You are currently viewing কম দামে বাংলাদেশের সেরা হোস্টিং কোম্পানি

কম দামে বাংলাদেশের সেরা হোস্টিং কোম্পানি

ওয়েব হোস্টিং সেবা বর্তমানে বাংলাদেশে খুবই চহিদাসম্পন্ন একটি সেবা, তাই বাংলাদেশের সেরা হোস্টিং কোম্পানি নির্বাচন করা খুবই কঠিন ও গুরুত্বপূর্ণ হয়ে পড়েছে। এখানে খুব গুরুত্বের সাথে বাংলাদেশের সেরা হোস্টিং কোম্পানি নিয়ে আলোচনা করা হয়েছে।

বাংলাদেশের সেরা হোস্টিং কোম্পানি

একটি ওয়েবসাইট তৈরি ও পরিচালনার জন্য হোস্টিং খুবই গুরুত্বপূর্ণ একটি জিনিস। একটি সাইটের পারদর্শিকতা নির্ভর করে ওয়েব হোস্টিংয়ের উপর। তাই ভালো হোস্টিং নির্বাচন করা খুবই প্রয়োজনীয়।

যারা ব্যাক্তিগত কাজে, উকমার্স ব্যাবসার কাজে নতুন ওয়েবসাইট তৈরি করতে যাচ্ছেন। অথবা যারা ব্লগিং করে ইনকাম করতে চাচ্ছেন তাদের জন্য বাংলাদেশের সেরা হোস্টিং কোম্পানি নির্বাচন করা প্রথম কাজ হিসেবে গণ্য করা যেতে পারে। করণ হোস্টিংয়ের উপর কয়েকটা জিনিস নির্ভর করে যথা:

  • সাইট লোডিং স্পিড
  • গুগল র‌্যাংকিং
  • ইউজার বাউন্স ব্যাক

সেরা হোস্টিং কোম্পানির জন্য মানদণ্ড

একটি হোস্টিং কোম্পানির যে সকল দিকগুলো দেখে আমারা বুঝতে পারবো এটি একটি সেরা হোস্টিং কোম্পানি সে সকল ‍দিকগুলো হলো:-

  • নির্ভরযোগ্যতা এবং আপটাইম
  • গতি এবং কর্মক্ষমতা
  • গ্রাহক সেবা
  • মূল্য এবং পরিকল্পনা
  • ব্যান্ডউইথ
  • সিকিউরিটি

সেরা হোস্টিং কোম্পানি নির্বাচন

সেরা হোস্টিং কোম্পানি নির্বাচনের আগে আপনার ঠিক করা উচিত আপনি কি কাজে হোস্টিং ব্যবহার করবেন। যেমন আপনি অনেক ধরনের কাজে হোস্টিং ব্যাবহার করতে পারেন। হোস্টিং ব্যাবহারের উদ্যেশ্যর উপর নির্ভর করে আমরা আপনাকে হোস্টিং কোম্পানি সাজেস্ট করতে পারি। আপনি নিচের কোন কারণে হোস্টিং ব্যাবহার করতে চাচ্ছেন।

  1. ব্লগিং
  2. ব্যাক্তিগত প্রোফাইল
  3. ক্ষুদ্র ব্যাবসা
  4. বৃহৎ ব্যাবসা
  5. উকমার্স ব্যাবসা

উপরের কারণগুলো মধ্যে থেকে আপনার কারণটি নির্বাচন করার পর আপনাকে জানতে হবে কি কি ধরণের হোস্টিং পাওয়া যায় এবং কোন ধরণের হোস্টিং কোন কাজের জন্য ভালো। তাহলে চলুন দেখে নেওয়া যাক হোস্টিং কয় ধরণের হয়ে থাকে।

