ষষ্ঠ শ্রেণির বাংলা ২য় ভাষা ও বাংলা ভাষা বহুনির্বাচনি প্রশ্নোত্তর
পাঠ্য বইয়ের অনুশীলনীর প্রশ্ন ও উত্তর
১. প্রাণিজগতে একমাত্র কাদের ভাষা আছে? জ
ক পাখির খ পশুর
গ মানুষের ঘ সবার
২. ভাষা ব্যবহারের জন্য অন্যান্য প্রাণীর তুলনায় মানুষ ব্যতিক্রম কোন দিক থেকে?
র. স্নায়ুতন্ত্র
রর. মস্তিষ্ক
ররর. মানুষের অন্যান্য প্রত্যঙ্গ
নিচের কোনটি সঠিক? ঝ
ক র খ রর
গ রর ঘ র, রর ও ররর
৩. ভাষার মাধ্যমে আমরা কোন ধরনের অনুভূতি প্রকাশ করি?
র. হিংসা-বিদ্বেষ
রর. ভালোলাগা-ভালোবাসা
ররর. ঘৃণা, ক্ষোভ
নিচের কোনটি সঠিক? ঝ
ক র খ রর
গ র ও রর ঘ র, রর ও ররর
৪. ভাষাকে দেশ গঠনের কী হিসেবে গ্রহণ করা হয়? ছ
ক মাধ্যম খ হাতিয়ার
গঅঙ্গ ঘবাহক
৫. ভাষা কত প্রকার? ছ
ক ১ খ ২
গ ৩ ঘ ৪
৬. যেসব ভাষা লেখার ব্যবস্থা নেই, সেগুলোকে কী বলে? চ
ক মৌখিক ভাষা খ লিখিত ভাষা
গ ইশারা ভাষা ঘ সবকটি
৭. কোন ভাষার সীমাবদ্ধতা আছে? জ
ক লিখিত ভাষার খ ইশারা ভাষার
গ মৌখিক ভাষার ঘ সব কটি
৮. ভাষার লিখন ব্যবস্থা কেমন?
র. বর্ণভিত্তিক
রর. অক্ষরভিত্তিক
ররর. ভাবাত্মক
নিচের কোনটি সঠিক? ঝ
ক র খ রর
গ র ও রর ঘ র, রর ও ররর
৯. কোন ভাষার বর্ণ রয়েছে?
র. ইংরেজি
রর. বাংলা
ররর. তামিল
নিচের কোনটি সঠিক? ঝ
ক র খ রর
গ র ও রর ঘ র, রর ও ররর
১০. অক্ষর কী? ঝ
ক বর্ণ খ ধ্বনি
গ বাক্য ঘ কথার টুকরো অংশ
১১. উচ্চারণের একক কী? জ
ক বর্ণ খ ধ্বনি
গ অক্ষর ঘ শব্দ
১২. অক্ষর অনুযায়ী যেসব ভাষা লেখার ব্যবস্থা গড়ে উঠেছে তাকে কোন ধরনের লিখনরীতি বলে? ছ
ক বর্ণভিত্তিক খ অক্ষরভিত্তিক
গ ভাবাত্মক ঘ ভাষাভিত্তিক
১৩. ভাষার প্রধান উপাদান কয়টি? ঝ
ক ১ খ ২
গ ৩ ঘ ৪
১৪. কোনটি ভাষার উপাদান নয়? জ
ক বাগধ্বনি খ বাগর্থ
গ আওয়াজ ঘ বাক্য
১৫. পশু-পাখির ডাককে কী বলে? জ
ক ধ্বনি খ ভাষা
গ আওয়াজ ঘ সংকেত
১৬. এক বা একাধিক ধ্বনি মিলে কোনো অর্থ প্রকাশ করলে তাকে কী বলে? ছ
ক আওয়াজ খ শব্দ
গ ধ্বনি ঘ ভাষা
১৭. বাক্য বলতে কী বোঝায়?
র. কথা রর. বাচন
ররর. অর্থবোধক শব্দ
নিচের কোনটি সঠিক? জ
ক র খরর
গর ও রর ঘ র, রর ও ররর
১৮. ভাষার উপাদান হিসেবে ধরলে বাক্যের স্থান কততম? জ
ক প্রথম খ দ্বিতীয়
গ তৃতীয় ঘ চতুর্থ
১৯. বাক্যের সঙ্গে কাদের সম্পর্ক রয়েছে?
