৩য় শ্রেণির বাংলা ছবি ও কথা অনুশীলনীর ও অতিরিক্ত প্রশ্ন ও সমাধান নিচে দেওয়া হলো। শিক্ষার্থীরা ও শিক্ষকরা এখান থেকে তৃতীয় শ্রেণির বাংলা ছবি ও কথা অধ্যায়টির সকল কিছু পেয়ে যাবে।
৩য় শ্রেণির বাংলা ছবি ও কথা
ছবি ও কথা রচনাটির মূলভাব জেনে নিই
এই রচনায় গাছপালার সাথে নানা ধরনের পশুপাখি, কীট-পতঙ্গ এবং মানুষের সম্পর্কের কথা বলা হয়েছে। পাখি ও কীট-পতঙ্গরা গাছপালা থেকে খাদ্য সংগ্রহ করে। আবার নানাভাবে গাছের উপকারও করে। গাছপালা আমাদের সবচেয়ে উপকারী বন্ধু। গাছ না থাকলে আমরা বেঁচে থাকতে পারতাম না। ঐশী ও ওমর খালুর বাড়ি বেড়াতে এসে এ বিষয়গুলো সম্পর্কে জানতে পারল।
ছবি ও কথা অনুশীলনীর প্রশ্ন ও উত্তর
ছবি দেখি। ছবি নিয়ে ভাবি। বাক্য বলি ও খাতায় লিখি।
১.
উত্তর : নদীতে ফুটে আছে সাদা ও লাল রঙের অসংখ্য শাপলা ফুল। নদীর পাশে গ্রাম।
২.
উত্তর : একটি ছেলে ও একটি মেয়ে নৌকায় চড়ে শাপলা ফুল তুলতে এসেছে। ছেলেটি বৈঠা দিয়ে নৌকা বাইছে। মেয়েটি পানি থেকে শাপলা ফুল তুলে নৌকায় রাখছে। লাল-সাদা শাপলায় নৌকার পাটাতন ভরে উঠেছে।
৩.
উত্তর : ছেলে ও মেয়েটি নদীর পাড়ে এলে বন্ধুরা তাদের ঘিরে ধরে। মেয়েটি তাদের শাপলা ফুলের মালা পরিয়ে দেয়। সবাই খুব খুশি হয়।
৩য় শ্রেণির বাংলা ছবি ও কথা অতিরিক্ত প্রশ্ন ও উত্তর
👉 সঠিক উত্তরটি লেখ ।
১.ঐশী ও ওমর কোথায় এসেছে?
কমামার বাড়িখফুপার বাড়ি
গখালুর বাড়িঘচাচার বাড়ি
২.বেগুনখেতে কোন পাখি মধু খাচ্ছিল?
কশালিক খদোয়েল
গবুলবুলিঘটুনটুনি
৩.কোন রঙের ফড়িং ওড়াওড়ি করছিল?
কহলুদখলাল
গসাদাঘসবুজ
৪.কোনটি ছাড়া আমরা বাঁচি না?
কমধু খকাঠ
গকীট-পতঙ্গঘঅক্সিজেন
👉 নিচের শব্দগুলোর অর্থ লেখ।
মৌচাক, রেণু, আপনজন, কীট-পতঙ্গ।
উত্তর :
শব্দ অর্থ
মৌচাক = মৌমাছি যেখানে মধু জমা করে।
রেণু = পরাগ।
আপনজন = কাছের মানুষ।
কীট-পতঙ্গ = পোকা-মাকড়।
👉 নিচের শব্দগুলো দিয়ে বাক্য রচনা কর।
উপকার, হাততালি, আপনজন।
উত্তর :
শব্দ বাক্য
উপকার = অন্যের উপকার করা ভালো।
হাততালি = দর্শকরা খুশিতে হাততালি দিল।
আপনজন = বাবা-মা আমাদের সবচেয়ে আপনজন।
👉 নিচের যুক্তবর্ণগুলো কোন কোন বর্ণ নিয়ে গঠিত ভেঙে দেখাও এবং প্রতিটি যুক্তবর্ণ দিয়ে একটি করে নতুন শব্দ গঠন করে বাক্যে প্রয়োগ দেখাও।
প্র, চ্ছ, ঙ্গ, ক্স।
উত্তর :
প্র = প্ + র-ফলা ( ্র ) – প্রাণী – গরু খুব শান্ত প্রাণী।
চ্ছ = চ্ + ছ – কচ্ছপ – কচ্ছপ খুব ধীরে চলে।
ঙ্গ = ঙ্ + গ – অঙ্গ – আমার সারা অঙ্গে ব্যথা।
ক্স = ক্ + স – বাক্স – বাক্সটি খেলনায় ভরা।