হোস্টিং এর প্রকারভেদ

হোস্টিং কোম্পানিগুলো বিভিন্ন প্যাকেল থকলেও হোস্টিং মূলত তিন প্রকার। যথা:-

  • শেয়ার্ড হোস্টিং,
  • ভিপিএস হোস্টিং ও
  • ডেডিকেটড হোস্টিং

উপরের শব্দগুলোর সাথে আপনি যদি প্ররিচিত না হয়ে থাকেন তাহলে আমরা আপনাকে সহজ ভাষায় বোঝাতে যাচ্ছি। শেয়ার্ড হোস্টিং হচ্ছে একটি মূল হোস্টিংকে কয়েকটা অংশে ভাগ করে কয়েকজন গ্রাহকে দেওয়া হয়। ঠিক যেমন শিক্ষার্থীরা একটি ম্যাস ভাড়া নিয়ে সেখানে থাকে। এটি ছোট পরিসরে কোনো ওয়েবসাইট বানানোর জন্য ব্যাবহার করা যেতে পারে (যেমন: ব্লগিং, ব্যাক্তিগত পোর্টফলিও ইত্যাদি)। 

এবার আসা যাক ভিপিএস হোস্টিং এর ব্যাপারে। ভিপিএস হোস্টিং শেয়ার্ড হোস্টিংয়ের মত কয়েকটা সাইট যুক্ত করা যায় কিন্তু তা একটি ইউজার কন্ট্রোলে। অর্থাৎ একজন ব্যাবহারকারীই ঐ হোস্টিংয়ের র‍্যাম, সিপিউ স্পিড, ব্যান্ডউইথ ইত্যাদি ব্যাবহার করতে সেখানে অন্য কেউ ভাগ বসাবে না। অর্থাৎ এটি মাঝারি থেকে বৃহৎ ব্যাবসার জন্য ব্যাবহার করা যেতে পারে (যেমন: কোনো আইটি কম্পানি, উকামার্স ব্যাবসা ইত্যাদি)। এটাতে অনেক ভিজিটর আসলেও খুব একটা সমস্যা হবেনা।

চলুন এবার জেনে নেওয়া যাক ডেডিকেটড হোস্টিং এর ব্যাপারে। এটি শুধুমাত্র একজন ব্যাবহারকারীর জন্য নেওয়া হয়। এখানে সব দায় দায়িত্ব থাকবে ঐ মালিকের উপর। এক্ষেত্রে সিকিউরিটি ও পরিচালনার দক্ষতা থাকতে হবে ব্যাবহারকারিকে। এটি তুলনামূলক বেশি ব্যায়বহুল। বৃহৎ পরিসরের ব্যাবসা, ব্যাংক, সরকারি কোনো কাজে এই ধরণের হোস্টিং ব্যবহার করা হয়।

উপরের আলোচনা থেকে আপনি নিশ্চয় বুঝতে পারছেন আপনার জন্য কোন ধরণের হোস্টিং নেওয়া যুক্তিযুক্ত হবে। এবার দেখে নেওয়া যাক বাংলাদেশের সেরা হোস্টিং কোম্পানিগুলো কোন ধরণের হোস্টিংয়ে কিকি ফিচার রেখেছে ও কত দাম নির্ধারণ করেছে।

বাংলাদেশের সেরা হোস্টিং কোম্পানির পরিচিতি

হোস্টিং সেবার জন্য একটি ভাল কোম্পানি নির্বাচন করা সহজ নয়। এই কঠিন কাজটি সহজ করে দেওয়ার দায়িত্ব আজ আমাদের। এখানে এমনভাবে হোস্টিং নির্বাচনের টিপস্ দেওয়া হবে যাতে আপনি সহাজেই বাংলাদেশের সেরা হোস্টিং কোম্পানি নির্বাচন করতে পারেন। কার জন্য আপনাকে কষ্ট করে পোস্টটি সম্পুর্ণ পড়তে হবে।