র. বক্তা রর. শ্রোতা
ররর. দর্শক
নিচের কোনটি সঠিক? জ
ক র খ রর
গর ও রর ঘ র, রর ও ররর
২০. ভাষার শব্দ ও বাক্যের অর্থের আলোচনাকে কী বলে? ঝ
ক ধ্বনি খ শব্দ
গ বাক্য ঘ বাগর্থ
২১. অঙ্গভঙ্গির মাধ্যমে, ছবি এঁকে, নানাধরনের চিহ্ন ও সংকেত ব্যবহার করে মনের ভাব প্রকাশ করাকে কী ভাষা বলে? চ
ক অঙ্গভঙ্গির ভাষা খ ভাব বিনিময়ের ভাষা
গ চোখের ভাষা ঘ বর্ণনার ভাষা
২২. সংকেত ভাষা কীভাবে প্রকাশ করা হয়?
র. আঙুল মুখে ছুঁয়ে রর. হাত মাথায় উঠিয়ে
ররর. বুকে হাত দিয়ে
নিচের কোনটি সঠিক? ঝ
ক র খ রর
গর ও রর ঘ র, রর ও ররর
২৩. সংকেত ভাষার অপর নাম কী? জ
ক চোখের ভাষা খ ভাব বিনিময়ের ভাষা
গ ইশারা ভাষা ঘ বর্ণনার ভাষা
২৪. মাতৃভাষা কী?
র. মায়ের কাছ থেকে শেখা ভাষা
রর. মায়ের মতো যে শিশুকে প্রতিপালন করে তার কাছ
থেকে শেখা ভাষা
ররর. জন্মের পর থেকে যার সেবা ও যতেœ শিশু ধীরে ধীরে
বেড়ে ওঠে তার কাছ থেকে শেখা ভাষা
নিচের কোনটি সঠিক? ঝ
ক র খ রর
গ র ও রর ঘ র, রর ও ররর
২৫. শিশু প্রথম যে ভাষা শেখে তাকে কী বলে?
র. প্রথম ভাষা
রর. মাতৃভাষা
ররর. বিদেশি ভাষা
নিচের কোনটি সঠিক? জ
ক র খ রর
গর ও রর ঘ র, রর ও ররর
২৬. ভৌগোলিক ব্যবধানের কারণে সৃষ্ট ভাষার রূপবৈচিত্র্যেকে কী বলা হয়?
র. উপভাষা
রর. প্রমিত ভাষা
ররর. কথ্যভাষা
নিচের কোনটি সঠিক? চ
ক র খ রর
গর ও রর ঘ র, রর ও ররর
২৭. ভৌগোলিক ব্যবধান বা অঞ্চল ভেদে ভাষার যে বৈচিত্র্য, তাকে কী ভাষা বলে? ছ
ক কথ্যভাষা খ উপভাষা
গ প্রমিত ভাষা ঘ ব্যক্তি ভাষা
২৮. উপভাষার আরেক নাম কী? চ
ক আঞ্চলিক ভাষা খ কথ্যভাষা
গ ব্যক্তিভাষা ঘ প্রমিত ভাষা
২৯. একটি উপভাষাকে আদর্শ ধরে সবার বোধগম্য ভাষা হিসেবে তৈরি ভাষারূপকে কী বলে? ঝ
ক ব্যক্তিভাষা খ কথাভাষা
গ উপভাষা ঘ প্রমিত ভাষা
৩০. প্রমিত ভাষার অপর নাম কী? জ
ক ব্যক্তিভাষা খ সামাজিক ভাষা
গ উপভাষা ঘ কথ্যভাষা
৩১. বিশেষ পরিবেশ ও প্রয়োজনের বাইরে যখন ভাষা ব্যবহার করা হয়, তাকে কী ভাষা বলে? ঝ
ক প্রমিত ভাষা খ সামাজিক ভাষা
গ উপভাষা ঘ কথ্যভাষা
৩২. ব্যক্তির নিজস্ব পরচিয় যে ভাষারূপের মাধ্যমে প্রকাশ পায়, তাকে কী ভাষা বলে? ছ
ক প্রমিত ভাষা খ ব্যক্তিভাষা
গ উপভাষা ঘ কথ্যভাষা
৩৩. সমাজের ভাষা কত প্রকার? ছ
ক প্রমিত ভাষা খ সামাজিক ভাষা
গ উপভাষা ঘ কথ্যভাষা
৩৪. সামাজিক ভাষা কত প্রকার? চ
ক ২ প্রকার খ ৩ প্রকার
গ ৪ প্রকার ঘ ৫ প্রকার
৩৫. অভিজাতদের ভাষাকে কী ভাষা বলে? চ
ক উচ্চ শ্রেণির ভাষা খ উচ্চ ভাষা
গ অভিজাত ভাষা ঘ সম্ভ্রান্ত শ্রেণির ভাষা
৩৬. সামাজিক সুযোগ-সুবিধা যারা কম লাভ করেছে, শিক্ষা-দীক্ষার সুযোগ যারা তেমন পায়নি, যারা নিরক্ষর, আর্থিক দিক থেকে তেমন সচ্ছল নয়- তাদের ভাষাকে কী ভাষা বলে? ছ
ক নিম্নভাষা খ নিম্নশ্রেণির ভাষা
গ অশিষ্টজনের ভাষা ঘ সাধারণের ভাষা
৩৭. সমাজের কোনো বিশেষ পেশার মানুষের ভাষাবৈচিত্র্যকে কী ভাষা বলে? ঝ
ক প্রমিত ভাষা খ সামাজিক ভাষা
গ উপভাষা ঘ পেশাগত ভাষা
৩৮. মাতৃভাষা ছাড়া যেকোনো ভাষাকে কী ভাষা বলে?
