হাইড্রোজেন (H) কখন আয়নিক বন্ধন গঠন করে এবং কখন সমযোজী বন্ধন গঠন করতে পারে।

হাইড্রোজেনের আয়নিক বন্ধন গঠনঃ

 (H) হাইড্রোজেন পরমানু যখন ধাতুর সাথে যুক্ত থাকে তখন আয়নিক বন্ধন গঠন করে।

যেমনঃ NaH একটি আয়নিক যৌগ। এখানে Na = ধাতু
Na(11) = 1s² 2s² 2p⁶ 3s¹
H(1) = 1s¹
Na পরমানু শেষ কক্ষপথের ১টি ইলেকট্রন ত্যাগ করবে এবং ত্যাগকৃত ইলেকট্রন H  পরমানু গ্রহন করবে। যেমনঃ
সুতরাং NaH যৌগে H পরমানু আয়নিক বন্ধন গঠন করে।

হাইড্রোজেনের সমযোজী বন্ধন গঠনঃ

H পরমানু যখন অধাতুর সাথে যুক্ত থাকে, তখন সমযোজী বন্ধন গঠন করে।
যেমনঃ HCl  একটি সমযোজী যৌগ। এখানে Cl = অধাতু
H(1) = 1s¹
Cl(17) =  1s² 2s² 2p⁶ 3s² 3p⁵
এক্ষেত্রে H ও Cl তদের শেষ কক্ষপতের ইরেকট্রনগুলো পরস্পরের সঙ্গে শেয়ার করে সমযোজী বন্ধন গঠন করে।
হাইড্রোজেনের সমযোজী বন্ধন গঠন
সুতরাং HCl  যৌগে H পরমানু সমযোজী বন্ধন গঠন করে।
বিঃদ্রঃ এখান থেকে আমরা বুঝতে পারি যে H পরমানু তার শেষ কক্ষপথের ১টি ইলেকট্রন শেয়ার করতে পারে আবার অন্য মৌল হতে ১টি ইলেকট্রন গ্রহন করতে পারে।

Leave a Reply