You are currently viewing ৬ষ্ঠ শ্রেণির গণিত সমাধান ২য় অধ্যায় অনুশীলনী ২.৩ (অনুপাত ও শতকরা)

৬ষ্ঠ শ্রেণির গণিত সমাধান ২য় অধ্যায় অনুশীলনী ২.৩ (অনুপাত ও শতকরা)

৬ষ্ঠ শ্রেণি গণিত ২য় অধ্যায় অনুপাত ও শতকরা এর অনুশীলনী ২.৩ সকল প্রশ্নের উত্তর নিচে দেওয়া হলো।

৬ষ্ঠ শ্রেণি গণিত অনুশীলনী ২.৩

প্রশ্ন \ ১ \ ছকে বামপক্ষের সাথে ডানপক্ষের মিল কর।

(ক) অনুপাত (ক) %
(খ) একক অনুপাত (খ) একটি ভগ্নাংশ
(গ) শতকরার প্রতীক (গ) ১ : ৫
(ঘ) গুরু অনুপাত (ঘ) ৯ : ৯
(ঙ) লঘু অনুপাত (ঙ) ৭ : ৩

 

উত্তর :

(ক) অনুপাত (খ) একটি ভগ্নাংশ
(খ) একক অনুপাত (ঘ) ৯ : ৯
(গ) শতকরার প্রতীক (ক) %
(ঘ) গুরু অনুপাত  (ঙ) ৭ : ৩
(ঙ) লঘু অনুপাত (গ) ১ : ৫

প্রশ্ন \ ২ \ অনুপাত কী?
√ একটি ভগ্নাংশ খ. একটি পূর্ণসংখ্যা
গ. একটি বিজোড় সংখ্যা ঘ. একটি মৌলিক সংখ্যা

প্রশ্ন \ ৩ \ ২ : ৫ এর সমতুল অনুপাত কোনটি?
ক. ২ : ৩ খ. ৪ : ৯ √ ৪ : ১০ ঘ. ৫ : ২
ব্যাখ্যা : ২ : ৫ = ২/৫ = ২ × ২/৫ × ২ = ৪/১০ = ৪ : ১০

প্রশ্ন \ ৪ \ ৩ : ৪ এবং ৪ : ৫ এর মিশ্র অনুপাত কোনটি?
ক. ১৫ : ১৬ √ ১২ : ২০ গ. ৭ : ৯ ঘ. ১২ : ১৬
ব্যাখ্যা: ৩ : ৪ এবং ৪ : ৫ অনুপাতের
পূর্ব রাশিগুলোর গুণফল = ৩ × ৪ = ১২
উত্তর রাশিগুলোর গুণফল = ৪ × ৫ = ২০
∴ মিশ্র অনুপাত = ১২ : ২০

প্রশ্ন \ ৫ \ ৩ : ২০ অনুপাতটি শতকরায় প্রকাশ করলে কোনটি হবে?
ক. ৩% খ. ২০% √ ১৫% ঘ. ১৭%
ব্যাখ্যা : ৩ : ২০ = ৩/২০ = ৩ × ৫/২০ × ৫ = ১৫/১০০ = ১৫%

প্রশ্ন \ ৬ \ ২০০ সেন্টিমিটারের ১% = কত?
ক. ২ মিটার খ. ১ মিটার
√ ২ সেন্টিমিটার ঘ. ১ সেন্টিমিটার

প্রশ্ন \ ৭ \ ১:৫ অনুপাতের-
i. পূর্বরাশি ১
ii. উত্তর রাশি ৫
iii. ব্যস্ত অনুপাত ৫ : ১
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii √ i, ii ও iii

প্রশ্ন \ ৮ \ ১০০ জন ছাত্র-ছাত্রীর মধ্যে ছাত্রী ৬০% হলে-
i. ছাত্রীর সংখ্যা = ৬০
ii. ছাত্র সংখ্যা = ৪০
iii. ছাত্র : ছাত্রী = ৩ : ২
নিচের কোনটি সঠিক?
√ i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii

নিচের তথ্যের আলোকে (৯ ও ১০) নং প্রশ্নের উত্তর দাও।
চিত্রের প্রতিটি অংশ সমান।


প্রশ্ন \ ৯ \ চিত্রে দাগাঙ্কিত অংশ ও সম্পূর্ণ অংশের অনুপাত কত?
√ ১:৪ খ. ৩:৪ গ. ৪:৩ ঘ. ৪:১