র. দ্বিতীয় ভাষা
রর. তৃতীয় ভাষা
ররর. বিদেশী ভাষা
নিচের কোনটি সঠিক? ঝ
ক র খ রর
গর ও রর ঘ র, রর ও ররর
৩৯. বাংলা লিখিত ভাষা যখন উদ্ভাবিত হয়, তখন উদ্ভাবকরা বাংলা গদ্যের ভাষাকে যে রূপ দিয়েছিলেন তাকে কী বলে? ছ
ক লেখার ভাষা খ সাধুভাষা
গ চলিত ভাষা ঘ প্রমিত ভাষা
[ পরীক্ষায় কমন উপযোগী অতিরিক্ত প্রশ্ন ও উত্তর ]
৪০. ভাষার লিখনব্যবস্থা প্রধানত কত প্রকার? ছ
ক দুই প্রকার খ তিন প্রকার
গ চার প্রকার ঘ পাঁচ প্রকার
৪১. তামিল ভাষার লিখনব্যবস্থা কী ভিত্তিক? ছ
ক অক্ষরভিত্তিক খ বর্ণভিত্তিক
গ ভাষাত্মক ঘ শব্দভিত্তিক
৪২. মূক বা বধিরদের জন্য কোন ভাষা? চ
ক সংকেত ভাষা খ নাচের ভাষা
গ বাচিক ভাষা ঘ সাধু ভাষা
৪৩. মাতৃভাষা অর্থ কী? জ
ক সবার ভাষা খ দেশের ভাষা
গ মায়ের ভাষা ঘ পরিবারের ভাষা
৪৪. অক্ষরের আরেক নাম কী? ছ
ক বর্ণ খ দল
গ গুঙ্গ ঘ গোষ্ঠী
৪৫. নিচের কোন ভাষার লিখন ব্যবস্থা অক্ষরভিত্তিক? ঝ
ক বাংলা খ রুশ
গ হিন্দি ঘ জাপানি
৪৬. যে ভাষা লেখার জন্য বর্ণ বা অক্ষর কোনোটিই নেই তাকে কী বলে? চ
ক ভাবাত্মক লিখনব্যবস্থা খ ইশারা লিখনব্যবস্থা
গ চিত্রাত্মক লিখনব্যবস্থা ঘ চিন্তক লিখনব্যবস্থা
৪৭. ছবি আঁকার মতো করে কোন ভাষা লেখা হয়? ছ
ক বর্ণভিত্তিক খ ভাবাত্মক
গ চিত্রাত্মক ঘ অক্ষরভিত্তিক
৪৮. নিচের কোন ভাষাটির লিখনব্যবস্থা ভাবাত্মক? চ
ক চীনা খ বাংলা
গ হিন্দি ঘ তামিল
৪৯. নিচের কোনটিকে অর্থপূর্ণ হতে হবে? চ
ক ধ্বনি খ বর্ণ
গ অক্ষর ঘ আওয়াজ
৫০. নতুন অর্থবোধক শব্দ তৈরি হয় কীভাবে? জ
ক এক বর্ণের স্থলে অন্য বর্ণ বদলে দিলে
খ এক অক্ষরের স্থলে অন্য অক্ষর বদলে দিলে
গ এক ধ্বনির স্থলের অন্য ধ্বনি বদলে দিলে
ঘ এক পদের স্থলে অন্য পদ বদলে দিলে
৫১. এক বা একাধিক ধ্বনি মিলে কী তৈরি হয়? ঝ
ক বর্ণ খ অক্ষর
গ ধ্বনি ঘ শব্দ
৫২. কথা বা বচনকে ব্যাকরণের ভাষায় কী বলে? ঝ
ক অক্ষর খ শব্দ
গ পদ ঘ বাক্য
৫৩. যা উক্তি হিসেবে সম্পূর্ণ এবং যাতে শ্রোতা পরিপূর্ণভাবে তৃপ্ত হয় সেটা কী? চ
ক বাক্য খ অক্ষর
গ বর্ণ ঘ শব্দ
৫৪. ভাষা আবিষ্কারের পূর্বে মানুষ নিজেকে প্রকাশ করেছে কীভাবে? চ
