লবণ চেনার সহজ উপায় Easy way to recognize salt

লবণ চেনার সহজ উপায়

লবণ চেনার সহজ উপায়

রসায়ন অধ্যায়নের জন্য আমাদের বিভিন্ন ধরনের লবণ নিয়ে পড়ালেখা করা লাগে। এই লবণ গুলোকে চিনতে অনেকের সমস্যার সৃষ্টি হয়। আজ আমরা এই লবণ চিনবো সহজ উপায়ে। আশা করা যায় এই অনুচ্ছেদটি পড়ার পর আমাদের লবণ চিনতে আর সমস্যা হবেনা। 

(H⁺) বাদে যে কোনো ধনাত্নক আয়ন বা মূলক + (OH⁻) বাদে যে কোনো ঋণাত্মক আয়ন বা মূলক = লবণ ।

যেমনঃ

    Na⁺ + Cl⁻ = NaCl

    Na⁺ + F⁻ = NaF

    NH₄⁺ + Cl⁻ = NH₄Cl

    K⁺ + NO₃⁻ = KNO₃

   Na⁺ + CH₃COO⁻ = CH₃COONa

আসুন দেখে নেওয়া যাক লবণ গঠনকারী কিছু ধনাত্বক আয়ন(ক্যাটায়ন) এবং ঋণাত্বক আয়ন (অ্যানায়ন)

ক্যাটায়ন

অ্যানায়ন

 C₅H₅NH⁺

 CO₃²⁻

 Fe²⁺ /Fe³

 Cl

 Ca²

 NO₂

 NH₄⁺

 NO₃⁻

 Mg²

 F

 NR₄⁺

 C≡H

 Na

 PO₄³⁻

 K

 SO₄²⁻

 Cr³

 (CH₂COO⁻)₂

লবণ চেনার সহজ উপায় Easy way to recognize salt খনিজ লবণের নাম অম্লীয় লবণ কাকে বলে। লবণ কাকে বলে।

Share to help others:

Leave a Reply