৬.২ প্রত্যয়যোগে শব্দ গঠন
১৯০. প্রাতিপদিকের সঠিক উদাহরণ কোনটি?
ক হাতল হাত
গ হাতা ঘ হাভাত
১৯১. নিচের কোনটি বিদেশি তদ্ধিত প্রত্যয়যোগে গঠিত শব্দ?
বাবু + আনা = বাবু আনা খ পঠ্ + অ = পাঠ
গ ধন + ঈ = ধনী ঘ হাত + অল = হাতল
১৯২. প্রত্যয় দ্বারা কোন শব্দ গঠিত হয়?
ক মৌলিক শব্দ সাধিত শব্দ
গ যৌগিক শব্দ ঘ তৎসম শব্দ
১৯৩. প্রত্যয় প্রধানত কত প্রকার?
দুই খ তিন গ চার ঘ পাঁচ
১৯৪. ধাতুর পরে যে প্রত্যয় যুক্ত হয়ে নতুন শব্দ গঠন করে তাকে কী বলে?
ক তদ্ধিত প্রত্যয় খ সংস্কৃত তদ্ধিত প্রত্যয়
কৃৎ প্রত্যয় ঘ বিদেশি প্রত্যয়
১৯৫. শব্দের পরে যে প্রত্যয় যুক্ত হয়ে নতুন শব্দ গঠন করে তাকে কী বলে?
তদ্ধিত প্রত্যয় খ কৃৎ প্রত্যয়
গ সংস্কৃত কৃৎ প্রত্যয় ঘ বিদেশি প্রত্যয়
১৯৬. শব্দ ধাতুর পরে প্রত্যয় যুক্ত হয়ে গঠিত শব্দ হচ্ছে-
র. কুসুম + ইত = কুসুমিত
রর. দিন দিন = প্রতিদিন
ররর. কৃ+ তব্য = কর্তব্য
নিচের কোনটি ঠিক?
ক র খ র ও রর
র ও ররর ঘ র, রর ও ররর
১৯৭. ‘সোনালি’ শব্দটির প্রকৃতি ও প্রত্যয় কোনটি?
ক শুন্ + আলি সোনা + আলি
গ সোন্ + আলি ঘ সুন্ + আলী
১৯৮. ‘দ্রষ্টব্য’ শব্দটির সঠিক প্রকৃতি ও প্রত্যয় কোনটি?
ক দৃশ + তব্য দৃশ + তব্য
গ দৃ + তব্য ঘ দৃশ + ত
১৯৯. ‘সৌন্দর্য’ শব্দটির সঠিক প্রকৃতি ও প্রত্যয় কোনটি?
সুন্দর + য খ সুন্দ + অর্য
গ সুন + দর্য ঘ সুন্দ + ঐর্য
২০০. কোন শব্দে বৃত্তি অর্থে ‘ই’ প্রত্যয় কোনটি?
ক পোদ্দার জমিদারি
গ সরকারি ঘ রেশমি
২০১. ‘শ্রবণ’-এর প্রকৃতি-প্রত্যয় কোনটি সঠিক?
ক শ্রী + অন খ শ্রবণ + অ
শ্রæ + অন ঘ শ্রব + অন
২০২. প্রত্যয় সাধিত শব্দ কোনটি?
ক সুশ্রী খ সফল
জেলে ঘ মহাত্মা
২০৩. ‘মোড়ক’ শব্দটির প্রকৃতি ও প্রত্যয় কী?
ক মোড় + অক মুড় + অক
গ মোড় + অক ঘ মুড়ি + অক
২০৪. ধাতু বা শব্দের শেষে প্রত্যয় যুক্ত করার উদ্দেশ্য কী?
ক ভাষা সংক্ষেপণ খ শব্দের মিলন
নতুন শব্দ গঠন ঘ বাক্য অলংকার
২০৫. ক্রিয়া প্রকৃতির সঙ্গে যে ধ্বনি বা ধ্বনিসমষ্টি যুক্ত হয় তাকে কী বলে?
কৃৎ প্রত্যয় খ তদ্ধিত প্রত্যয়
গ প্রকৃতি ও প্রত্যয় ঘ ষ্ণিক (ইক) প্রত্যয়
২০৬. ‘মুক্ত’ শব্দের সঠিক প্রকৃতি ও প্রত্যয় কোনটি?
ক মু + ক্ত খ মুক্ত + ত
গ মুহ্ + ক্ত মুচ + ক্ত
২০৭. ‘চোর’ শব্দে ‘আ’ যুক্ত হলে কী অর্থ প্রকাশ করে?
ক শ্রদ্ধা অবজ্ঞা
গ সৃদশ্য ঘ সামীপ্য
২০৮. শব্দের যে অংশকে আর কোনো ক্ষুদ্রতর অংশে ভাগ করা যায় না তাকে কী বলে?
ক উপসর্গ খ অনুসর্গ
প্রকৃতি ঘ প্রত্যয়
২০৯. তদ্ধিত প্রত্যয় কয় প্রকার?
ক দুই তিন
গ চার ঘ পাঁচ
২১০. কৃৎ প্রত্যয়যোগে গঠিত শব্দের উদাহরণ কোনটি?
ক ধন + ঈ = ধনী খ জ্ঞান + বান = জ্ঞানবান
গ শীত + অল = শীতল কৃ + তব্য = কর্তব্য
২১১. শব্দ কিংবা পদ থেকে যা অপসারণ করলে প্রকৃতি পাওয়া যায়-
র. প্রত্যয়
রর. উপসর্গ
ররর. বিভক্তি
নিচের কোনটি ঠিক?
ক র খ র ও রর
র ও ররর ঘ র, রর ও ররর
২১২. বাংলা তদ্ধিত প্রত্যয়যোগে গঠিত শব্দ কোনটি?
ঘর + আমি = ঘরামি
খ ধড়ি = বাজ = ধড়িবাজ
গ মনু + ষ্ণ = মানব
ঘ ডাক্তার + খানা = ডাক্তারখানা
২১৩. প্রকৃতি কয় প্রকার?
দুই খ তিন গ চার ঘ পাঁচ
২১৪. ক্রিয়া-প্রকৃতির অপর নাম কী?
ক প্রাতিপদিক ধাতু
গ নাম প্রকৃতি ঘ সংজ্ঞা প্রকৃতি
র ও ররর ঘ র, রর ও ররর