অনেকেরই গ্রাফিক্স ডিজাইন কোর্স করে গ্রাফিক্স ডিজাইন শেখার ইচ্ছা রয়েছে। কিন্তু বুঝতে পারছেন না কোথায় ফ্রিতে অথবা পেইড গ্রাফিক্স ডিজাইন কোর্স করবেন। আজকের পোস্টে গ্রাফিক্স ডিজাইন কোর্স সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হবে। পোস্টটি সম্পূর্ণ পড়লে আপনি গ্রাফিক্স ডিজাইন সম্পর্কে বিস্তর একটি ধারণা পাবেন সেই সাথে আপনার কি গ্রাফিক্স ডিজাইন শেখা উচিত নাকি উচিত না অথবা কোর্স করে গ্রাফিক্স ডিজাইন লিখতে চাইলে কোথায় শিখবেন সেই বিষয়ে ধারণা পাবেন।
গ্রাফিক্স ডিজাইন কোর্স: শুরু করার আগে যা জানা জরুরি
গ্রাফিক্স ডিজাইন শেখা শুরু করার আগে আমাদের অনেক কিছু জেনে নেওয়া দরকার। অনেকেই হুট করে কিছু না বুঝে, কারো কাছ থেকে কোনো সাজেশন না নিয়ে কোর্স প্রোভাইডারদের কথায় ভুলে কোর্স শরু করে দেন। কিন্তু গ্রাফিক্স ডিজাইন শেখা শুরু করার আগে আপনাকে যে বিষয়গুলো শুরুতেই জানতে হবে তা নিচে আলোচনা করা হলো।
গ্রাফিক্স ডিজাইন কী?
গ্রাফিক্স ডিজাইন হল এমন একটি শিল্প যা একটি ধারণাকে বা তথ্যকে ছবির/চার্ট/গ্রাফিকের মাধ্যমে প্রকাশ করে। গ্রাফিক্স ডিজাইনাররা বিভিন্ন মাধ্যমের মাধ্যমে গ্রাফিক্স তৈরি করে, যেমন পোস্টার, ব্যানার, লোগো, ওয়েবসাইট, ব্র্যান্ডিং, ইত্যাদি।
গ্রাফিক্স ডিজাইন বর্তমান সময়ে অনলাইন ও অফলাইনে খুবই জনপ্রিয় একটি পেশা। এবং সেই সাথে এই সেক্টরের চাহিদা দিন দিন বাড়ছে। বিহ:বিশ্বের সাথে তাল মিলিয়ে বাংলাদেশেও গ্রাফিক্স ডিজাইনারদের চাহিদা ক্রমেই বেড়ে চলেছে। তাই, যারা গ্রাফিক্স ডিজাইন শিখে ক্যরিয়ার গড়তে চান তাদের জন্য গ্রাফিক্স ডিজাইন ফ্রিল্যান্সিং কোর্স করা একটি ভালো উদ্যোগ হতে চলেছে। কিন্তু হুট করে নয়। আগে জানুন তারপর সিদ্ধান্ত নিন।
BUY NOW গ্রাফিক্স ডিজাইনের সবকিছু ( ২৩ টি কোর্স, ৩০০০+ ডিজাইন, প্রিমিয়াম সফটওয়ার, পিডিএফ বই ইত্যাদি)
গ্রাফিক্স ডিজাইনে কী করতে হয়?
গ্রফিক্স ডিজাইনে কাজের কোনো শেষ নেই। প্রায় সব সেক্টরেই গ্রাফিক্স ডিজাইন প্রয়োজন হয়। কয়েকটি গুরুত্বপূর্ণ গ্রাফিক্স ডিজাইন কাজ তুলে ধরা হলো:-
- লোগো এবং আইকন তৈরি করা
- পোস্টার, ব্যানার এবং অন্যান্য বিজ্ঞাপনী উপকরণ তৈরি করা
- ওয়েবসাইট এবং অন্যান্য ডিজিটাল সামগ্রীর ডিজাইন করা
- মুদ্রিত সামগ্রী, যেমন ক্যাটালগ এবং ম্যাগাজিন, ডিজাইন করা
- মাল্টিমিডিয়া সামগ্রী, যেমন ভিডিও এবং অ্যানিমেশন, ডিজাইন করা
গ্রাফিক্স ডিজাইন কোর্স কত ধরণের?
