লঘু এসিড ও মৃদু এসিডের মধ্যে পার্থক্য কী?
আমরা অনেকেই লঘু এসিড ও মৃদু এসিড একই মনে করে থাকি। কিন্তু লঘু এসিড ও মৃদু এসিড এক কথা নয়। তাই এর পার্থক্য জানতে হবে। নিচে লঘু এসিড ও মৃদু এসিডের মধ্যে পার্থক্য নিয়ে আলোচনা করা হলো।
প্রশ্নঃ লঘু এসিড ও মৃদু এসিডের মধ্যে পার্থক্য কী?
সমাধানঃ লঘু এসিড হল এমন এসিড যার জলীয় দ্রবণে এসিডের পরিমাণ কম। অন্যদিকে মুদু এসিডে বা দুর্বল এসিড হল এমন এসিড যেটি পানিতে কম পরিমাণ H⁺ আয়ন সরবরাহ করে।
আরো পড়ুনঃ এসিড চেনার সহজ উপায়।