(নবম-দশম) এসএসসি পদার্থবিজ্ঞান ১ম অধ্যায় ভৌত রাশি ও পরিমাপ সৃজনশীল প্রশ্ন ও সমাধান

 

নবম-দশম ও এসএসসি পরীক্ষার্থী শিক্ষার্থী বন্ধুরা পদার্থ বিজ্ঞান প্রথম অধ্যায় ভৌত রাশি ও পরিমাপ  সম্পর্কিত সৃজনশীল, বহুনির্বাচনী, হ্যান্ডনোট নিয়ে আজকের পোস্টটি তোমাদের জন্য।

 

{tocify} $title={Table of Contents}

 

আজকে আমাদের এই পোস্টটি আমরা তিনটি অংশে বিভক্ত করব প্রথম অংশ পদার্থবিজ্ঞান ১ম অধ্যায়ের সৃজনশীল প্রশ্ন নিয়ে আলোচনা করব   দ্বিতীয় অংশে আমরা পদার্থবিজ্ঞান প্রথম অধ্যায়ের বহুনির্বাচনী প্রশ্ন নিয়ে আলোচনা করব এবং তৃতীয় অংশে আমরা পদার্থবিজ্ঞান কয়েকটি হ্যান্ডনোট এর পিডিএফ লিংক দিব সেখান থেকে তোমরা পিডিএফ ডাউনলোড করে নিতে পারবে।

 

বিজ্ঞান বলতেই হয়তো তোমাদের চোখে বিজ্ঞানের নানা যন্ত্রপাতি, আবিষ্কার, গবেষণা, ল্যাবরেটরি-_ এসবের দৃশ্য ফুটে ওঠে, বিজ্ঞানের আসল বিষয় কিন্তু যল্পপাতি, গবেষণা বা ল্যাবরেটরি নয়, বিজ্ঞানের আসল বিষয় হচ্ছে তার দৃষ্টিভঙ্গি। এই সভ্যতার সবচেয়ে বড় অবদান রেখেছে বিজ্ঞান আর সেটি এসেছে পৃথিবীর মানুষের বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি থেকে। বিজ্ঞানের রহস্য অনুসন্ধানের জন্য কখনো সেটি যুক্তিতর্ক দিয়ে বিশ্লেষণ করা হয়, কখলো ল্যাবরেটরিতে পরীক্ষা-নিরীক্ষা করা হয়, আবার কখনো প্রকৃতিতে এই প্রক্রিয়াটিকে খুঁটিয়ে খুঁটিয়ে পর্যবেক্ষণ করা হয়। সেই প্রাটানকাল থেকে শুরু করে এখন পর্যন্ত অসংখ্য বিজ্ঞানী মিলে বিজ্ঞানকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। এই অধ্যায়ে পদার্থবিজ্ঞানের এই ভ্রমবিকাশের একটি ধারাবাহিক বর্ণনা দেওয়া হয়েছে।

