পিএইচ (pꟸ) কী বা কাকে বলে? পিএইচ (pꟸ) এর মান নির্ণয়। গাণিতিক সমস্যা সমাধান।
Table of Contents
পিএইচ (pꟸ) কী বা কাকে বলে?
উত্তর: কোন দ্রবণের হাইড্রোজেন আয়নের ঘনমাত্রার ঋণাত্বক লগারিদমকে (pꟸ) বলা হয়।
অর্থাৎ pꟸ = -log[H⁺]
১৯০৯ সালে ডেনমার্কের রসায়নবিদ সোরেনসেন (pꟸ) ধারণার প্রবর্তন করেন। ফ্রান্স ভাষার শব্দ “Puissance de Hydrogen” থেকে (pꟸ) কথাটি নেয়া হয়েছে। “Puissance de Hydrogen” এর ইংরেজি হলো Power of Hydrogen অর্থাৎ হাইড্রোজেনের ক্ষমতা।
(ph) এর মান নির্ণয়। গাণিতিক সমস্যা সমাধান।
প্রশ্ন: কোন জলীয় দ্রবণের হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা 10⁻⁷ মোল/লিটার হলে দ্রবণের pꟸ মান কত?
সমাধান: হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা [H⁺] = 10⁻⁷ মোল/লিটার
অতএব, pꟸ = -log[H⁺]
= -log(10⁻⁷)
= 7
পিএইচ (ph) কী বা কাকে বলে? পিএইচ (ph) এর মান নির্ণয়। গাণিতিক সমস্যা সমাধান।