বহুনির্বাচনী প্রশ্ন
১. সম্পূর্ণ চাঁদার ডিগ্রি পরিমাপ কত?
ক ১৮০° খ ৩৬০° গ ২৪০° ঘ ২৮০°
২. দুটি রশ্মির মিলনস্থলে কী উৎপন্ন হয়?
ক কোণ খ রেখা গ সমতল ঘ বক্ররেখা
৩. ৫৯° কোণের সম্পূরক কোণ কোনটি?
ক ২১° খ ৩১° গ ১৩১° ঘ ১২১°
৪. চাঁদার সাহায্যে প্রতিবার সর্বোচ্চ কত ডিগ্রি কোণ পরিমাপ করা যায়?
ক ৯০° খ ১৮০° গ ২৭০° ঘ ৩৬০°
৫. বৃত্ত অঙ্কন করতে নিচের কোনটি ব্যবহার করা হয়
ক রুলার খ কম্পাস গ ত্রিকোণী ঘ কাঁটা কম্পাস
৬. সমান দৈর্ঘ্য চিিহ্নত করা হয় কোনটি দিয়ে?
ক কম্পাস খ রুলার গ চাঁদা ঘ ত্রিকোণী
৭. ৩৭° এর বিপ্রতীপ কোণ কত?
ক ৫৩° খ ৩৭° গ ১২৭° ঘ ১৪৩°
৮. দুই সমকোণের চেয়ে বড় কোণকে কী বলা হয়?
ক সরল কোণ খ সম্পূরক কোণ
গ পূরক কোণ ঘ প্রবৃদ্ধ কোণ
৯. ৪৫° এর পূরক কোণের মান কত?
ক ০° খ ৪৫° গ ৯০° ঘ ১৩৫°
১০. সমকোণ ছাড়া ত্রিকোণীর একটি কোণ ৪৫° হলে অপর কোণটির পরিমাপ কত? (মধ্যম)
ক ৩০° খ ৪৫° গ ৬০° ঘ ৯০°
১১. একটি সরলরেখার নির্দিষ্ট কোনো বিন্দুতে লম্ব আঁকা যায়Ñ
i. রুলার ও কম্পাসের সাহায্যে ii. ত্রিকোণী ও রুলারের সাহায্যে
iii. শুধু কম্পাসের সাহায্যে
নিচের কোনটি সঠিক?
ক i ও ii খ i ও iii গ ii ও iii ঘ i, ii ও iii
১২. নিচের তথ্যগুলো লক্ষ কর :
i. চাঁদার সাহায্যে ৪৫° কোণ আঁকা যায়
ii. রুলার কম্পাসের সাহায্যে ৬০° কোণ আঁকা যায়
iii. চাঁদা ব্যবহার না করেও ১২০° কোণ আঁকা যাবে
নিচের কোনটি সঠিক?
ক i ও ii খ i ও iii গ ii ও iii ঘ i, ii ও iii
নিচের চিত্রের আলোকে ১৩ – ১৫নং প্রশ্নের উত্তর দাও :
১৩. চিত্রটির নাম কী?
ক ত্রিকোণী খ চাঁদা গ কম্পাস ঘ রুলার
১৪. চিত্রটির তিন কোণের সমষ্টি কত?
ক ৯০° খ ১৮০° গ ৩৬০° ঘ ২৮০°
১৫. চিত্রটির একটি কোণ সমকোণ অপর দুটি কোণের নাম কী?
ক স্থূলকোণ খ সমকোণ গ সূক্ষকোণ ঘ পূরককোণ
সৃজনশীল প্রশ্ন
প্রশ্ন- ১ : চিত্রে
ক. ∠DCE এর বিপ্রতীপ কোণ কোনটি? ২
খ. ∠ACB এর মান কত এবং কেন? ৪
গ. প্রমাণ কর B, C, D একই সরলরেখায় অবস্থিত। ৪
প্রশ্ন- ২ : AB একটি ৭ সে.মি. রেখাংশ।
ক. বর্ণনাসহ চিত্র আঁক। ২
খ. AB এর মধ্যবিন্দু O তে লম্ব আঁক। ৪
গ. অঙ্কনের বিবরণ দাও। ৪
প্রশ্ন- ৩ : AB একটি সরলরেখা O বিন্দুতে OC রশ্মির প্রান্ত বিন্দুতে মিলিত হয়েছে।
ক. প্রদত্ত তথ্যের ভিত্তিতে চিত্রটি আঁক। ২
খ. প্রমাণ কর যে, ∠AOC + ∠BOC = 180°
গ. যদি ∠AOC = 2x° এবং ∠BOC = x° হয় তাহলে কোণ দুইটির পরিমাণ নির্ণয় কর। ৪
আরো পড়ুনঃ
🔶🔶 ৬ষ্ঠ শ্রেণির সকল বিষয় সমাধান