ধাতব কার্বনেটের সাথে লঘু এসিডের বিক্রিয়ায় কি উৎপন্ন হয়?
ধাতব কার্বনেটগুলো লঘু সালফিউরিক এসিড কিংবা লঘু নাইট্রিক এসিডের সাথে বিক্রিয়া করে সালফেট লবণ বা নাইট্রেট লবণ উৎপন্ন করে।
Na₂CO₃ + H₂SO₄ → Na₂SO₄+ H₂O + CO₂
CaCO₃ + 2HNO₃ → Ca(NO₃)₂ + H₂O+ CO₂
সকল ধাতব কার্বনেট ও লঘু এসিডের ক্ষেত্রে অনুরুপ বিক্রিয়া সংঘটিত হবে।
আরো পড়ুনঃ ধাতুর কার্বনেটের সাথে এসিডের বিক্রিয়ায় কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হওয়ার প্রমাণ