ক অঙ্গভঙ্গির মাধ্যমে খ লেখার মাধ্যমে
গ গানের মাধ্যমে ঘ নাচের মাধ্যমে
৫৫. বাঙালি মায়ের সন্তান জন্মের পর থেকেই স্প্যানিশ মায়ের পরিচর্যায় বড় হলে কী ভাষা শিখবে? ছ
ক বাংলা ভাষা
খ স্প্যানিশ ভাষা
গ দুটির মিশ্রণের এক ভাষা
ঘ কোনো ভাষাই শিখতে পারবে না
৫৬. ভাষিক সম্প্রদায় কাদেরকে বলে? চ
ক একই ভাষা যারা ব্যবহার করে
খ একই দেশে যারা বসবাস করে
গ একই পৃথিবীতে যারা বাস করে
ঘ একই ভাষায় যারা ভাষণ দেয়
৫৭. অঞ্চল ভেদে ভাষায় যে বৈচিত্র্য তাকে কী বলে? ঝ
ক কথ্য ভাষা খ ভৌগোলিক ভাষা
গ অপভাষা ঘ উপভাষা
৫৮. আমাদের প্রত্যেক জেলায় কী হয়েছে? চ
ক নিজস্ব উপভাষা খ নিজস্ব ভাষা
গ নিজস্ব লেখ্য ভাষা ঘ নিজস্ব সরকার
৫৯. উপভাষা কিসের মতো? চ
ক বাবার মতো খ আত্মীয়ের মত
গ মায়ের মতো ঘ ভাইয়ের মত
৬০. কোনটি সিলেটের উপভাষার উদাহরণ? ছ
ক অ্যাকজনের দুই ব্যাটা আছিল।
খ অ্যাক মানুশের দুই পোয়া আছিল্।
গ এগুয়া মানশের দুয়া পোয়া আছিল।
ঘ অ্যাকজনের দুই পুৎ আছিল।
৬১. একটি উপভাষাকে আদর্শ ধরে সবার বোধগম্য ভাষা হিসেবে তৈরি ভাষারূপকে কী বলে? চ
ক প্রমিত ভাষা খ সাধু ভাষা
গ চলিত ভাষা ঘ আঞ্চলিক ভাষা
৬২. শিক্ষা, প্রশাসনিক কাজ, ব্যবসা-বাণিজ্য সম্পাদিত হয় কোন ভাষায়? ঝ
ক সাধু ভাষায় খ অঙ্গভঙ্গির ভাষায়
গ উপভাষায় ঘ প্রমিত ভাষায়
৬৩. কোনটির লিখিত ব্যাকরণ থাকে? চ
ক প্রমিত ভাষা খ উপভাষা
গ কথ্য ভাষা ঘ আঞ্চলিক ভাষা
৬৪. কোন ভাষা চর্চা করে শিখতে হয়? জ
ক উপভাষা খ মাতৃভাষা
গ প্রমিত ভাষা ঘ আঞ্চলিক ভাষা
৬৫. পরিবারের সদস্যদের সঙ্গে মানুষ কোন ভাষা ব্যবহার করে? ঝ
ক সাধু ভাষা খ চলিত ভাষা
গ পারিবারিক ভাষা ঘ কথ্য ভাষা
৬৬. ব্যক্তিভাষায় কী প্রকাশ পায়? জ
ক ব্যক্তির শিক্ষাগত যোগ্যতা
খ ব্যক্তির আর্থিক অবস্থা
গ ব্যক্তির নিজস্ব পরিচয়
ঘ ব্যক্তির পারিবারিক পরিচয়
৬৭. মৌখিক ও লিখিত উভয় ভাষারূপ আছে কোনটির? চ
ক ব্যক্তিভাষার খ পারিবারিক ভাষার
গ সামাজিক ভাষার ঘ উপভাষার
৬৮. নিজস্ব ভাষারূপ তৈরি করেন কারা? জ
ক সাধারণ মানুষেরা
খ মহৎ রাজনীতিবিদরা
