এসএসসি পদার্থবিজ্ঞান ৪র্থ অধ্যায় কাজ ক্ষমতা ও শক্তি বহুনির্বাচনী(MCQ) প্রশ্ন উত্তর

নবম দশম শ্রেণির বা এসএসসি পদার্থবিজ্ঞান ৪র্থ অধ্যায় কাজ ক্ষমতা ও শক্তি বহুনির্বাচনী(MCQ) প্রশ্ন উত্তর নিচে দেওয়া হলো। এখান থেকে ৪র্থ অধ্যায় কাজ ক্ষমতা ও শক্তি এমসিকিউ গুলো পড়লে শিক্ষার্থীদের পরীক্ষার প্রস্তুতি সম্পূর্ণ হবে।

৪র্থ অধ্যায় কাজ ক্ষমতা ও শক্তি MCQ

বহুনির্বাচনি প্রশ্নোত্তর

১. কাজের একক কোনটি?
√ জুল খ নিউটন
গ কেলভিন ঘ ওয়াট
২. একটি বস্তুকে টান টান করলে এর মধ্যে কোন শক্তি জমা থাকে?
ক গতিশক্তি √ বিভব শক্তি
গ তাপ শক্তি ঘ রাসায়নিক শক্তি
৩. m ভরের একটি বস্তুকে 20 m, 30 m, 40 m ও 50 m উপরে রাখা হলো। কোন অবস্থানে তার বিভব শক্তি সবচেয়ে বেশি?
ক 20 m খ 30 m
গ 40 m √ 50 m
নিচের লেখচিত্র অনুসারে ৪ ও ৫ নং প্রশ্নের উত্তর দাও :

৪র্থ অধ্যায় কাজ ক্ষমতা ও শক্তি MCQ

৪. লেখচিত্রের কোন অংশে বেগ সময়ের সমানুপাতে বৃদ্ধি পায়?
√ OA অংশে খ AB অংশে
গ CD অংশে ঘ DE অংশে
৫. সর্বোচ্চ গতিশক্তি কত?
ক ১.২৫ × ১০ J √ ৫ × ১০ J
গ ১.২৫ × ১০৪ J ঘ ৬.২ × ১০৩ J
৬. শক্তির সংরক্ষণশীলতা নীতি থেকে পাওয়া যায়Ñ
i. শক্তির সৃষ্টি ও বিনাশ নাই। মহাবিশ্বের মোট শক্তি নির্দিষ্ট ও অপরিবর্তনীয়।
ii. অনবায়নযোগ্য শক্তি দ্রæত নিঃশেষ হয়ে যাবে, তাই নবায়নযোগ্য শক্তি ব্যবহার করতে হবে।
iii. শক্তিকে রক্ষা করতে এর কার্যকর ব্যবহার এবং সিস্টেম লস কমানো জরুরি।
নিচের কোনটি সঠিক?
ক র খ ii
গ iii √ i, ii ও iii

৭. কাজের মাত্রা কোনটি?
ক MLT-1 খ MLT-2
√ ML2T-2 ঘ ML-2T-2
৮. এক কিলোওয়াট-ঘণ্টা সমান কত জুল?
ক ৩.৬ × ১০ খ ৩.৬ × ১০
√ ৩.৬ × ১০৬ ঘ ৩.৬ × ১০৭
৯. ৫০ শম ভরের কোনো ব্যক্তি ২৫ সে. মি. ২০টি সিঁড়ি উঠতে কত কাজ করবেন?
ক ২৪৩০ J খ ২৪৪০ J
√ ২৪৫০ J ঘ ২৪৬০ J
১০. পারমাণবিক সাবমেরিনে নিউক্লীয় শক্তিকে কোন শক্তিতে রূপান্তরিত করা হয়?
ক বিদ্যুৎ শক্তি খ রাসায়নিক শক্তি
গ আলোক শক্তি √ যান্ত্রিক শক্তি
১১. ৭৫ স উঁচু দালান থেকে বস্তু ছেড়ে দিলে ভ‚মিতে কত বেগে আঘাত করবে? [ম = ৯.৮ ms-2]
√ ৩৮.৩ ms-1 খ ৭৫ ms-1
গ ৭৩৫ ms-1 ঘ ১৪৭০ ms-1
১২. ৬৫ শম ভরের একজন দৌড় প্রতিযোগী ৯ ms-1 বেগে দৌড়ালে তার গতিশক্তি কত হবে?
ক ২৬৩২.২৫ J √ ২৬৩২.৫ J
গ ২৬৩২.৭৫ J ঘ ৫২৬৫ J
১৩. পেট্রোলিয়াম থেকে নিচের কোনটি পাওয়া যায়?
√ টেরিলিন খ আলকাতরা
গ অ্যামোনিয়া ঘ বেনজিন
১৪. ৬০ শম ভরের একজন দৌড়বিদের গতিশক্তি ১৯২০ J হলে, তার বেগ কত?
√ ৮ ms-1 খ ১৬ ms-1
গ ৩২ ms-1 ঘ ৬৪ ms-1
১৫. ৭০০ J তড়িৎ শক্তি ব্যবহার করে একটি বৈদ্যুতিক মোটর দ্বারা ৪০ ঘ ওজনের একটি বস্তুকে ১০ স উচ্চতায় ওঠানো হলো। মোটরটির দক্ষতা কত?
√ ৫৭.১৪% খ ৪২.৮৬%
গ ৫.৭১% ঘ ১.৪৩%
১৬. এক অশ্ব-ক্ষমতা কত ওয়াট? [সি. বো. ’১৫ ]
ক ৫৪৬ খ ৬৪৬ √ ৭৪৬ ঘ ৮৪৬
১৭. ৪০ শম ভরের এক বালক ১২ ং −এ উঁচু ৬ স সিঁড়ি অতিক্রম করলে তার ক্ষমতা কত ড (ওয়াট)?
ক ২০ খ ৩২.৬৬ √ ১৯৬ ঘ ৭৮৪
১৮. গাড়ির ইঞ্জিনে শক্তির রূপান্তরের ক্ষেত্রে কোনটি সঠিক?
ক যান্ত্রিক শক্তি  রাসায়নিক শক্তি
খ রাসায়নিক শক্তি  তড়িৎ শক্তি
গ তাপ শক্তি  রাসায়নিক শক্তি
√ রাসায়নিক শক্তি  যান্ত্রিক শক্তি
১৯. কর্মদক্ষতা-
i. ১০০% এর অধিক হতে পারে না
ii. একটি এককবিহীন রাশি
iii. লভ্য কার্যকর শক্তি ও মোট প্রদত্ত শক্তির অনুপাদ
নিচের কোনটি সঠিক?
ক i ও ii খ i ও iii গ ii ও iii √ i, ii ও iii
২০. বিভব শক্তি সঞ্চিত থাকে-
i. পানি যখন পাহাড়ের উপরে থাকে
ii. আমটি গাছ থেকে নিচে পড়লে
iii. টেবিলের উপর বই থাকলে
নিচের কোনটি সঠিক?
ক i ও ii খ ii ও iii √ i ও iii ঘ i, ii ও iii
২১. নবায়নযোগ্য শক্তি হচ্ছে
i. জোয়ার ভাটা
ii. বায়ো গ্যাস
iii. ভ‚তাপীয় শক্তি
নিচের কোনটি সঠিক?
ক i ও ii খ i ও iii গ ii ও iii √ i, ii ও iii
২২. নির্দিষ্ট ভরের কোনো বস্তুর গতিশক্তি ঊ এবং বেগ ঠ হলে-
i. ঊ  ঠ২
ii. ঊ  ঠ
iii. ঊ  ঠ
নিচের কোনটি সঠিক?
√ i ও ii খ i ও iii গ ii ও iii ঘ i, ii ও iii
২৩. কোনো বস্তুর বিভব শক্তি বেশি হবে, যদি-
i. বলের মান বেশি হয়
ii. বস্তর ভর বৃদ্ধি পায়
iii. বস্তুর অধিক সরণ ঘটানো হয়
নিচের কোনটি সঠিক?
ক i ও ii খ i ও iii √ ii ও iii ঘ i, ii ও iii

উপরের উদ্দীপকের আলোকে ২৪ ও ২৫ নং প্রশ্নের উত্তর দাও :
চিত্রে ১০০ গ্রাম বস্তুর গতি অবস্থা দেখান হয়েছে।
২৪. অ বিন্দুতে বস্তুটির গতিশক্তি কত?
ক ১০ J √ ২০ J গ ৩০ J ঘ ৪০ J
২৫. বস্তুটির
i. বেগ সুষম
ii. ত্বরণ সুষম
iii. উপর প্রযুক্ত বল সুষম
নিচের কোনটি সঠিক?
ক i ও ii খ i ও iii গ ii ও iii √ i, ii ও iii
নিচের চিত্রটি পর্যবেক্ষণ কর। চিত্রে ঈ বিন্দু হতে ১০৫ মস ভরের একটি বস্তু মুক্তভাবে পড়ছে। তার ভিত্তিতে ২৬ ও ২৭ নং প্রশ্নের উত্তর দাও :

২৬. ই বিন্দুতে বস্তুটির বিভব শক্তি কত?
ক ৮১.২৫ J √ ৮০.৬৭ J গ ৮১২.৫ J ঘ ৮.০৬৭ J
২৭. চিত্রের বস্তুটির ক্ষেত্রে-
i. কৃতকাজ ধনাত্মক
ii. ঈ বিন্দুতে বিভব শক্তি = ই বিন্দুতে মোট শক্তি
iii. বিভব শক্তি বস্তুর ভরের ওপর নির্ভর করে
নিচের কোনটি সঠিক?
ক i ও ii খ ii ও iii √ i ও iii ঘ i, ii ও iii

উপরের চিত্রের আলোকে ২৮ ও ২৯ নং প্রশ্নের উত্তর দাও :
২৮. চ অবস্থানে বস্তুটির বিভব শক্তি কত?
ক ১৯৬ J খ ২৯৪ J গ ৪৯০ J √ ৫৮৮ J
২৯. বস্তুটি পতনের ক্ষেত্রে-
i. অ বিন্দুতে ঊঢ় = ২ঊক
ii. ই বিন্দুতে ঊঢ় > ঊক
iii. ঈ বিন্দুতে ঊঢ় = ঊক
নিচের কোনটি সঠিক?
ক i ও ii √ i ও iii গ ii ও iii ঘ i, ii ও iii

