You are currently viewing ৬ষ্ঠ শ্রেণির বাংলা ১ম সপ্তাহ অ্যাসাইনমেন্ট ২০২২ উত্তর

৬ষ্ঠ শ্রেণির বাংলা ১ম সপ্তাহ অ্যাসাইনমেন্ট ২০২২ উত্তর

ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী বন্ধুরা তোমাদের জন্য আজকে আমরা নিয়ে আসলাম ৬ষ্ঠ শ্রেণির বাংলা ১ম সপ্তাহ অ্যাসাইনমেন্ট ২০২২ উত্তর। এই পোস্টে তোমরা তোমাদের কাঙ্ক্ষিত বাংলা প্রথম সপ্তাহের উত্তরটি পেয়ে যাবেন।

ষষ্ঠ শ্রেণির অ্যাসাইনমেন্ট বাংলা ১ম সপ্তাহ ২০২২

বাংলা প্রথম সপ্তাহ ষষ্ঠ শ্রেণীর অ্যাসাইনমেন্ট তোমরা অনেক ওয়েবসাইট অথবা ইউটিউব ভিডিওতে দেখে থাকবে। সেখানে এসাইনমেন্ট এত বড় করে উত্তর করা আছে যা তোমাদের পক্ষে লেখা প্রায় অসম্ভব। আসলে সবাই যেটি করে সেটি হচ্ছে বিভিন্ন বই বা কোন সোর্স থেকে কপি করে দেখিয়ে দেয়।

ষষ্ঠ শ্রেণি প্রথম সপ্তাহে অ্যাসাইনমেন্ট ২০২২ এর প্রশ্ন দেখলে বোঝা যায় তোমাদের কে কিভাবে এর উত্তরটি লিখতে হবে। তোমরা ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী তাই তোমাদের উত্তরগুলো হবে ঠিক ষষ্ঠ শ্রেণির মতই। কিন্তু আমরা দেখেছি অনেকের ওয়েবসাইট বা ইউটিউব ভালো করে অনেক বড় বড় উত্তর লিখে থাকে। তোমরা প্রশ্ন গুলো দেখলেই বুঝতে পারবে তোমাদের কতটুকু লিখতে হবে তাই অতিরিক্ত বাড়িয়ে লেখার কোন প্রয়োজন নেই।

ষষ্ঠ শ্রেণির এসাইনমেন্ট উত্তর বাংলা ২০২২

ষষ্ঠ শ্রেণির বাংলা বই মিনু গল্পটি রয়েছে। সেখানে মিনু একটি বিশেষ চাহিদা সম্পন্ন শিশু। সেই মিনু গল্প অবলম্বন করে তোমাদের আজকের অ্যাসাইনমেন্ট লিখতে হবে। তাছাড়া বিশেষ চাহিদা সম্পন্ন শিশু সম্পর্কে জ্ঞান নেওয়ার জন্য তোমরা তোমাদের বাংলাদেশ ও বিশ্বপরিচয় বইটির অনুসরণ করতে পারো।

ষষ্ঠ শ্রেণি প্রথম সপ্তাহ বাংলা ২০২২ অ্যাসাইনমেন্ট এর উত্তর আমরা খুব ছোট করে লিখে দিয়েছি যা ঠিক ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য প্রযোজ্য। তবে তোমরা প্রশ্নের রুব্রিক অংশ দেখলে বুঝতে পারবে আমরা যে অংশটুকু লিখেছি তা পুরোপুরি রুব্রিক কে ফলো করে অর্থাৎ সম্পূর্ণ নম্বর পাওয়ার উপযোগী একটি অ্যাসাইনমেন্ট।

৬ষ্ঠ শ্রেনির প্রথম সপ্তাহের অ্যাসাইনমেন্ট ২০২২

বাংলা এসাইনমেন্ট অনেক বড় করে লিখলে বেশি নম্বর পাওয়া যাবে বিষয়টা তা না। মূল কথাটি অ্যাসাইনমেন্ট উত্তরে উপস্থাপন করলেই যথেষ্ট প্রশ্নে চেয়েছে। ফলো করলে বোঝা যাবে অ্যাসাইনমেন্ট লেখা যথোপযুক্ত হয়েছে কিনা। সেই আঙ্গিকে আজকের ৬ষ্ঠ শ্রেণির বাংলা ১ম সপ্তাহ অ্যাসাইনমেন্ট ২০২২ উত্তর যথেষ্ট হয়েছে।

প্রিয় শিক্ষার্থী বন্ধুরা উপরের লেখাটি যদি তোমরা পড়ে থাকো তবে প্রশ্ন সম্পর্কে তোমাদের একটি ধারণা এসেছে তবে আমরা তোমাদেরকে রিকোয়েস্ট করব তোমাদের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর কর্তৃক অ্যাসাইনমেন্ট প্রশ্ন টি দেখে তোমরা উত্তরটি ভালো করে আগে পড়ে নেবে। তো চলো শিক্ষার্থী বন্ধুরা আমরা আগে অ্যাসাইনমেন্ট ২০২২ বাংলা ষষ্ঠ শ্রেণীর প্রশ্ন টি দেখে নিই।

ষষ্ঠ শ্রেণির বাংলা অ্যাসাইনমেন্ট ১ম সপ্তাহ ২০২২

অ্যাসাইনমেন্ট শিরোনামঃ বিশেষ চাহিদাসম্পন্ন মানুষের প্রতি আমাদের করণীয়

অ্যাসাইনমেন্ট  শিখনফল/বিষয়বস্তুঃ চাহিদাসম্পন্ন মানুষের প্রতি সংবেদনশীল হওয়ার গুরুত্ব ব্যক্ত করতে পারবে ।