প্রশ্ন \ ১০ \ চিত্রের বৃহত্তম বর্গক্ষেত্রটির ক্ষেত্রফল কত?
ক. ১ বর্গমিটার খ. ২ বর্গমিটার গ. ৩ বর্গমিটার √ ৪ বর্গমিটার

নিচের তথ্যের আলোকে (১১ ও ১২) নং প্রশ্নের উত্তর দাও।
একটি কাজ ২ জন পুরুষ অথবা ৩ জন বালক সম্পন্ন করতে পারে। ২ জন পুরুষ কাজটি সম্পন্ন করে ৯০০ টাকা পেল।
প্রশ্ন \ ১১ \ ৯ জন বালক কত জন পুরুষের সমান কাজ করতে পারবে?
ক. ৪ জন √ ৬ জন গ. ৮ জন ঘ. ১২ জন

প্রশ্ন \ ১২ \ যদি কাজটি ৩ জন বালক সম্পন্ন করত তাহলে প্রত্যেক বালক কত টাকা পেত?
ক. ১৩৫০ টাকা খ. ৯০০ টাকা গ. ৪৫০ টাকা √ ৩০০ টাকা

প্রশ্ন \ ১৩ \ ইউসুফ পরীক্ষায় ৭০% নম্বর পায়। পরীক্ষায় মোট নম্বর ৭০০ হলে, ইউসুফের প্রাপ্ত নম্বর কত?
ক. ৫০০ √ ৪৯০ গ. ৯৪০ ঘ. ৯০৪
ব্যাখ্যা : ৭০০ এর ৭০% = ৭০০ এর ৭০/১০০ = ৪৯০

প্রশ্ন \ ১৪ \ ৮ কেজি চালের দাম ১৬৮ টাকা হলে, ৫ কেজি চালের দাম কত?
ক. ১৫০ টাকা √ ১০৫ টাকা
গ. ১১০ টাকা ঘ. ১২৫ টাকা
ব্যাখ্যা :

৮ কেজি চালের দাম ১৬৮ টাকা
∴ ১      ”     ”       ” ১৬৮/৮ টাকা
∴ ৫     ”     ”       ” ১৬৮ × ৫/ ৮ টাকা
= ১০৫ টাকা।

প্রশ্ন \ ১৫ \ ৭ কেজি চালের দাম ২৮০ টাকা হলে, ১৫ কেজি চালের দাম কত?
সমাধান :

   ৭ কেজি চালের দাম ২৮০ টাকা
∴ ১      ”         ”        ” ২৮০/৭ টাকা
∴ ১৫   ”         ”        ” ২৮০ × ১৫/৭ টাকা
= ৬০০ টাকা
উত্তর : চালের দাম ৬০০ টাকা।

প্রশ্ন \ ১৬ \ একটি ছাত্রাবাসে ৫০ জনের ১৫ দিনের খাদ্য মজুদ আছে। ঐ পরিমাণ খাদ্যে ২৫ জনের কত দিন চলবে?
সমাধান :

    ৫০ জনের খাদ্য চলবে ১৫ দিন
∴ ১        ”         ”         ” ১৫ × ৫০ দিন
∴ ২৫     ”        ”         ” ১৫ × ৫০/২৫ দিন
= ৩০ দিন
উত্তর : ৩০ দিন চলবে।

প্রশ্ন \ ১৭ \ একজন দোকানদার ৯০০০ টাকা মূলধন বিনিয়োগ করে প্রতিদিন ৪৫০ টাকা লাভ করে। তাঁকে প্রতিদিন ৬০০ টাকা লাভ করতে হলে, কত টাকা বিনিয়োগ করতে হবে?
সমাধান :

    ৪৫০ টাকা লাভ করে ৯০০০ টাকা বিনিয়োগে
∴ ১         ”        ”         ” ৯০০০/৪৫০ টাকা বিনিয়োগে
∴ ৬০০   ”      ”          ” ৯০০০ × ৬০০/৪৫০ টাকা বিনিয়োগে
= ১২০০০ টাকা বিনিয়োগে
উত্তর : ১২০০০ টাকা বিনিয়োগ করতে হবে।