৪.১ কাজ
 সাধারণ বহুনির্বাচনি প্রশ্নোত্তর
৩০. কোনো বস্তুর ওপর প্রযুক্ত বল এবং বলের দিকে বস্তুর অতিক্রান্ত দূরত্ব দ্বারা কী পরিমাপ করা হয়? (জ্ঞান)
√ কাজ খ বেগ
গ ত্বরণ ঘ ক্ষমতা
৩১. বল ও সরণের গুণফলকে কী বলে? (জ্ঞান)
ক শক্তি খ ক্ষমতা
গ ত্বরণ √ কাজ
৩২. কাজের রাশি কোনটি? (জ্ঞান)
ক কাজ = বল × ত্বরণ √ কাজ = বল × সরণ
গ কাজ = বল  ত্বরণ ঘ কাজ= ত্বরণ × বেগ
৩৩. এক জুল (১J) সমান কত? (জ্ঞান)
ক ১ শমস খ ১০০ঘস
√ ১ ঘস ঘ ১০ শমস২ম২
৩৪. ২৫ J কাজ বলতে কী বোঝায়? (অনুধাবন)
√ ১ঘ × ২৫স খ ২৫ঘ × ১স
গ ১৫ঘ × ৫স ঘ ২৫ঘ × ২৫স
৩৫. কাজ কী রাশি? (জ্ঞান)
ক মৌলিক খ ভেক্টর
√ স্কেলার ঘ দিক
৩৬. ঋ বল প্রয়োগে বস্তুর বলের দিকে সরণ ং হলে বল দ্বারা কৃতকাজ কত? (প্রয়োগ)
ক ঋং √ ঋ.ং
গ ঋ  ং ঘ ঋ + ং
৩৭. ধনাত্মক কাজ বলতে বোঝায়Ñ (অনুধাবন)
√ বলের দিকে সরণের উপাংশ আছে
খ বলের দিকে সরণের উপাংশ নেই
গ বলের বিপরীত দিকে সরণের উপাংশ আছে
ঘ বলের বিপরীত দিকে সরণের উপাংশ নেই
৩৮. বল ও সরণের মধ্যবর্তী কোণ কত হলে কাজ সর্বোচ্চ হয়? (প্রয়োগ)
√ ০ খ ৯০
গ ১৮০ ঘ ২৭০
৩৯. বলের বিরুদ্ধে কাজের ক্ষেত্রে কোনটি ঘটে? (অনুধাবন)
ক ধনাত্মক কাজ বোঝায়
√ বস্তুতে মন্দন সৃষ্টি হয়
গ বস্তুতে ত্বরণ সৃষ্টি হয়
ঘ বলের দিক ও সরণের দিক একই হয়
৪০. বল ও সরণের মধ্যবর্তী কোণ কত হলে কাজ শূন্য হবে? (অনুধাবন)
ক ০ খ ১৮০
√ ৯০ ঘ ১৮০
৪১. কোনো বস্তুর উপর ১ঘ বল প্রয়োগে যদি বস্তুর ১ স সরণ হলে বল দ্বারা কৃতকাজ কত হবে? (প্রয়োগ)
ক ৪ J খ ৩ J
গ ২ J √ ১ J
৪২. বল প্রয়োগের ফলে বস্তু যদি বলের দিকে সরে যায় তাহলে তাকে কী বলে? (প্রয়োগ)
ক বলের বিরুদ্ধে কাজ √ বলের দ্বারা কাজ
গ শূন্য কাজ ঘ পীড়ন
৪৩. বল প্রয়োগের ফলে বস্তু যদি বলের বিপরীত দিকে সরে যায় তাহলে তাকে কী বলে? (প্রয়োগ)
√ বলের বিরুদ্ধে কাজ খ বলের দ্বারা কাজ
গ বিকৃতি ঘ সান্দ্র বল
৪৪. মেঝে হতে কোনো বস্তুকে উপরে ওঠানো হলে কোন বলের বিরুদ্ধে কাজ করতে হয়? (জ্ঞান)
ক মহাকর্ষ বল √ অভিকর্ষ বল
গ তড়িৎ বল ঘ সান্দ্র বল
৪৫. ৫০ শম ভরের একটি বস্তুকে ১50 m উঁচুতে উঠতে অভিকর্ষ বলের বিরুদ্ধে কতটুকু কাজ করতে হবে? (প্রয়োগ)
ক ৫.৩৫ × ১০৪ J খ ৬.৩৫ × ১০৪ J
√ ৭.৩৫ × ১০৪ J ঘ ৮.৩৫ × ১০৪ J
৪৬. বল ও সরণের মধ্যবর্তী কোনো কত হলে কাজ ঋণাত্মক হবে? (প্রয়োগ)
ক ০ খ ৯০
√ ১৮০ ঘ ৩৬০
৪৭. ৮৫ শম ভরের একজন ব্যক্তি কতটুকু উচ্চতা আরোহণ করলে তিনি ৯ × ১০৪ J কাজ করবেন? (প্রয়োগ)
ক ১০৬.০৪ স √ ১০৮.০৪ স
গ ১১০.০৪ স ঘ ১১২.০৪ স
৪৮. কোনো বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের ক্ষমতা ৭ গড হলে উক্ত কেন্দ্রে সরবরাহকৃত বিদ্যুৎ শক্তি দিয়ে প্রতি সেকেন্ডে কী পরিমাণ কাজ করা যাবে? (প্রয়োগ)
ক ৭ × ১০৬ ড √ ৭ × ১০৬ J
গ ৭ J ঘ ৭ ড
৪৯. ৫৫ শম ভরের এক ব্যক্তি ১৫০ মিটার উঁচু পর্বতে আরোহণ করলে তিনি কত কাজ করবেন? (প্রয়োগ)
ক ৮.১০৮ × ১০৪ J খ ৮.২০৫ × ১০৪ J
√ ৮.০৮৫ × ১০৪ J ঘ ৮.১০৮ × ১০৩ J
৫০. বল প্রয়োগে একটি বস্তুকে ঘর্ষণহীন বৃত্তাকার পথে বারবার একই জায়গায় ফিরিয়ে আনলে কিরূপ কাজ হয়? (অনুধাবন)
ক অসীম √ শূন্য
গ ধনাত্মক ঘ ঋণাত্মক
৫১. বল প্রয়োগ করা সত্তে¡ও বস্তু স্থির থাকলে কাজের পরিমাণ কত হবে? (অনুধাবন)
√ শূন্য হবে খ অসীম হবে
গ বলের সমান হবে ঘ ঋণাত্মক হবে
৫২. একটি বস্তুকে ১০ ঘ বল দ্বারা ভ‚মির সাথে ৬০ কোণে টেনে ভ‚মি বরাবর ৫ স সরানো হলে কৃতকাজ কত জুল? (প্রয়োগ)
√ ২৫ খ ৫০
গ ৭৫ ঘ ১০০
৫৩. ২০ ঘ বল কোনো একটি নির্দিষ্ট ভরের বস্তুর উপর ক্রিয়া করায় বস্তুটি বলের দিকে ৬০ কোণ উৎপন্ন করে ৫ স দূরে সরে গেল। কাজের পরিমাণ কত? (প্রয়োগ)
ক ১০০ J √ ৫০ J
গ ২৫ J ঘ ০ J
৫৪. একটি বস্তুকে সুতায় বেঁধে উল্লম্বতলে একবার ঘুরিয়ে আনলে সম্পাদিত কাজের পরিমাণ কত? (জ্ঞান)
ক শূন্য খ ধনাত্মক
গ ঋণাত্মক ঘ ধনাত্মক ও ঋণাত্মক
৫৫. ৫০০ ঘ বল প্রয়োগে কোনো বস্তুর বলের দিকে সরণ ৭০ স হলে কৃতকাজের পরিমাণ কত? (প্রয়োগ)
ক ৩৫ × ১০৪J √ ৩.৫ × ১০৪J
গ ৩৫ × ১০৫J ঘ ৩.৫ × ১০৩J
৫৬. ১০০ঘ বল প্রয়োগ করে একটি বস্তুকে বলের দিকে ৫স সরানো হলো। কাজের পরিমাণ কত? (প্রয়োগ)
ক ২ × ১০৩J খ ৫ × ১০২J
গ ৫ × ১০৩J √ ৫ × ১০২ J
৫৭. ৬০ শম ভরের এক ব্যক্তি ২ শস উঁচু পর্বতে আরোহণ করলে তিনি কত কাজ করবেন? (প্রয়োগ)
ক ১.২০ × ১০৫J খ ৫.৮৮ ×১০২J
√ ১.১৭৬ × ১০৬J ঘ ১.৪৭ × ১০৪J
৫৮. ৫০ শম ভরের এক ব্যক্তি ২০ মিটার উঁচু একটি দালানের ছাদে উঠলেন। তার কৃতকাজ কত? (প্রয়োগ)
ক ৯.৮×১০২ জুল √ ৯.৮×১০৩ জুল
গ ৯.৮×১০৪ জুল ঘ ৯.৮×১০৫ জুল
৫৯. একটি মসৃণ তলে ১০শম ভরের একটি বস্তু উপরের দিকে ১০স দূরত্ব অতিক্রম করল। অভিকর্ষ বল দ্বারা সাধিত কাজের পরিমাণ কত? (প্রয়োগ)
ক ১০০ J খ ৯০০ J
√ ৯৮০ J ঘ ১০০০ J
 বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্নোত্তর
৬০. একটি ডাস্টার মেঝে থেকে টেবিলের ওপর ওঠালে যে কাজ হয় তাÑ (উচ্চতর দক্ষতা)
i. ঋণাত্মক কাজ
ii. অভিকর্ষ বলের বিরুদ্ধে কাজ
iii. ধনাত্মক কাজ
নিচের কোনটি সঠিক?
√ i ও ii খ i ও iii
গ ii ও iii ঘ i, ii ও iii
৬১. উপর থেকে কোনো বস্তু পড়তে থাকলে যে কাজ হয় তাÑ (উচ্চতর দক্ষতা)
i. ঋণাত্মক কাজ
ii. অভিকর্ষজ বলের দিকে কাজ
iii. ধনাত্মক কাজ
নিচের কোনটি সঠিক?
ক i ও ii খ i ও iii
√ ii ও iii ঘ i, ii ও iii
৬২. বস্তুর ওপর বল প্রয়োগের ফলে যদি বস্তুর অবস্থানের কোনো পরিবর্তন না হয় তবে কাজের পরিমাণ হবেÑ (উচ্চতর দক্ষতা)
i. অসীম
ii. শূন্য
iii. বলের সমান হবে
নিচের কোনটি সঠিক?
ক র √ ii
গ i ও iii ঘ ii ও iii
৬৩. বস্তুর ওপর বল প্রয়োগ করলে যদি বস্তুর সরণ ঘটে তবে বলের দিক ও সরণের দিক আমাদের ধারণা দেয় কাজটিÑ (উচ্চতর দক্ষতা)
i. ধনাত্মক কাজ
ii. ঋণাত্মক কাজ
iii. একক কাজ
নিচের কোনটি সঠিক?
√ i ও ii খ i ও iii
গ ii ও iii ঘ i, ii ও iii
৬৪. কাজের পরিমাণ নির্ভর করেÑ (অনুধাবন)
i. প্রযুক্ত বলের ওপর
ii. অতিক্রান্ত দূরত্বের ওপর
iii. অভিকর্ষজ ত্বরণের ওপর
নিচের কোনটি সঠিক?
√ i ও ii খ i ও iii
গ ii ও iii ঘ i, ii ও iii
৬৫. একজন ভারোত্তলক ৫০ শম ভারকে ওঠানোর জন্য ঋ বল প্রয়োগ করে। এতে ভারটির উল্লম্ব দিকে সরণ হয় ∆ং = ২স। তাহলেÑ (প্রয়োগ)
i. ঋ এর মান ৬০ ঘ
ii. ভারোত্তলকের কৃতকাজ ৯৮০ J
iii. অভিকর্ষ বলের বিরুদ্ধে কাজ হওয়ায় এই কাজ ঋণাত্মক
নিচের কোনটি সঠিক?
ক i ও ii খ i ও iii
√ ii ও iii ঘ i, ii ও iii
 অভিন্ন তথ্যভিত্তিক বহুনির্বাচনি প্রশ্নোত্তর
নিচের উদ্দীপকটি পড় এবং ৬৬ ও ৬৭ নং প্রশ্নের উত্তর দাও :
এক ব্যক্তি 20 m দৈর্ঘ্যরে একটি আনত তল বেয়ে উঠল। যার ভ‚মি ৮ স দৈর্ঘ্যরে এবং উচ্চতা ১০ স। লোকটির ওজন ৫৮০ ঘ।
৬৬. আনত তল বেয়ে উঠলে ঐ ব্যক্তিÑ (প্রয়োগ)
i. 20 m দূরত্ব অতিক্রম করে
ii. অভিকর্ষ বলের দিকে ৬ স দূরত্ব অতিক্রম করে
iii. ওজনের বিপরীত দিকে ১০ স দূরত্ব অতিক্রম করে
নিচের কোনটি সঠিক?
ক i ও ii √ i ও iii
গ ii ও iii ঘ i, ii ও iii
৬৭. অভিকর্ষ বলের প্রভাবে সম্পন্ন কাজের পরিমাণ কত? (প্রয়োগ)
√ ৫৮০০ ঘ খ ৫৮৪০ ঘ
গ ৫৮৮০ ঘ ঘ ৫৮০০০ ঘ
নিচের উদ্দীপকটি পড় এবং ৬৮ ও ৬৯ নং প্রশ্নের উত্তর দাও :
৭০ শম ভরের এক ব্যক্তি ২০০ স উঁচু পাহাড়ে আরোহণ করল।
৬৮. ঐ ব্যক্তির সরণ নিচের কোনটি? (প্রয়োগ)
ক ১০০ স √ ২০০ স
গ 50 m ঘ ১50 m
৬৯. পাহাড়ে আরোহণ করায় তার কৃতকাজ কত? (প্রয়োগ)
√ ১.৩৭২ × ১০৫ J খ ১.৩৭৫ × ১০৫ J
গ ১.৩৭৭ × ১০৫ J ঘ ১.৩৭০ × ১০৫ J
৪.২ শক্তি
 সাধারণ বহুনির্বাচনি প্রশ্নোত্তর
৭০. বস্তু যত নিচে পড়তে থাকে তার বিভব শক্তি কীরূপ হবে? (অনুধাবন)
√ কমতে থাকবে খ বাড়তে থাকবে
গ স্থির থাকবে ঘ বিভব শক্তি থাকবে না
৭১. স্বাভাবিক অবস্থানের পরিবর্তনের জন্য বস্তুতে সঞ্চিত শক্তিকে কী বলে? (জ্ঞান)
ক গতিশক্তি খ তড়িৎশক্তি
গ রাসায়নিক শক্তি √ বিভব শক্তি
৭২. ঢিল ছুড়ে আম পাড়ার সময় ঢিলের কোন শক্তি আমকে বৃন্তচ্যুত করে? (অনুধাবন)
ক বিভব শক্তি খ রাসায়নিক শক্তি
√ গতিশক্তি ঘ তাপশক্তি
৭৩. ২ শম ভরের একটি বস্তুকে 50 m উচ্চতা থেকে ছেড়ে দেওয়া হলে ভ‚মি থেকে কত উচ্চতায় এর বিভব শক্তি গতিশক্তির তিনগুণ হবে? (উচ্চতর দক্ষতা)
√ ৩৭.৫ স খ 30 m
গ 20 m ঘ ১২.৫ স
৭৪. অভিকর্ষীয় বিভব শক্তি কোনটির উপর নির্ভর করে না? (জ্ঞান)
ক ভর √ সময়
গ অভিকর্ষজ ত্বরণ ঘ উচ্চতা
৭৫. ১৫০ শম ভরের একটি গাড়ির গতিশক্তি ৬৭৫ J হলে, গাড়িটির বেগ কত? (প্রয়োগ)
√ ৩ ms-1 খ ৪ ms-1
গ ৫ ms-1 ঘ ৬ ms-1
৭৬. একটি বস্তুর ভর স এবং গতিশক্তি ঊশ হলে কোনটি সঠিক? (জ্ঞান)
ক ঊশ  স খ ঊশ  স
গ ঊশ  স২ √ ঊশ  স
৭৭. কোনো বস্তুর কাজ করার সামর্থ্যকে কী বলে? (জ্ঞান)
√ শক্তি খ বিভব শক্তি
গ ক্ষমতা ঘ দক্ষতা
৭৮. সকল সচল বস্তুই কোন শক্তির অধিকারী? (জ্ঞান)
ক বিভব শক্তি খ আলোকশক্তি
√ গতিশক্তি ঘ শব্দ শক্তি
৭৯. গতিশক্তি নিচের কোনটির ওপর নির্ভর করে? (জ্ঞান)
ক বস্তুর সরণ √ বস্তুর ভর
গ বস্তুর তাপমাত্রা ঘ বস্তুর আকৃতি
৮০. মোটামুটি আমরা শক্তির কয়টি রূপ পর্যবেক্ষণ করি? (জ্ঞান)
√ ৯টি খ ৭টি
গ ৮টি ঘ ১০টি
৮১. কোনো গতিশীল বস্তু তার গতির জন্য কাজ করার যে সামর্থ্য লাভ করে তাকে কী বলে? (জ্ঞান)
ক শক্তি খ স্থিতিশক্তি
গ ক্ষমতা √ গতিশক্তি
৮২. বিভব শক্তি বৃদ্ধি করতে হলে কী রূপ কাজ করতে হয়? (অনুধাবন)
ক বলের দিকে √ বলের বিপরীতে
গ ধনাত্মক ঘ বলের লম্বদিকে
৮৩. ভ‚পৃষ্ঠ হতে একটি বস্তুকে খাড়া উপরে তোলা হলে তার মধ্যে কীরূপ শক্তি সঞ্চিত হবে? (অনুধাবন)
ক গতিশক্তি খ রাসায়নিক শক্তি
গ তাপশক্তি √ বিভব শক্তি
৮৪. কোন শক্তির প্রভাবে ঢিল ছুড়ে আম পাড়া যায়? (অনুধাবন)
√ গতিশক্তি খ শব্দশক্তি
গ তাপশক্তি ঘ রাসায়নিক শক্তি
৮৫. স্বাভাবিক অবস্থানের পরিবর্তনের জন্য বস্তুতে সঞ্চিত শক্তিকে কী বলে? (জ্ঞান)
ক গতিশক্তি √ বিভব শক্তি
গ তড়িৎ শক্তি ঘ রাসায়নিক শক্তি
৮৬. একটি বস্তুকে উপরের দিকে নিক্ষেপ করা হলে সর্বাধিক উচ্চতায় কোনটি ঘটবে? (অনুধাবন)
ক বস্তুর বিভব শক্তি শূন্য হবে
√ বস্তুর গতিশক্তি শূন্য হবে
গ বস্তুর গতিশক্তি সর্বাধিক হবে
ঘ বস্তুর বিভব শক্তি ও গতিশক্তি সমান হবে
৮৭. কোনো বস্তুর নির্দিষ্ট উচ্চতায় বিভব শক্তি কীরূপ? (জ্ঞান)
ক বস্তুর বেগের সমানুপাতিক √ ভরের সমানুপাতিক
গ ভরের ব্যস্তানুপাতিক ঘ ভরের বর্গের সমানুপাতিক
৮৮. ৭০ শম ভরের একজন দৌড়বিদের গতিশক্তি ১৭১৫ J। ১৪ ms-1 বেগে ঐ দৌড়বিদ গতিশীল হলে তার গতিশক্তি কতগুণ হবে? (প্রয়োগ)
ক দ্বিগুণ খ তিনগুণ
√ চারগুণ ঘ পাঁচগুণ
৮৯. ৪ ম ভরের একটি বস্তু ১০ ms-1 বেগে গতিশীল হলে বস্তুটির গতিশক্তি কত? (প্রয়োগ)
ক ০.৫ J খ ২০০ J
√ ০.২ J ঘ ২০ J
৯০. ১ শম ভরের বস্তুকে সম্পূর্ণ শক্তিতে রূপান্তরিত করলে কত কিলোওয়াট ঘণ্টা শক্তি উৎপন্ন হবে? (প্রয়োগ)
ক ২.৫ × ১০-১০ কডয √ ২.৫ × ১০১০ কডয
গ ১.০৮ × ১০১৯ কডয ঘ ১.০৮ × ১০-১৯ কডয
৯১. ২ শম ভরের কোনো বস্তুর বেগ ৩ ms-1 থেকে ৬ ms-1 করা হলে এর গতিশক্তি কত বৃদ্ধি পাবে? (প্রয়োগ)
ক ৯ J খ ১৮ J
√ ২৭ J ঘ ৩৬ J
৯২. ১০ শম ভরের একটি বস্তুকে ভ‚মি হতে 30 m উচ্চতায় ছাদে তোলা হলো। ছাদে বস্তুটির বিভব শক্তি ও গতিশক্তির মোট পরিমাণ কত? (উচ্চতর দক্ষতা)
ক ৩০০ J খ ২৯৪.৩ J
গ ২.৯৪৩ × ১০২ J √ ২৯৪৩ J
৯৩. ৭০ শম ভরের একজন দৌড়বিদের গতিশক্তি কত হলে তার বেগ ৭ ms-1 হবে? (প্রয়োগ)
ক ১৫৭১ J √ ১৭১৫ J
গ ১৫১৭ J ঘ ১১৭৫ J
৯৪. ৬০ শস/য গতিতে চলমান একটি গাড়ি থামাতে ব্রেক প্রয়োগ করা হলো। গাড়ির ভর ৫০০০ শম হলে এর গতিশক্তি কত? (প্রয়োগ)
ক ১.৩৭ × ১০৬ J খ ৯ × ১০৬ J
√ ৬.৯৪ × ১০৫ J ঘ ২.৫ × ১০৯ J
৯৫. ৫ শম ভরের একটি বস্তুকে ভ‚পৃষ্ঠ থেকে 30 m উচ্চতায় তুলতে এর বিভব শক্তি কত? (প্রয়োগ)
ক ১৫০ J খ ১২৬০ J
√ ১৪৭০ J ঘ ১৫৭০ J
৯৬. খেলনা গাড়িতে সঞ্চিত বিভব শক্তি কোন পদ্ধতিতে রূপান্তরিত হয়? (প্রয়োগ)
ক তাপশক্তি খ আলোক শক্তি
√ গতিশক্তি ঘ বিদ্যুৎ শক্তি
৯৭. ১২৬০ J গতিশক্তি বিশিষ্ট একজন দৌড়বিদের বেগ ৬ ms-1 হলে তার ভর কত? (প্রয়োগ)
ক ৫০ শম √ ৭০ শম
গ ৯০ শম ঘ ১১০ শম
৯৮. একটি বস্তুকে টানটান করলে এর মধ্যে কোন শক্তি জমা থাকে? (অনুধাবন)
ক রাসায়নিক শক্তি √ বিভব শক্তি
গ তাপশক্তি ঘ গতিশক্তি
৯৯. ৫০০ শম ভরের একটি গাড়ি স্থির অবস্থান থেকে ৫ সং-২ সুষম ত্বরণে ৫ ং চলার পর সুষম বেগে চলতে থাকে। গাড়িটির সর্বোচ্চ গতিশক্তি কত? (উচ্চতর দক্ষতা)
ক ৬২৫ J খ ৬২৫০ J
√ ১৫৬২৫০ J ঘ ৩১২৫৫০০ J
১০০. ৭০ শম ভরের একজন দৌড়বিদের গতিশক্তি ১২৬০ J হলে তার বেগ কত? (প্রয়োগ)
ক ৪সং১ √ ৬ সং১
গ ১৬ সং১ ঘ 20 mং১
১০১. ১০ শম ভরের বস্তুকে ১০স উঁচুতে রাখলে এর বিভব শক্তি কত হবে? (প্রয়োগ)
ক ১০০ J খ ২০০ J
√ ৯৮০ J ঘ ৯৮০০ J
১০২. ১ শম ভরের কোনো একটি বস্তুকে ২ সং১ বেগে খাড়া উপরে ছুড়ে মারলে সর্বাধিক উচ্চতায় এর গতিশক্তি কত হবে? (প্রয়োগ)
ক ১৯.৬ J খ ৩৯.২ J
√ ০ J ঘ ৯৮ J
১০৩. একটি ৮০০ শম ভরের গাড়ি ৩৬ শসয১ বেগে গতিশীল অবস্থায় এর গতিশক্তি কত? (প্রয়োগ)
ক ৫.১৮ × ১০৫ J খ ১.০২ × ১০৪ J
√ ৪.০ × ১০৪ J ঘ ৭.২০ × ১০৩ J
১০৪. একটি ১ শম ভরের বস্তু ১০ স উঁচু থেকে পড়তে শুরু করল। বস্তুর বিভব শক্তি যখন ৬০ J তখন এর গতিশক্তি কত? (প্রয়োগ)
ক ৯৮ J √ ৩৮ J
গ ৪০ J ঘ ৩০ J
১০৫. ৬ শম ভরের বস্তুকে 20 m উচ্চতায় তুললে বিভব শক্তি কত হবে? (প্রয়োগ)
√ ১১৭৬ J খ ১১৮০ J
গ ১১৭০ J ঘ ১১৯০ J
১০৬. ৪০স উচ্চতা থেকে একটি বস্তুকে বিনা বাধায় পড়তে দিলে কোন উচ্চতায় গতিশক্তি বিভব শক্তির তিনগুণ হবে? (প্রয়োগ)
√ ১০ স খ 40 m
গ ১৫ স ঘ ২০.৬ স
 বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্নোত্তর
১০৭. স্থির অবস্থান থেকে মুক্তভাবে পড়ন্ত বস্তুর ভ‚মি স্পর্শ করার মুহ‚র্তে- (প্রয়োগ)
i. সমস্ত শক্তিই বিভব শক্তি
ii. সমস্ত শক্তিই গতিশক্তি
iii. বিভব শক্তি শূন্য
নিচের কোনটি সঠিক?
ক i ও ii খ i ও iii
√ ii ও iii ঘ i, ii ও iii
১০৮. গতি শক্তি- (অনুধাবন)
i. সমান কৃতকাজ
ii. বেগের ওপর নির্ভরশীল
iii. বেশি হবে বস্তুর ভর কম হলে
নিচের কোনটি সঠিক?
√ i ও ii খ i ও iii
গ ii ও iii ঘ i, ii ও iii
১০৯. কোনো ক্রেনের সাহায্যে ৮০০ শম ইস্পাতকে ২০ ং-এ ১০ স উঁচুতে তোলা হলো। এক্ষেত্রেÑ (উচ্চতর দক্ষতা)
i. ১০ স উঁচুতে ওঠানোর ফলে ইস্পাতের বিভব শক্তির পরিবর্তন ৭৮.৪ শJ
ii. ক্রেনের ক্ষমতা ৩.৯২ কড
iii. ক্রেন দ্বারা কৃতকাজ ধনাত্মক
নিচের কোনটি সঠিক?
√ i ও ii খ i ও iii
গ ii ও iii ঘ i, ii ও iii
১১০. শক্তি সম্পর্কে নিচের উক্তিগুলো লক্ষ কর (অনুধাবন)
i. কৃতকাজের সাথে গতিশক্তির কোনো সম্পর্ক নেই
ii. গতিশক্তি ও বিভব শক্তি শক্তির প্রকারভেদ
iii. শক্তির রূপান্তর সম্ভব
নিচের কোনটি সঠিক?
ক i ও ii খ i ও iii গ ii ও iii √ i, ii ও iii
১১১. ৫ শম ভরের একটি বল ৬.০ স উচ্চতার একটি সিঁড়ির কিনারে স্থির আছে। এক্ষেত্রেÑ (উচ্চতর দক্ষতা)

