প্রিয় ৯ম শ্রেণির বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী বন্ধুরা তোমাদের জন্য নিয়ে এলাম ১৪ সপ্তাহের ৯ম শ্রেণির জীব বিজ্ঞান অ্যাসাইনমেন্ট সমাধান ২০২১। তোমরা এখানে জীববিজ্ঞান সহ ১৪ সপ্তাহের সকল বিষয়ের এসাইনমেন্ট উত্তর পেয়ে যাবে।
৯ম শ্রেনির জীব বিজ্ঞান অ্যাসাইনমেন্ট ১৪ সপ্তাহ
তোমাদের সুবিধার্তে আমরা এখানে তোমাদের জীব বিজ্ঞান অ্যাসাইনমেন্টের পিডিএফ সহ দিয়ে দিবো। তোমাদের অনেকে পিডিএফের জন্য রিকোযেস্ট করো। তাই আজকে তোমাদের ১৪ সপ্তাহের ৯ম শ্রেণির জীব বিজ্ঞান অ্যাসাইনমেন্ট সমাধান ২০২১ পিডিএফ দেওয়া হবে।
জীব বিজ্ঞান ১৪ সপ্তাহ ৯ম শ্রেণির প্রশ্ন
প্রশ্নগুলো পড়লেই তোমরা বুঝতে পারবে তোমাদের এই ১৪ সপ্তাহের জীব বিজ্ঞান উত্তর কিভাবে লিখতে হবে। আসো আমরা দেখে নিই একটি নমুনা উত্তর।
১৪ সপ্তাহের ৯ম শ্রেণির জীব বিজ্ঞান অ্যাসাইনমেন্ট উত্তর ২০২১
হাতে অবস্থানকারী বিভিন্ন টিস্যুর অবস্থান ও কাজ
১। আবরণী টিস্যুঃ
অবস্থানঃ হাতের একদম উপরিভাগে ত্বক দ্বারা আচ্ছাদিত থাকে যা প্রকৃত পক্ষে স্ট্র্যটিফাইড স্কোয়ামাস আবরণী টিস্যু।
চিত্রঃ আবরণী টিস্যু |
কাজঃ
- হাতকে আবৃত করে রাখা
- বাইরের আঘাত থেকে হাতকে রক্ষা করা।
- ঘাম ক্ষরণ করা।
- কোষীয় স্তর পেরিয়ে সুনির্দিষ্ট পদার্থের পরিবহন করা।
২। যোজক টিস্যুঃ
অবস্থানঃ হাতে তিন ধরণের যোজন টিস্যু আছে, যেমন-
- ফইব্লাস যোজক টিস্যু: যা পেশির মধ্যে থাকে।
- স্কেলিটাল যোজক টিস্যু: যা হাতের সবচেয়ে অভ্যন্তরভাগে থাকে।
- তরল যোজক টিস্যু: হাতের অভ্যন্তরে অবস্থিত রক্তনালি লাসিকানালির মধ্যে থাকে।
চিত্রঃ যোজক টিস্যু |
কাজঃ
- ফাইবার টিস্যু পেশির সাথে অস্থির সংযোগ করে।
- স্কেলিটাল টিস্যু হাতকে আকৃতি দান করে।
- স্কেলিটাল টিস্যু হাতের ভার বহন করে।
- স্কেলিটাল টিস্যু খনিজ পদার্থ সঞ্চয় করে।
- রক্ত ও লসিকার মধ্যে গুরুত্বপূর্ণ পদার্থের আদান প্রদান করে।
চিত্রঃ পেশি টিস্যু |
- ঐচ্ছিক পেশির সংকোচন ও প্রসারণ দ্বারা হাতের নড়াচড়া নিয়ন্ত্রিত করে।
- প্রতিকুল অবস্থায় পেশির অভ্যন্তরে অবায়বীয় শ্বসন ঘটে এবং সামান্য পরিমাণ শক্তি তৈরি করে।
চিত্রঃ স্নায়ু টিস্যু |
আরো পড়ুনঃ
আমাদের সাথে থাকতে আমাদের ফেজবুক পেজে লাইক দিয়ে রাখো। অথবা আমাদের এসাইনমেন্ট ফেজবুক গ্রুপে যুক্ত হতে পারো। এসাইনমেন্টগুলো ভিডিও আকারে পেতে আমাদের ইউটিউব চ্যনেলটি সাবসক্রাইব কর।
আমাদের ইউটিউব লিংক
https://www.youtube.com/channel/UCea_DqYt9NegZgE5A-mdIag
ফেজবুক পেজ (সমস্যা ও সমাধান)
https://web.facebook.com/shomadhan.net
assignment all class (6-9)📝📝
https://web.facebook.com/groups/287269229272391