২০২২ সালের এসএসসি রসায়ন অ্যাসাইনমেন্ট ৯ম সপ্তাহ সমাধান পোস্টে সবাইকে স্বাগতম। আজকে আমরা ৯ম সপ্তাহ রসায়ন অ্যাসাইনমেন্ট সমাধান নিয়ে আলোচনা করবো।
{tocify} $title={Table of Contents}
2022 সালের এসএসসি পরীক্ষার্থীদের জন্য এবারের অ্যাসাইনমেন্ট গুলো খুবই গুরুত্বপূর্ণ কারণ এই করোনাকালীন সময়ে যদি বিদ্যালয় চালু না হয় সে ক্ষেত্রে এই অ্যাসাইনমেন্ট গুলোর উপর ভিত্তি করে তোমাদের রেজাল্ট নির্ধারণ হতে পারে। তাই 2022 সালের এসএসসি পরীক্ষার্থীদেরকে আমি অনুরোধ করবো তোমরা খুব যত্ন সহকারে এসাইনমেন্ট এর উত্তর গুলো লিখবে এবং যাচাই-বাছাই করে লিখবে
২০২২ সালের এসএসসি রসায়ন অ্যাসাইনমেন্ট ৯ম সপ্তাহ উত্তর
নবম সপ্তাহের এসাইনমেন্ট গুলোর মধ্যে রয়েছে গণিত, রসায়ন, হিসাববিজ্ঞান, ইতিহাস ও বিশ্বসভ্যতা।এখানে গণিত অ্যাসাইনমেন্ট সকল বিভাগের শিক্ষার্থীদের লিখতে হবে আমরা তোমাদের নবম সাপ্তাহ গণিত অ্যাসাইনমেন্টটি প্রকাশ করেছি সেখানে তোমরা নমুনা উত্তর পেয়ে যাবে।
$ads={1}
নবম সপ্তাহ রসায়ন অ্যাসাইনমেন্ট 2022 শুধুমাত্র বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের লিখতে হবে। এখানে তোমাদের তৃতীয় ও চতুর্থ অধ্যায় থেকে প্রশ্ন করা হয়েছে। অ্যাসাইনমেন্টে তোমাদের জন্য খুবই সহজ হতে চলেছে কারণ এগুলো তোমরা অলরেডি করে ফেলেছ। এবং অ্যাসাইনমেন্ট অনেক সহজ।
আরো পড়ুনঃ
২০২২ সালের এসএসসি অ্যাসাইনমেন্ট ৯ম সপ্তাহ গণিত
আমরা বরাবরই তোমাদের সকল বিষয়ে এসাইনমেন্ট এর নমুনা উত্তর লিখে দিয়ে থাকি বিশেষ করে রসায়ন অ্যাসাইনমেন্ট গুলো খুবই ফলপ্রসূ হয়ে থাকে তাই তোমাদের বলবো এখান থেকে নমুনা উত্তরটি দেখে মনোযোগ সহকারে সুন্দর করে তোমরা তোমাদের খাতায় লিখবে।
২০২২ সালের এসএসসি অ্যাসাইনমেন্ট ৯ম সপ্তাহ রসায়ন প্রশ্ন
অ্যাসাইনমেন্ট নম্বরঃ ০২
অ্যাসাইনমেন্টের বিষয়ঃ
প্রকৃতিতে প্রাপ্ত কপারের দুটি আইসোটোপ ভর সংখ্যা ৬৩ ও ৬৫। প্রতিটি আসোটোপের মুল কণিকার সংখ্যা, ইলেকট্রন বিন্যাসের সাহায্যে মৌলটির
পর্যায় সারণিতে অবস্থান, মৌলটির বিভিন্ন শক্তিস্তর ও উপশক্তিস্তর এবং তাতে বিদ্যমান ইলেকট্রন সংখ্যা 2n² এবং 2(2l+1) সূত্রের সাহায্যে বিশ্লেষণ কর।
শিখনফল/বিষয়বস্তু ঃ প্রশ্ন থেকে দেখে নাও
$ads={1}
নির্দেশনা/সংকেত মূল্যায়ন নির্দেশনাঃ
- আইসোটোপের মূল কণিকা হিসাব
- মৌলের শক্তিস্তর ও উপশক্তিস্তরের সংখ্যা হিসাব ও প্রতীকের সাহায্যে উপস্থাপন
- মৌলের শক্তিস্তর ও উপশক্তিস্তরে ইলেকট্রনের সংখ্যা সূত্রের সাহায্যে হিসাব
- পর্যায় সারণিতে মৌলের অবস্থান নির্ণয়
- পাঠ্যবইয়ের তৃতীয় ও চতুর্থ অধ্যায়ের আলোকে প্রতিবেদন লিখ
(রুব্রিক্স)ঃ প্রশ্ন থেকে দেখে নাও