i. ভ‚মির সাপেক্ষে বলটির অভিকর্ষজ বিভব শক্তি ২৯৪ J
ii. যদি বলটি এক ধাপ নিচে নামে তবে এটি ৭৩.৫ J বিভব শক্তি হারাবে
iii. ভ‚মিতে পড়ার পূর্বমুহূর্তে বলটির সমস্ত গতিশক্তি বিভব শক্তিতে রূপান্তরিত হবে
নিচের কোনটি সঠিক?
√ i ও ii খ i ও iii
গ ii ও iii ঘ i, ii ও iii
 অভিন্ন তথ্যভিত্তিক বহুনির্বাচনি প্রশ্নোত্তর
নিচের উদ্দীপকটি পড় এবং ১১২ ও ১১৩ প্রশ্নের উত্তর দাও :
৬০ শম ভরের একজন বালক দৌড়ে ১ মিনিটে 50 m উঁচু দালানের ছাদে উঠল।
১১২. ছাদে বালকটির বিভব শক্তি কত হবে? (প্রয়োগ)
√ ২৯৪০০ J খ ২৪৯০০ J
গ ৯২৪০০ J ঘ ৯৪২০০ J
১১৩. বালকটি ২ ms-1 বেগে দৌড়ালে তার গতিশক্তি কত হবে? (উচ্চতর দক্ষতা)
ক ৬০ J √ ১২০ J
গ ২৪০ J ঘ ৩০০ J
চিত্রসহ নিচের উদ্দীপকটি পড় এবং ১১৪ ও ১১৫ প্রশ্নের উত্তর দাও :
১ শম ভরের একটি বস্তুকে অ বিন্দু হতে মুক্তভাবে ছেড়ে দেওয়া হলো।
(অঈ = ১০০ স এবং AB = অঈ২)

১১৪. বস্তুটি সর্বোচ্চ কত বেগপ্রাপ্ত হবে? (প্রয়োগ)
ক ১০০ ms-1 √ ৪৪.৭২ ms-1
গ ৪৪.২৭ ms-1 ঘ ৩১.৬২ ms-1
১১৫. উদ্দীপকের বস্তুটির ক্ষেত্রে- (উচ্চতর দক্ষতা)
i. ঈ বিন্দুতে বিভব শক্তি সর্বোচ্চ হবে
ii. ই বিন্দুতে বিভব শক্তি ও গতিশক্তি সমান হবে
iii. অ বিন্দুতে বিভব শক্তি ১০০০ J
নিচের কোনটি সঠিক?
ক i ও ii খ i ও iii
√ ii ও iii ঘ i, ii ও iii
নিচের চিত্রটি লক্ষ কর এবং ১১৬ ও ১১৭ নং প্রশ্নের উত্তর দাও :
চিত্রে অ বিন্দু হতে ১০০ ম ভরের একটি বস্তু মুক্তভাবে পড়ছে।

