৬ষ্ঠ শ্রেণির বাংলা অর্থ বুঝে বাক্য লিখি ১ম পরিচ্ছেদ শব্দের শ্রেণি এর সকল বিষয়গুলো নিচে আলোচনা করা হলো।
বিশেষ্য
সর্বনাম পদ কাকে বলে
উত্তর: বিশিষ্যেরে পরর্বিতে ব্যবহৃত শব্দকে র্সবর্নবাম বল। যে বাক্যরে মধ্যে বিশি্যি যে ভূমকিা পালন কর, সর্বনাম অনুরূপ ভূমকিা পালন কর। যেমন: শিমুল মনোযোগের সঙ্গে পড়াশোনা করত। তাই সে পরীক্ষায় ভালো করছে। দ্বিতীয় বাক্যের ’সে’ প্রথম বাক্যের ‘শিমুল’-এর পরর্বিতে ব্যবহৃত হয়েছে।
সর্বনামের প্রকারভেদ ও সর্বনাম পদের উদাহরণ:
১) পুরুষবাচক বা ব্যক্তিবাচক সর্বনাম :
উদাহরণ : আমি, আমরা, তুমি, তোমরা, সে , তারা ইত্যাদি।
২) নির্দেশক সর্বনাম :
উদাহরণ : তা, তাহা, ইনি, উনি, এ, এই, ও, ওই , ইহা , উহা ইত্যাদি
৩) অনির্দেশক সর্বনাম :
উদাহরণ : কেউ, কেহ, কেউ কেউ, কিছু কিছু , কোথাও ইত্যাদি ।
৪) প্রশ্নবাচক সর্বনাম :
উদাহরণ : কে, কী, কি, কোন, কারা ইত্যাদি ।
৫) আত্মবাচক সর্বনাম :
উদাহরণ : নিজে , নিজ , খোদ , স্বয়ং , নিজে-নিজে , আপনি, আপনারে ইত্যাদি।
৬) নিত্যমম্বন্ধী বা সাপেক্ষ সর্বনাম :
উদাহরণ : যিনি-তিনি, যে-সে, যাহা-তাহা, যা-তা, যাকে-তাকে ইত্যাদি
৭) সাকল্যবাচক সর্বনাম বা সমষ্টিবাচক সর্বনাম :
উদাহরণ : সকল, সব,সর্ব,সবাই,সবার,সবে ইত্যাদি ।
৮) ব্যতিহারিক/পারস্পরিক সর্বনাম:
উদাহরণ : নিজে-নিজে , আপনা-আপনি ইত্যাদি
৯) অন্যাদিবাচক সর্বনাম:
উদাহরণ : অমুক, তমুক, অন্য,অপর ইত্যাদি ।
১০) যৌগিক সর্বনাম
যেমন: যা কিছু যে কেউ, কে একটা ইত্যাদি।
বিশেষণ কাকে বলে?
যে শব্দ দয়িে বিশেষ্য ও সর্বনামের গুণ, দোষ, সংখ্যা, পরিমাণ, অবস্থা বোঝায়, তাকে বিশেষণ শব্দ বলে।
যেমন: লাল ফুল, ভালো কথা, দশ টাকা, লক্ষ জনতা, টাটকা সবজি। এখানে দাগ দওেয়া শব্দগুলো বশিষেণ।