পাঠ্য বইয়ের অনুশীলনীর প্রশ্ন ও উত্তর
১. বাক্যের অর্থ সুস্পষ্টভাবে বোঝাবার জন্য বাক্যের মধ্যে বা বাক্যের শেষে কী ব্যবহার করা হয়? ঝ
ক দাঁড়ি খ পশ্নœচিহ্ন
গ বিস্ময় চিহ্ন ঘ বিরামচিহ্ন
২. দাঁড়ি চিহ্নের জন্য কত সময় থামতে হয়? চ
ক এক সেকেন্ড খ দুই সেকেন্ড
গ তিন সেকেন্ড ঘ চার সেকেন্ড
৩. হৃদয়াবেগ প্রকাশ পায় কিসের মধ্য দিয়ে?
র. ভয়
রর. ঘৃণা
ররর. আনন্দ ও দুঃখ
নিচের কোনটি সঠিক? ঝ
ক র খ রর
গর ও রর ঘ র, রর ও ররর
৪. কমা অপেক্ষা বেশি বিরতির প্রয়োজন হলে কোন চিহ্ন বসে? ছ
ক কোলন খ সেমিকোলন
গ দাঁড়ি ঘ হাইফেন
৫. সম্বোধন পদের পরে কী বসে? জ
ক কোলন খ সেমিকোলন
গ কমা ঘ হাইফেন
৬. সমজাতীয় একাধিক পদ পরপর থাকলে কী বসে? জ
ক কোলন খ সেমিকোলন
গ কমা ঘ হাইফেন
৭. শব্দের সংক্ষিপ্ত ব্যবহারের ক্ষেত্রে কোন চিহ্ন ব্যবহৃত হয়? ঝ
ক কোলন খ সেমিকোলন
গ কমা ঘ বিন্দু
৮. যৌগিক ও মিশ্র বাক্যে পৃথক ভাবাপন্ন দুই বা ততোধিক বাক্যের সমন্বয় বা সংযোগ বোঝাতে কোন চিহ্ন ব্যবহৃত হয়? ছ
ক কোলন খ ড্যাশ
গ কমা ঘ বিন্দু
৯. সমাসমদ্ধ পদের অংশগুলো বিচ্ছিন্ন করে দেখাবার জন্য কোন চিহ্ন ব্যবহৃত হয়? ঝ
ক কোলন খ সেমিকোলন
গ কমা ঘ হাইফেন
১০. ত্রিপুরার অন্তর্গত ছিল কোন জেলা? ঝ
ক চট্টগ্রাম খ বরিশাল
গ সিলেট ঘ কুমিল্লা
১১. ‘অন্যায়ের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়’-এটি কোন জাতীয় বাক্য? জ
ক বিস্ময়বোধক খ বিবৃতিমূলক
গ অনুজ্ঞাবোধক ঘ অনুরোধসূচক
[ পরীক্ষায় কমন উপযোগী অতিরিক্ত প্রশ্ন ও উত্তর ]
১২. নিচের কোন বিরামচিহ্নটি বাক্যের মধ্যে ব্যবহৃত হয়? চ
ক কমা খ দাঁড়ি
গ বিস্ময়চিহ্ন ঘ প্রশ্নচিহ্ন
১৩. ‘আহা কি চমৎকার দৃশ্য’ বাক্যে সঠিক বিরামচিহ্ন বসানো হয়েছে কোনটিতে? জ
ক আহা, কী চমৎকার দৃশ্য।
খ আহা কী চমৎকার দৃশ্য!
গ আহা! কী চমৎকার দৃশ্য।
ঘ আহা কী চমৎকার দৃশ্য?
১৪. বাক্যের মধ্যে অল্প বিরতির জন্য কী বসে? ছ
ক দাঁড়ি খ কমা
গ কোলন ভ্যাশ ঘ সেমিকোলন
১৫. নিচের কোনটি সেমিকোলন? ছ
ক , খ ;
গ : ঘ –
১৬. একটি পূর্ণ বাক্যের পর অন্য একটি বাক্যের অবতারণা করতে হলে কোন চিহ্ন ব্যবহৃত হয়? ছ
ক হাইফেন খ কোলন
গ কোলন ড্যাশ ঘ ড্যাশ
১৭. নিচের কোনটি কোলন? ছ
ক । খ :
গ ; ঘ ,
১৮. উদাহরণ বা দৃষ্টান্ত প্রয়োগ করতে হলে কোন চিহ্ন ব্যবহার করতে হয়? জ
ক কোলন খ দাঁড়ি
গ কোলন ড্যাশ ঘ হাইফেন
১৯. শিক্ষক বললেন, “গতকাল জাপানে ভূমিকম্প হয়েছে।” এখানে উদ্ধরণ চিহ্ন কোনটি? জ
ক , খ ।
গ “” ঘ কোনোটিই নয়
২০. শব্দের সংক্ষিপ্ত ব্যবহারে ক্ষেত্রে কোন চিহ্ন ব্যবহৃত হয়? ছ
ক ড্যাশ চিহ্ন খ বিন্দু
গ কোলন ঘ কোলন ড্যাশ
২১. বিস্ময়বোধক চিহ্ন ব্যবহৃত হবে কোন বাক্যে? চ
ক এত নীচ তুমি
খ অন্যায়ের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়
গ মনটা ভালো না
ঘ নদীমাতৃক দেশ বাংলাদেশ