii ও iii
বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্নোত্তর
২৭৯. একটি গাড়ির বেগ ৫০ কিলোমিটার হলে- (অনুধাবন)
i. গাড়িটি ঘণ্টায় ৫০ কিলোমিটার দূরত্ব অতিক্রম করে
ii. এটি দ্বারা গাড়ির প্রকৃত অবস্থা জানা যায়
iii. গাড়িটির দূরত্ব অতিক্রমের হার ৫০ কিলোমিটার
নিচের কোনটি সঠিক?
ক i ও ii √ i ও iii
গ ii ও iii ঘ i, ii ও iii
২৮০. ৫৪ kmয-১ বেগে চলন্ত গাড়িতে 5s যাবৎ ৪ms-2 ত্বরণ প্রয়োগ করা হলে গাড়িটির- (প্রয়োগ)
i. শেষবেগ ৩৫ms-1
ii. অতিক্রান্ত দূরত্ব ১২৫ স
iii. আদিবেগ ১৫ms-1
নিচের কোনটি সঠিক?
ক i ও ii খ ii ও iii
গ i ও iii i, ii ও iii
২৮১. আসিফ ৫০স উঁচু একটি দালানের ছাদ থেকে একটি বস্তু ছেড়ে দিল-
i. বস্তুটি ৩১.৩ ms-1 বেগে ভ‚মিকে আঘাত করবে
ii. বস্তুটির আদি বেগ ০
iii. অতিক্রান্ত দূরত্ব ৫০ স
নিচের কোনটি সঠিক? (উচ্চতর দক্ষতা)
ক i ও ii খ i ও iii
গ ii ও iii i, ii ও iii
২৮২. ৬০kmয-১ চলন্ত একটি গাড়ি ২ং এ ৫ms-২ ত্বরণ সৃষ্টি করলে- (প্রয়োগ)
i. গাড়িটির গড়বেগ ২১·৬৭ms-১
ii. অতিক্রান্ত দূরত্ব ৫৮·৩৪স
iii. বেগের পরিবর্তন ১০ms-১
নিচের কোনটি সঠিক?
ক i ও ii √ i ও iii
গ ii ও iii ঘ i, ii ও iii
২৮৩. স্থির অবস্থান থেকে একটি ৮ms-২ সমত্বরণে চলছে- (প্রয়োগ)
i. ৪ সেকেন্ড পরে বেগ হবে ৩২ms-১
ii. ২ সেকেন্ড পরে অতিক্রান্ত দূরত্ব হবে ১৬স
iii. ৩ সেকেন্ড পরে অতিক্রান্ত হবে ৩৬স
নিচের কোনটি সঠিক?
ক i ও ii খ i ও iii
গ ii ও iii √ i, ii ও iii
অভিন্ন তথ্যভিত্তিক বহুনির্বাচনি প্রশ্নোত্তর
নিচের অনুচ্ছেদটি পড় এবং ২৮৪ ও ২৮৫নং প্রশ্নের উত্তর দাও :
রফিক ২৯·৪ ms-১ বেগে খাড়া উপরের দিকে বল নিক্ষেপ করল। রাসমান দৌড়ে বল নিক্ষেপের ৮ং পরে রফিকের নিকট আসল। কিন্তু ততক্ষণে বলটি মাটিতে পড়ে গেল।
২৮৪. বলটি সর্বাধিক কত উচ্চতায় উঠবে? (মধ্যম)
√ ৪৪·১ স খ ৫৬ স
গ ১৪০ স ঘ ২৯০ স
২৮৫. কত সেকেন্ড আগে আসলে রাসমান বলটি ধরতে পারতো? (মধ্যম)
ক ১·৫ √ ২·৫ গ ৩·৫ ঘ ৪·৫
নিচের উদ্দীপকটি পড় এবং ২৮৬-২৮৮নং প্রশ্নের উত্তর দাও :
১০০ম ভরের একটি বস্তুকে ভ‚-পৃষ্ঠ থেকে ২০ ms-১ বেগে ঊর্ধ্বে নিক্ষেপ করা হলো-
২৮৬. বস্তুটি কত উচ্চতায় উঠবে? (মধ্যম)
√ ২০·৪১ স খ ২০০·৪১ স
গ ৪০·৮২ স ঘ ৪০০·৮২ স
২৮৭. সর্বোচ্চ উচ্চতায় উঠতে বস্তুটির কত সময় লাগবে? (মধ্যম)
ক ১ সে. খ ১·২ সে. গ ১·৮ সে. √ ২·০৪ সে.
২৮৮. চন্দ্র পৃষ্ঠ থেকে একই বেগে বস্তুটি ঊর্ধ্বে নিক্ষেপ করা হলে সর্বোচ্চ উচ্চতায় উঠতে কত সময় লাগবে? (উচ্চতর দক্ষতা)
ক ৬ সে. খ ৯·৮ সে. √ ১২·২৪ সে. ঘ ২০ সে.
নিচের অনুচ্ছেদটি পড় এবং ২৮৯ ও ২৯০নং প্রশ্নের উত্তর দাও :
মি. ঢ এর গাড়ির সময়ের সাথে বেগের পরিবর্তন নিম্নরূপ :
সময় ঃ(ং) ০ ৪ ৮ ১২ ১৬ ২০ ২৪ ২৮
বেগ া(ms-১) ০ ২ ৪ ৮ ১০ ১০ ১০ ১০
২৮৯. গাড়িটির কত সময় সমবেগে গতিশীল ছিল? (প্রয়োগ)
ক ৪ ং খ ৮ ং √ ১২ ং ঘ ১৬ ং
২৯০. গাড়িটির প্রথম ৮ ং এ অতিক্রান্ত দূরত্ব কত? (প্রয়োগ)
√ ১৬ স খ ১৪ স
গ ১২ স ঘ ১০ স
নিচের অনুচ্ছেদটি পড় এবং ২৯১ ও ২৯২নং প্রশ্নের উত্তর দাও :
৫০০ ম ভরের একটি বস্তুকে ১০ ms-১ বেগে খাড়া উপরের দিকে নিক্ষেপ করা হলো। কিছুক্ষণ পর বস্তুটি ভ‚-পৃষ্ঠে আপতিত হবে।
২৯১. সর্বোচ্চ উচ্চতায় বস্তুটির বেগ কেমন হবে? (অনুধাবন)
ক সর্বোচ্চ খ অর্ধেক
√ শূন্য ঘ স্থির থাকবে
২৯২. ২ ং পর বস্তুটির ভরবেগ কত হবে? (প্রয়োগ)
ক ৫ kgms-১ খ ১০ kgms-১
গ ৮·৪ kgms-১ ঘ ৪·৮ kgms-১