৬.১ উপসর্গযোগে শব্দ গঠন
১৭০. উপসর্গের কাজ-
র. নতুন শব্দ গঠন করা
রর. অর্থের পরিবর্তন করা
ররর. অর্থের স¤প্রসারণ সাধন করা
নিচের কোনটি ঠিক?
ক র খ র ও রর
গ র ও ররর র, রর ও ররর
১৭১. যেসব অব্যয় শব্দ ধাতু বা নাম শব্দের পূবে বসে শব্দগুলোর অর্থের পরিবর্তন সাধন করে, তাদের বলা হয়-
ক প্রত্যয় উপসর্গ গ অনুসর্গ ঘ শব্দরূপ
১৭২. উপসর্গের ব্যবহারে কোন শব্দে অর্থের স¤প্রসারণ হয়েছে?
ক হা + ভাত = হাভাত খ অ + ভাব = অভাব
পরি + পূর্ণ = পরিপূর্ণ ঘ উপ + কথা = উপকথা
১৭৩. উপসর্গ প্রধানত কয় প্রকার?
ক দুই তিন গ চার ঘ পাঁচ
১৭৪. যে সকল অব্যয়সূচক শব্দাংশ শব্দের পূর্বে বসে নতুন শব্দ গঠন করে তাদের কী বলা হয়?
ক অব্যয় উপসর্গ গ অনুসর্গ ঘ বিভক্তি
১৭৫. ‘উৎ’ শব্দাংশটি কোন প্রকার উপসর্গের উদারহণ?
ক বাংলা উপসর্গ তৎসম উপসর্গ
গ বিদেশি ঘ ফারসি উপসর্গ
১৭৬. উপসর্গের কাজ কী?
নতুন অর্থবোধক শব্দ গঠন করা
খ নতুন বাক্য গঠন করা
গ বাক্যকে সৌন্দর্যমণ্ডিত করা
ঘ বাক্যের অলংকার বৃদ্ধি করা
১৭৭. নতুন অর্থযুক্ত শব্দের সৃষ্টি করে ভাষাকে সমৃদ্ধ করে কোনটি?
ক অনুসর্গ খ পদ গ বিভক্তি উপসর্গ
১৭৮. ‘নিখোঁজ’ শব্দে ‘নি’ কোন প্রকার উপসর্গ?
ক তৎসম খাঁটি বাংলা
গ আরবি ঘ ফারসি
১৭৯. ‘অপয়া’ শব্দের ‘অ’ উপসর্গ কী অর্থে ব্যবহৃত হয়েছে?
নিন্দা অর্থে খ অস্পষ্টতা অর্থে
গ কুৎসিত অর্থে ঘ অভাব অর্থে
১৮০. বাংলা উপসর্গ এদেশের কোন জনগোষ্ঠীর ভাষা থেকে এসেছে?
প্রাকৃত জনগোষ্ঠী খ খাঁটি বাঙালি
গ অস্ট্রিক জনগোষ্ঠী ঘ অনার্য জনগোষ্ঠী
১৮১. উপসর্গ যুক্ত হয় কৃদন্ত বা নাম শব্দের কোথায়?
পূর্বে খ মধ্যে গ পরে ঘ পূর্বে ও পরে
১৮২. নিচের কোনটি তৎসম উপসর্গ?
ক অজ খ গব্ পরি ঘ পূর্বে ও পরে
১৮৩. কোন শব্দে তৎসম উপসর্গ ব্যবহৃত হয়েছে?
ক আনমনা খ বেকার উপবন ঘ হাঘরে
১৮৪. খাঁটি বাংলা উপসর্গযোগে গঠিত শব্দ কোনটি?
ক পরাজয় খ প্রভাত গ নিবারণ ভরপেট
১৮৫. খাঁটি বাংলা উপসর্গ কয়টি?
ক আঠারোটি খ উনিশটি গ কুড়টি একুশটি
১৮৬. শব্দের অর্থ সংকুচিত, প্রসারিত ও পরিবর্তিত হয় কীসের প্রভাবে?
উপসর্গের প্রভাবে খ অনুসর্গের প্রভাবে
গ প্রত্যয়ের প্রভাবে ঘ কারকের প্রভাবে
১৮৭. কোনটি সংস্কৃত উপসর্গ?
ক দর খ পতি অনু ঘ ইতি
১৮৮. ‘অঘা’ শব্দাংশটি কোন প্রকার উপসর্গের উদাহরণ?
ক সংস্কৃত উপসর্গের খাঁটি বাংলা উপসর্গের
গ আরবি উপসর্গ ঘ ফারসি উপসর্গ
১৮৯. ‘নিলাজ’ শব্দটির ‘নি’ কোন প্রকার উপসর্গ?
বাংলা উপসর্গ খ সংস্কৃত উপসর্গ
গ আরবি উপসর্গ ঘ বিদেশি উপসগ