১১৬. ই বিন্দুতে বিভব শক্তি কত? (প্রয়োগ)
ক ০ J খ ০.৯৮ J
√ ৩৯.২ J ঘ ৩৯২০ J
১১৭. চিত্রের বস্তুটির ক্ষেত্রেÑ (উচ্চতর দক্ষতা)
i. ই বিন্দুতে প্রতিক্রিয়া বল শূন্য
ii. ই বিন্দুতে বিভব শক্তি × ২ = ই বিন্দুতে গতিশক্তি
iii. অ বিন্দুতে বিভব শক্তি = ই বিন্দুতে মোট শক্তি
নিচের কোনটি সঠিক?
ক i ও ii √ i ও iii
গ ii ও iii ঘ i, ii ও iii

চিত্রের তথ্য অনুসারে নিচের ১১৮ – ১২০ নং প্রশ্নের উত্তর দাও :
১১৮. রশি ছিঁড়ে অ বস্তুটি ঈ বিন্দুতে পৌঁছলে সেখানে বিভব শক্তি কত হবে? (প্রয়োগ)
ক ১৪.৭ শJ √ ২৯.৪ শJ
গ ৪৪.১ শJ ঘ ২০ শJ
১১৯. রশ্মি ছিঁড়ে অ বস্তুটি পড়ার সময় উ বিন্দুতে তার গতিশক্তি কত? (প্রয়োগ)
ক ১৪.৭ শJ √ ২৯.৪ শJ
গ ৪৪.১ শJ ঘ ২০.৫ শJ
১২০. ঈ বিন্দুতে মোট শক্তির পরিমাণ কত? (উচ্চতর দক্ষতা)
√ ৪৪.১ শJ খ ৫৮.৮১ শJ
গ ৩৪.৭ শJ ঘ ৪৯.৪ শJ
নিচের তথ্যের আলোকে ১২১ ও ১২২ নং প্রশ্নের উত্তর দাও :
২ শম ভরের একটি বস্তুকে একটি ঘর্ষণহীন ট্র্যাকের অ বিন্দু থেকে ছেড়ে দেওয়া হলো। ধরা যাক, ঊ বিন্দুতে অভিকর্ষজ বিভব শক্তি শূন্য।