অ্যাসাইনমেন্ট নির্দেশনাঃ

  • পাঠ্যবই থেকে ‘মিনু গল্প ও পাঠ পরিচিতি অংশ পড়তে হবে।
  • ‘বাংলাদেশ ও বিশ্বপরিচয়’ বইয়ের ৮১ পৃষ্ঠার ‘বাংলাদেশের শিশু অধিকার’ অধ্যায়টি পড়ে নিতে পারাে।

অ্যাসাইনমেন্ট  নির্ধারিত কাজঃ

  • প্রতিবন্ধিতার ধারণা দিতে হবে।
  • তুমি কী কী পারাে আর কী কী পারাে না, তার তালিকা করতে হবে।
  • বিশেষ চাহিদাসম্পন্ন শিশুর অসুবিধাগুলাে চিহ্নিত করতে হবে।
  • প্রতিবন্ধী মানুষের জন্য কী করা যায় তার উল্লেখ করতে হবে।

৬ষ্ঠ শ্রেণির বাংলা ১ম সপ্তাহ অ্যাসাইনমেন্ট ২০২২ প্রশ্ন

৬ষ্ঠ শ্রেণির বাংলা ১ম সপ্তাহ অ্যাসাইনমেন্ট ২০২২ প্রশ্ন

 

অ্যাসাইনমেন্ট শুরু

ক নং প্রশ্নের উত্তর

প্রতিবন্ধিতাঃ

বয়স, লিঙ্গ, জাতি, সংস্কৃতি বা সামাজিক অবস্থান অনুযায়ী আর দশজন যে কাজগুলো করতে পারে ইমপেয়ারমেন্টের স-নণে সে কাজগুলো প্রাত্যহিক জীবনে করতে না পারার অবস্থাটাই হল ডিসএবিলিটি বা প্রতিবন্ধিতা। ইমপেয়ারমেন্ট হলো দেহের কোন অংশ বা তন্ত্র যদি আংশিক বা সম্পূর্ণভাবে, ক্ষণস্থায়ী বা  চিরস্থায়ী ভাবে তার স্বাভাবিক কার্যক্ষমতা হারায় সে অবস্থাটিকেই বোঝায়।

খ নং প্রশ্নের উত্তর 

আমি যা যা পারি আর যা যা পারি না তার তালিকাঃ

আমি যা যা পারি:
১। আমি হাটতে পারি
২। গান গাইতে পারি
৩। নাচতে পারি
৪। বই পড়তে পারি,
৫। গল্প লিখতে পারি
৬। সাইকেল-চালাতে পারি
৭। খেলাধুলা করতে পারি
৮। ছবি আঁকতে পারি

আমি যা যা পারি না:
১। ঘুড়ি উড়াতে পারি না
২। সাইকেল চালাতে পারিনা
৩। সাতার কাটতে পারি না
৪। গিটার বাজাতরেঁপারি না
৫। ইংরেজিতে কথা বলতে পারি না
৬। একা কেগপ্লাও বেড়াতে যেতে পারি না।
৭। রান্না করতে পারি না

গ নং প্রশ্নের উত্তর

বিশেষ চাহিদাসম্পন্ন শিশুর অসুবিধাসমূহঃ

১। বিশেষ চাহিদা সম্পন্ন শিশুরা হীনমন্যতায় ভোগে।
২) একাকীত্বে ভুগবে।
৩। সবার সাথে নিজেকে মানিয়ে চলতে পারে না।
৪। সামাজিক পরিবেশের সঙ্গে নিজেকে খাপ খাইয়ে নিতে পারে না।
৫। বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের পড়াশোনার জন্য যে সমস্ত স্টাডি মেটেরিয়ালস চার্ট মডেল দরকার হয় ও সাধারণ বিদ্যালয় সেই সুবিধা কম পাওয়া যায়।

ঘ নং প্রশ্নের উত্তর

নিচে প্রতিবন্ধী মানুষের জন্য আমরা কি কি করতে পারি তা উল্লেখ করা হলো –

১। যত শীঘ্র সম্ভব শিশুর জন্য পরিবারকে প্রতিকারমূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে। এক্ষেত্রে পিতা-মাতার সাথে শিশুর পারস্পরিক সম্পর্ক বৃদ্ধি পায় ।

২। বিভিন্ন বৃত্তিমূলক প্রশিক্ষণ এর মাধ্যমে প্রতিবন্ধী মানুষদের দক্ষ নাগরিক হিসেবে গড়ে তুলতে পারি।

৩। সব সময় উৎসাহ এবং সঙ্গ দিয়ে তাদের আত্মবিশ্বাস গড়ে তুলতে পারি।

৪। তাদের প্রতি ইতিবাচক মনোভাব নিয়ে নানাভাবে তাদের সাহায্যে এগিয়ে আসতে পারি।

৫। প্রতিবন্ধী মানুষেরা কোন সমস্যার সম্মুখীন হলে তার সাহায্যে এগিয়ে আসতে পারি। যেমন, একজন দৃষ্টি প্রতিবন্ধী তার নিজ গন্তব্যে হারিয়ে ফেললে তার গন্তব্যে পৌঁছে দেওয়া আমাদের কর্তব্য

৬। একজন শারীরিক প্রতিবন্ধী চলতে অসুবিধা হলে তখন তাকেসাহায্য করতে পারি।

অ্যাসাইনমেন্ট শেষ

আরো পড়ুনঃ

আমাদের ইউটিউব লিংক
https://www.youtube.com/channel/UCea_DqYt9NegZgE5A-mdIag
ফেজবুক পেজ (সমস্যা ও সমাধান)
https://web.facebook.com/shomadhan.net
assignment all class (6-9)📝📝
https://web.facebook.com/groups/287269229272391

This Post Has 2 Comments

  1. Moinul hoque

    Very good, thank you for this ans

Leave a Reply