তোমরা যারা ষষ্ঠ শ্রেণিতে পড় তাদের জন্য ৬ষ্ঠ শ্রেণির গণিত অনুশীলনী ১.৩ সৃজনশীল কাঠামোবদ্ধ প্রশ্ন সাজেশন নিয়ে আসলাম। এখানে তোমাদের জন্য পূর্ণ প্রস্তুতির গণিত ১.৩ কাঠামোবদ্ধ সৃজনশীল প্রশ্ন পেয়ে যাবে। গণিত কাঠামোবদ্ধ প্রশ্ন সাজেশন পেতে এই সাইটের সাথে থাকবে।
৬ষ্ঠ শ্রেণির গণিত অনুশীলনী ১.৩ সৃজনশীল কাঠামোবদ্ধ প্রশ্ন সাজেশন
১। চারটি সংখ্যার মধ্যে দুইটি সংখ্যা ১২ এর প্রথম দুইটি গুণিতক এবং অপর দুইটি ১৮ এর প্রথম দুইটি গুণিতক।
ক) উদ্দীপকের সংখ্যা দুইটির সাধারণ মৌলিক গুণনীয়কগুলোর গুণফল নির্ণয় কর।
খ) ভাগ প্রক্রিয়ার সংখ্যা চারটির গুসাগু নির্ণয় কর।
গ) কোন ক্ষুদ্রতম সংখ্যাকে সংখ্যা চারটি দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে ভাগশেষ ৩ থাকবে তা নির্ণয় কর।
২। চারটি ভিন্ন কোম্পানীয় বাস একটি বাসস্ট্যান্ড হতে সকাল ৮.০০ টা থেকে ১৬, ২৪, ৩০ ও ৩৬ মিনিট অন্তর অন্তর ছাড়ে।
ক) প্রথম ও তৃতীয় মিনিটের সাধারণ গুণনীয়কগুলো লেখ।
খ) কয়টায় সবগুলো বাস একত্রে ছাড়বে?
গ) ছয় অঙ্কের কোন ক্ষুদ্রতম সংখ্যার সাথে ৫ যোগ করলে যোগফল মিটিটগুলো দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে?
৩। একটি বর্গাকৃতি ঘরের মেঝে আয়তাকার টাইলস দ্বারা বাঁধানো হলো। প্রতিটি টাইলসের প্রস্থ ও দৈর্ঘ্য যথাক্রমে একটি লোহার ও একটি তামার পাতের দৈর্ঘ্যর সমান। লোহার ও তামার পাতদ্বয়ের র্দৈর্ঘ্য যথাকৃমে ৩১৫ সেমি এবং ৪০৫ সেমি।
ক) লোহার পাতের দৈর্ঘ্যের সাংখিক মানের মৌলিক গুণনীয়ক কতটি?
খ) পাতদ্বয় থেকে কেটে নেয়া একই মাপের সবচেয়ে বড় টুকরার দৈর্ঘ্য কত হবে?
গ) বর্গাকৃতি ঘরের মেঝের ক্ষেত্রফল সর্বনিম্ন কত হতে হবে যেন কোনো টাইলস ভাঙা না পরে?
৪। ২৪, ৩৬, ৭২ ও ৯৬ চারটি সংখ্যা
ক) ২৪ ও ৩৬ এর সাধারণ গুণনীয়কগুলো লেখ।
খ) কোন ক্ষুদ্রতম সংখ্যাকে প্রদত্ত সংখ্যাগুলো দ্বারা ভাগ করলে যথাক্রমে ১৮, ৩০, ৬৬ ও ৯০ ভাগশেষ থাকবে।
গ) পাঁচ অঙ্কের কোন বৃহত্তম সংখ্যা প্রদত্ত সংখ্যাগুলো দ্বারা ভাগ করলে প্রত্যেক বার ভাগশেষ ১০ থাকবে?
৫। ১২, ১৫, ২০, ও ৩৫ কয়েকটি সংখ্যা
ক) লসাগু ও গসাগু কাকে বলে?
খ) কোন ক্ষুদ্রতম সংখ্যাকে উদ্দীপকে উদ্দিখিত সংখ্যাগুলো দ্বারা ভাগ করলে ভাগশেষ ১০ থাকবে?
গ) চার অঙ্কের কোন ক্ষুদ্রতম সংখ্যাকে উদ্দীপকে উল্লেখিত সংখ্যাগুলো দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে ৫ অবশিষ্ট থাকে?
৬। প্রখ্যাত ব্যবসায়ী জনাব মামুন প্রতি সপ্তাহে ৯২ কেজি পেঁয়াজ, ১১৫ কেজি আলু এবং ২৫৩ কেজি চাল বিক্রি করেন।
ক) দুই অঙ্কবিশিষ্ট চার দ্বারা বিভাজ্য বৃহত্তম সংখ্যার জোড় গুণনীয়কগুলো নির্ণয় কর।
খ) মৌলিক গুণনীয়ক পদ্ধতিতে পেঁয়াজ, আলু এবং চালের পরিমাণের গসাগু নির্ণয় কর।
গ) পাঁচ অঙ্কের এমন একটি ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় কর যা ৫ দিয়ে শুরু এবং পেঁয়াজ, আলু ও চালের প্রত্যেকটির পরিমাণ দ্বারা নিঃশেষে বিভাজ্য।
ষষ্ঠ শ্রেণির গণিত অনুশীলনী ১.৩ বহুনির্বাচনী ও কাঠামোবদ্ধ প্রশ্ন pdf download করতে এখানে ক্লিক করুন।
এগুলার উত্তর কোথায়?
প্রশ্ন তো দিলেন উত্তর কই পাবো।
উত্তর কোথায় পাবো