বাংলাদেশের সেরা হোস্টিং কোম্পানির তালিকা

বাংলাদেশে অনেক হোস্টিং প্রদানকারী কোম্পানি রয়েছে এদের সবগুলো তালিকা দেওয়া কঠিন ও ঝামেলাপূর্ণ। তাই এখানে বাংলাদেশের সেরা হোস্টিং সেবা প্রদানকারী কোম্পানিগুলির মধ্যে কিছু অত্যন্ত পরিচিত কোম্পানি নিয়ে আলোচনা হবে। এই কোম্পানিগুলির বৈশিষ্ট্য, সুবিধা এবং প্ল্যান সম্পর্কে বিস্তারিত তথ্য দেওয়া হবে।

প্রথমে শুধুমাত্র এদের তালিকা দেখে নেওয়া যাক।

১। ExonHost

২। Web Host BD

৩। HostSeba

৪। It Nut Hosting

৫। Ebnhost

৬। Dianahost

৭। Putulhost

৮। hostingbangladesh.com

৯। Mylighthost

১0। Hostever

বাংলাদেশের সেরা হোস্টিং কোম্পানিগুলোর তুলনামূলক আলোচনা

১। ExonHost

ডোমেইন ও হোস্টিং এর সাথে পরিচিত এমন কেও নাই যে জিওনহোস্টের নাম শোনেনি। এমন সকল হোস্টিং প্রোভাইডাররাও অনেক সময় ExonHost থেকে হোস্টিং কেনার সাজেস্ট করে থাকে। তাই আমরা ExonHost নামটাই প্রথমে রেখেছি। এখানে আপনি সব ধরনের হোস্টিং পেয়ে যাবেন। অন্যান্য হোস্টিং প্রোভাইডারদের থেকে এখানে একটু দাম বেশি হতে পারে কিন্তু সার্ভিস সবথেকে ভালো হবে নিশ্চিত করে বলা যায়। এখানে সহ নিচের সকল কোম্পানিতে বিকাশ অথবা নগদ এর সাহায্যে ডোমেইন হোস্টিং কেনা যায়

বাংলাদেশের সেরা হোস্টিং কোম্পানি জিওনহোস্ট

ExonHost কোম্পানির শুধু ভালো দিকগুলোই আমরা পেয়েছি। নিচে এই কম্পনির ফিচার, ভালো ও খারাপ দিক তুল ধরা হলো।

হোস্টিং ফিচারের নাম সুবিধা (আছে/নাই)
১. ওয়ান ক্লিক ইন্সটল সুবিধা ✔️
২. অটো ব্যাকআপ ✔️
৩. ফ্রি SSL Certificate ✔️
৪. ৩০ দিনের টাকা ফেরত গ্যারান্টি ✔️
৫. ডাটা সেন্টার Global
৬. সিকিউরিটি Rock-Solid
৭. ২৩/৭ সাপোর্ট ✔️
৮. High-Performance SSD Servers ✔️

 

২। Web Host BD

আমাদের পছন্দের তালিকায় দ্বিতীয় নম্বরে রয়েছে  Web Host BD। বাংলাদেশের পুরাতন হোস্টিং কোম্পানিগুলোর মধ্যে ওয়েব হোস্ট বিডি অন্যতম। এখানেও আপনারা সকল ‍ধরণের হোস্টিং প্যাকেজ পেয়ে যাবেন সুলভ মূল্যে। হোস্টিংয়ের সাথে সাথে কম দামে ডোমেইন ও পেয়ে যাবেন এখানে সাথে অন্যান্য কোম্পানির মত ট্রান্সফার সুবিধা। এখানে অনেকগুলো প্যাকেজ পাবেন ও আপনার ইচ্ছামত সেরা হোস্টিং প্যাকেজটি নিতে পারবেন।

সেরা হোস্টিং কোম্পানি ওয়েব হোস্ট বিডি

হোস্টিং ফিচারের নাম সুবিধা (আছে/নাই)
১. ওয়ান ক্লিক ইন্সটল সুবিধা ✔️
২. অটো ব্যাকআপ ✔️
৩. ফ্রি SSL Certificate
৪. ৩০ দিনের টাকা ফেরত গ্যারান্টি ✔️
৫. ডাটা সেন্টার Bangladesh
৬. সিকিউরিটি Rock-Solid
৭. ২৩/৭ সাপোর্ট ✔️
৮. High-Performance SSD Servers ✔️