১২১. অ বিন্দুতে বস্তুর অভিকর্ষজ বিভব শক্তি কত? (প্রয়োগ)
ক ৭০০ J √ ৭৮৪ J
গ ৭০ J ঘ ২০ J
১২২. ই বিন্দুতে বস্তুর গতিশক্তি ঋ বিন্দুতে এর গতিশক্তিরÑ (প্রয়োগ)
√ অর্ধেক খ দ্বিগুণ
গ সমান ঘ চারগুণ
৪.৩ শক্তির প্রধান উৎস
 সাধারণ বহুনির্বাচনি প্রশ্নোত্তর
১২৩. পৃথিবীর প্রায় সকল শক্তির উৎস কী? (জ্ঞান)
√ সূর্য খ চন্দ্র
গ সমুদ্র ঘ তারকা
১২৪. কোন শক্তি ব্যবহারের ফলে মানুষের অর্থনৈতিক উন্নয়ন শুরু হয়? (জ্ঞান)
√ যান্ত্রিক শক্তি খ তড়িৎ শক্তি
গ শব্দ শক্তি ঘ আলোক শক্তি
১২৫. আদিমকালে মানুষ সকল কাজে কোন শক্তির ওপর পুরোপুরি নির্ভর করত? (জ্ঞান)
ক তাপশক্তি খ আলোক শক্তি
গ যন্ত্রশক্তি √ পেশিশক্তি
১২৬. কয়লা কী জাতীয় পদার্থ? (জ্ঞান)
ক রাসায়নিক পদার্থ √ জৈব পদার্থ
গ অজৈব পদার্থ ঘ ধাতব পদার্থ
১২৭. শক্তির উৎসগুলোর মধ্যে কোনটি বেশি পরিচিত? (জ্ঞান)
ক প্রাকৃতিক গ্যাস খ খনিজ তেল
√ কয়লা ঘ বায়ু
১২৮. রাসায়নিকভাবে পরিবর্তিত হয়ে গাছের পাতা ও কাণ্ড কিসে পরিণত হয়? (জ্ঞান)
ক লোহা √ কয়লা
গ হীরা ঘ সোনা
১২৯. বর্তমান সময়ে কয়লার প্রধান ব্যবহার কোনটি? (অনুধাবন)
√ বিদ্যুৎ উৎপাদনে খ মেলামাইন উৎপাদনে
গ ধাতব বস্তু উৎপাদনে ঘ বস্ত্র উৎপাদনে
১৩০. পরিবহনের জ্বালানির জন্য কোনটির ব্যবহার অত্যন্ত ব্যাপক? (জ্ঞান)
ক কয়লা √ পেট্রোলিয়াম
গ বিদ্যুৎ ঘ প্রাকৃতিক গ্যাস
১৩১. প্রাকৃতিক গ্যাস সৃষ্টির অন্যতম কারণ কোনটি? (উচ্চতর দক্ষতা)
ক সুনামি খ ভ‚মিকম্প
গ অগ্ন্যুৎপাত √ পৃথিবীর অভ্যন্তরীণ চাপ ও তাপ
১৩২. সূর্যরশ্মি হতে আগুন জ্বালানোর জন্য কী ব্যবহার করা হয়? (জ্ঞান)
ক হিটার খ বৈদ্যুতিক চুল্লি
√ দর্পণ ঘ বিদ্যুৎ কোষ
১৩৩. পানির স্রোত ও জোয়ার-ভাটাকে ব্যবহার করে কোনটি পাওয়া যায়? (জ্ঞান)
√ শক্তি খ ক্ষমতা
গ চৌম্বক ঘ খাদ্য
১৩৪. পানির স্রোতকে কাজে লাগিয়ে যে বিদ্যুৎ উৎপাদন করা হয় তাকে কী বলে? (জ্ঞান)
√ জলবিদ্যুৎ খ সৌর বিদ্যুৎ
গ বিভব বিদ্যুৎ ঘ রাসায়নিক বিদ্যুৎ
১৩৫. প্রবাহিত পানির স্রোত থেকে যান্ত্রিক শক্তি সংগ্রহ করে কোনটির সমন্বয়ে তড়িৎ উৎপাদন করা হয়? (জ্ঞান)
ক রাসায়নিক শক্তি খ গতিশক্তি
গ সৌরশক্তি √ চৌম্বক শক্তি
১৩৬. জলবিদ্যুৎ প্রকল্পে জলবিদ্যুৎ উৎপাদনের জন্য কোনটি ব্যবহার করা হয়? (জ্ঞান)
ক যান্ত্রিক শক্তি খ গতিশক্তি
√ বিভব শক্তি ঘ সৌরশক্তি
১৩৭. কোনটির সংস্পর্শে ভ‚গর্ভস্থ পানি বাষ্পে পরিণত হয়? (জ্ঞান)
ক ম্যাগমা √ হটস্পট
গ সৌরশক্তি ঘ বায়ুশক্তি
১৩৮. হটস্পটের সংস্পর্শে আসা পানি হতে সৃষ্ট বাষ্পের সাহায্যে বিদ্যুৎ উৎপাদন করে কোন দেশ? (জ্ঞান)
√ নিউজিল্যান্ড খ বাংলাদেশ
গ ভারত ঘ আমেরিকা
১৩৯. বায়োমাস থেকে কোনটি সহজে উৎপাদন করা যায়? (অনুধাবন)
√ বায়োগ্যাস খ প্রাকৃতিক গ্যাস
গ খনিজ তেল ঘ জলবিদ্যুৎ
১৪০. শক্তির বহুমুখী উৎস হিসেবে কোনটিকে বিবেচনা করা যায়? (জ্ঞান)
ক ম্যাগমা খ হটস্পট
√ বায়োমাস ঘ বায়োগ্যাস
১৪১. নিউক্লীয় বিক্রিয়ায় মোট ভরের একটি ক্ষুদ্র ভগ্নাংশের রূপান্তরিত ফল কোনটি? (জ্ঞান)
ক কাজ √ শক্তি
গ ক্ষমতা ঘ আয়ন
১৪২. শক্তির যাবতীয় প্রয়োজন মেটাতে কোন শক্তির প্রয়োজন? (জ্ঞান)
√ নবায়নযোগ্য খ অনবায়নযোগ্য
গ রাসায়নিক শক্তি ঘ বিভব শক্তি
১৪৩. কয়লাচালিত বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের প্রধান সমস্যা কী? (অনুধাবন)
ক এটি কালো ধোঁয়া নির্গমন করে
খ এটি বাষ্প নির্গমন করে
ঘ এটি ঈঙ২ নির্গমন করে
√ এটি সালফারের ধোঁয়া নির্গমন করে
১৪৪. তাপবিদ্যুৎ কেন্দ্রের সৃষ্ট সালফার ধোঁয়া নির্গমনের ফলে কী হয়? (অনুধাবন)
ক ভ‚মিকম্প ঘ ঘূর্ণিঝড়
গ জলোচ্ছ¡াস √ এসিড বৃষ্টি
১৪৫. প্রাচীন পাথুরে খোদাই করা কাজ নষ্ট করে ফেলে নিচের কোনটি? (জ্ঞান)
ক ঈঙ২ খ পানি
গ কয়লার ধোঁয়া √ সালফারের ধোঁয়ায় সৃষ্ট এসিড
১৪৬. পেট্রোলিয়াম কোন ভাষার শব্দ? (জ্ঞান)
ক ইংরেজি খ স্প্যানিশ
গ পর্তুগিজ √ ল্যাটিন
১৪৭. পেট্রো শব্দের অর্থ কী? (জ্ঞান)
ক পোড়া খ তেল
গ জ্বালানি √ পাথর
১৪৮. অলিয়াম শব্দের অর্থ কী? (জ্ঞান)
ক পাথর খ জ্বালানি
√ তেল ঘ খনিজ
১৪৯. পেট্রোলিয়াম কী? (জ্ঞান)
ক কেরোসিন খ আলকাতরা
√ পাথরে সঞ্চিত তেল ঘ টলুইন
১৫০. পেট্রোল, পাকা রাস্তার ওপর দেয়া পিচ, কেরোসিন পাওয়া যায় কী নিষ্কাশনের ফলে? (অনুধাবন)
ক প্রাকৃতিক গ্যাস খ কয়লা
√ পেট্রোলিয়াম ঘ সোডিয়াম
১৫১. টেরিলিন, পলিয়েস্টার, ক্যাশমলিন ইত্যাদি কৃত্রিম বস্তুগুলোর উৎস কোনটি? (অনুধাবন)
√ পেট্রোলিয়াম খ কয়লা
গ রেয়ন ঘ তুলা
১৫২. পেট্রোলিয়ামজাত সামগ্রীর প্রধান ব্যবহার কোনটি? (জ্ঞান)
ক তড়িৎশক্তি উৎপাদন খ যান্ত্রিক শক্তি
√ তড়িৎশক্তি ও যান্ত্রিক শক্তি ঘ তাপশক্তি ও তড়িৎশক্তি
১৫৩. প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান কী? (জ্ঞান)
√ মিথেন খ অক্সিজেন
গ অক্সিলিন ঘ কার্বন ডাইঅক্সাইড
১৫৪. কয়লা, খনিজ তেল, প্রাকৃতিক গ্যাসকে কীরূপ শক্তি বলে? (জ্ঞান)
ক নবায়নযোগ্য শক্তি √ অনবায়নযোগ্য শক্তি
গ সৌরশক্তি ঘ জোয়ার ভাটার শক্তি
১৫৫. জীবাশ্ম জ্বালানিতে কী বিদ্যমান? (জ্ঞান)
√ সঞ্চিত সৌরশক্তি খ বায়ুশক্তি
গ তাপশক্তি ঘ রাসায়নিক শক্তি
১৫৬. ধাতব প্রতিফলকের সাহায্যে সূর্যরশ্মিকে ব্যবহার করে কী তৈরি করা হয়? (জ্ঞান)
√ সৌরচুল্লি খ সৌরবিদ্যুৎ
গ ক্যালকুলেটর ঘ ক্যামেরা
১৫৭. সূর্য হতে সরাসরি তড়িৎ পাওয়ার কৌশল কী? (অনুধাবন)
ক সৌরচুল্লি √ সৌরকোষ
গ তড়িৎ রাসায়নিক কোষ ঘ লেন্স
১৫৮. কৃত্রিম উপগ্রহে কিসের সাহায্যে তড়িৎ প্রেরণ করা হয়? (জ্ঞান)
ক লেজার রশ্মির সাহায্যে খ রকেট উৎক্ষেপণের মাধ্যমে
গ জ্বালানি সরবরাহ করে √ সৌরকোষের মাধ্যমে
১৫৯. জলবিদ্যুৎ উৎপাদনে ব্যবহৃত হয় কোনটি? (অনুধাবন)
ক গতিশক্তি খ যান্ত্রিক শক্তি
গ বিদ্যুৎ শক্তি √ বিভব শক্তি
১৬০. জলবিদ্যুৎ কেন্দ্রের টারবাইন ঘুরানোর ফলে কী কী শক্তির সমন্বয় ঘটে? (জ্ঞান)
ক তাপ ও চৌম্বক শক্তি √ যান্ত্রিক ও চৌম্বক শক্তি
গ শব্দ ও তাপশক্তি ঘ তড়িৎ ও তাপশক্তি
১৬১. আমাদের দেশের একমাত্র পানিবিদ্যুৎ কেন্দ্র কোথায়? (জ্ঞান)
ক মহেশখালী খ কক্সবাজার
গ সীতাকুণ্ড √ কাপ্তাই
১৬২. কাপ্তাই পানিবিদ্যুৎ প্রকল্পে বিদ্যুৎ শক্তির মূল উৎস কী? (অনুধাবন)
ক পানির গতিশক্তি √ পানির বিভব শক্তি
গ যান্ত্রিক শক্তি ঘ রাসায়নিক শক্তি
১৬৩. জলবিদ্যুৎ কেন্দ্রে বাঁধ দিয়ে পানি আটকানো হয় কেন? (উচ্চতর দক্ষতা)
ক পানির গতিশক্তিকে কাজে লাগানোর জন্য
খ পানির গতিশক্তি বাড়ানোর জন্য
√ পানির বিভব শক্তি বৃদ্ধি করার জন্য
ঘ পানির বিভব শক্তি কমানোর জন্য
১৬৪. জোয়ার-ভাটার শক্তির সাহায্যে তড়িৎ উৎপাদনের ক্ষেত্রে সফল কোন দেশ? (জ্ঞান)
ক ইংল্যান্ড খ যুক্তরাষ্ট্র
√ ফ্রান্স ঘ রাশিয়া
১৬৫. বায়ু প্রবাহজনিত গতিশক্তিকে যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত করে কোন যন্ত্র? (জ্ঞান)
√ উইন্ডমিল খ ডায়নামো
গ মোটর ঘ ট্রান্সফরমার
১৬৬. পাল তোলা নৌকা চালাতে সাহায্য করে কোন শক্তি? (অনুধাবন)
√ বায়ুশক্তি খ সৌরশক্তি
গ খনিজ শক্তি ঘ যান্ত্রিক শক্তি
১৬৭. ভ‚অভ্যন্তরে উত্তপ্ত গলিত শিলাকে কী বলা হয়? (জ্ঞান)
ক আগ্নেয়গিরি √ ম্যাগমা
গ লাভা ঘ কয়লা
১৬৮. ভ‚পৃষ্ঠের যে স্থানে খানিকটা নিচে ম্যাগমা জমাকৃত হয় তাকে কী বলা হয়? (জ্ঞান)
ক আগ্নেয়গিরি খ পাহাড়
গ পর্বত √ হটস্পট
১৬৯. ৪/৫ জনের একটি পরিবারের রান্না ও বাতি জ্বালানোর গ্যাসের জন্য কয়টি গরুই যথেষ্ট? (জ্ঞান)
ক ৪-৫টি খ ৩-৪টি
√ ২-৩টি ঘ ১-২টি
১৭০. সৌরশক্তি সবুজ উদ্ভিদ ও গাছপালা দ্বারা সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় কিসে রূপান্তরিত হয়? (অনুধাবন)
ক কয়লায় খ খনিজে
গ জ্বালানি তেলে √ বায়োমাসে
১৭১. বায়োগ্যাসে গোবর ও পানির অনুপাত কত? (জ্ঞান)
√ ১ : ২ খ ২ : ১
গ ২ : ৩ ঘ ৩ : ২
১৭২. যে নিউক্লীয় বিক্রিয়ায় প্রাপ্ত শক্তিকে বিদ্যুৎ উৎপাদনে ব্যবহার করা হয় তাকে কী বলে? (জ্ঞান)
ক নিউক্লীয় ফিউশন √ নিউক্লীয় ফিশন
গ নিউক্লীয় জারণ ঘ নিউক্লীয় বিজারণ
১৭৩. নিউক্লীয় বিক্রিয়ায় পদার্থ কিসে রূপান্তরিত হয়? (প্রয়োগ)
ক আয়নে খ পানিতে
√ শক্তিতে ঘ নতুন পদার্থে
১৭৪. পদার্থ শক্তিতে রূপান্তরিত হওয়ার সমীকরণ কোনটি? (প্রয়োগ)
ক ঊ = ১২সা২ √ ঊ = সপ২৩
গ ঊ = সধং ঘ ঊ = ১২ধা
১৭৫. একটি ফিশন বিক্রিয়ায় নির্গত শক্তির পরিমাণ কত? (প্রয়োগ)
ক ৩.২ × ১০১১ J √ ৩.২ × ১০১১ J
গ ৩.০ × ১০১১ J ঘ ৩.২ × ১০৫ J
১৭৬. ফিশন বিক্রিয়ায় এক টন ইউরেনিয়াম হতে প্রাপ্তশক্তি কত টন কয়লা পোড়ানো শক্তির সমান? (প্রয়োগ)
ক ১ লক্ষ খ ২ লক্ষ
গ ৫ লক্ষ √ ১০ লক্ষ
 বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্নোত্তর
১৭৭. জীবাশ্ম জ্বালানি (অনুধাবন)
i. প্রাকৃতিক গ্যাস
ii. খনিজ তেল
iii. কয়লা
নিচের কোনটি সঠিক?
ক i ও ii খ i ও iii
গ ii ও iii √ i, ii ও iii
১৭৮. সৌরকোষের ব্যবহার (অনুধাবন)
i. সীমিত মাত্রায় বিদ্যুৎ উৎপাদনে
ii. সাবমেরিনে
iii. পকেট রেডিওতে
নিচের কোনটি সঠিক?
ক i ও ii √ i ও iii
গ ii ও iii ঘ i, ii ও iii
১৭৯. নিউক্লীয় জ্বালানির বর্জ্য (অনুধাবন)
i. হাজার বছর ধরে সংরক্ষণ করতে হয়
ii. অতিমাত্রায় তেজস্ক্রিয়
iii. বিপজ্জনক নয়
নিচের কোনটি সঠিক?
√ i ও ii খ i ও iii
গ ii ও iii ঘ i, ii ও iii
১৮০. শক্তির উৎস হলোÑ (অনুধাবন)
i. সূর্য
ii. গোবর ও পচা আবর্জনা দ্রব্য
iii. পৃথিবীর অভ্যন্তরে অবস্থিত গলিত উত্তপ্ত পদার্থ
নিচের কোনটি সঠিক?
ক i ও ii খ i ও iii
গ ii ও iii √ i, ii ও iii
১৮১. খনিজ তেল ও প্রাকৃতিক গ্যাসÑ (অনুধাবন)
i. এদেরকে নবায়নযোগ্য শক্তি বলা হয়
ii. উভয় জ্বালানি হিসেবে ব্যবহার হয়
iii. উভয়ই জীবাশ্ম জ্বালানি রূপে পরিচিত
নিচের কোনটি সঠিক?
ক i ও ii খ i ও iii
√ ii ও iii ঘ i, ii ও iii
১৮২. কয়লার ব্যবহারের ফলেÑ (অনুধাবন)
i. আবহাওয়াতে বিপর্যয় ঘটে
ii. প্রচুর শক্তি পাওয়া যায়
iii. বাতাসে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ কমে যাচ্ছে
নিচের কোনটি সঠিক?
√ i ও ii খ i ও iii
গ ii ও iii ঘ i, ii ও iii
১৮৩. এসিড বৃষ্টির ফলেÑ (অনুধাবন)
i. পুকুর, হ্রদ ও খালবিলে মাছ মরে যায়
ii. বনভ‚মি ধ্বংস হয়ে যায়
iii. প্রাচীন পাথরে খোদাই করা কাজ নষ্ট হয়
নিচের কোনটি সঠিক?
ক i ও ii খ i ও iii
গ ii ও iii √ i, ii ও iii
১৮৪. সৌরশক্তিÑ (অনুধাবন)
i. পৃথিবীতে সকল প্রকার শক্তির উৎস
ii. নবায়নযোগ্য শক্তির একটি বিরাট উৎস
iii. বায়োমাসের শক্তিতে রূপান্তরিত হয়
নিচের কোনটি সঠিক?
ক i ও ii খ i ও iii
গ ii ও iii √ i, ii ও iii
১৮৫. পেট্রোলিয়াম হলোÑ (অনুধাবন)
i. খনিজ তেল
ii. ল্যাটিন শব্দ
iii. ইংরেজি শব্দ
নিচের কোনটি সঠিক?
√ i ও ii খ i ও iii
গ ii ও iii ঘ i, ii ও iii
১৮৬. পেট্রোলিয়াম থেকে পাওয়া যায়Ñ (অনুধাবন)
i. ক্যাশমিলন
ii. পলিয়েস্টার
iii. টেরিলিন
নিচের কোনটি সঠিক?
ক i ও ii খ i ও iii
গ ii ও iii √ i, ii ও iii
 অভিন্ন তথ্যভিত্তিক বহুনির্বাচনি প্রশ্নোত্তর
নিচের তথ্যের আলোকে ১৮৭ ও ১৮৮ নং প্রশ্নের উত্তর দাও :
শক্তির অতি পরিচিত উৎস হলো কয়লা, খনিজ তেল ও প্রাকৃতিক গ্যাস।
১৮৭. উদ্দীপকে উল্লিখিত উৎসগুলোকে কী বলা হয়? (জ্ঞান)
ক বায়োমাস খ নবায়নযোগ্য শক্তি
গ রাসায়নিক শক্তি √ জীবাশ্ম জ্বালানি
১৮৮. নানা রকম কৃত্রিম বস্ত্র পাওয়া যায় কোনটি থেকে? (অনুধাবন)
ক কয়লা √ খনিজ তেল
গ প্রাকৃতিক গ্যাস ঘ সবগুলো
নিচের উদ্দীপকটি পড় এবং ১৮৯ ও ১৯০ নং প্রশ্নের উত্তর দাও :
শক্তির বেশ কয়েকটি উৎস হলো কয়লা, প্রাকৃতিক গ্যাস, বায়ুশক্তি, সৌরশক্তি, নিউক্লীয় শক্তি। এদের কয়েকটিকে পুনঃপুন ভাবে উৎপাদন করা যায় বলে নবায়নযোগ্য শক্তির উৎস বলা হয়।
১৮৯. উদ্দীপকে উল্লিখিত নবায়নযোগ্য শক্তির উৎসের কয়টি উদাহরণ রয়েছে? (উচ্চতর দক্ষতা)
√ ২টি খ ৩টি
গ ৪টি ঘ ৫টি
১৯০. শক্তির উৎসসমূহের মধ্যেÑ (অনুধাবন)
i. দুইটিকে জীবাশ্ম জ্বালানি বলা হয়
ii. শক্তির সকল প্রকার রূপান্তর সম্ভব
iii. তিনটি হলো অনবায়নযোগ্য শক্তির উৎস
নিচের কোনটি সঠিক?
ক i ও ii √ i ও iii
গ ii ও iii ঘ i, ii ও iii
৪.৪ শক্তির রূপান্তর
 সাধারণ বহুনির্বাচনি প্রশ্নোত্তর
১৯১. হাতে হাত ঘষলে যে তাপ উৎপন্ন হয়, তা কোন শক্তি থেকে উৎপন্ন হয়? (জ্ঞান)
ক বিভব শক্তি খ গতি শক্তি
√ যান্ত্রিক শক্তি ঘ শব্দ শক্তি
১৯২. কোনটিকে বাষ্পীয় ইঞ্জিনে তাপের সাহায্যে বাষ্প উৎপন্ন করে চালানো হয়? (জ্ঞান)
√ রেলগাড়ি খ বিমান
গ ট্রাক ঘ বাস
১৯৩. পানি ঝরনা বা নদীরূপে উপর থেকে নিচে নেমে আসলে কোনটি গতিশক্তিতে রূপান্তরিত হয়? (জ্ঞান)
ক রাসায়নিক শক্তি √ বিভব শক্তি
গ গতিশক্তি ঘ নিউক্লীয় শক্তি
১৯৪. সঞ্চয়ক কোষে তড়িৎ শক্তি কোন শক্তিতে রূপান্তরিত হয়? (জ্ঞান)
ক যান্ত্রিক শক্তি খ বিভব শক্তি
√ রাসায়নিক শক্তি ঘ গতিশক্তি
১৯৫. কাজ করার জন্য প্রয়োজনীয় শক্তি মানুষ কোন শক্তি থেকে পায়? (জ্ঞান)
ক যান্ত্রিক শক্তি খ বিভব শক্তি
গ তাপশক্তি √ রাসায়নিক শক্তি
১৯৬. খাদ্য থেকে আমরা পাই? (জ্ঞান)
ক তাপশক্তি খ গতিশক্তি
গ যান্ত্রিক শক্তি √ রাসায়নিক শক্তি
১৯৭. যে তড়িৎ যন্ত্র তড়িৎ শক্তিকে যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত করে তাকে কী বলে? (জ্ঞান)
ক ডায়নামো √ তড়িৎ মোটর
গ জেনারেটর ঘ রূপান্তরক
১৯৮. রাসায়নিক শক্তি থেকে বিদ্যুৎ শক্তি পাওয়া যায় কোথায়? (জ্ঞান)
ক তাপ বিদ্যুৎ কেন্দ্রে √ ব্যাটারিতে
গ জেনারেটরে ঘ মোটরে
১৯৯. ফটো ভোলটেইক সেলের ওপর আলোর ক্রিয়ার ফলে আলোক শক্তি কী ধরনের শক্তিতে রূপান্তরিত হয়? (অনুধাবন)
√ তড়িৎ শক্তি খ রাসায়নিক শক্তি
গ শব্দ শক্তি ঘ তাপশক্তি
২০০. পারমাণবিক শক্তির ধ্বংসলীলা কোন শক্তির রূপান্তর ভিন্ন আর কিছুই নয়? (অনুধাবন)
ক রাসায়নিক শক্তি খ আণবিক শক্তি
গ পারমাণবিক শক্তি √ নিউক্লীয় শক্তি
২০১. বাতি জ্বলতে থাকলে শক্তির রূপান্তর কীরূপ হয়? (জ্ঞান)
√ বিদ্যুৎ শক্তি তাপ ও আলোক শক্তিতে
খ বিদ্যুৎ শক্তি আলোক শক্তিতে
গ তাপশক্তি আলোক শক্তিতে
ঘ বিদ্যুৎ শক্তি আলোক শক্তিতে
২০২. টেলিগ্রাফ বা রেডিওর গ্রাহক যন্ত্রে শক্তির রূপান্তর কীরূপ হয়? (উচ্চতর দক্ষতা)
ক তড়িৎ শক্তি  যান্ত্রিক শক্তি √ তড়িৎ শক্তি  শব্দ শক্তি
গ শব্দ শক্তি  তড়িৎ শক্তি ঘ যান্ত্রিক শক্তি  তড়িৎ শক্তি
২০৩. ফটোগ্রাফিক কাগজের ওপর আলোর ক্রিয়ার ফলে আলোক শক্তি কোন শক্তিতে রূপান্তরিত হয়? (প্রয়োগ)
ক তড়িৎ শক্তি খ যান্ত্রিক শক্তি
গ শব্দশক্তি √ রাসায়নিক শক্তি
২০৪. পারমাণবিক সাবমেরিনে শক্তির রূপান্তর কিরূপ হয়? (অনুধাবন)
√ নিউক্লীয় শক্তি  যান্ত্রিক শক্তিতে
খ যান্ত্রিক শক্তি  বিদ্যুৎ শক্তিতে
গ নিউক্লীয় শক্তি  বিদ্যুৎ শক্তিতে
ঘ রাসায়নিক শক্তি  বিদ্যুৎ শক্তিতে
২০৫. একটি বৈদ্যুতিক কেটলিতে তুমি পানি গরম করলে কীভাবে শক্তির রূপান্তর হবে? (অনুধাবন)
ক তাপশক্তি গতিশক্তিতে √ বৈদ্যুতিক শক্তি তাপশক্তিতে
গ বৈদ্যুতিক শক্তি যান্ত্রিক শক্তিতে ঘ বিভব শক্তি গতিশক্তিতে
২০৬. একটি নিউক্লিয়ার বোমা ফাটানো হলে শক্তির কী কী রূপান্তর ঘটে? (উচ্চতর দক্ষতা)
ক পরমাণু শক্তিআলোক শক্তিতাপ শক্তিশব্দ শক্তি
√ পরমাণু শক্তিতাপ শক্তিআলোক শক্তিশব্দ শক্তি
গ পরমাণু শক্তিশব্দ শক্তিআলোক শক্তিতাপ শক্তি
ঘ পরমাণু শক্তিবৈদ্যুতিক শক্তিআলোক শক্তিশব্দ শক্তি
২০৭. কাঠখড়ি পোড়ালে শক্তির কী রূপান্তর হয়? (জ্ঞান)
√ রাসায়নিক শক্তি  তাপশক্তি খ তাপশক্তি  আলোকশক্তি
গ যান্ত্রিক শক্তি  আলোকশক্তি ঘ রাসায়নিক শক্তি  বায়ুশক্তি
২০৮. দুটি ভিন্ন ধাতবের সংযোগস্থলে তাপ প্রয়োগ করলে কোন শক্তি পাওয়া যায়? (জ্ঞান)
ক রাসায়নিক শক্তি √ তড়িৎ শক্তি
গ তাপশক্তি ঘ আলোকশক্তি
২০৯. ফটোগ্রাফিক প্লেট কী করে? (অনুধাবন)
ক শব্দকে আলোতে রূপান্তর করে
খ আলোকে বিদ্যুতে রূপান্তর করে
গ শব্দকে রাসায়নিক শক্তিতে রূপান্তর করে
√ আলোকে রাসায়নিক শক্তিতে রূপান্তর করে
২১০. বৈদ্যুতিক শক্তিকে যান্ত্রিক শক্তিতে রূপান্তর করে কোনটি? (জ্ঞান)
ক জেনারেটর √ তড়িৎমোটর
গ ডেনিয়েল কোষ ঘ ট্রান্সফরমার
২১১. নিউক্লীয় সাবমেরিনে সংঘটিত শক্তির রূপান্তর কী রূপ? (উচ্চতর দক্ষতা)
√ নিউক্লীয় শক্তি  যান্ত্রিক শক্তি
খ নিউক্লীয় শক্তি  তাপশক্তি
গ রাসায়নিক শক্তি  তাপশক্তি
ঘ শব্দশক্তি  যান্ত্রিক শক্তি
২১২. হাতুড়ি দিয়ে পেরেক মারার সময় শক্তির রূপান্তর কীরূপ? (উচ্চতর দক্ষতা)
ক বিভব শক্তি  রাসায়নিক শক্তি  তাপশক্তি
খ তাপশক্তি  শব্দশক্তি  যান্ত্রিক শক্তি
গ বায়ুশক্তি  বিভব শক্তি  পেশিশক্তি
√ বিভব শক্তি  গতিশক্তি  তাপশক্তি
 বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্নোত্তর
২১৩. বাল্বের ফিলামেন্ট দিয়ে তড়িৎ প্রবাহের ফলে পাওয়া যায়Ñ (অনুধাবন)
i. তাপ শক্তি
ii. বিদ্যুৎ শক্তি
iii. আলোক শক্তি
নিচের কোনটি সঠিক?
ক i ও ii √ i ও iii
গ ii ও iii ঘ i, ii ও iii
২১৪. নিচে শক্তি একরূপ থেকে অন্যরূপে রূপান্তরিত হওয়ার তথ্য দেওয়া হলোÑ (অনুধাবন)
i. রাসায়নিক শক্তি থেকে তাপশক্তি
ii. তাপশক্তি থেকে আলোক শক্তি
iii. শব্দ শক্তি থেকে যান্ত্রিক শক্তি
নিচের কোনটি সঠিক?
√ i ও ii খ i ও iii
গ ii ও iii ঘ i, ii ও iii
২১৫. শক্তির রূপান্তরÑ (উচ্চতর দক্ষতা)
i. মানবসভ্যতা টিকিয়ে রাখার জন্য অত্যাবশ্যক
ii. এক্ষেত্রে কিছু শক্তি হারিয়ে যেতে পারে
iii. অনবরত ঘটছে
নিচের কোনটি সঠিক?
ক i ও ii √ i ও iii
গ ii ও iii ঘ i, ii ও iii
২১৬. শক্তির সংরক্ষণশীলতা নীতিÑ (অনুধাবন)
i. কেবল পৃথিবীতে প্রযোজ্য হয়
ii. শক্তির রূপান্তরের ক্ষেত্রে প্রযোজ্য
iii. মুক্তভাবে পড়ন্ত বস্তুর ক্ষেত্রে পুরোপুরি প্রযোজ্য
নিচের কোনটি সঠিক?
ক i ও ii খ i ও iii
√ ii ও iii ঘ i, ii ও iii
২১৭. রাসায়নিক শক্তির ক্ষেত্রেÑ (অনুধাবন)
i. খাদ্য ও জ্বালানি হলো এ শক্তির উৎস
ii. এটি যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত হতে পারে
iii. এ শক্তিকে বিদ্যুৎশক্তিতে রূপান্তর করে ডায়নামো প্রস্তুত করা হয়
নিচের কোনটি সঠিক?
√ i ও ii খ i ও iii
গ ii ও iii ঘ i, ii ও iii
 অভিন্ন তথ্যভিত্তিক বহুনির্বাচনি প্রশ্নোত্তর
নিচের তথ্যের আলোকে ২১৮ ও ২১৯ নং প্রশ্নের উত্তর দাও :
৬০ শসয১ বেগে গতিশীল একটি গাড়ি দুর্ঘটনা এড়ানোর জন্য চালক ব্রেক করলে গাড়িটি থেমে যায়। গাড়ির ভর ৫০০ শম।
২১৮. থেমে যাওয়ার মুহূর্তে গাড়িটির শক্তির কোন প্রকারের রূপান্তর ঘটে? (উচ্চতর দক্ষতা)
ক বিভব শক্তি, তাপশক্তিতে রূপান্তরিত হয়
খ বিভব শক্তি, তাপ ও শব্দ শক্তিতে রূপান্তরিত হয়
গ গতিশক্তি, বিভব শক্তিতে রূপান্তরিত হয়
√ গতিশক্তি, তাপ ও শব্দ শক্তিতে রূপান্তরিত হয়
২১৯. গাড়িটির গতিশক্তি কত? (প্রয়োগ)
ক ১.৩৭ × ১০৬ J খ ৯ × ১০৬ J
√ ৬.৯৪ × ১০৪ J ঘ ২.৫ × ১০২ J
নিচের উদ্দীপকটি পড় এবং ২২০ – ২২২ নং প্রশ্নের উত্তর দাও :
শক্তি অহরহ একরূপ থেকে অন্যরূপে রূপান্তরিত হচ্ছে। যেমন : যান্ত্রিক শক্তি, তাপশক্তি, রাসায়নিক শক্তি, আলোক শক্তি, তড়িৎ শক্তি, নিউক্লীয় শক্তির রূপান্তর।
২২০. রাসায়নিক শক্তির আধার কোনটি? (জ্ঞান)
√ গ্যাস খ পানি গ বিদ্যুৎ ঘ আলো
২২১. বাল্বের ফিলামেন্টের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহের ফলে শক্তির রূপান্তর কীভাবে হয়? (অনুধাবন)
ক তাপশক্তি  যান্ত্রিক শক্তিতে
√ তাপশক্তি  আলোক শক্তিতে
গ যান্ত্রিক শক্তি  আলোক শক্তিতে
ঘ আলোক শক্তি  তড়িৎ শক্তিতে
২২২. নিউক্লীয় শক্তির রূপান্তরÑ (প্রয়োগ)
i. নিউক্লীয় সাবমেরিনে নিউক্লীয় শক্তিকে যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত করা হয়
ii. নিউক্লীয় বোমার ধ্বংসলীলা নিউক্লীয় শক্তির রূপান্তর মাত্র
iii. নিউক্লীয় চুল্লিতে নিউক্লীয় শক্তি তাপশক্তিতে রূপান্তর হয়
নিচের কোনটি সঠিক?
√ i ও ii খ i ও iii গ ii ও iii ঘ i, ii ও iii
৪.৫ ক্ষমতা
 সাধারণ বহুনির্বাচনি প্রশ্নোত্তর
২২৩. কাজ সম্পাদনকারী কোনো ব্যক্তি বা উৎসের কাজ করার হারকে কী বলে? (জ্ঞান)
√ ক্ষমতা খ শক্তি
গ বল ঘ চাপ
২২৪. ক্ষমতা কী ধরনের রাশি? (জ্ঞান)
ক ভেক্টর রাশি খ মৌলিক রাশি
√ স্কেলার রাশি ঘ দিক রাশি
২২৫. এক সেকেন্ডে এক জুল কাজ করার ক্ষমতাকে কী বলে? (জ্ঞান)
√ ১ ওয়াট খ ১ অশ্বক্ষমতা
গ ১ নিউটন ঘ ১ জুল সেকেন্ড
২২৬. ক্ষমতার একককে কী বলে? (জ্ঞান)
ক জুল √ ওয়াট
গ জুল-মিটার ঘ নিউটন-মিটার
২২৭. ক্ষমতার মাত্রা নিচের কোনটি? (অনুধাবন)
√ গখ২ঞ৩ খ MLT৩
গ গখ৩ঞ৩ ঘ গখ২ঞ৩
২২৮. নিচের কোনটি সঠিক? (প্রয়োগ)
ক ১গড = ১০৩ ড √ ১গড = ১০৬ ড
গ ১গড = ১০৯ ড ঘ ১গড = ১০৭ ড
২২৯. কাজ (ড), ক্ষমতা (চ) এবং কাজ করার সময় (ঃ) হলে কোন সূত্রটি সঠিক? (অনুধাবন)
ক চ = ডঃ খ চ = ঃড
√ ড = চঃ ঘ ঃ = ডচ
২৩০. এক ওয়াট-ঘণ্টার সমান কত জুল? (জ্ঞান)
ক ৩৬ জুল খ ৩৬০ জুল
√ ৩৬০০ জুল ঘ ৩৬০০০ জুল
২৩১. ক্ষমতা বস্তুর কী পরিমাপ করে? (জ্ঞান)
ক বস্তুর সরণ খ বস্তুর বলের গতি
√ বস্তুর কাজের হার ঘ বস্তুর মোট কাজের পরিমাণ
২৩২. গাড়ি ও মোটরের ক্ষমতা কোন এককে পরিমাপ করা হয়? (জ্ঞান)
ক কিলোওয়াট খ ওয়াট
√ অশ্বক্ষমতা ঘ মাইক্রোওয়াট
২৩৩. কিলোওয়াট-ঘণ্টা কিসের একক? (জ্ঞান)
ক ক্ষমতার খ বলের
গ ত্বরণের √ কাজ ও শক্তির
২৩৪. ১ অশ্বক্ষমতা = ? (জ্ঞান)
ক ৬৪৭ ডধঃঃ √ ৭৪৬ ডধঃঃ
গ ৪৭৪ ডধঃঃ ঘ ৭৬৪ ডধঃঃ
২৩৫. ২০০ গড= কত? (প্রয়োগ)
ক ২০০ × ১০৬ J/ং খ ২০০ × ১০৮ J/ং
√ ২.০ × ১০৮ J/ং ঘ ২ × ১০৬ J/ং
২৩৬. ২ কড ক্ষমতা প্রয়োগ করে একটি মোটরের ৮০০ শম পানি 20 m উঁচু ছাদের ট্যাঙ্কে তুলতে কত সময় লাগবে? (প্রয়োগ)
√ ৭.৮৪ সেকেন্ড খ ১৬০০০ সেকেন্ড
গ ১.৩০৭ মিনিট ঘ ২৬১৩.৩৩ মিনিট
২৩৭. ৪০ শম ভরবিশিষ্ট এক ব্যক্তি ৬০ স উচ্চতাবিশিষ্ট বিল্ডিং-এর ছাদে ১ মিনিটে উঠল। লোকটির ক্ষমতা কত? (প্রয়োগ)
ক ২৩৫২০ ড খ ২৩৫২ ড
√ ৩৯২ ড ঘ ৬.৫৩ ড
২৩৮. কোনো বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের ক্ষমতা ৭ গড হলে উক্ত কেন্দ্রে সরবরাহকৃত বিদ্যুৎ শক্তি দিয়ে প্রতি সেকেন্ডে কী পরিমাণ কাজ করা যাবে? (প্রয়োগ)
√ ৭ × ১০৬ J খ ৭ × ১০৬ ড
গ ৭J ঘ ৭ড
২৩৯. পাম্পের সাহায্যে একটি ওভারহেড পানির ট্যাঙ্কে ১ সেকেন্ডে ১০ শম পানি তোলা হয়। পানির গড় উচ্চতা 20 m হলে পাম্পের ক্ষমতা কত? (প্রয়োগ)
ক ০.৯৮ ড খ ১.৪৬ কড
গ ৯.৮ ড √ ১.৯৬ কড
২৪০. একটি পেট্রোল ইঞ্জিন প্রতি মিনিটে ৩০০০ J শক্তি উৎপাদন করে। এর ক্ষমতা কত ঐচ? (উচ্চতর দক্ষতা)
ক ৬.৭ × ১০৪ ঐচ খ ৬.৭ × ১০৩ ঐচ
√ ০.০৬৭ ঐচ ঘ ০.৬৭ ঐচ
২৪১. কোনো বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের ক্ষমতা ৫ গড হলে উক্ত কেন্দ্রের সরবরাহকৃত বিদ্যুৎ শক্তি দিয়ে প্রতি সেকেন্ডে কী পরিমাণ কাজ করা যাবে? (উচ্চতর দক্ষতা)
ক ৫ × ১০৬ ওয়াট √ ৫ × ১০৬ জুল
গ ৫ জুল ঘ ৫ ওয়াট
 বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্নোত্তর
২৪২. ১০০ শম ভরের বস্তু ৩ সেকেন্ডে ১০ স উচ্চতায় তুললেÑ (উচ্চতর দক্ষতা)
i. ৩২৬৭ J পরিমাণ কাজ করতে হবে
ii. প্রযুক্ত ক্ষমতা ৩২৬৭ J
iii. যান্ত্রিক শক্তির পরিবর্তন ৯৮০০ J
নিচের কোনটি সঠিক?
ক i ও ii খ i ও iii √ ii ও iii ঘ i, ii ও iii
২৪৩. নিচের তথ্যগুলো লক্ষ কর : (উচ্চতর দক্ষতা)
i. ১ শড = ১০০০ ওয়াট
ii. ১ ঐচ = ৭৪৬ ড
iii. ১ J = ২৫ ঘস
নিচের কোনটি সঠিক?
√ i ও ii খ i ও iii
গ ii ও iii ঘ i, ii ও iii
২৪৪. ক্ষমতাÑ (অনুধাবন)
i. কাজ ও সময়ের অনুপাত
ii. একটি ভেক্টর রাশি
iii. সময়ের সাপেক্ষে শক্তির রূপান্তরের হারের সমান
নিচের কোনটি সঠিক?
ক i ও ii √ i ও iii
গ ii ও iii ঘ i, ii ও iii
২৪৫. নিচের তথ্যগুলো লক্ষ কর : (উচ্চতর দক্ষতা)
i. ক্ষমতা = প্রযুক্ত বল × বস্তুর বেগ
ii. কোনো বস্তুর ভরবেগ ছাড়া শক্তি থাকা সম্ভব নয়
iii. কোনো বস্তুর দ্বারা কৃত মোট কাজকে ওই বস্তুর শক্তি বলে
নিচের কোনটি সঠিক?
ক i ও ii √ i ও iii
গ ii ও iii ঘ i, ii ও iii
২৪৬. ক্ষমতার অর্থ হলোÑ (অনুধাবন)
i. কাজ করার হার
ii. মোট কাজের পরিমাণ
iii. কাজ করার সামর্থ্য
নিচের কোনটি সঠিক?
√ র খ i ও iii
গ ii ও iii ঘ i, ii ও iii
 অভিন্ন তথ্যভিত্তিক বহুনির্বাচনি প্রশ্নোত্তর
নিচের উদ্দীপকটি পড় এবং ২৪৭ ও ২৪৮ নং প্রশ্নের উত্তর দাও :
৬০ শম ভরের একজন লোক ১৫ পস উঁচু ৪০টি সিঁড়ি ২০ ং-এ উঠতে পারে।
২৪৭. লোকটির ক্ষমতা কত ওয়াট? (প্রয়োগ)
ক ১৭৫ ওয়াট খ ১৭৬ ওয়াট
√ ১৭৬.৪ ওয়াট ঘ ১৭৭.২ ওয়াট
২৪৮. লোকটির অশ্বক্ষমতা কত? (প্রয়োগ)
√ ০.২৩৬ ওয়াট খ ০.৩৬২ ওয়াট
গ ০.২০৩ ওয়াট ঘ ০.৬০২ ওয়াট
৪.৬ কর্মক্ষমতা
 সাধারণ বহুনির্বাচনি প্রশ্নোত্তর
২৪৯. ইঞ্জিনে কোন বলের বিরুদ্ধে কাজ করার ফলে তাপশক্তির অপচয় হয়? (অনুধাবন)
ক মহাকর্ষ বল খ তড়িৎচৌম্বক বল
গ নিউক্লীয় বল √ ঘর্ষণ বল
২৫০. নিচের কোনটি কার্যকর শক্তি? (জ্ঞান)
ক প্রদত্ত শক্তি + অপচয় শক্তি খ অপচয় শক্তি / প্রদত্ত শক্তি
√ প্রদত্ত শক্তি  অপচয় শক্তি ঘ অপচয় শক্তি × প্রদত্ত শক্তি
২৫১. কর্মদক্ষতার একক কী? (জ্ঞান)
ক জুল খ ওয়াট
গ নিউটন √ নেই
২৫২. কর্মদক্ষতার প্রতীক কোনটি? (জ্ঞান)
ক  খ 
গ  √ 
২৫৩. কোনো যন্ত্রের ৭০% শক্তি অপচয় হলে কর্মদক্ষতা কত? (প্রয়োগ)
ক ২০% √ ৩০%
গ ৪০% ঘ ৫০%
২৫৪. সর্বদা ইঞ্জিনে প্রদত্ত শক্তির কতটুকু আমরা পাই? (অনুধাবন)
√ প্রদত্ত শক্তির কম খ প্রদত্ত শক্তির বেশি
গ প্রদত্ত শক্তির দ্বিগুণ ঘ প্রদত্ত শক্তির সমান
২৫৫. ইঞ্জিনে ঘর্ষণ বলের বিরুদ্ধে যে কাজ হয় তা কী শক্তিরূপে অপচয় হয়? (জ্ঞান)
√ তাপ শক্তি খ যান্ত্রিক শক্তি
গ বিদ্যুৎ শক্তি ঘ আলোক শক্তি
২৫৬. ২০ কড ক্ষমতার একটি ইঞ্জিন হতে প্রাপ্ত লভ্য কার্যকর ক্ষমতা ১২ কড হলে ইঞ্জিনটির যান্ত্রিক দক্ষতা কত? (প্রয়োগ)
ক ৫৪% খ ৫৫%
গ ৫৬% √ ৬০%
২৫৭. ২ কড ক্ষমতার একটি ইঞ্জিন ১০০০ শম পানি ১০ স উচ্চতায় ১ মিনিটে তুলতে পারে। ইঞ্জিনের কর্মদক্ষতা কত? (উচ্চতর দক্ষতা)
ক ৪৯% খ ২২.৭%
গ ৬২% √ ৮১.৬৫%
২৫৮. কর্মদক্ষতা বলতে কোনটি বোঝায়? (উচ্চতর দক্ষতা)
ক মোট প্রদত্ত শক্তি ও কার্যকর শক্তির অনুপাত
√ কার্যকর শক্তি ও মোট প্রদত্ত শক্তির অনুপাত
গ মোট প্রদত্ত শক্তি ও কার্যকর শক্তির গুণফল
ঘ কার্যকর শক্তি ও মোট প্রদত্ত শক্তির গুণফল
 বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্নোত্তর
২৫৯. কোনো যন্ত্রের কর্মদক্ষতা ৩০% হলেÑ (উচ্চতর দক্ষতা)
i. যন্ত্রে ১০০ J শক্তি সরবরাহ করলে অপচয়ের পরিমাণ হবে ৭০ J
ii. প্রদত্ত শক্তির ৩০% ব্যবহারযোগ্য তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয়
iii. যন্ত্রটি শক্তির কোনোরূপ রূপান্তর ঘটাতে পারবে না
নিচের কোনটি সঠিক?
√ i ও ii খ i ও iii
গ ii ও iii ঘ i, ii ও iii
২৬০. ইঞ্জিনে শক্তির রূপান্তরের ক্ষেত্রেÑ (অনুধাবন)
i. যে পরিমাণ শক্তি ইঞ্জিনে প্রদত্ত হয় তার চেয়ে অনেক বেশি পরিমাণ শক্তি পাওয়া যায়
ii. ঘর্ষণ বলের বিরুদ্ধে কাজ করতে গিয়ে শক্তির অপচয় ঘটে
iii. যে পরিমাণ শক্তি ইঞ্জিনে প্রদত্ত হয় সর্বদাই তার চেয়ে কম পরিমাণ শক্তি পাওয়া যায়
নিচের কোনটি সঠিক?
ক i ও ii খ i ও iii
√ ii ও iii ঘ i, ii ও iii
 অভিন্ন তথ্যভিত্তিক বহুনির্বাচনি প্রশ্নোত্তর
নিচের উদ্দীপকটি পড় এবং ২৬১ ও ২৬২ নং প্রশ্নের উত্তর দাও :
একটি ৫০ ঘ ওজনের বস্তুকে ৫ স উচ্চতায় ওঠানোর জন্য একটি বৈদ্যুতিক মোটর ব্যবহার করা হলো। এটি ৩০০ J তড়িৎ শক্তি ব্যবহার করে।
২৬১. ব্যয়িত শক্তির পরিমাণ কত? (প্রয়োগ)
ক ২৪০ J √ ২৫০ J
গ ২৬০ J ঘ ২৭০ J
২৬২. এক্ষেত্রেÑ (অনুধাবন)
i. অপচয়কৃত শক্তির মান ৫০ J
ii. শক্তির রূপান্তর ঘটে
iii. কর্মদক্ষতা ৭০% অপেক্ষা বৃহত্তর
নিচের কোনটি সঠিক?
√ i ও ii খ i ও iii
গ ii ও iii ঘ i, ii ও iii

