ধাতব কার্বনেটের সাথে লঘু এসিডের বিক্রিয়ায় কি উৎপন্ন হয়?

ধাতব কার্বনেটের সাথে লঘু এসিডের বিক্রিয়ায় কি উৎপন্ন হয়?

ধাতব কার্বনেটগুলো লঘু সালফিউরিক এসিড কিংবা লঘু নাইট্রিক এসিডের সাথে বিক্রিয়া করে সালফেট লবণ বা নাইট্রেট লবণ উৎপন্ন করে।

Na₂CO₃ + H₂SO₄ → Na₂SO₄+ H₂O + CO₂

CaCO₃ + 2HNO₃  → Ca(NO₃)₂ + H₂O+ CO₂

সকল ধাতব কার্বনেট ও লঘু এসিডের ক্ষেত্রে অনুরুপ বিক্রিয়া সংঘটিত হবে।

আরো পড়ুনঃ ধাতুর কার্বনেটের সাথে এসিডের বিক্রিয়ায় কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হওয়ার প্রমাণ

Leave a Reply