 

৩। HostSeba

বাংলাদেশের সেরা হোস্টিং কোম্পানিগুলোর মধ্যে HostSeba একটি। এখানেও আপনারা শেয়ার, ভিপিএস, রিসেলার, ডেডিকেটেড হোস্টিং পেয়ে যাবেন। সাথে উপরের কোম্পানিগুলোর মত BDIX হোস্টিং ও পেয়ে যাবেন। এখানে ফ্রি মাইগ্রেশন সুবিধা রয়েছে। প্রতিদিন ব্যাকআপের মত সুবিধাও এই কোম্পানি দিয়ে থাকে।

বাংলাদেশের সেরা হোস্টিং কোম্পানি হোস্টসেবা

হোস্টিং ফিচারের নাম সুবিধা (আছে/নাই)
১. ওয়ান ক্লিক ইন্সটল সুবিধা ✔️
২. অটো ব্যাকআপ ✔️
৩. ফ্রি SSL Certificate ✔️,❌
৪. ৩০ দিনের টাকা ফেরত গ্যারান্টি ✔️
৫. ডাটা সেন্টার Bangladesh, USA
৬. সিকিউরিটি ✔️
৭. ২৩/৭ সাপোর্ট ✔️
৮. High-Performance SSD Servers ✔️

 

৪। It Nut Hosting

কম দামে বাংলাদেশের সেরা হোস্টিং কোম্পানিগুলোর অন্যতম হল It Nut Hosting। এখানে অন্যান্য কোম্পানিগুলো তুলনায় সস্থায় ডোমেইন হোস্টিং পাওয়া যায়। এখানে ওয়েব, বিডিআইএক্স, উইনডোজ, ভিপিএস, ও আরডিবি হোস্টিং পাওয়া যায়। আমাদের একটে ডোমেইন এই হোস্টিং সার্ভার থেকে কেনা আছে।

সেরা হোস্টিং কোম্পানি আইটিনাটহোস্টিং

হোস্টিং ফিচারের নাম সুবিধা (আছে/নাই)
১. ওয়ান ক্লিক ইন্সটল সুবিধা ✔️
২. অটো ব্যাকআপ ✔️
৩. ফ্রি SSL Certificate
৪. ৩০ দিনের টাকা ফেরত গ্যারান্টি ✔️
৫. ডাটা সেন্টার Bangladesh, USA, Canada, Singapore
৬. সিকিউরিটি ✔️
৭. ২৩/৭ সাপোর্ট ✔️
৮. High-Performance SSD Servers ✔️

 

৫। Ebnhost

২০০৮ সাল থেকে Ebnhost বাংলাদেশে হোস্টিং সেবা দিয়ে আসছে। তাই আপনি নিসন্দেহে এখানে থেকে ডোমেইন হোস্টিং কিনতে পারেন। এখানে আপনি সারাজীবনের জন্য ডোমেইন হোস্টিং প্যাকেজ পেয়ে যাবেন। সব ধরনের হোস্টিং দিয়ে থাকে Ebnhost। অনেক ধরনের সার্ভিস পেয়ে যাবেন এখানে।

সেরা হোস্টিং কোম্পানি ইবনহোস্ট

হোস্টিং ফিচারের নাম সুবিধা (আছে/নাই)
১. ওয়ান ক্লিক ইন্সটল সুবিধা ✔️
২. অটো ব্যাকআপ ✔️
৩. ফ্রি SSL Certificate
৪. ৩০ দিনের টাকা ফেরত গ্যারান্টি ✔️
৫. ডাটা সেন্টার Bangladesh, USA
৬. সিকিউরিটি ✔️
৭. ২৩/৭ সাপোর্ট ✔️
৮. High-Performance SSD Servers ✔️

 