২৬৩. কাজের মাত্রা সমীকরণ কোনটি?
√ গখ২ ঞ২ খ গখ২ ঞ৩
গ গখ ঞ২ ঘ গখ১ ঞ২
২৬৪. নিচের কোনটি বলের দ্বারা কাজ?
ক সিঁড়ি বেয়ে উপরে ওঠা √ গাছ থেকে আম ভ‚মিতে পড়া
গ উপরের দিকে ঢিল ছুড়ে মারা ঘ সবগুলো
২৬৫. ২৫ শম ভরের একটি বালক ২ শম ভরের একটি বস্তু নিয়ে ১০ স ছাদের উপরে উঠল। কৃতকাজ কত?
√ ২৬৪৬ J খ ২৪৫০ J
গ ২২৫৪ J ঘ ১৯৬ J
২৬৬. নিচের কোন রাশিগুলোর মাত্রা ও একক অভিন্ন?
ক বিভব ও তড়িৎপ্রবাহ √ কাজ ও শক্তি
গ তাপ ও তাপমাত্রা ঘ বেগ ও সরণ
২৬৭. ৫০০ ঘ বল প্রয়োগে কোনো বস্তুর বলের দিকে সরণ ৫০০ স হলে কৃতকাজের পরিমাণ কত?
ক ২.৫ × ১০৩ J খ ২.৫ × ১০৪ J
√ ২.৫ × ১০৫ J ঘ ২.৫ × ১০৬ J
২৬৮. ৭০শম ভরের এক ব্যক্তি ২০০স উঁচু পাহাড়ে আরোহণ করলে তিনি কত কাজ করবেন?
√ ১.৩৭২ × ১০৫ J খ ২.৭৭ J
ক ১০ × ১০৪ J ঘ ২.৫ × ১০৩ J
২৬৯. শক্তির মাত্রা সমীকরণ কোনটি?
ক গখ২ঞ২ খ MLT-2
√ গখ২ঞ–১ ঘ গখ২ঞ–৩
২৭০. বস্তুর গতিশক্তি চারগুণ করতে হলে বেগের মান কতগুণ করতে হবে?
ক ১৬ গুণ খ ৪ গুণ
গ ৮ গুণ √ ২ গুণ
২৭১. দুটি বস্তুর ভরবেগ সমান হলে কোনটির গতিশক্তি বেশি হবে?
ক যেটির ভর বেশি √ যেটির ভর কম
গ যেটির বেগ কম ঘ কোনোটিই নয়
২৭২. ৭ শম ভরের একটি বস্তুকে ভ‚পৃষ্ঠ থেকে ১৫ স উচ্চতায় তুললে এর বিভব শক্তি কত হবে?
ক ১৪৭০ J √ ১০২৯ J
গ ৭৩৫ J ঘ ৫৭০ J
২৭৩. ১ শম ভরের একটি বস্তুকে ভ‚পৃষ্ঠ থেকে ১০ স উপর দিয়ে ১০ ms-1 বেগে উড়ে যাচ্ছে। এই অবস্থায় পাখিটির বিভব শক্তি কত?
ক ১০ J খ ৫০ J
√ ৯৮ J ঘ ৯৮০ J
২৭৪. বস্তুর গতিশক্তির সমীকরণ নিচের কোনটি?
√ ঊশ = ১২ সা২ খ ঊশ = ১২ সঃ২
গ ঊশ = ১২ সঁ ঘ ঊশ = সঁ
২৭৫. ৫ শম ভরের একটি বস্তুকে ভ‚পৃষ্ঠ থেকে 30 m উচ্চতায় তুললে বিভব শক্তি কত হবে?
ক ১৫০ J √ ১৪৭০ J
গ ১২৬০ J ঘ ১৪৭০ ঘ
২৭৬. পেট্রোলিয়াম থেকে নিচের কোনটি পাওয়া যায়?
ক পাকা রাস্তায় দেওয়া পিচ খ কৃত্রিম বস্ত্র
গ প্রসাধনী √ সবকয়টি
২৭৭. বায়োমাসের প্রধান উপাদান কোনগুলো?
ক কার্বন ও সালফার খ কার্বন ও নাইট্রোজেন
গ নাইট্রোজেন ও অক্সিজেন √ কার্বন ও হাইড্রোজেন
২৭৮. টেলিগ্রাফ বা রেডিওর প্রেরক যন্ত্রের শক্তির রূপান্তর কীরূপ হয়?
ক তড়িৎ শক্তি  যান্ত্রিক শক্তি
খ তড়িৎ শক্তি  শব্দ শক্তি
√ শব্দ শক্তি  তড়িৎ শক্তি
ঘ যান্ত্রিক শক্তি  তড়িৎ শক্তি
২৭৯. ৬০ শম ভরের এক ব্যক্তি প্রতিটি ২০ পস উঁচু ২৫টি সিড়ি ১৫ সেকেন্ডে উঠতে পারেন। তার ক্ষমতা কত?
√ ১৯৬ ড খ ১৫০ ড
গ ৫০০ ড ঘ ৪৮৫ ড
২৮০. জুল হলোÑ
i. কাজের একক
ii. তাপের একক
iii. শক্তির একক
নিচের কোনটি সঠিক?
ক i ও ii খ i ও iii
গ ii ও iii √ i, ii ও iii
২৮১. ৫ শম ভরের একটি বস্তু ১০ স উপর থেকে মুক্তভাবে পড়তে থাকলেÑ
i. ৫ স উচ্চতায় বিভব শক্তি ও গতিশক্তি সমান
ii. ১০ ম উচ্চতায় সমস্ত শক্তিই বিভব শক্তি
iii. শক্তির নিত্যতার সূত্র মেনে চলে
নিচের কোনটি সঠিক?
ক i ও ii √ i ও iii
গ ii ও iii ঘ i, ii ও iii
২৮২. শক্তির সংরক্ষণশীলতা নীতি থেকে পাওয়া যায়Ñ
i. শক্তির সৃষ্টি বা বিনাশ নেই
ii. মহাবিশ্বে শক্তির পরিমাণ নির্দিষ্ট
iii. সিস্টেম লস বাড়ানো জরুরি
নিচের কোনটি সঠিক?
√ i ও ii খ i ও iii
গ ii ও iii ঘ i, ii ও iii
২৮৩. আমরা যখন হাতুড়ি দিয়ে আঘাত করে কোনো পেরেক কাঠের মধ্যে ঢুকাই তখন হাতুড়ির বিভব শক্তি কোন কোন শক্তিতে রূপান্তরিত হয়?
i. গতিশক্তি
ii. শব্দশক্তি
iii. তাপশক্তি
নিচের কোনটি সঠিক?
ক i ও ii খ i ও iii
গ ii ও iii √ i, ii ও iii
২৮৪. একটি ক্রেন ৮০ শম ভরের একটি বস্তুকে ৫০ পms-1 গড়বেগে ভ‚মি থেকে 50 m উঁচু কোনো টাওয়ারের উপর তুলছে, এক্ষেত্রে অভিকর্ষজ ত্বরণ ৯.৮ সং-২.
i. ক্রেনটির ক্ষমতা ০.৩৯৭ কড
ii. বস্তুটির বিভব শক্তি ৩.৯২ × ১০৪ J
iii. পৃথিবী পৃষ্ঠে বস্তুটির ওজন ৭৮৪ ঘ
নিচের কোনটি সঠিক?
ক i ও ii খ i ও iii
√ ii ও iii ঘ i, ii ও iii
নিচের উদ্দীপকটি পড় এবং ২৮৫ ও ২৮৬ নং প্রশ্নের উত্তর দাও :
অন্তু ১০ মিটার দৈর্ঘ্যরে একটি আনত তল বেয়ে উঠল তার ভ‚মি ৬ মিটার এবং উচ্চতা ৮ মিটার। অন্তুর ভর ৬০ কেজি।
২৮৫. অভিকর্ষ বলের প্রভাবে অন্তুর সম্পন্ন কাজের পরিমাণ কত?
ক ৪৭০৫ জুল খ ৪৫২০ জুল
√ ৪৭০৪ জুল ঘ ৪৭১০ জুল
২৮৬. আনত তল বেয়ে উঠলে অন্তুÑ
i. ১০ মি. দূরত্ব অতিক্রম করে
ii. ওজনের দিকে ৮ মি. দূরত্ব অতিক্রম করে
iii. ওজনের বিপরীত দিকে ৮ মি. দূরত্ব অতিক্রম করে
নিচের কোনটি সঠিক?
ক i ও ii √ i ও iii
গ ii ও iii ঘ i, ii ও iii
নিচের অনুচ্ছেদটি পড় এবং ২৮৭ ও ২৮৮ নং প্রশ্নের উত্তর দাও :
রেলওয়ে প্লাটফর্মে একজন যাত্রী তার ২০ শম ভরের একটি ট্রলি টেনে নিতে ১০ ঘ বল প্রয়োগ করেছেন। বলের দিক অনুভ‚মিকের সাথে ৩০ কোণে ক্রিয়া করছে।

