২০২২ সালের এসএসসি ইংরেজি অ্যাসাইনমেন্ট ১০ম সপ্তাহ সমাধান |
আজকে আমরা ২০২২ সালের এসএসসি ইংরেজি অ্যাসাইনমেন্ট ১০ম সপ্তাহ সমাধান দেখবো। এই ১০ম সপ্তাহের ইংরেজি এসাইনমেন্টটি একটু অন্য রকম তাই তোমরা যদি শতভাগ নম্বর পেতে চাও তাহলে সম্পূর্ণ পোস্টটি মনোযোগ দিয়ে পড়।
{tocify} $title={Table of Contents}
তোমরা হয়তো তোমাদের নিজেদের জন্য কখনো সিভি(CV) বা রিজিউম(Resume) লেখনি। কিন্তু ইংরেজি ২য় পত্রে পড়েছো। এবার ২০২২ সালের এসএসসি ইংরেজি অ্যাসাইনমেন্ট ১০ম সপ্তহে তোমাদের সিভি(CV) বা রিজিউম(Resume) লিখতে দেওয়া হয়েছে। তাও আবার ২টি করে ৪টি।
১০ম সপ্তাহের ইংরেজি অ্যাসাইনমেন্ট এসএসসি ২০২২
তোমরা ইন্টারনেটে সার্চ করলে অনেক সিভি(CV) বা রিজিউম(Resume) এর টেমপ্লেট পেয়ে যাবে। সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবে। সেখানে হয়তো অনেক উদাহরণ পেয়ে যাবে কিন্তু সেখান থেকে চয়েজ করা তোমাদের জন্য কঠিন হবে। আমরা তোমাদের কিছু সহজ সিভি(CV) বা রিজিউম(Resume) এর এক্সএম্পল দিবো যাতে তোমরা সহযে সেগুলো লিখতে পারো।
তবে ১০ম সপ্তাহের ইংরেজি এসাইনমেন্টটি সিভি(CV) বা রিজিউম(Resume) লেখার জন্য যে টেম্পলেট গুলো দেওয়া হবে সেগুলোর মধ্যে অনেক তথ্য থাকতে পারে। তোমরা একই তথ্য একাধিক ব্যবহার না করে একটি করে দেবে। তাহলে সিভি(CV) বা রিজিউম(Resume) গুলো কিছুটা ছোট হয়ে যাবে। তবে মনে রাখতে হবে সিভি(CV) বা রিজিউম(Resume) লেখার কিছু নিয়ম আছে সেগুলো ফলো করতে হবে।
SSC 2022 English 2nd Paper Assignment 3
Assignment Subject: Differentiating CVs and resumes Total marks= 10
$ads={1}
SSC 2022 English Assignment 10th Week Instructions:
Learners will –
1. collect at least two different types of CVs and a Resume from different sources, such as the Internet/books/ teachers/family members, etc.
2. prepare a_ poster with at least two types of CV and a resume
3. identify their differences.
Learners will use normal white paper to present models of CVs and Resume and to answer questions number 2 and 3.
প্রশ্ন গুলো পড়ে তোমরা নিশ্চয় বুঝতে পেরেছো তোমাদের সিভি(CV) ও রিজিউম(resume) এর দুটি করে উদাহরণ দিতে হবে যা ইন্টারনেট, বই, শিক্ষক অথবা পরিবার থেকে কালেক্ট হতে পারে। এবং সিভি(CV) ও রিজিউম(resume) এর মধ্যে পার্থক্য দেখাতে হবে। এটা তোমরা পোস্টার পেপার ব্যবহার করে করতে পারো অথবা অন্য A4 বা Legal সাইজ পেজ ব্যবহার করতে পারো।
আরো স্পষ্ট নির্দেশনা পেতে নিচের ভিডিওটি দেখো।
এসএসসি ২০২২ সালের ইংরেজি অ্যাসাইনমেন্ট ১০ম সপ্তাহ সমাধান
অ্যাসাইনমেন্ট শুরু
Two different types of CV are given below
CV Collection No-1
Differences between CV and resume:
Firstly, we can say a CV and a Resume are the same things. But the Difference is Americans call it a Resume and Europeans call it a CV.
Secondly, you can say there is little difference between CV and Resume. Before we tell the difference between CV and resume, we need to know what CV and resume are.
What is CV?
The abbreviation of CV is Curriculum Vitae. which can be called “the course of your life”. A CV is a document that describes your career tour step-by-step, including all personal information.
$ads={2}
What is a Resume?
A resume is a short, straight-cut, document created for applying to a specific job. Most of the time it is one page but it can be a maximum of 2 pages.
The differences are given below in a table.
CV |
Resume |
Emphasizes academic accomplishments |
Emphasize skills |
used when applying for positions in academia, fellowships, and grants |
Used when applying for the job and a position in the industry, non-profit, and public sector |
The length depends upon experience. Can be more than 2 pages. |
Is no longer than 2 pages |
References Included |
References not Included |
Oriented by Academic qualification |
Oriented by non-Academic qualification |
it is the same for all jobs |
it can be changed according to job |
Educational qualification Mentioned At the top of the CV |
Educational qualification Mentioned after the experience. |
অ্যাসাইনমেন্ট শেষ
আজকের এসএসসি ২০২২ ইংরেজি ১০ম সপ্তাহ অ্যাসাইনমেন্ট নিয়ে যদি তোমাদের কোনো মতামত থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবে।
১০ম সপ্তাহ ইংরেজি অ্যাসাইনমেন্টটি একটু বড় হবে। তবে তোমরা যদি একটু ছোট কর লিখতে চাও তাহলে নিচের ভিডিওটি দেখতে পারো।
এসএসসি ইংরেজি অ্যাসাইনমেন্ট ১০ম সপ্তাহ
আমরা তোমাদের অ্যাসাইনমেন্টের উত্তর ইউটিউবে দিয়ে থাকি যদি তোমরা ইউটিউবে থেকে অ্যাসাইনমেন্ট গুলোর উত্তর সমাধান দেখতে চাও, তাহলে S IS FOR SCHOOL চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন টি অন করে দিবে।
নিচে আমাদের সকল সোশ্যাল মিডিয়ার লিঙ্ক গুলো দেওয়া হল সেখান থেকে তোমরা আমাদের ফলো করতে পারো তাহলে খুব দ্রুত সবার আগে নির্ভুল উত্তরগুলো তোমরা পেয়ে যাবে।
আমাদের ইউটিউব লিংক
https://www.youtube.com/channel/UCea_DqYt9NegZgE5A-mdIag
ফেজবুক পেজ (সমস্যা ও সমাধান)
https://web.facebook.com/shomadhan.net
assignment all class (6-9)📝📝
https://web.facebook.com/groups/287269229272391
আরো পড়ুনঃ
একটু সংক্ষিপ্তভাবে সিভি এবং রিজিউম টা দিলে ভালো হতো
এগুলো এরকম ই লিখতে হয়। ছোট দেখেই বেছে দিয়েছি। এর ভিতর থেকে সমান্য কিছু বাদ দিয়ে লিখতে পারো।