৬। Dianahost

বাংলাদেশের সেরা হোস্টিং কোম্পানিগুলো মধ্যে পরিচিত একটি নাম Dianahost। কোনো রকম হিডেন চার্জ বাদেই সব ধরনের সার্ভিস পাবেন এখানে। সস্থা হোস্টিং থেকে শুরু করে প্রিমিয়াম কোয়ালিটির সকল হোস্টিং এবং সেই সাথে অনেক ধরনের সার্ভিস ও এই কোম্পানি প্রোভাইড করে থাকে। 

কম দামে সেরা হোস্টিং

হোস্টিং ফিচারের নাম সুবিধা (আছে/নাই)
১. ওয়ান ক্লিক ইন্সটল সুবিধা ✔️
২. অটো ব্যাকআপ ✔️
৩. ফ্রি SSL Certificate
৪. ৩০ দিনের টাকা ফেরত গ্যারান্টি
৫. ডাটা সেন্টার Bangladesh, USA
৬. সিকিউরিটি ✔️
৭. ২৩/৭ সাপোর্ট ✔️
৮. High-Performance SSD Servers ✔️

 

৭। Putulhost

আমরা আপনাকে এই কোম্পানিটি সাজেস্ট করতেই পারি কারণ আপনি এই মুহুর্তে যে ওয়েবসাইটটি ভিজিট করছেন সেটির হোস্টিং এই কোম্পানি থেকেই কেনা। আমরা তাদের সার্ভিসে সন্তুষ্ট। সস্থায় ভালো সার্ভিস দিয়ে থাকে এই কোম্পানি। উপরের কোম্পানিগুলোর প্যাকেজগুলো বাদেও এদের রয়েছে এক্সট্রা কিছু প্যাকেজ। ২৪/৭ সার্ভিস পাবেন। কোম্পানিটি গ্রো করছে দিন দিন।

সেরা কোম্পানি পুতুল হোস্ট

হোস্টিং ফিচারের নাম সুবিধা (আছে/নাই)
১. ওয়ান ক্লিক ইন্সটল সুবিধা ✔️
২. অটো ব্যাকআপ ✔️
৩. ফ্রি SSL Certificate ✔️
৪. ৩০ দিনের টাকা ফেরত গ্যারান্টি ❌ (৭ দিনের)
৫. ডাটা সেন্টার Bangladesh, USA, Singapore
৬. সিকিউরিটি ✔️
৭. ২৩/৭ সাপোর্ট ✔️
৮. High-Performance SSD Servers ✔️

 

৮। HostingBangladesh

অনেকে হয়তো আপনাকে অনেক কোম্পানি সাজেস্ট করবে তবে আমাদের তালিকায় HostingBangladesh রয়েছে। বাংলাতে সার্ভিস দিয়ে থাকে এই কোম্পানিটি। অল্প কিছু সার্ভিস প্রোভাইড করে থাকলেও যে সার্ভিস প্রদান করে তা ভালো মানের।

হোস্টিং বাংলাদেশ সেরা কোম্পানি

হোস্টিং ফিচারের নাম সুবিধা (আছে/নাই)
১. ওয়ান ক্লিক ইন্সটল সুবিধা ✔️
২. অটো ব্যাকআপ ✔️
৩. ফ্রি SSL Certificate ✔️
৪. ৩০ দিনের টাকা ফেরত গ্যারান্টি ✔️
৫. ডাটা সেন্টার Bangladesh, Singapore, USA
৬. সিকিউরিটি DDoS protection
৭. ২৩/৭ সাপোর্ট ✔️
৮. High-Performance SSD Servers ✔️

 

৯। Mylighthost

Mylighthost বাংলাদেশের ভালো কোম্পানি গুলোর একটি। এখানে আপনারা সকল হোস্টিং সুবিধা পেয়ে যাবেন।

হোস্টিং কোম্পানি

হোস্টিং ফিচারের নাম সুবিধা (আছে/নাই)
১. ওয়ান ক্লিক ইন্সটল সুবিধা ✔️
২. অটো ব্যাকআপ
৩. ফ্রি SSL Certificate
৪. ৩০ দিনের টাকা ফেরত গ্যারান্টি ✔️
৫. ডাটা সেন্টার Bangladesh, Singapore, USA
৬. সিকিউরিটি DDoS protection
৭. ২৩/৭ সাপোর্ট ✔️
৮. High-Performance SSD Servers ✔️