২৮৭. ট্রলিটিকে ১০ স টেনে নিতে কত কাজ হবে?
√ ৮৬.৬ J খ ১.৯৬ × ১০৩ঘ
গ ৮৬৬ J ঘ ২০০ J
২৮৮. i. ট্রলির অনুভ‚মিক বরাবর ক্রিয়াশীল বল ৮.৬৬ ঘ
ii. প্রযুক্ত বলের উলম্ব উপাংশ দ্বারা কৃতকাজ শূন্য
iii. ট্রলিটির ওজন ১০ ঘ
নিচের কোনটি সঠিক?
ক র √ i ও ii
গ ii ও iii ঘ i, ii ও iii
নিচের উদ্দীপকটি পড় এবং ২৮৯ – ২৯১ প্রশ্নের উত্তর দাও :
০.৫ শম ভরের একটি বস্তু ৯ স উপর হতে পড়ে গেল।
২৮৯. এটি ৩স পতিত হলে এর বিভব শক্তি হবেÑ
ক ৪.৯ J খ ১৪.৭ J
√ ২৯.৪ J ঘ ২.৫ × ১০৯ J
২৯০. বস্তুটি ৩স-এ পতিত হলে এর গতিশক্তি হবেÑ
ক ২৯.৪ J √ ১৪.৭ J
গ ৮৯.২ J ঘ ৪১.৭ J
২৯১. বস্তুটি যখন ৬ স পতিত হবেÑ তখন এর মোট শক্তি হবেÑ
ক ২৯.৪ J √ ৪৪.১ J
গ ৮৯.২ J ঘ ৪৭.১ J

 বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্নোত্তর
২৯২. ১০০ শম ভরের বস্তুকে ৩ সেকেন্ড ১০স উচ্চতায় উঠালে (উচ্চতর দক্ষতা)
i. যান্ত্রিক শক্তির পরিবর্তন ৯৮০০J
ii. প্রযুক্ত ক্ষমতা ৩২৬৭ ড
iii. ৩২৬৭ J পরিমাণ কাজ করতে হবে
নিচের কোনটি সঠিক?
√ i ও ii খ ii ও iii
গ i ও iii ঘ i, ii ও iii
২৯৩. ৬৫ কেজি ভরের একক ব্যক্তি প্রতিটি ২৫ সে. মি. উঁচু ২০টি সিঁড়ি ১০ ং এ উঠতে পারে। এক্ষেত্রে তার (প্রয়োগ)
i. কাজের পরিমাণ হবে ৩১৮৫ J
ii. ওজনের পরিবর্তন হবে না
iii. ক্ষমতা হবে ০০৩১৮৫ কড
নিচের কোনটি সঠিক?
ক i ও ii খ ii ও iii
√ i ও iii ঘ i, ii ও iii
২৯৪. নিচের তথ্যগুলো লক্ষ কর (প্রয়োগ)
i. বলের দ্বারা কাজ হলো ধনাত্মক কাজ
ii. গতিশক্তি বেগের ওপর নির্ভর করে
iii. সকল শক্তি উৎস বায়ু
নিচের কোনটি সঠিক?
√ i ও ii খ ii ও iii
গ i ও iii ঘ i, ii ও iii
২৯৫. কাজ, ক্ষমতা ও শক্তির মাত্রা সমীকরণ যথাক্রমে (প্রয়োগ)
i. গখ২ ঞ২
ii. গখ২ ঞ২
iii. গখ২ ঞ২
নিচের কোনটি সঠিক?
ক i ও ii খ ii ও iii
√ i ও iii ঘ i, ii ও iii
২৯৬. নিচের তথ্যগুলো লক্ষ কর : (অনুধাবন)
i. পড়ন্ত বস্তু শক্তির সংরক্ষণশীলতার নীতি মেনে চলে
ii. গতিশক্তি ঊশ = ১২ সা২
iii. ক্ষমতা চ = সমযঃ
নিচের কোনটি সঠিক?
ক i ও ii খ ii ও iii
গ i ও iii √ i, ii ও iii
২৯৭. নিচের তথ্যগুলো লক্ষ কর : (অনুধাবন)
i. এস,আই পদ্ধতিতে কাজের একক ওয়াট
ii. এক অশ্বক্ষমতা = ৭৪৬ ড
iii. কর্মদক্ষতার একক নেই
নিচের কোনটি সঠিক?
ক i ও ii খ i ও iii
√ ii ও iii ঘ i, ii ও iii
২৯৮. ইঞ্জিনের কর্মদক্ষতার ক্ষেত্রে সঠিক তথ্য (প্রয়োগ)
i. কর্মদক্ষতাকে শতকরায় প্রকাশ করা হয়
ii. লভ্য কার্যকর শক্তি  মোট প্রদত্ত শক্তি
iii. প্রদত্ত শক্তি = লভ্য কার্যকর শক্তি + ব্যয়িত শক্তি
নিচের কোনটি সঠিক?
ক i ও ii খ ii ও iii
√ i ও iii ঘ i, ii ও iii
 অভিন্ন তথ্যভিত্তিক বহুনির্বাচনি প্রশ্নোত্তর
নিচের তথ্যের আলোকে ২৯৯ ও ৩০০ নং প্রশ্নের উত্তর দাও :
৭০ শম ভরের একজন লোক ১০ সেকেন্ডে ২০০ স উঁচু একটি পাহাড়ে আরোহণ করলেন।
২৯৯. লোকটির কৃতকাজ কত? (প্রয়োগ)
√ ১৩৭২ × ১০৫ J খ ১৩৭২ × ১০৫ J
গ ৩১৭২ × ১০৫ J ঘ ৩১৭২ × ১০৫ J
৩০০. লোকটির ক্ষমতা কত? (প্রয়োগ)
ক ১৩৭২ × ১০৫ ড খ ১৩৭২ × ১০৫ J
√ ১৩৭২ × ১০৪ ড ঘ ১৩৭২ × ১০৪ J
নিচের তথ্যের আলোকে ৩০১ ও ৩০২ নং প্রশ্নের উত্তর দাও :
রাকিব ও শামীম তাদের স্কুলের চারতলায় ছাদে দৌড়ে উঠল। তাদের উভয়ের হাতে প্রতিটি ২৫০ ম ভরের পাঁচটি বই ছিল।
৩০১. যদি প্রতিটি তলার উচ্চতা ২স হয় তবে প্রতিটি বইয়ের বিভব শক্তি কত? (প্রয়োগ)
√ ১৯৬ J খ ৯৮ J
গ ১৯৬ J ঘ ০৯৮ × ১০৩ J
৩০২. যদি শামীমের ভর ৬০ শম এবং সে ১০ ং-এ ছাদে উঠে তবে বইসহ তার ক্ষমতা কত হবে? (প্রয়োগ)
ক ৪৯০৪ ড √ ৪৮০২ ড
গ ৪৭৫৪ ড ঘ ৪৬৮২ ড
নিচের তথ্যের আলোকে ৩০৩ ও ৩০৪ নং প্রশ্নের উত্তর দাও :
একটি ৫০ ঘ ওজনের বস্তুকে ৫স উচ্চতায় ওঠানোর জন্য একটি বৈদ্যুতিক মোটর ব্যবহার করা হলো। এটি ৪০০ J তড়িৎ শক্তি ব্যয় করে।
৩০৩. ব্যয়িত শক্তির পরিমাণ কত? (প্রয়োগ)
ক ২৪০ J √ ২৫০ J
গ ২৬০ J ঘ ২৭০ J
৩০৪. এক্ষেত্রে (উচ্চতর দক্ষতা)
i. অপচয়কৃত শক্তির পরিমাণ ১৫০ J
ii. কর্মদক্ষতা ৭০% অপেক্ষা বৃহত্তর
iii. শক্তির রূপান্তর ঘটে
নিচের কোনটি সঠিক?
ক i ও ii খ ii ও iii
√ i ও iii ঘ i, ii ও iii

Leave a Reply