সপ্তম শ্রেণির ইসলাম চতুর্থ অধ্যায় আখলাক

চতুর্থ অধ্যায় আখলাক

 সৃজনশীল প্রশ্ন ও উত্তর
প্রশ্ন- ১ 
শিল্পপতি জামিল সাহেব তাঁর গার্মেন্টসে কর্মচারীদের যথাসময়ে উপযুক্ত পারিশ্রমিক পরিশোধ করেন। তিনি সততার সাথে কাজ করতে এই বলে সতর্ক করে দেন, যেন তার কারখানায় তৈরি পোশাকে কোনোরকম সমস্যা না থাকে। কাপড় কম দেওয়া বা সেলাইয়ে সুতা যেন খারাপ না হয়। তারপরেও এক কর্মচারী ইচ্ছাকৃতভাবে কাপড় কম দিয়ে পোশাক তৈরি করে। ঐ কর্মচারী কাপড় কম দেওয়ার বিষয়টি গোপন রাখে। এতে জামিল সাহেবের ব্যবসা ক্ষতিগ্রস্ত হয়। ফলে জামিল সাহেব ঐ কর্মচারীর বেতন বন্ধ করে দেন। একপর্যায়ে সামান্য বেতনের ঐ কর্মচারীর পরিবারের সমস্যার কথা বুঝালে জামিল সাহেব কর্মচারীকে আল­াহর কাছে ক্ষমা চাইতে বলেন।
ক. ক্ষমা এর আরবি প্রতিশব্দ কী?
খ. শ্রমের মর্যাদা বলতে কী বোঝায়?
গ. জামিল সাহেবের সর্বশেষ আচরণে যে গুণটি ফুটে উঠেছে তা ব্যাখ্যা কর।
ঘ.‘সংশ্লিষ্ট কর্মচারীর কর্মকাণ্ড একটি সামাজিক অপরাধ’- মন্তব্যটি বিশ্লেষণ কর।

ক ক্ষমা এর আরবি প্রতিশব্দ ‘আফউন’।
খ মানুষ তার নিজের বেঁচে থাকার, অপরের কল্যাণের এবং সৃষ্টিজীবের উপকারের জন্য যে কাজ করে তা-ই শ্রম। আর এসব শ্রমকে যথাযথভাবে মূল্যায়ন, সম্মান প্রদর্শন, শ্রমিককে উপযুক্ত পারিশ্রমিকসহ, সকল প্রকার সুযোগ-সুবিধা প্রদান করাকে শ্রমের মর্যাদা বলে।
গ জামিল সাহেবের সর্বশেষ আচরণে যে গুণটি ফুটে উঠেছে তা হলো ক্ষমা। প্রতিশোধ গ্রহণের পূর্ণ ক্ষমতা থাকা সত্তে¡ও প্রতিশোধ না নিয়ে মাফ করে দেওয়াই হলো ক্ষমা। আমরা প্রায়ই বিভিন্ন কাজের মধ্যে ভুল করে ফেলি, কথা বলার সময় অনেক সময় শিরক করে ফেলি। তারপরও যদি তাওবা করি, অনুতপ্ত হই, আল্লাহ তাআলা ক্ষমা করে দেন। আল্লাহ তাআলা সর্বশক্তিমান ও মহাপরাক্রমশালী হওয়া সত্তে¡ও ক্ষমা করে দেন। উদ্দীপকে জামিল সাহেব কর্মচারীর পরিবারের সমস্যার কথা চিন্তা করে কর্মচারীকে নিজে ক্ষমা করে দিয়ে তাকে আল্লাহর কাছে ক্ষমা চাইতে বলেন। সুতরাং জামিল সাহেবের সর্বশেষ আচরণে ক্ষমা গুণটি ফুটে উঠেছে।
ঘ সংশ্লিষ্ট কর্মচারীর কর্মকাণ্ড তথা প্রতারণা একটি সামাজিক অপরাধ। এর ফলে মানুষ দুঃখ-কষ্ট ভোগ করে। সামাজিক শান্তি-শৃঙ্খলা বিঘিœত হয়। সমাজের মানুষের জীবনযাত্রা দুর্বিষহ হয়ে পড়ে। উদ্দীপকে শিল্পপতি জামিল সাহেবের গার্মেন্টসের কর্মচারী ইচ্ছাকৃতভাবে কম কাপড়ে পোশাক তৈরি করে এবং বিষয়টি গোপন করে। তার এই প্রতারণামূলক কর্মকাণ্ডের দ্বারা মালিক জামিল সাহেব ও সমস্ত