৬ষ্ঠ শ্রেণির অ্যাসাইনমেন্ট শারীরিক শিক্ষা ১৮তম সপ্তাহ

৬ষ্ঠ শ্রেণির অ্যাসাইনমেন্ট শারীরিক শিক্ষা ১৮তম সপ্তাহ

নবম শ্রেণির শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা তোমাদের ১৮ সপ্তাহের শারীরিক শিক্ষা অ্যাসাইনমেন্ট উত্তর প্রকাশ করবো। তোমরা অনেক আগ্রহ নিয়ে পোস্টটি ওপেন করেছো। আমরা তোমাদের সেই কাঙ্খিত ষষ্ঠ শ্রেণির শারীরিক শিক্ষা ও স্বাস্থ্য ১৮তম সপ্তাহ এসাইনমেন্ট টি সম্পূর্ণ লিখে দিবো।

করোনাকালীন সময়ে তোমাদের বিদ্যালয় খুললেও তোমাদের সপ্তাহে একদিন ক্লাস হচ্ছে। তোমরা নিয়মিত ক্লাসে উপস্থিত হবে। ক্লাসে উপস্থিত হওয়ার সাথে সাথে তোমরা প্রতি সপ্তাহের অ্যাসাইনমেন্ট লিখছো। তোমাদের জন্য অ্যাসাইনমেন্ট হয়তো ২১ সপ্তাহ পর্যন্ত চলতে পারে।

আঠারো সপ্তাহের ৬ষ্ঠ শ্রেণির শারীরিক শিক্ষা এসাইনমেন্ট

২০২০ সাল থেকে তোমদের সকল অ্যাসাইনমেন্ট আমরা লিখে আসছি। আমাদের তিনটি সাইটে তোমাদের এসাইনমেন্ট নমুনা উত্তর আমরা প্রকাশ করে থাকি। সেই ধারাবাহিকতায় অষ্টদশ সপ্তাহের শারীরিক শিক্ষা ও স্বাস্থ্য তোমাদের দেওয়া হলো।

১৮ সপ্তাহের ৬ষ্ঠ শ্রেণির অ্যাসাইনমেন্ট শারীরিক শিক্ষা ও স্বাস্থ্য প্রশ্ন

মাধ্যমিক বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীরা তোমরা কি প্রশ্নগুলো পড়েছো। ধরে নিলাম তোমরা পড়েছো। তোমরা কি জানো কেস স্টাডি কি। কিভাবে কেস স্টাডি করতে হয়। না জেনে থাকলে নিচের লিংক থেকে জেনে নিতে পারো।

  • কেস স্টাডি
  • কিভাবে কেস স্টাডি লিখতে হয়।

ষষ্ঠ শ্রেণির ১৮ সপ্তাহের অ্যাসাইনমেন্ট শারীরিক শিক্ষা উত্তর

এসাইনমেন্ট শুরু

প্রাথমিক চিকিৎসাঃ

প্রাথমিক চিকিৎসা হলো সামান্য বা গুরুতর অসুস্থতা বা অবস্থার অবনতি থেকে বাঁচতে বা পুনরুদ্ধারের জন্য যত্নসহকারে দেওয়া প্রথম বা তাৎক্ষণিক সহায়তা ।

প্রাথমিক চিকিৎসাকারির কাজঃ 

যিনি প্রাথমিক চিকিৎসা দিয়ে থাকেন তিনিই মূলত প্রাথমিক চিকিৎসাকারি ।তাকে মূলত প্রাথমিক চিকিৎসার উদ্দেশ্য মাথায় রেখে কাজ করতে হবে।

প্রাথমিক চিকিৎসার উদ্দেশ্যঃ

  • রোগীর অবস্থার অবনতি রোধ করা;
  • রোগীর অবস্থার উন্নতি করা;
  • রোগীর জীবন রক্ষা করা ।

এই উদ্দেশ্য গুলো জানার পর তাকে নিম্নলিখিত কাজগুলো করতে হবেঃ-

লক্ষণ দেখে রোগ নির্ণয়ঃ প্রাথমিক চিকিৎসককে সর্ব প্রথম রোগীর বিভিন্ন লক্ষণ দেখে রোগ বা দুর্ঘটনার কারণ নির্ণয় করতে হবে।

চিকিৎসাঃ রোগীর দুর্ঘটনার কারণ বা রোগ নির্ণয় করে যত দ্রুত সম্ভব তার প্রতিকারের ব্যবস্থা করতে হবে। নির্ধারিত পদ্ধতি অনুযায়ী রোগীর চিকিৎসা করতে হবে।

স্থানান্তরঃ প্রাথমিক চিকিৎসার সর্বশেষ স্তর হল-পরিস্থিতি অনুযায়ী রোগীকে ডাক্তারের কাছে বা হাসপাতালে বা তার বাড়ীতে পৌছে দেয়া।

প্রাথমিক চিকিৎসার জন্য ব্যবহ্গত উপকরণসমূহঃ

প্রাথমিক চিকিৎসার জন্য সাধারণত প্রাথমিক চিকিৎসা বাক্স ব্যবহার করা হয় এতে যা যা থাকে- ‘অ্যন্টিসেপটিক দ্রবণ (যেমন স্যাভলন, ডেটল, পোভিডন আয়োডিন দ্রবণ)।

