পিএইচ (ph) এর মান হ্রাস বৃদ্ধি করতে কি যোগ করতে হয়?
কোন এসিড দ্রবণের পিএইচ (pꟸ) মান বৃদ্ধির জন্য ক্ষার যোগ করতে হয়। কারণ ক্ষার যোগ করলে H⁺ আয়নের ঘনমাত্রা কমে যাবে এবং OH⁻ আয়নের ঘনমাত্রা বৃদ্ধি পাবে। ফলে pꟸ এর মান বাড়বে।
অ্যামোনিয়ার দ্রবণ হল ক্ষার। তাই এটি যোগ করলে pꟸ এর মান বাড়বে।
কোন এসিড দ্রবণের পিএইচ (pꟸ) মান হ্রাসের জন্য এসিড যোগ করতে হয়। কারণ এসিড যোগ করলে H⁺ আয়নের ঘনমাত্রা বেড়ে যাবে, ফলে pꟸ এর মান বাড়বে।
ঘন হাইড্রোক্লোরিক এসিড যোগ করলে দ্রবণের pꟸ এর মান কমবে।