প্রশ্ন \ ১৮ \ ১২০ কেজি চালে ১০ জন লোকের ২৭ দিন চলে। ১০ জন লোকের ৪৫ দিন চলতে হলে, কত কেজি চাল প্রয়োজন হবে?
সমাধান :

   ২৭ দিনে প্রয়োজন ১২০ কেজি চাল
∴ ১     ”          ”      ১২০/২৭ কেজি চাল
∴ ৪৫   ”        ” ১২০ × ৪৫/২৭ কেজি চাল
= ২০০ কেজি চাল
উত্তর : ২০০ কেজি চাল প্রয়োজন হবে।

প্রশ্ন \ ১৯ \ ২ কুইন্টাল চালে ১৫ জন ছাত্রের ৩০ দিন চলে। ঐ পরিমাণ চালে ২০ জন ছাত্রের কত দিন চলবে?
সমাধান :

   ১৫ জন ছাত্রের চলে ৩০ দিন
∴ ১       ”         ”        ” ২০ ×১৫ দিন
∴ ২০    ”         ”       ” ৩০ × ১৫ /২০ দিন
= ৪৫/২ দিন
= ২২    ১/২ দিন
উত্তর : ২২     ১/২ দিন চলবে।

প্রশ্ন \ ২০ \ ২৫ জন ছাত্র বাস করে এমন ছাত্রাবাসে যেখানে সপ্তাহে পানির প্রয়োজন হয় ৬২৫ গ্যালন। সপ্তাহে ৯০০ গ্যালন পানিতে কতজন ছাত্র প্রয়োজন মিটাতে পারবে?
সমাধান :

৬২৫ গ্যালন পানির প্রয়োজন হয় ২৫ জন ছাত্রের
∴ ১    ”    ”     ”      ” ২৫/৬২৫ জন ছাত্রের
∴ ৯০০ ” ” ” ” ২৫ × ৯০০/ ৬২৫ জন ছাত্রের
= ৩৬ জন ছাত্রের
উত্তর : ৩৬ জন ছাত্র প্রয়োজন মিটাতে পারবে।

প্রশ্ন \ ২১ \ ৯ জন শ্রমিক একটি কাজ ১৮ দিনে করতে পারে। ঐ কাজ ১৮ জন শ্রমিক কত দিনে করতে পারবে?
সমাধান :

   ৯ জন শ্রমিক একটি কাজ করে ১৮ দিনে
∴ ১   ”    ”    ”    ”    ” ১৮ × ৯ দিনে
∴ ১৮   ”   ”   ”   ”   ” ১৮ × ৯/১৮ দিনে
= ৯ দিনে
উত্তর : ৯ দিনে করতে পারবে।

প্রশ্ন \ ২২ \ একটি বাঁধ তৈরি করতে ৩৬০ শ্রমিকের ২৫ দিন সময় লাগে। ১৮ দিনে বাঁধটির কাজ শেষ করতে হলে, কতজন অতিরিক্ত শ্রমিক লাগবে?
সমাধান :

   ২৫ দিনে একটি বাঁধ তৈরি করে ৩৬০ জন শ্রমিক
∴ ১  ”    ”    ”    ”    ”     ৩৬০ × ২৫ ”
∴ ১৮    ”    ”    ”    ”   ” ৩৬০ × ২৫/১৮ ”
= ৫০০ জন শ্রমিক
∴ অতিরিক্ত শ্রমিক লাগবে (৫০০ – ৩৬০) জন = ১৪০ জন
উত্তর : ১৪০ জন অতিরিক্ত শ্রমিক লাগবে।

প্রশ্ন \ ২৩ \ ২৫ জন লোক দৈনিক ৬ ঘণ্টা পরিশ্রম করে একটি কাজ ৮ দিনে শেষ করে। ১০ জন লোক দৈনিক ৬ ঘণ্টা পরিশ্রম করে কত দিনে কাজটি করতে পারবে?
সমাধান :

  ২৫ জন লোক কাজটি করতে পারে ৮ দিনে
∴ ১    ”     ”     ”    ”    ” ৮ × ২৫ দিনে
∴ ১০    ”    ”    ”    ”    ” ৮ × ২৫ /১০ দিনে
= ২০ দিনে
উত্তর : ২০ দিনে কাজটি করতে পারবে।