ক্রেতা তথা সমাজের সব মানুষের সাথে প্রতারণা করা হয়েছে। এর দ্বারা সমাজে অন্যায় বিস্তার লাভ করবে। সমাজ থেকে শান্তি চলে যাবে। মানুষ বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ডে জড়িয়ে পড়বে। তাছাড়া এ রকম ত্র“টিযুক্ত পোশাক যে ক্রয় করবে সেই প্রতারিত হবে। সুতরাং উপরিউক্ত পর্যালোচনার আলোকে একথা নির্দ্বিধায় বলা যায়, জামিল সাহেবের কর্মচারীর কর্মকাণ্ড একটি সামাজিক অপরাধ।
প্রশ্ন- ২ 
জহির সাহেব একজন চরিত্রবান লোক। রজব মিয়া তাঁর বাড়িতে মাসিক দুই হাজার টাকা বেতনে কাজ করে টাকাগুলো জহির সাহেবের নিকটই জমা রাখেন। এভাবে দু’বছর কাজ করার পর ঢাকা শহরে বেড়াতে এসে নিখোঁজ হন। এ অবস্থায় জমানো টাকা দিয়ে জহির সাহেব তার এলাকায় এক বিঘা জমি ক্রয় করে রজব মিয়ার নামে কওলা করেন। দীর্ঘ দশ বছর পরে রজব মিয়া জহির সাহেবের বাড়িতে ফিরে আসলে, জহির সাহেব তাঁর জমির দলিল হাতে দিয়ে জমি বুঝিয়ে দেন। অপর দিকে আরমান সাহেবের ড্রাইভার রমিজ মিয়া বিদেশে যাওয়ার জন্য জমি বিক্রি করে আরমান সাহেবের নিকট দুই লাখ টাকা দেন। আরমান সাহেব তাকে বিদেশে পাঠানোর কথা বলে একটি জাল ভিসা তৈরি করে দেন। রমিজ মিয়া এর মাধ্যমে বিদেশে যেতে ব্যর্থ হয়ে টাকা ফেরত চাইলে আরমান সাহেব বলেন, তোমাকে ভিসা দেওয়া হয়েছে, কাজেই তুমি বিদেশে যেতে না পারার দায়ভার আমি বহন করব না।
ক. কিসে মনের শান্তি নষ্ট হয়?
খ. আখলাকে যামিমা বলতে কী বোঝায়?
গ. জহির সাহেবের কাজটির মাধ্যমে কোন বিষয়টি রক্ষা পেয়েছে? ব্যাখ্যা কর।
ঘ.ড্রাইভার রমিজ মিয়ার সাথে আরমান সাহেবের আচরণ বিশ্লেষণ কর।

ক হিংসায় মনের শান্তি নষ্ট হয়।
খ এমন কিছু আচরণ বা কাজ যা মানুষকে হীন, নীচ ও নিন্দনীয় করে তোলে, সেগুলোকেই আখলাকে যামিমা বা নিন্দনীয় আচরণ বলে। নিন্দনীয় আচরণগুলো হচ্ছে হিংসা, ক্রোধ, লোভ, প্রতারণা, পিতামাতার অবাধ্য হওয়া, ইভটিজিং, ছিনতাই প্রভৃতি।
গ জহির সাহেবের কাজটির মাধ্যমে আমানত রক্ষা পেয়েছে। গচ্ছিত বা দায়িত্বে রাখা বস্তু সযতেœ রেখে এর মালিকের কাছে যথাযথভাবে ফেরত দেয়াই আমানত। সমাজের প্রতিটি মানুষের নিজ নিজ দায়িত্ব তার নিকট পবিত্র আমানত। যিনি আমানত রক্ষা করেন, তাকে সবাই বিশ্বাস করে এবং ভালোবাসে। সমাজের সবাই তাকে সম্মান করে। সুতরাং বলা যায়, উদ্দীপকের জহির সাহেব দশ বছর পর কর্মচারী রজব মিয়ার জমির দলিল হাতে বুঝিয়ে দিয়ে আমানত রক্ষা করেছেন।
