ধাতুর কার্বনেটের সাথে এসিডের বিক্রিয়ায় কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হওয়ার প্রমাণ

রসায়ন

ধাতুর কার্বনেটের সাথে এসিডের বিক্রিয়ায় কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হওয়ার প্রমাণ

ধাতব কার্বনেটের সাথে লঘু এসিডের বিক্রিয়া: লঘু এসিড ধাতব কার্বনেটের সাথে বিক্রিয়া করে লবণ, পানি ও কার্বন ডাই-অক্সাইভ উৎপন্ন করে। যেমন- ক্যালসিয়াম কার্বনেটের সাথে লঘু HCl বিক্রিয়া করে ক্যালসিয়াম ক্লোরাইড লবণ, পানি আর কার্বন ডাই-অক্সাইড গ্যাস উৎপন্ন করে। এখানে CO₂ গ্যাস বুদবুদ আকারে বেরিয়ে আসে।

CaCO₃ + 2HCl → CaCl₂ + H₂O+ CO₂

উৎপন্ন কার্বন ডাই-অক্সাইড (CO₂) কে চুনের পানির মধ্যে চালনা করলে চুনের পানি প্রথমে ঘোলা হয়। সংশ্লিষ্ট বিক্রিয়াটি হচ্ছে;

Ca(OH)₂ + CO₂ → CaCO₃+ H₂O

এখানে অদ্রবণীয় CaCO₃ উৎপন্ন হওয়ার জন্য চুনের পানিকে ঘোলা দেখায়। এই ঘোলা চুনের পানিতে অতিরিক্ত CO₂  চালনা করলে সেটি আবার স্বচ্ছ হয়ে যায়। এক্ষেত্রে অদ্রবণীয় CaCO₃ এর সাথে CO₂ এবং H₂O বিক্রিয়া করে দ্রবণীয় ক্যালসিয়াম বাইকার্বনেট [Ca(HCO₃)₂] উৎপন্ন করার কারণে ঘোলা চুনের পানিকে স্বচ্ছ দেখায়।

CaCO₃ + CO₂ +H₂O → Ca(HCO₃)₂

যেহেতু কার্বন ডাই অক্সাইড উপরোক্ত বিক্রিয়া ‍দুটি দেয়। 

সুতরাং ধাতুর কার্বনেটের সাথে এসিডের বিক্রিয়ায় কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হয়।

Share to help others:

Leave a Reply