 

১0। Hostever

বাংলাদেশে উঠতি হোস্টিং কোম্পানিগুলোর মধ্যে Hostever অন্যতম। এখানে সি-প্যানেলের সুবিধা সহ অনেক ধরনের হোস্টিং প্যাকেজ সরবরাহ করা হয়। সর্বাধুনিক সিকিউরিটি সহ ২৪/৭ দিনের সাপোর্টে হোস্টিং কিনতে পারেন এখান থেকে। এখানে স্পেশাল স্টুডেন্ট হোস্টিং প্যাকেজ পেয়ে যাবেন।

বাংলাদেশের সেরা হোস্টিং প্রভাইডার হোস্টসেবা

 

হোস্টিং ফিচারের নাম সুবিধা (আছে/নাই)
১. ওয়ান ক্লিক ইন্সটল সুবিধা ✔️
২. অটো ব্যাকআপ ✔️
৩. ফ্রি SSL Certificate ✔️
৪. ৩০ দিনের টাকা ফেরত গ্যারান্টি ✔️
৫. ডাটা সেন্টার Bangladesh, Singapore, USA, Canada, UK
৬. সিকিউরিটি Raid10 Technology
৭. ২৩/৭ সাপোর্ট ✔️
৮. High-Performance SSD Servers ✔️

 

শেষকথা

যেহেতু আপনি হোস্টিং কিনবেন বলেই এই পোস্টটি পড়ছেন তাই আপনাকে বলবো কম দামে যে কোনো কোম্পানি থেকে হোস্টিং না কিনে উপরে উল্লেখিত কোম্পানিগুলো থেকে হোস্টিং পারসেজ করুন তাহলে ঠকবেন না। অনেক সময় হোস্টিং কেনার পর দেখা যায় কোম্পানি হারিয়ে যায় এতে আপনার শখের ও কাজের সাটইটি হারিয়ে যায়। তাই কোনো সময় কারো মিষ্টি কথায় না মজে আমাদের সাজেশন ফলো করুন। 

এই লেখার মাধ্যমে বাংলাদেশের সেরা হোস্টিং কোম্পানিগুলির সম্পর্কে বিস্তারিত ধারণা পেয়েছেন। এই তথ্য ব্যবহার করে সঠিক হোস্টিং সেবা নির্বাচন করা সহজ হবে।

প্রশ্নসমূহ (FAQs)

❓কোন বৈশিষ্ট্যগুলি সেরা হোস্টিং কোম্পানি নির্বাচনের জন্য গুরুত্বপূর্ণ?

🥰 নির্ভরযোগ্যতা এবং আপটাইম, গতি এবং কর্মক্ষমতা, গ্রাহক সেবা, মূল্য এবং পরিকল্পনা, ব্যান্ডউইথ, সিকিউরিটি।

❓কীভাবে সঠিক হোস্টিং কোম্পানি নির্বাচন করা যায়?

🥰 ব্যবসার প্রয়োজনীয়তা বিবেচনা করে, সুপারিশকৃত কোম্পানিগুলির সম্পর্কে তথ্য সংগ্রহ করে, দীর্ঘমেয়াদী সুবিধা বিবেচনা করে সঠিক হোস্টিং কোম্পানি নির্বাচন করা যায়।

❓হোস্টিং সেবা নির্বাচনে প্রধান কোন কোন বিষয় বিবেচনা করতে হবে।


বিদেশি কোম্পানি থেকে ডোমেইন হোস্টিং কিনতে Bengali IT কোম্পানির সাথে যোগাযোগ করুন।


আরো পড়ুনঃ সবচেয়ে কম দামে ডোমেইন কোথায় পাওয়া যায়

 

 

 

Leave a Reply