ঘ উদ্দীপকের ড্রাইভার রমিজ মিয়ার সাথে আরমান সাহেবের আচরণ প্রতারণার শামিল। আচার-আচরণ, লেনদেন, ব্যবসা-বাণিজ্য প্রভৃতি ক্ষেত্রে ধোঁকা দেয়াকে প্রতারণা বলে। প্রতারণা একটি সামাজিক অপরাধ। এর কারণে সমাজের শান্তি-শৃঙ্খলা নষ্ট হয়। মানুষের জীবনযাত্রা দুর্বিষহ হয়ে পড়ে। প্রতারণাকারী প্রকৃত ও খাঁটি মুসলমান হতে পারে না। প্রতারণা মুনাফিকের কাজ। এর শাস্তি বড় কঠিন। উদ্দীপকের আরমান সাহেব প্রতারণা করে দুই লাখ টাকা নিয়ে বিদেশ যাওয়ার জন্য জাল ভিসা তৈরি করে দেন যা প্রকাশ্য প্রতারণা। এরূপ প্রতারণাকারী মুনাফিক হিসেবে বিবেচিত। এজন্য আরমান সাহেবের পরিণতি অত্যন্ত ভয়াবহ হবে। সে যদি ক্ষমা পেতে চায় তাহলে তাকে রমিজ মিয়ার সব টাকা ফেরত দিয়ে তার নিকট ক্ষমা চাইতে হবে। পাশাপাশি আল্লাহর নিকটও তাকে ক্ষমা চাইতে হবে।
প্রশ্ন- ১ 
মান্নানের অভ্যাস মিথ্যা বলা, গালি দেয়া, অন্যের গচ্ছিত রাখা সম্পদ আত্মসাৎ করা। মান্নানের পিতা তার এ ধরনের আচরণে ব্যথিত। তার পিতা তাকে একদিন ডেকে বলল- তোমার এরূপ কর্মকাণ্ড ঠিক নয়। এরপর এ হাদিসটি শুনান, “তোমাদের মধ্যে সে ব্যক্তিই আমার নিকট অধিক প্রিয়, যার চরিত্র সর্বোত্তম”।
ক. আমানত অর্থ কী? ১
খ. আখলাকে হামিদাহ কাকে বলে? ২
গ. মান্নানের আচরণ কীসের পরিপন্থী? ব্যাখ্যা কর। ৩
ঘ.উদ্দীপকের হাদিসের আলোকে আখলাকে হামিদাহর তাৎপর্য বিশ্লেষণ কর। ৪

ক আমানত অর্থ গচ্ছিত রাখা বা দায়িত্বে রাখা।
খ উত্তম চরিত্রকে আখলাকে হামিদাহ বা প্রশংসনীয় আচরণ বলা হয়। মানুষের স্বভাব যখন সামগ্রিকভাবে সুন্দর, নম্র ও মার্জিত হয় তখন তাকে আখলাকে হামিদাহ বলে।
গ মান্নানের আচরণ আখলাকে হামিদাহর পরিপন্থী। মানুষের দৈনন্দিন কাজকর্মের মাধ্যমে যেসব উত্তম আচার-ব্যবহার, চালচলন এবং স্বভাবের প্রকাশ পায়, সেসবের সমষ্টিই আখলাকে হামিদাহ। পরোপকারিতা, শালীনতাবোধ, সৃষ্টির সেবা, আমানত রক্ষা, ক্ষমা ইত্যাদি আখলাকে হামিদাহর অন্তভর্‚ক্ত। উদ্দীপকের মান্নানের অভ্যাস মিথ্যা কথা বলা, অপরকে গালি দেয়া এবং অন্যের গচ্ছিত রাখা সম্পদ আত্মসাত করা। মান্নানের এসব আচরণ আখলাকে হামিদাহর পরিপন্থী যা আখলাকে যামিমা বা নিন্দনীয় চরিত্রের অন্তর্ভুক্ত।
ঘ ‘তোমাদের মধ্যে সে ব্যক্তি আমার নিকট অধিক প্রিয়, যার চরিত্র সর্বোত্তম’উদ্দীপকে উল্লিখিত হাদিসটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। পৃথিবীতে মানুষের যাবতীয় সুখ-শান্তি, আরাম-আয়েশ আখলাকে হামিদাহ তথা প্রশংসনীয় চরিত্রের ওপর নির্ভরশীল। যে ব্যক্তি প্রশংসনীয় গুণাবলির অধিকারী সবাই তাকে ভালোবাসে, সম্মান করে এবং বিশ্বাস