প্রশ্ন \ ২৪ \ একজন স্কুলছাত্র প্রতিদিন সাইকেল চালিয়ে ২ ঘণ্টায় ১০ কি.মি. পথ অতিক্রম করে স্কুলে আসা-যাওয়া করে। সে ৬ দিনে কত কি.মি. পথ অতিক্রম করে এবং তার গতিবেগ কত?
সমাধান :

১ দিনে ২ ঘণ্টায় অতিক্রম করে ১০ কি.মি.
৬      ” ২      ”    ”    ” (১০ × ৬) ” = ৬০ কি.মি.
নির্ণেয় দূরত্ব ৬০ কি.মি.

আবার,
১ দিনে ২ ঘন্টায় যায় ১০ কি.মি.
১   ” ১   ”   ” ১০/২ কি.মি. = ৫ কি.মি.
নির্ণেয় গতিবেগ ৫ কি.মি./ঘণ্টা।
উত্তর : ৬০ কি.মি. পথ অতিক্রম করে এবং গতিবেগ ৫ কি.মি./ ঘণ্টা।

প্রশ্ন \ ২৫ \ রবিন দৈনিক ১০ ঘণ্টা করে হেঁটে ১২ দিনে ৪৮০ কি.মি. অতিক্রম করে। দৈনিক ৯ ঘণ্টা হেঁটে সে কত দিনে ৩৬০ কি.মি. অতিক্রম করতে পারবে?
সমাধান :

দৈনিক ১০ ঘণ্টা হেঁটে ৪৮০ কি.মি. যায় ১২ দিনে
∴   ”    ১    ”    ”     ৪৮০    ”    ”   ১২ × ১০ দিনে
∴   ”   ১   ”   ”     ১    ”    ”    ১২ × ১০/৪৮০ দিনে
∴   ”  ৯   ”   ”   ৩৬০  ”   ”   ১২ × ১০ × ৩৬০/ ৪৮০ × ৯ দিনে
= ১০ দিনে
উত্তর : ১০ দিনে অতিক্রম করতে পারবে।

প্রশ্ন \ ২৬ \ জালাল প্রতি ৩ ঘণ্টায় ৯ কিলোমিটার পথ অতিক্রম করতে পারে। ৩৬ কিলোমিটার পথ অতিক্রম করতে তার কত ঘণ্টা লাগবে?
সমাধান :

    ৯ কিলোমিটার পথ অতিক্রম করে ৩ ঘণ্টায়
∴ ১     ”      ”       ”     ”       ” ৩/৯ ”
∴ ৩৬   ”    ”    ”    ”   ৩ × ৩৬/৯ ”
= ১২ ঘণ্টায়
উত্তর : ১২ ঘণ্টা লাগবে।

প্রশ্ন \ ২৭ \ ৬ জন লোক ২৮ দিনে কোনো জমির ফসল কাটতে পারে। ২৪ জন লোক কত দিনে ঐ জমির ফসল কাটতে পারে?
সমাধান :

   ৬ জন লোক একটি জমির ফসল কাটতে পারে ২৮ দিনে
∴ ১      ”     ”    ”     ”  ”      ২৮ × ৬ ”
∴ ২৪    ”     ”     ”    ”   ”   ” ২৮ × ৬/২৪ ”
= ৭ দিনে
উত্তর : ৭ দিনে ফসল কাটতে পারবে।

প্রশ্ন \ ২৮ \ ২ জন পুরুষ ৩ জন বালকের সমান কাজ করে। ৪ জন পুরুষ ও ১০ জন বালক একটি কাজ ২১ দিনে করতে পারে। ঐ কাজটি ৬ জন পুরুষ ও ১৫ জন বালক কত দিনে করতে পারবে?
সমাধান : ২ জন পুরুষের কাজ = ৩ জন বালকের কাজ
(২ × ২) বা ৪ জন পুরুষের কাজ = (৩ × ২) বা ৬ জন বালকের কাজ
আবার, ২ জন পুরুষের কাজ = ৩ জন বালকের কাজ
∴ (২ × ৩) বা ৬ জন পুরুষের কাজ = (৩ × ৩) বা ৯ জন বালকের কাজ।
∴ ৪ জন পুরুষ ও ১০ জন বালক = (৬ + ১০) বা ১৬ জন বালক
আবার, ৬ জন পুরুষ ও ১৫ জন বালক = (৯ + ১৫) বা ২৪ জন বালক