এসএসসি পদার্থবিজ্ঞান ১ম অধ্যায় সৃজনশীল প্রশ্ন ও সমাধান

সৃজনশীল প্রশ্ন-১
রাশেদ তার সদ্য কেনা স্কেল দিয়ে পেন্সিলের দৈর্ঘ্য মেপে বলল পেন্সিলটিন দৈর্ঘ্য 11.73 cm | তাল বন্ধু সুজন বলল এই পলিমাপ সহি নাও হতে পানে । রাশেদ বলল যে এই স্কেল দিয়ে কয়েকবার পরিমাপ করে একই ফল পেয়েছে । তারা শিক্ষকের কাছে গেলে শিক্ষল ভাদেন 0.005 cm ভার্ণিয়ার ধ্রুবকবিশিষ্ট ভার্নিয়ার স্কেল ব্যবহার করতে বললেন। রাশেদ ভার্ণিয়ার স্কেলের সাহায্যে সঠিক দৈর্ঘ্য
পরিমাপ করল ।
ক. ভার্পিয়ার ধ্রুবক কী?
খ. কোনো রাশির পলিমাণ প্রকাশ করতে এককের প্রয়োজন হয় কেন?
গ. ব্যবহৃত ভার্নিয়ার স্কেলের কয় ভাগ প্রধান স্কেলের কত ভাগের সমান নির্ণয় কর ।
ঘ. রাশেদের প্রথম দৈর্ঘ্য পরিমাপ সঠিক পরিমাপের সাথে সঙ্গতিপূর্ণ ছিল না যুক্তিসহ লিখ।
সৃজনশীল প্রশ্ন-২
বকুলকে একটি স্লাইড ক্যালিপার্স ও একটি সিলিন্ডার দেওয়া হলো। সে সিলিন্ডানের ব্যাসার্ধ ও উচ্চতা মাপার সময় নিম্মলিপিত পাঠ পেল :
পদার্থবিজ্ঞান ১ম অধ্যায় সৃজনশীল
উল্লেশ্য স্লাইড ক্যালিপার্সের ভার্নিয়ার ক্ষেলের 50 ভাগ প্রধান স্কেলের ক্ষুদ্রতম 49 ভাগের সমান ।
ক. স্লাইড ক্যালিপার্সের অপর নাম কী?
শ. স্লাইড ক্যালিপার্সের যান্ত্রিক ক্রটি কী?
গ. যন্ত্রটির ভার্নিয়ার ধ্রুবক নির্ণয় কর ।
ঘ. সিলিন্ডারের আয়তন নির্ণয় কর।
সৃজনশীল প্রশ্ন-3
মিজান ব্যবহারিক ক্লাসে একটি তারের ব্যাস স্কু গজ দ্বারা মেপে গড় পাঠ পেল 3.2mm। । তখন বৃক্তাকার স্কেলের গড় ভাগ সংশ্যা ছিল 20।
ক. স্ক্রু  পিচ কী?
খ. লঘিষ্ঠ গণন বলতে কী বোঝ?
গ. উদ্দীপকের আলোকে লঘিঠ নির্ণয় কর।
ঘ. শুধু মিটার স্কেলের সাহায্যে তারটির প্রস্থচ্ছেদের  ক্ষেত্রফল নির্ণয় করলে প্রাপ্ত পাঠ থেকে তা কত শতাংশ পরিবর্তন হতো বিশ্লেষণ কর।

 

প্রশ্নগুলোর উত্তর পেতে নিচের পিডিএফগুলো ডাউনলোড করুন।

 

 

এসএসসি পদার্থবিজ্ঞান ১ম অধ্যায় বহুনির্বাচনী/এমসিকিউ প্রশ্ন ও সমাধান

১. বায়ু পাম্প কে আবিষ্কার করেন?
ক. রবার্ট বয়েল খ. গিলনার্ট
গ. ভন  ‍গুয়েরিক ঘ. রোমার
২. সরণ, গতি, ত্বরণ, সময় ইত্যাদির সংজ্ঞা প্রদান করেন-
ক. নিউটন খ. গ্যালিলিও
গ. আর্কিমিডিস ঘ. ডেমোক্রিটাস

 

    আরো প্রশ্ন ডাউনলোড করুন।

 

 

এসএসসি পদার্থবিজ্ঞান ১ম অধ্যায় (ভৌত রাশি ও পরিমাপ) হ্যন্ডনোট

===========================
👉পদার্থবিজ্ঞান অধ্যায় ২ : গতি
👉পদার্থবিজ্ঞান অধ্যায় ৩ : বল
👉পদার্থবিজ্ঞান অধ্যায় ৪ : কাজ ক্ষমতা ও শক্তি
👉পদার্থবিজ্ঞান অধ্যায় ৫ : পদার্থের অবস্থা ও চাপ
👉পদার্থবিজ্ঞান অধ্যায় ৬ : বস্তুর উপর তাপের প্রভাব
👉পদার্থবিজ্ঞান অধ্যায় ৭ : তরঙ্গ ও শব্দ
👉পদার্থবিজ্ঞান অধ্যায় ৮ : আলোর প্রতিফলন
👉পদার্থবিজ্ঞান অধ্যায় ৯ : আলোর প্রতিসরণ
👉পদার্থবিজ্ঞান অধ্যায় ১০ : স্থির বিদুৎ
👉পদার্থবিজ্ঞান অধ্যায় ১১ : চল বিদুৎ
👉পদার্থবিজ্ঞান অধ্যায় ১২ : বিদ্যুতের চৌম্বক ‍ক্রিয়া
👉পদার্থবিজ্ঞান অধ্যায় ১৩ : আধুনিক পদার্থবিজ্ঞান ও িইলেট্রনিক্স
👉পদার্থবিজ্ঞান অধ্যায় ১৪ : জীবন বাঁচাতে পদার্থবিজ্ঞান

Leave a Reply