জিংক ধাতুর উপস্থিতি পরীক্ষা
প্রশ্নঃ কোনো পদার্থে জিংক ধাতু আছে কিভাবে বুঝবে?
অথবা, জিংক ধাতুর উপস্থিতি পরীক্ষা করবে কিভাবে?
অথবা, জিংক ধাতুর উপস্থিতি পরীক্ষা করবে কিভাবে?
জিংক কে নাইট্রিক এসিডের সাথে বিক্রিয়া করালে তা জিংক নাইট্রেট লবণ তৈরি করে। এর সাথে সোডিয়াম হাইড্রোক্সাইড যোগ করলে তা থেকে সাদা বর্ণের জিংক হাইড্রোক্সাইড অধঃক্ষিপ্ত হয়।
Zn + HNO₃ → Zn(NO₃)₂ +H₂
Zn(NO₃)₂ +NaOH → Zn(OH)₂ ↓ +2NaNO₃
উক্ত দ্রবণে অতিরিক্ত সোডিয়াম হাইড্রোক্সাইড যোগ করলে জিংক হাইড্রোক্সাইডের অধঃক্ষেপ দ্রবীভূত হয়।
Zn(OH)₂ + 2NaOH → Na₂ZnO₂ + 2H₂O
সুতরাং ধাতুটি হল জিংক(Zn)