গ মহৎ সাহিত্যিকেরা
ঘ মহৎ চরিত্রের অধিকারীরা
৬৯. ভাষাকে নির্ধারণ করে দেয় কে? চ
ক সামাজিক পরিচয় খ অর্থনৈতিক পরিচয়
গ রাজনৈতিক পরিচয় ঘ ধর্মীয় পরিচয়
৭০. সামাজিক পরিচয়ের ভিত্তিতে ভাষা কয় রকম? ছ
ক এক রকমের খ দুই রকমের
গ তিন রকমের ঘ চার রকমের
৭১. সমাজের অধিকার সুযোগ-সুবিধা লাভকারীদের ভাষার নাম কী? ঝ
ক বিত্তশালীদের ভাষা খ মধ্য শ্রেণির ভাষা
গ নি¤œ শ্রেণির ভাষা ঘ উচ্চ শ্রেণির ভাষা
৭২. চিকিৎসকদের বিশেষ ভাষা বৈচিত্র্যকে কী নামে নামকরণ করা যায়? চ
ক পেশাগত ভাষা খ ব্যক্তি ভাষা
গ অনির্দিষ্ট ভাষা ঘ সামাজিক ভাষা
৭৩. আমাদের দেশের দ্বিতীয় ভাষা মূলত কোনটি? ছ
ক বাংলা খ ইংরেজি
গ হিন্দি ঘ আঞ্চলিক
৭৪. আমরা আরবি, সংস্কৃত বা পালি ভাষা মূলত শিখি কেন? জ
ক সামাজিক কারণে খ নৈতিক কারণে
গ ধর্মীয় কারণে ঘ রাজনৈতিক কারণে
৭৫. মুখের ভাষার ক্ষেত্রে কোন কথাটি প্রযোজ্য? জ
ক আড়ষ্ট খ কৃত্রিম
গ স্বতঃস্ফূর্ত ঘ জটিল
৭৬. সাধু ভাষা সৃষ্টির উদ্ভাবকেরা কোন শ্রেণির মানুষের ভাষারীতিতে শ্রদ্ধাশীল ছিলেন না? ছ
ক হিন্দি ভাষী মানুষের খ লোকজ মানুষের
গ শহুরে মানুষের ঘ বিদেশি মানুষের
৭৭. সাধু ভাষা কোন ভাষার আদলে তৈরি হয়েছে? ছ
ক হিন্দি খ সংস্কৃত
গ ইংরেজি ঘ সংস্কৃত
৭৮. সাধু ভাষাকে প্রাঞ্জল করতে প্রথমে কে কাজ করেন? জ
ক বঙ্কিমচন্দ্র চট্টেপাধ্যায়
খ রবীন্দ্রনাথ ঠাকুর
গ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
ঘ কাজী নজরুল ইসলাম
৭৯. সাধু ভাষার জনক বলা হয় কাকে? চ
ক ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে
খ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে
গ শরৎচন্দ্র চট্টোপাধ্যায়কে
ঘ রবীন্দ্রনাথ ঠাকুরকে
৮০. সাধুরীতির জন্ম হয়েছে কোন খ্রিষ্টাব্দের দিকে? ছ
ক ১৭০০ খ্রিষ্টাব্দ খ ১৮০০ খ্রিষ্টাব্দ
গ ১৯০০ খ্রিষ্টাব্দ ঘ ২০০০ খ্রিষ্টাব্দ
৮১. চলিত ভাষার সৃষ্টি হয় কত সালে? ছ
ক ১৯১৩ সালে খ ১৯১৪ সালে
গ ১৯১৮ সালে ঘ ১৯১৯ সালে
৮২. বাংলা প্রবাদ-প্রবচন খুব সহজেই ব্যবহার করা যায় কোন ভাষায়? জ
ক সংস্কৃত খ সাধু
গ চলিত ঘ মিশ্র