ষষ্ঠ শ্রেণির বাংলা ২য় বানান বহুনির্বাচনি প্রশ্নোত্তর

পাঠ্য বইয়ের অনুশীলনীর প্রশ্ন ও উত্তর
১. বানান বলতে কী বোঝায়? ছ
ক বর্ণন খ বর্ণনা করা
গ বর্ণিল ঘ বিশ্লেষণ
২. পরিপূর্ণভাবে ধ্বনি অনুযায়ী কোন নিয়ম বিশ্বের কোনো ভাষায় নেই? চ
ক বানান লেখার নিয়ম খ ধ্বনির নিয়ম
গ শব্দ গঠনের নিয়ম ঘ ব্যাকরণের নিয়ম
৩. কলিকাতা বিশ্ববিদ্যালয় কর্তৃক বানানের ওপর প্রকাশিত গ্রন্থের নাম কী? চ
ক বাঙলা শব্দের বানানের নিয়ম
খ বাঙ্গলা শব্দের বানানের নিয়ম
গ বাঙ্গাল শব্দের বানানের নিয়ম
ঘ বাঙ্গালা শব্দের বানানের নিয়ম
৪. ‘বাঙলা শব্দের বানানের নিয়ম’ কখন প্রকাশিত হয়? ছ
ক ১৯৩৫ খ ১৯৩৬
গ ১৯৩৭ ঘ ১৯৩৮
৫. বাংলাদেশে কোন কোন প্রতিষ্ঠান বানানরীতি তৈরি করেছে?
র. বাংলাদেশ টেকস্ট বুক বোর্ড
রর. বাংলা একাডেমি
ররর. ঢাকা বিশ্ববিদ্যালয়
নিচের কোনটি সঠিক? জ
ক র খ রর
গর ও রর ঘ র, রর ও ররর
৬. বিদেশি শব্দের বানানে সব সময় কী হবে? ছ
ক ণ খ ই বা ই-কার
গ ষ ঘ ঈ বা ঈ-কার
৭. জাতিবাচক শব্দে কোনটি ব্যবহৃত হয়? ছ
ক দীর্ঘ ঈ কার খ হ্রস্ব ই-কার
গ হ্রস্ব উ-কার ঘ কোনোটি নয়
৮. কোন বানানগুলো ঠিক? চ
ক ডুলি, চরণ খ মরন, শানকী
গ গহিণ, বনেদী ঘ আর্টিষ্ট, অণুসরন

[ পরীক্ষায় কমন উপযোগী অতিরিক্ত প্রশ্ন ও উত্তর ]
৯. মা বানানের গঠন কীভাবে হয়েছে? ছ
ক স্বরবর্ণ+ব্যঞ্জবর্ণ
খ ব্যঞ্জনবর্ণ+স্বরবর্ণ+
গ ব্যঞ্জনবর্ণ+ব্যঞ্জনবর্ণ
ঘ কোনটিই নয়
১০. বাংলাদেশের সর্বত্র কোন বানানরীতি চালু হচ্ছে? জ
ক টেক্সসবুক বোর্ড
খ কলিকাতা বিশ্ববিদ্যালয়
গ বাংলা একাডেমি
ঘ শান্তিনিকেতন
১১. নিচের কোন বানানটি ভুল? ছ
ক মিশনারি খ জাফরানী
গ ফিরিস্তি ঘ উর্দি
১২. নিচের কোন বানানটি শুদ্ধ? ছ
ক বাঙালী খ ইরানি
গ ইরাবী ঘ জাপানী
১৩. নিচের কোন বানাটি শুদ্ধ? জ
ক চরন খ মরন
গ বন ঘ ধরন

Leave a Reply