👉 শূন্যস্থান পূরণ কর।
ক) লাউয়ের — ঝুলছে লাউ।
খ) ওমর — হাততালি দিল।
গ) — ছাড়া আমরা বাঁচতে পারি না।
ঘ) অনেক পাখি আবার মধুও —।
ঙ) আমগাছের ডালে বড় একটা —।
উত্তর : ক) মাচায়; খ) খুশিতে; গ) অক্সিজেন; ঘ) ভালোবাসে; ঙ) মৌচাক।
👉 ডান পাশের বাক্যাংশের সাথে বাম পাশের বাক্যাংশের মিল কর।
সবুজ পাতার মধ্যে হাততালি দিল।
অনেক পাখি আবার মধু খাচ্ছে।
গাছ আমাদের দুলছে সাদা ফুল।
টুনটুনি পাখিরা মধুও ভালোবাসে।
ওমর খুশিতে উপকার করে।
ডাল দুলছে।
উত্তর :
সবুজ পাতার মধ্যে – দুলছে সাদা ফুল।
অনেক পাখি আবার – মধুও ভালোবাসে।
গাছ আমাদের – উপকার করে।
টুনটুনি পাখিরা – মধু খাচ্ছে।
ওমর খুশিতে – হাততালি দিল।
👉 নিচের শব্দগুলোর সমার্থক শব্দ লেখ।
ফুল, পাখি, গাছ।
উত্তর :শব্দসমার্থক শব্দ
ফুল-পুষ্প, কুসুম।
পাখি-বিহঙ্গ, পক্ষী।
গাছ-তরু, বৃক্ষ।
👉 নিচের বানানগুলো শুদ্ধ করে লেখ।
অক্সিসেন, কীট-পতঙ, পিপড়ে, প্রজাপতী, বন্ধুত্ত¡।
উত্তর : ভুল বানান শুদ্ধ বানান
অক্সিসেন – অক্সিজেন
কীট-পতঙ – কীট-পতঙ্গ
পিপড়ে — পিঁপড়ে
প্রজাপতী – প্রজাপতি
বন্ধুত্ত¡ – বন্ধুত্ব
👉 নিচের কোনটি কোন পদ লেখ।
বেগুন, খুশি, ওড়া, সুন্দর, মধু।
উত্তর :শব্দপদ
বেগুন-বিশেষ্য
খুশি-বিশেষণ
ওড়া-ক্রিয়া
সুন্দর-বিশেষণ
মধু-বিশেষ্য
👉 নিচের প্রশ্নগুলোর উত্তর লেখ।
ক) সীমার সাথে ঐশী ও ওমরের সম্পর্ক কী?
উত্তর : সীমা হলো ঐশী ও ওমরের খালাতো বোন।
খ) বাড়ির পাশের সবজি বাগানে কী কী গাছ ছিল?
উত্তর : বাড়ির পাশের সবজি বাগানে ছিল লাউ, শিম, বেগুন ইত্যাদি সবজির গাছ।
গ) বেগুনখেতে কোন কোন রঙের প্রজাপতি ওড়াওড়ি করছিল?
উত্তর : বেগুনখেতে হলুদ ও সাদা রঙের প্রজাপতি ওড়াওড়ি করছিল।
ঘ) পাখিরা কী কী খায়?
উত্তর : পাখিরা নানা রকমের কীট-পতঙ্গ খায়। তবে অনেক পাখি মধু খেতেও ভালোবাসে।
ঙ) আমের মুকুল কিসে পরিণত হয়?
উত্তর : আমের মুকুল আমের গুটিতে পরিণত হয়।
চ) গাছের তিনটি উপকারিতা লেখ।
উত্তর : গাছের তিনটি উপকারিতা হলো :
১.গাছ থেকে আমরা নানা রকম খাবার পাই।
২. গাছ থেকে আমরা খড়ি ও কাঠ পাই।
৩. গাছ থেকে আমরা অক্সিজেন পাই। অক্সিজেন ছাড়া আমরা বাঁচতে পারি না।
👉 বুঝিয়ে লেখ।
গাছ আমাদের উপকার করে।
উত্তর : আলোচ্য বাক্যটি ‘ছবি ও কথা’ রচনা থেকে নেওয়া হয়েছে।
এখানে গাছের মাধ্যমে আমরা যে সকল সুবিধা পাই তার কথা বলা হয়েছে।
গাছ আমাদের বিভিন্ন প্রয়োজন মেটায়। গাছ থেকে আমরা নানা রকম খাবার ও কাঠ পাই। আবার আমাদের প্রয়োজনীয় অক্সিজেনের চাহিদাও পূরণ করে গাছ।
আরো পড়ুনঃ