সপ্তম শ্রেণির বাংলা ২য় একই শব্দের বিভিন্ন অর্থে প্রয়োগবানান বহুনির্বাচনী প্রশ্নউত্তর

১০. শব্দার্থ
১০.১ একই শব্দের বিভিন্ন অর্থে প্রয়োগ
৩০৭. নিচের কোন বাক্যে কাঁচা অর্থ অপক্ব?
ক চিঠিটা কাঁচা হাতের লেখা
খ কাপড়টির রং একেবারেই কাঁচা
 আমগুলো এখনো কাঁচা
ঘ কাঁচা ঘরবাড়ী বন্যায় টেকে না
৩০৮. নিচের কোন বাক্যে হাত শব্দটি ভিক্ষা করা অর্থে ব্যবহৃত হয়েছে?
 হাত পাতা খুবই ঘৃণার কাজ
খ জামাটি বহু হাতবদল হয়েছে
গ গ্রামের লোকের ওপর তার হাত আছে
ঘ মাঝির হাত পাকা
৩০৯. “অর্থ অনর্থের মূল”-এখানে ‘অর্থ কী অর্থ প্রকাশ করছে?
 টাকাকড়ি খ উদ্দেশ্য
গ অর্থকরী ঘ অর্থ উপার্জন
৩১০. “জ্ঞানী-গুণীর কথা সকলেরই মেনে চলা উচিত”-এখানে ‘কথা’ কী অর্থ প্রকাশ করছে?
ক অঙ্গীকার খ অনুরোধ গ প্রসঙ্গ  উপদেশ
৩১১. ভিন্নার্থক শব্দের ব্যবহার-
র. ভাষার শ্রীবৃদ্ধি করে রর. অর্থের সংকোচন করে
ররর. অর্থের বিস্তার ঘটায়
নিচের কোনটি ঠিক?
ক র খ র ও রর
 র ও ররর ঘ র, রর ও ররর
৩১২. “বুদ্ধিজীবীরা দেশের মাথা”-এখানে ‘মাথা’ কী অর্থে ব্যবহৃত হয়েছে?
ক অপক্ব খ বৃদ্ধি গ মস্তক  শ্রেষ্ঠ
৩১৩. “ঘুম থেকে উঠার চেয়ে পর্বতে উঠা খুবই কষ্টকর।”-এখানে শেষের ‘উঠা’ শব্দটি কী বোঝায়?
ক উত্তোলন  আরোহণ গ অবরোহণ ঘ উচ্চারণ
৩১৪. “জ্ঞানী-গুণীরা কখনো কথা ভঙ্গ করেন না।”-এখানে ‘কথা’ শব্দটি কী অর্থে ব্যবহৃত হয়েছে?
ক উপদেশ খ অনুরোধ
 অঙ্গীকার ঘ প্রসঙ্গ
৩১৫. “সে কানকাটা স্বভাবের।”-এখানে ‘কান’ ব্যবহৃত হয়েছে কী বুঝাতে?
ক অঙ্গবিশেষ খ প্রতিবন্ধকতা
গ আড়িপাতা  নির্লজ্জ
৩১৬. “তার গা ভর্তি লোম দেখে আমার গা কেঁপে উঠলো।”-এখানে শেষের ‘গা’ শব্দটি দ্বারা কী বোঝানো হয়েছে?
 ভয়বোধ করা খ শরীর
গ ক্রোধের উদ্রেক হওয়া ঘ পলায়ন করা
৩১৭. “ছেলেটির ওপর চোখ রেখো”-এ বাক্যে ‘চোখ’ শব্দটি কী অর্থে ব্যবহৃত হয়েছে?
ক রোগ বিশেষ খ সতর্ক হওয়া
গ চক্ষুশুল  দৃষ্টি রাখা
৩১৮. ‘ব্যাপারটিতে তোমার হাত রয়েছে।’- এখানে ‘হাত’ শব্দটি দ্বারা কী বোঝায়?
ক দক্ষতা খ হস্তান্তর
 প্রভাব ঘ বশে আনা
৩১৯. “অঙ্ক শেষ করে সোহেল টাকার অঙ্ক লিখতে ভুলে গেছে” এখানে শেষের ‘অঙ্ক’ শব্দটি দ্বারা কী বোঝানো হয়েছে?
ক রেখা খ গণিত
গ নাটকের অংশ  সংখ্যা
৩২০. “কাজ করতে গিয়ে তোমার উপদেশ শুনে কাজ হয়েছে” এখানে প্রথম ব্যবহৃত ‘কাজ’ দ্বারা কী বোঝানো হয়েছে?
 চাকরি খ সুফল
গ কারুকার্য ঘ কোনোটিই নয়
৩২১. “এই পাকা বাড়িটি পাকা মিস্ত্রী দ্বারা তৈরি”-এ বাক্যে দ্বিতীয় ‘পাকা’ দ্বারা কী বোঝানো হয়েছে?
 শ্রেষ্ঠ খ বৃহৎ গ সম্ভ্রান্ত ঘ উচ্চ
৩২২. “কাঁচা টমেটো রান্না করার ব্যাপারে সুমি একেবারেই কাঁচা”-এ বাক্যে দ্বিতীয় ‘কাঁচা’-এর অর্থ কী?
ক অপক্ব  অপটু গ অসিদ্ধ ঘ অস্থায়ী

Leave a Reply