৬ষ্ঠ শ্রেণির গণিত ২য় অধ্যায় দ্বিমাত্রীক বস্তুর গল্প অংশের বিভিন্ন বিষয় ও অনুশীলনীর প্রশ্ন উত্তর নিচে দেওয়া হলো। এটি নতুন কারিকুলামের অংশ। অর্থাৎ এটি ৬ষ্ঠ শ্রেণির গণিত দ্বিমাত্রীক বস্তুর গল্প সমাধান ২০২৩।
দ্বিমাত্রীক বস্তুর গল্প
👉জ্যামিতি কাকে বলে?
জ্যমিতি শব্দটির ইংরেজি প্রতিশব্দ Geometry যা এসেছে গ্রীক শব্দ Geo (ভূমি) এবং metron(পরিমাপ)। যার অর্থ হচ্ছে ভূমির পরিমাপ। অতীতে এই জ্যামিতি শুধুমাত্র ভূমি পরিমাপে ব্যবহৃত হলেও বর্তমানে এটি বিভিন্ন ক্ষেত্রে ব্যবহৃত হয়।
👉 জ্যামিতিরি মৌলকি ধারণা:
জ্যামিতি অংশে ভালো করতে অর্থাৎ জ্যামিতি ভালো ভাবে বুঝতে বিন্দু, রেখা, রশ্মি, রেখাংশ, তল, সমান্তরাল রেখাংশ, বিভিন্ন ধরনের কোণ, বিভিন্ন ধরনের ত্রিভুজ চতুর্ভুজ সম্পর্কে জানতে হবে। নিচে এই বিষয়ে আলোচনা করা হলো।
কোণ কাকে বলে?
উত্তর: দুইটি সরলরেখা পরস্পর কোনো বিন্দুতে মিলিত হলে মিলিত স্থানে যে আকৃতি উৎপন্ন হয় তাকে কোণ বলে।
সন্নিহিত কোণ কাকে বলে?
উত্তর: দুইটি কোণের যদি একটি শীর্ষ বিন্দু এবং একটি সাধারণ বাহু থাকে তবে কোন দুটিকে সন্নিহিত কোণ বলে।
সমকোণ কাকে বলে?
উত্তর: যদি কোন কোণের পরিমাণ ৯০° হয় অর্থাৎ একটি রেখাংশের সাথে অন্য রেখাংশ খাড়াখাড়ি মিলিত হয় তবে তাকে সমকোণ বলে।
সূক্ষ্মকোণ কাকে বলে?
উত্তর: যে কোণের পরিমাণ ৯০° থেকে ছোট তাকে সূক্ষ্মকোণ বলে।
স্থূলকোণ কাকে বলে?
উত্তর: যে কোণের পরিমাণ ৯০° থেকে বড় কিন্তু ১৮০° থেকে ছোট তাকে স্থূলকোণ বলে।
প্রবৃদ্ধ কোণ কাকে বলে?
উত্তর: যে কোণের পরিমাণ ১৮০° থেকে বড় কিন্তু ৩৬০° থেকে ছোট তাকে স্থূলকোণ বলে।
You actually make it appear so easy with your presentation but I to
find this topic to be really one thing which I think
I’d never understand. It sort of feels too complex and extremely large for me.
I’m looking forward for your subsequent publish, I will try to get the hold of it!
I have read so many articles or reviews about the blogger lovers
but this paragraph is in fact a nice post, keep it
up.