গ্রাফিক্স ডিজাইন কোর্স বিভিন্ন ধরনে হয়ে থাকে। এর মধ্যে প্রধাণত রয়েছে:
- অনলাইন কোর্স: অনলাইন কোর্সগুলি তুলনামূলকভাবে কম খরচে এবং আপনার সুবিধামতো সময়ে শিখতে পারবেন।
- ইনস্টিটিউট কোর্স: ইনস্টিটিউট কোর্সগুলিতে আপনি একজন প্রশিক্ষকের কাছ থেকে সরাসরি শিক্ষা গ্রহণ করতে পারবেন।
- সেলফ লার্নিং: আপনি নিজে নিজেও গ্রাফিক্স ডিজাইন শিখতে পারেন। তবে, এক্ষেত্রে আপনাকে প্রচুর পরিশ্রম করতে হবে এবং বিভিন্ন সোর্স (ইউটিউব, গ্রাফিক্স ডিজাইন কোর্স বই, সোসাল মিডিয়া ইত্যাদি) থেকে তথ্য সংগ্রহ করতে হবে।
গ্রাফিক্স ডিজাইন কোর্স ফি কত?
গ্রাফিক্স ডিজাইন কোর্সের ফি কত তা বিভিন্ন বিষয়ের উপর নির্ভর করে। এর মধ্যে রয়েছে কোর্সের ধরন, কোর্সের বিষয়বস্তু, কোর্সের মেয়াদ, ইত্যাদি।
অনলাইন কোর্সগুলির খরচ তুলনামূলকভাবে কম। সাধারণত, এই কোর্সগুলির খরচ ৫০০০ থেকে ১০০০০ টাকার মধ্যে হয়ে থাকে। ইনস্টিটিউট কোর্সগুলির খরচ একটু বেশি। সাধারণত, এই কোর্সগুলির খরচ ১০০০০ থেকে ৩০০০০ টাকার মধ্যে হয়ে থাকে। তবে অনেক ফ্রী গ্রাফিক্স ডিজাইন কোর্স রয়েছে অনলাইনে। অনেকে আবার ফেজবুকে প্রচার করে ৯৯ টাকাই গ্রাফিক্স ডিজাইন কোর্স । তবে এগুলো থেকে দুরে থাকবেন। এগুলো কিনে কখনই আপনি গ্রাফিক্স ডিজাইনার হতে পারবেন না।
গ্রাফিক্স ডিজাইন কোর্স করার সুবিধাসমূহ
- গ্রাফিক্স ডিজাইনের মূল নীতি ও কৌশল সম্পর্কে জানতে পারবেন।
- বিভিন্ন গ্রাফিক্স সফটওয়্যার সম্পর্কে ও এর ব্যবহার শিখতে পারবেন।
- আপনার গ্রাফিক্স ডিজাইন বিষয়ে দক্ষতা উন্নত করতে পারবেন।
- গ্রাফিক্স ডিজাইনার হিসেবে বিভিন্ন লোকাল কোম্পানিতে চাকরি করতে পারবেন।
- ফ্রিল্যান্সিং করে আয় করতে পারবেন।
গ্রাফিক্স ডিজাইন কোর্সে ব্যবহৃত সফটওয়্যার সমূহ:
গ্রাফিক্স ডিজাইন কোর্সে খুব ভারি সফটওয়্যার ব্যবহার হয়ে থাকে। যেগুলো হতে পারে:-
- Adobe Photoshop.
- Adobe Illustrator.
- Adobe InDesign.
- Adobe PageMaker.
- Inkspace.
- CorelDRAW.
- QuarkXPress.
- GIMP.
গ্রাফিক্স ডিজাইন কোর্সে ব্যবহৃত কম্পিউটার কনফিগারেশন
গ্রাফিক্স ডিজাইন শিখতে হবে আপনাকে ভালো মানের অর্থাৎ মোটামুটি দামি মাদারবোর্ড, প্রসেসর, র্যাম, হার্ডডিস্ক, মনিটর, গ্রাফিক্স কার্ড কিনতে হবে। অর্থাৎ আপনাকে মোটামুটি ৫০,০০০ টাকা থেকে ১,৫০,০০০ টাকার মধ্যে একটি ল্যাপটপ অথাব ডেক্সটপ কম্পিউটার কিনতে হবে।
গ্রাফিক্স ডিজাইন কোর্স কাদের জন্য
এবার আসা যাক গ্রাফিক্স ডিজাইন কোর্সটি কাদের জন্য। উপরের তথ্যগুলো পড়ে নিশ্চয় আপনি একটু নড়েচড়ে বসেছেন। এবার আমরা জানবো আসলে গ্রাফিক্স ডিজাইন কোর্সটি কাদের জন্য ফলপ্রসূ হতে চলেছে।
গ্রাফিক্স ডিজাইন শিখতে প্রয়োজনীয় দক্ষতাসমূহ
- সৃজনশীলতা ** ( সবচেয়ে গুরুত্বপূর্ণ)
- সমস্যা সমাধানের দক্ষতা
- সঠিক সিদ্ধান্ত নেওয়ার দক্ষতা