এখন, ১৬ জন বালক একটি কাজ করতে পারে ২১ দিনে
∴       ১    ”    ”    ”    ”    ”    ” ২১ × ১৬ ”
∴    ২৪   ”   ”    ”    ”    ”    ” ২১ × ১৬/২৪ ”
= ১৪ দিনে
উত্তর : ১৪ দিনে কাজটি করতে পারবে।

প্রশ্ন \ ২৯ \ কোন কাজ আলিফ ২০ দিনে এবং খালিদ ৩০ দিনে করতে পারে। তাদের দৈনিক মজুরি যথাক্রমে ৫০০ টাকা এবং ৪০০ টাকা। তারা একত্রে ৩ দিন কাজ করার পর বাকি কাজ খালিদ একা সম্পন্ন করে।
(ক) আলিফ ও খালিদ একত্রে ১ দিনে কতটুকু কাজ করতে পারবে?
(খ) কাজটি কত দিনে শেষ হয়েছিল?
(গ) যদি প্রত্যেকে আলাদাভাবে কাজটির ৫১৬ অংশ সম্পন্ন করে তাহলে, তাদের প্রাপ্ত মজুরির অনুপাত নির্ণয় কর।

সমাধান :
ক) আলিফ ২০ দিনে করতে পারে কাজটি
∴  ” ১   ”   ”   ” কাজটির ১/২০ অংশ
আবার,
খালিদ ৩০ দিনে করতে পারে কাজটি
∴ ” ১    ”    ”    ” কাজটির ১/৩০ অংশ
সুতরাং,
আলিফ ও খালিদ একত্রে ১ দিনে করে কাজটির ১/২০ + ১/৩০ অংশ
= ৩ + ২/৬০ অংশ
= ৫/৬০ অংশ
= ১/১২ অংশ
উত্তর : ১/১২ অংশ

খ) আলিফ ও খালিদ একত্রে,
১ দিনে করে কাজটির ১/১২ অংশ
∴ ৩ ” ” ” ৩/১২ অংশ
= ১/৪ অংশ
বাকি কাজ = ১ – ১/৪ অংশ = ৩/৪ অংশ
খালিদ সম্পূর্ণ কাজটি করতে পারে ৩০ দিনে
∴ খালিদ কাজটির ৩/৪ অংশ কাজ করতে পারে = ৩০ × ৩/৪ দিনে
= ৪৫/২ দিনে
= ২২    ১/২ দিনে

∴ সম্পূর্ণ কাজটি শেষ হয়েছিল = ৩ + ২২      ১/২ দিনে
= ৩ + ২২ + ১/২ দিনে
= ২৫ + ১/২ দিনে
= ২৫    ১/২ দিনে
উত্তর : ২৫     ১/২ দিনে।

গ) আলিফ সম্পূর্ণ কাজটি করতে পারে ২০ দিনে
∴ ” কাজটির ৫/১৬ অংশ করতে পারে ২০ × ৫/১৬ দিনে
= ২৫/৪ দিনে

আবার,
খালিদ সম্পূর্ণ কাজটি করতে পারে ৩০ দিনে
∴ ” কাজটির ৫১৬ অংশ করতে পারে ৩০ × ৫/১৬ দিনে
= ৭৫/৮ দিনে

আলিফ ও খালিদের দৈনিক মজুরি যথাক্রমে ৫০০ টাকা ও ৪০০ টাকা।
∴ আলিফের প্রাপ্ত মোট মজুরি = ২৫/৪ × ৫০০ টাকা = ৩১২৫ টাকা
এবং খালিদের ” ” ” = ৭৫/৮ × ৪০০ টাকা = ৩৭৫০ টাকা
∴ আলিফের ও খালিদের প্রাপ্ত মজুরির অনুপাত = ৩১২৫ : ৩৭৫০
= ৫ : ৬
উত্তর : ৫ : ৬।


🔶🔶 ৬ষ্ঠ শ্রেণির গণিত সমাধান

🔶🔶 ৬ষ্ঠ শ্রেণির সকল বিষয় সমাধান

Leave a Reply