২০২২ সালের এসএসসি অ্যাসাইনমেন্ট ৯ম সপ্তাহ রসায়ন প্রশ্ন |
প্রিয় ২০২২ সালের এসএসসি পরীক্ষার্থী বন্ধুরা তোমরা নিশ্চয়ই উপরের প্রশ্নটিই পড়েছো এবং পড়ে বুঝতে পেরেছ যে আজকের অ্যাসাইনমেন্ট খুবই সহজ হতে চলেছে। আজকে নবম সপ্তাহ ২০২২ রসায়ন অ্যাসাইনমেন্ট তৃতীয় ও চতুর্থ অধ্যায় থেকে দেওয়া হয়েছে। নিচে একটি নমুনা উত্তর দেয়া হলো তবে শিক্ষার্থীরা তোমাদের কাছে অনুরোধ থাকবে তোমরা এটিকে নিজেদের মত সাজিয়ে গুছিয়ে লেখার চেষ্টা করবে। প্রত্যেকের যেন হুবহু একই রকম না হয় তাহলে তোমাদের নাম্বার প্রাপ্তি কমে যেতে পারে।
৯ম সপ্তাহের রসায়ন অ্যাসাইনমেন্ট সমাধান ২০২২ সালের এসএসসি
কপার 63 ও 65 আইসোটোপের মূল কণিকা হিসাবঃ
কপারের 63 ও 65 আইসোটোপ দুটিকে পতিকের সাহায্যে প্রকাশ করলেন নিম্নরূপ দেখাবে
আমরা জানি কোন পরমাণুর পারমাণবিক সংখ্যা হচ্ছে প্রোটন সংখ্যা এবং পরমাণু চার্জ নিরপেক্ষ অবস্থায় এর প্রোটন সংখ্যা এবং ইলেকট্রন সংখ্যা পরস্পর সমান।
আবার কোন পরমাণুর ভর সংখ্যা হচ্ছে প্রোটন সংখ্যা ও নিউট্রন সংখ্যার যোগফল
∴ আইসোটোপের ভর সংখ্যা থেকে প্রোটন সংখ্যা বাদ দিলে নিউট্রন সংখ্যা পাওয়া যাবে
কপার 65 আইসোটোপের ভর সংখ্যা 65 এবং পারমাণবিক সংখ্যা 29
কপার 63 ও 65 আইসোটোপের মূল কণিকার সংখ্যা নিম্নের ছকে দেওয়া হলো।
কপার 63 আইসোটোপ |
কপার 65 আইসোটোপ |
প্রোটন সংখ্যা 29 |
প্রোটন সংখ্যা 29 |
ইলেকট্রন সংখ্যা 29
|
ইলেকট্রন সংখ্যা 29
|
নিউট্রন সংখ্যা 63-29=34 |
নিউট্রন সংখ্যা 65-29=36 |
মৌলের শক্তিস্তর ও উপশক্তিস্তরের সংখ্যা হিসাব ও প্রতীকের সাহায্যে উপস্থাপনঃ
আমরা জানি প্রতিটি প্রধান শস্তিন্তর n দিয়ে চিহ্নিত করা হয়। এই শক্তিস্তরগুলো আবার উপশক্তিস্তরে বিভক্ত থাকে এবং এই উপশক্তিস্তরকে l দ্বারা চিহিন্ত করা হয়। l এর মান হয় 0 থেকে n -1 পর্যন্ত। উপশক্তিস্তরগুলোকে অরবিটাল বলা হয়। এই উপশক্তিস্তর বা অরবিটালগুলোকে s, p, d, f ইত্যাদি নামে আখ্যায়িত করা হয়। বিভিন্ন উপশক্তিস্তরের জন্য সম্ভাব্য l এর মান নিচে দেখানো হলো।
n =2 হলে l =০, 1 অরবিটাল দুটি: 2s, 2p
n =3 হলে l = 0, 1, 2 অরবিটাল তিনটি: 3s, 3p, 3d
n =4 হলে l = 0, 1, 2, 3 অরবিটাল চারটি: 4s, 4p, 4d, 4f
n = 5 হলে l = 0, 1, 2, 3, 4 অর্থাৎ এখানে অরবিটাল থাকবে পাঁচটি কিন্তু 4s, 4p, 4d, 4f এই
প্রথম চারটি অরবিটালেই সবগুলো ইলেকট্রনের বিন্যাস করা সম্ভব বলে পরবর্তী অরবিটালের আর
প্রয়োজন হয় না। n = 6, 7 এবং 8 এর জন্যও এটি সত্যি।
$ads={1}
মৌলের শক্তিস্তর ও উপশক্তিস্তরে ইলেকট্রনের সংখ্যা সূত্রের সাহায্যে হিসাবঃ