- কম্পিউটার ব্যবহারের দক্ষতা
উপরের দক্ষতাগুলো যদি আপনার মধ্যে থেকে থাকে তাহলে আপনি গ্রাফিক্স ডিজাইন শেখার জন্য প্রথম ধাপ পার করলেন। এবার চলুন দেখা যাক আপনার নিচের প্রয়োজনীয় উপকরণসমূহ আছে কিনা।
গ্রাফিক্স ডিজাইন শিখতে প্রয়োজনীয় উপকরণসমূহ
- আপনার গ্রাফিক্স ডিজাইনের প্রতি আগ্রহ থাকতে হবে।
- সময় এবং অর্থ ব্যয় করার সমার্থ ও মন-মানসিকতা থাকতে হবে।
- ভাল মানের ল্যাপটপ বা কম্পিউটার থাকতে হবে।
- ইন্টারনেট স্পিড ও প্যাকেজ থাকতে হবে।
উপরের বিষয়গুলো জানার পরও যদি আপনি গ্রাফিক্স ডিজাইন শিখতে আগ্রহী হন তাহলে আপনাকে আমন্ত্রণ গ্রাফিক্স ডিজাইন সেক্টরে। আপনি যদি গ্রাফিক্স ডিজাইনে ক্যারিয়ার গড়তে চান, তাহলে গ্রাফিক্স ডিজাইন কোর্স শুরু করার জন্য এখনই ভালো সময়। এবার আপনি নিচের ধাপগুলো অনুসরণ করুন।
গ্রাফিক্স ডিজাইন কোর্স কোথায় করবেন
উপরের তথ্যগুলো বিশ্লেষণ করার পর যদি আপনি গ্রাফিক্স ডিজাইন শিখতে চান তাহলে নিচের বিষয়গুলো একটু মনোযোগ সহকারে পড়ুন।
গ্রাফিক্স ডিজাইন কোর্স করার জন্য বিভিন্ন জায়গা রয়েছে। আপনি একটি কলেজ বা বিশ্ববিদ্যালয়ে গ্রাফিক্স ডিজাইন কোর্স করতে পারেন, বা অনলাইনে বা স্ব-শিক্ষার মাধ্যমে গ্রাফিক্স ডিজাইন শিখতে পারেন।
BUY NOW গ্রাফিক্স ডিজাইনের সবকিছু ( ২৩ টি কোর্স, ৩০০০+ ডিজাইন, প্রিমিয়াম সফটওয়ার, পিডিএফ বই ইত্যাদি)
কলেজ বা বিশ্ববিদ্যালয়ে গ্রাফিক্স ডিজাইন কোর্স
কলেজ বা বিশ্ববিদ্যালয়ে গ্রাফিক্স ডিজাইন কোর্স করা হল গ্রাফিক্স ডিজাইন শেখার সবচেয়ে ভালো উপায়। এই কোর্সগুলিতে আপনাকে গ্রাফিক্স ডিজাইনের মূল নীতি সহ, বিভিন্ন ধরনের গ্রাফিক্স সফটওয়্যার ব্যবহার ও সেই সাথে গ্রাফিক্স ডিজাইনের ব্যাসিক শেখাবে। কিন্তু মনে রাখতে হবে এই কোর্সগুলোতে আপনি যা শিখবেন তা দিয়ে অনলাইনে উপার্জন করতে পারবেন না।
বাংলাদেশে গ্রাফিক্স ডিজাইন কোর্স করানো হয় এমন কিছু কলেজ এবং বিশ্ববিদ্যালয় হল:
- ঢাকা বিশ্ববিদ্যালয়, চারুকলা অনুষদ
- শান্ত-মারিয়াম ইউনিভার্সিটি
- ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট
- ব্র্যাক ইউনিভার্সিটি
- ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস এগ্রিকালচার অ্যান্ড টেকনোলজি (আইইউবিএটি)
- ন্যাশনাল ইনস্টিটিউট অফ ডিজাইন (এনআইডি)
অনলাইনে গ্রাফিক্স ডিজাইন কোর্স
অনলাইনে গ্রাফিক্স ডিজাইন কোর্স করা হল গ্রাফিক্স ডিজাইন শেখা ও উপর্জনের একটি সেরা উপায়। এ
ই কোর্সগুলি আপনাকে আপনার সুবিধামতো সময়ে গ্রাফিক্স ডিজাইন শিখতে সাহায্য করবে সেই সাথে গ্রাফিক্স ডিজাইন শিখে কিভাবে অনলাইন থেকে উপার্জন করতে হয় তাও শেখাবে।
অনলাইনে গ্রাফিক্স ডিজাইন কোর্স করান এমন কিছু নামকরা গ্রাফিক্স ডিজাইন শেখার ওয়েবসাইট হল:
- Udemy
- Coursera
- 10 Minute School
- edX
- Skillshare
