যোজ্যতা ইলেকট্রন কাকে বলে বা যোজ্যতা ইলেকট্রন কী

আমরা অনেকেই জানি না যোজ্যতা ইলেকট্রন কাকে বলে বা যোজ্যতা ইলেকট্রন কী?। আজকে আমরা এই যোজ্যতা ইলেকট্রন নিয়ে বিস্তারিত আলোচনা করবো এবং সেই সাথে যোজ্যতা ইলেকট্রন সম্পর্কিত বিভিন্ন প্রশ্নের উত্তর দেখবো।

যোজ্যতা ইলেকট্রন কাকে বলে?

উত্তরঃ কোনো পরমাণুর শেষ কক্ষপথের ইলেকট্রন হচ্ছে তার যোজ্যতা ইলেকট্রন। অর্থাৎ পরমাণুর শেষ কক্ষপথে যে কয়টি ইলেকট্রন থাকবে তাকেই সেই মৌলের যোজ্যতা ইলেকট্রন বলে।

নিচে কতগুলো প্রশ্নের উত্তরের মাধ্যমে এর উদাহরণ দেওয়া হলো।

অক্সিজেনের যোজ্যতা ইলেকট্রন কত বা কয়টি?

উত্তরঃ অক্সিজেনের ইলেকট্রন বিন্যাস নিম্নরুপ

O(8) = 2, 6

যেহেতু অক্সিজেনের শেষ কক্ষপথে ৬টি ইলেকট্রন আছে তাই যোজ্যতা ইলেকট্রন ৬।

ক্লোরিন cl এর যোজ্যতা ইলেকট্রন কত?

উত্তরঃ ক্লোরিন পরমাণুর ইলেকট্রন বিন্যাস নিম্নরুপ

Cl(17) = 2, 8, 7

যেহেতু Cl এর শেষ কক্ষপথে ৭ টি ইলেকট্রন আছে তাই যোজ্যতা ইলেকট্রন ৭।

cu এর যোজ্যতা ইলেকট্রন কত?

উত্তরঃ কপার পরমাণুর ইলেকট্রন বিন্যাস নিম্নরুপ

Cu(29) = 2, 8, 18, 1

যেহেতু Cu এর শেষ কক্ষপথে 1 টি ইলেকট্রন আছে তাই যোজ্যতা ইলেকট্রন 1।

যোজ্যতা ইলেকট্রন কাকে বলে বা যোজ্যতা ইলেকট্রন কী
যোজ্যতা ইলেকট্রন

 

আরো পড়ুনঃ

যোজনী ও যোজ্যতা ইলেকট্রনের কাকে বলে এবং এদের মধ্যে পার্থক্য

Leave a Reply