প্রতিটি অরবিটালে ইলেকট্রন সংখ্যা হচ্ছে: 2(2l+1) আমরা জানি প্রতিটি পূর্ণ শক্তিস্তরে ইলেকট্রনের সংখ্যা হচ্ছে 2n² এবং সবগুলো অরবিটালের ইলেকট্রানের সংখ্যা যোগ করে আমরা এই 2n² পেয়ে যাই। নিচের ছকে মৌলের শক্তিস্তর ও উপশক্তিস্তরে ইলেকট্রনের সংখ্যা সূত্রের সাহায্যে হিসাব করে দেখানো হলো।
কপার(29) মৌলের শক্তিস্তর ও উপশক্তিস্তরে ইলেকট্রনের সংখ্যা সূত্রের সাহায্যে হিসাবঃ
কপার মৌলের প্রধান শক্তিস্তার আছে ৩টি। অর্থাৎ n=3 নিচে 2(2l+1) ও 2n² এর আলোকে ইলেকট্রন সংখ্যা হিসেব করে দেখানো হলো।
শক্তিস্তর n |
শক্তিস্তর অনুযায়ী উপশক্তিস্তর l এর মান |
l অনুযায়ী উপশক্তিস্তরের নাম |
উপশক্তিস্তরের প্রতীক |
উপশক্তিস্তরে মোট ইলেকট্রন সংখ্যা 2(2l+1) |
শক্তিস্তরে মোট ইলেকট্রন সংখ্যা 2n2 |
1 |
0 |
s |
1s |
2 |
2 |
2 |
0 |
s |
2s |
2 |
2+6=8
|
1 |
p |
2p |
6 |
||
3 |
0 |
s |
3s |
2 |
2+6+10=18 |
1 |
p |
3p |
6 |
||
2 |
d |
3d |
10 |
ইলেকট্রন বিন্যাসের সাহায্যে কপার(29) মৌলটির পর্যায় সারণিতে অবস্থানঃ
কপার 29 পরমাণুর ইলেকট্রন বিন্যাস থেকে পর্যায় সারণীতে অবস্থান নির্ণয় এর আগে আমরা দেখিনি পর্যায় এবং গ্রুপ কিভাবে নির্ণয় করতে হয়
পর্যায় বের করার নিয়মঃ কোন পরমাণুর ইলেকট্রন বিন্যাসের সর্বশেষ স্তরে প্রধান শক্তি স্তর সংখ্যায় তার পর্যায়ে নির্দেশ করে।
গ্রুপ বের করার নিয়মঃ
- সর্বশেষ ইলেকট্রনটি s অরবিটালে প্রবেশ করলে s অরবিটালের ইলেকট্রন সংখ্যাই হবে গ্রুপ সংখ্যা।
- সর্বশেষ ইলেকট্রন p অরবিটালে প্রবেশ করলে s ও p অরবিটালের ইলেকট্রন সংখ্যার সাথে ১০ যোগ করলে যোগফল হবে গ্রুপ সংখ্যার সমান।
- সর্বশেষ ইলেকট্রন d অরবিটালে প্রবেশ করলে s ও d অরবিটালের ইলেকট্রন সংখ্যার যোগফল হবে গ্রুপ সংখ্যার সমান
২০২২ সালের এসএসসি রসায়ন অ্যাসাইনমেন্ট নবম সপ্তাহ এর নমুনা উত্তরটি তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এটি শেয়ার করবেন। এবং নবম সপ্তাহের গণিত অ্যাসাইনমেন্ট দেখতে নিচের লিংকে ক্লিক করবে।
এসএসসি রসায়ন অ্যাসাইনমেন্ট ৯ম সপ্তাহ
আমরা তোমাদের অ্যাসাইনমেন্টের উত্তর ইউটিউবে দিয়ে থাকি যদি তোমরা ইউটিউবে থেকে অ্যাসাইনমেন্ট গুলোর উত্তর সমাধান দেখতে চাও, তাহলে S IS FOR SCHOOL চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন টি অন করে দিবে।
নিচে আমাদের সকল সোশ্যাল মিডিয়ার লিঙ্ক গুলো দেওয়া হল সেখান থেকে তোমরা আমাদের ফলো করতে পারো তাহলে খুব দ্রুত সবার আগে নির্ভুল উত্তরগুলো তোমরা পেয়ে যাবে।
আমাদের ইউটিউব লিংক
https://www.youtube.com/channel/UCea_DqYt9NegZgE5A-mdIag
ফেজবুক পেজ (সমস্যা ও সমাধান)
https://web.facebook.com/shomadhan.net
assignment all class (6-9)📝📝
https://web.facebook.com/groups/287269229272391
আরো পড়ুনঃ