- সরকারি গ্রাফিক্স ডিজাইন কোর্স
স্ব-শিক্ষার মাধ্যমে গ্রাফিক্স ডিজাইন
স্ব-শিক্ষার মাধ্যমে গ্রাফিক্স ডিজাইন শিখতে হলে আপনাকে প্রচুর পরিমাণে অনুশীলন করতে হবে। আপনি বিভিন্ন ধরনের গ্রাফিক্স ডিজাইন টিউটোরিয়াল এবং রেফারেন্স থেকে সাহায্য নিতে পারেন। সেই সাথে ইউটিউব, গ্রাফিক্স ডিজাইন কোর্স বই, গ্রাফিক্স ডিজাইন কোর্স pdf, সোসাল মিডিয়া ইত্যাদির সাহায্য নিতে পারেন।
গ্রাফিক্স ডিজাইন কোর্স সম্পর্কে আমাদের সাজেশন
গ্রাফিক্স ডিজাইন কোর্স করানো প্রতিষ্ঠন যাচাই করে ও সফল গ্রাফিক্স ডিজাইনারদের সাথে কথা বলে আমরা আপনাদের জন্য নিচের বিষয়গুলো নির্বাচন করেছি:
বিগিনারদের জন্য (ইংরেজি ভাষা):
যারা নতুন গ্রাফিক্স ডিজাইন শিখতে যাচ্ছেন তাদের জন্য নিচের নিচের কোর্সগুলো ভালো হবে।
- Graphic Design Masterclass – Learn GREAT Design (Udemy)
- The Complete Graphic Design Theory for Beginners Course (Udemy)
- Fundamentals of Graphic Design (Coursera)
ইন্টারমিডিয়েটদের জন্য (ইংরেজি ভাষা):
- Graphic Design Mastery- AI, Photoshop, Illustrator, Indesign (Udemy)
- Graphic Design Masterclass Intermediate: The NEXT Level (Udemy)
বাংলায় গ্রাফিক্স ডিজাইন শেখার জন্য:
- Photo and Video Editing (Udemy)
- Graphic Designing with Photoshop (10 minute school)
- মোবাইল দিয়ে Graphic Designing (10 Minute School)
- Graphic Design Masterclass Live Course (ই-শিখন)
- প্রফেশনাল গ্রাফিক ডিজাইন (ক্রিয়েটিভ আইটি)
- Graphics Design A to Z (ঘুড়ি লার্নিং)
এডভান্স লেভেলের গ্রাফিক্স ডিজাইন শেখার জন্য:
উপরের লিংক গুলো থেকে আপনারা আপনাদের পছন্দমত কোর্সটি করতে পারেন। তাছাড়া লিংকগুলোতে গেলে আপনি আরো অনেকে গ্রাফিক্স ডিজাইন কোর্সের সন্ধান পেয়ে যাবেন। তবে আমরা যেগুলো আপনাকে সাজেস্ট করেছি সেগুলোর হাই রেটিং রিভিউ রয়েছে।
এছাড়াও আপনারা বাংলাদেশি অনেক গ্রাফিক্স ডিজাইন শেখানো প্লাটফর্ম পেয়ে যাবেন। কিন্তু সেগুলো স্ক্যাম ও হতে পারে। তাই উপরের যে কোনো একটি থেকে আপনি গ্রাফিক্স ডিজাইন শিখতে পারেন ও ক্যরিয়ার গড়তে পারেন।
গ্রাফিক্স ডিজাইন কোর্সের জন্য কিছু টিপস
গ্রাফিক্স ডিজাইন কোর্সটি সফলভাবে সম্পন্ন করার জন্য কিছু টিপস নিচে দেওয়া হলো।
- কোর্সের বিষয়বস্তু ভালোভাবে বুঝার চেষ্টা করুন।
- প্রশিক্ষকের নির্দেশাবলী মেনে চলুন।
- প্রচুর অনুশীলন করুন।
- আপনার কাজের জন্য ফিডব্যাক নিন।
- গ্রাফিক্স ডিজাইন একটি চ্যালেঞ্জিং হলেও উপভোগ করুন।
BUY NOW গ্রাফিক্স ডিজাইনের সবকিছু ( ২৩ টি কোর্স, ৩০০০+ ডিজাইন, প্রিমিয়াম সফটওয়ার, পিডিএফ বই ইত্যাদি)
আরো পড়ুন:
আমি শিখতে চাই
উপরে দেওয়া ১০ মিনিট স্কুলের কোর্সটা করতে পারেন।
Hey people!!!!!
Good mood and good luck to everyone!!!!!