  • আ্যান্টিসেপটিক ক্রিম।
  • তুলা, গজ, কাঁচি।
  • ব্যান্ডেজ (ছোট ব্যান্ডেজের স্ট্রিপ কিনতে পাওয়া যায়)।
  • মাইক্রোপোর (সাদা রঙের পাতলা একটি জিনিস, যা
  • স্কচটেপের মতো আটকানো যায়)।
  • দুটি তিন কোণা বড় কাপড়।
  • মাঝারি আকারের কাপড়।
  • বেশ কয়েক প্যাকেট খাওয়ার স্যালাইন ।
  • প্যারাসিটামল ট্যাবলেট ও গ্যাস্ট্রিকের ওষুধ ।
  • পোড়া জায়গায় লাগানোর মলম (যেমন সিলভার
  • সালফাডায়াজিন ১% ক্রিম, যা শুধু বাহ্যিক ব্যবহার্য) ।
  • থার্মোমিটার ।
  • ক্রেপ ব্যান্ডেজ ।
প্রাথমিক চিকিৎসা প্রদানকারী এবং গ্রহণকারীর পরিচয়ঃ
বেশ কিছুদিন আগে আমার ছোট ভাই পানিতে পড়ে গিয়েছিল। তখন তাকে হাসপাতালে নেওয়া সম্ভব ছিল না কিন্তু আমি প্রাথমিক চিকিৎসা পদ্ধতিটি জানতাম যার কারণে আমি তাকে প্রাথমিক চিকিৎসা দানের মাধ্যমে সুস্থ করে তুলেছিলাম।
দুর্ঘটনা ও আমার প্রদত্ত চিকিৎসা পদ্ধাতিঃ
আমার ছোট ভাইয়ের পানিতে ডোবার কারণে শ্বাস বন্ধ হয়ে গিয়েছিল ।আমি এর জন্য যে চিকিৎসা পদ্ধতি ব্যবহার করেছিলাম তা নিম্নে বর্ণনা করা হলোঃ
  • রোগীর চিবুক তুলে ধরে গলা সোজা করা এবং মুখ খোলা;
  • এক হাতের আঙ্গুল দিয়ে নাক চেপে নাক বন্ধ করা;
  • বড় করে একটা নিঃশ্বাস নেওয়া;
  • রোগীর মুখের উপর মুখ চেপে ধরে আস্তে আস্তে তার মুখের ভেতরে শ্বাস ছেড়ে দেওয়া;
  • ৩০ সেকেন্ড বিরতি দিয়ে এভাবে মুখের ভিতরে শ্বাস ছেড়ে দেওয়া
  • দ্রুত ডাক্তার ডাকা বা রোগীকে স্থানান্তর করা ।
উপরোক্ত চিকিৎসা পদ্ধতি সঠিকভাবে প্রয়োগের মাধ্যমে হয়েছিলাম ।
প্রদত্ত চিকিৎসার উদ্দেশ্যঃ
প্রদত্ত চিকিৎসাটি ছিল প্রাথমিক চিকিৎসা নিম্নে এর উদ্দেশ্য দেওয়া হলোঃ
  • রোগীর অবস্থার অবনতি রোধ করা;
  • রোগীর অবস্থার উন্নতি করা;
  • রোগীর জীবন রক্ষা করা ।

এসাইনমেন্ট শেষ

আরো পড়ুনঃ

তোমরা দেখলে কিভাবে আমরা কেস স্টাডিটা লিখেছি। তোমরা উপরের নমুনা উত্তর থেকে ধারণা নিয়ে তোমাদের নিজর মত করে উত্তরটি সাজিয়ে লিখবে। যদি নিজ থেকে না পারো তবে নমুনা উত্তর থেকে আংশিক কপি করবে। তবে কোনো ক্রমেই সম্পূর্ণ উত্তরটি কপি করবেনা।

১৯ সপ্তাহের সকল অ্যাসাইনমেন্টের জন্য আমাদের ফেজবুক পেজটি লাইক দিয়ে রাখো। এবং নিচের এসাইনমেন্ট গ্রুপে জয়েন হয়ে থাকো।

ষষ্ঠ শ্রেণীর অ্যাসাইনমেন্ট শারীরিক শিক্ষা সমাধান ২০২১

সতর্কতাঃ ৬ষ্ঠ শ্রেণির শারীরিক শিক্ষা অ্যাসাইনমেন্ট উত্তরটি তোমাদের কেবলমাত্র একটি নমুনা উত্তর। এটি অনুসরণ করে তোমরা নিজেরা লিখবে কপি করলে তোমাদের খাতা বাতিল হতে পারে। এ কারণে তোমাদের খাতা বাতিল হলে আমরা দায়ী নয়।

সকল সপ্তাহের সকল বিষয়ের এসাইনমেন্টের উত্তর সরাসরি পেতে আমাদের নিচের ফেজবুক পেজলি লাইক কর এবং ফেজবুক গ্রুপটিতে জয়েন কর।


আমাদের ইউটিউব লিংক
https://www.youtube.com/channel/UCea_DqYt9NegZgE5A-mdIag
ফেজবুক পেজ (সমস্যা ও সমাধান)
https://web.facebook.com/shomadhan.net
assignment all class (6-9)📝📝
https://web.facebook.com/groups/287269229272391
পোস্টটি সম্পূর্ণ পড়ার জন্য আপনাকে ধন্যবাদ। অন্য এসাইনমেন্টের জন্য আমাদের সাথেই থাকুন।

Share to help others:

This Post Has 0 Comments

  1. Unknown

    শিরনাম স্পষ্ট না

Leave a Reply to Unknown Cancel reply