করে। হাদিসে আখলাকে হামিদাহ অর্জন করার প্রতি সর্বাধিক গুরুত্বারোপ করা হয়েছে। রাসুল (স.) বলেছেন ‘মানুষের মধ্যে সর্বোত্তম ব্যক্তি সে যার চরিত্র সুন্দর’। উদ্দীপকের মান্নানের মধ্যে তার পিতা মিথ্যা, আমানতের খিয়ানত, সম্পদ আত্মসাৎসহ আখলাকে যামিমার অন্তর্ভুক্ত বদস্বভাব দেখে উক্ত হাদিসটি তাকে শোনায়। সুতরাং উল্লিখিত হাদিসটি মানবজীবনের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ।
প্রশ্ন- ২ 
মক্কায় ইসলাম প্রচারকালীন আমাদের মহানবি (স.)-এর উপর কাফিররা অত্যাচারের স্টিমরুলার চালিয়ে দেয়। তারা মহানবি (স.)-এর নামে কুৎসা রটনা করে। তারা তাঁকে অত্যাচারী সাজায়। এসব কথা শুনে এক বুড়ি মহানবি (স.)-এর অত্যাচারের ভয়ে মক্কা থেকে পালিয়ে যাওয়ার সময় পথিমধ্যে মহানবি (স.)-এর সাথে তার দেখা হয়। তিনি তার বিরাট বোঝা নিজের মাথায় তুলে নেন।
ক. শালিনতা অর্থ কী? ১
খ. পরোপকার করতে হবে কেন? ২
গ. উদ্দীপকে কোন গুণটি ফুটে উঠেছে? ব্যাখ্যা কর। ৩
ঘ.উক্ত গুণটির তাৎপর্য বিশ্লেষণ কর। ৪

ক শালিনতা অর্থ ভদ্রতা, নম্রতা ও লজ্জাশীলতা।
খ আল­াহ তাআলা পরোপকার করার নির্দেশ দিয়েছেন বিধায় পরোপকার করতে হবে। আল্লাহ সব মানুষকে সমান যোগ্যতা ও দক্ষতা দিয়ে সৃষ্টি করেননি। এজন্য মানুষ পরস্পরের ওপর নির্ভরশীল। তাই প্রত্যেকের দায়িত্ব হলো নিজের সামর্থ্য অনুযায়ী অন্যের উপকার করা। এসব কারণেই ইহসান বা পরোপকার করতে হয়।
গ উদ্দীপকে পরোপকার গুণটি ফুটে উঠেছে।সমাজবদ্ধ হয়ে বসবাস করতে হলে একে অপরের সহযোগিতা প্রয়োজন। আর অন্যের প্রয়োজনে বা উপকারে আসার নামই হলো পরোপকার। মহান আল্লাহ সকল মানুষকে সমান যোগ্যতা ও দক্ষতা দিয়ে সৃষ্টি করেননি। এ কারণে মানুষ পরস্পরের ওপর নির্ভরশীল। তাই মানুষকে সাধ্য ও সামর্থ্য অনুযায়ী অপরের উপকার করতে হবে। উদ্দীপকে আমাদের মহানবি (স.) বোঝা ওঠাতে অক্ষম এক বুড়ির মাথার বোঝা নিজে বহন করে পরোপকার করেছেন। অর্থাৎ এখানে মহানবি (স.)-এর কাজে পরোপকার গুণটি ফুটে উঠেছে।
ঘ পরোপকারের তাৎপর্য অপরিসীম। পরোপকার করা আল­াহর অন্যতম গুণ। সব সৃষ্টির প্রতি আল­াহ তাআলা অসীম দয়া ও করুণা করেন। তিনি বিশ্বাসী, অবিশ্বাসী সবার প্রতি দয়া করেন। যে ব্যক্তি পরোপকার করেন আল্লাহ তাআলা তাকে ভালোবাসেন। পরোপকারী আল­াহর রহমত লাভ করেন। আল­াহর সন্তুষ্টি অর্জন করেন। আল্লাহ তাআলা বলেন ‘তোমরা সৎকর্ম ও পরোপকার কর।’ নিশ্চয়ই আল্লাহ সৎকর্মশীল ও পরোপকারীদেরকে ভালোবাসেন। উদ্দীপকে উল্লিখিত মহানবি (স.) দেখলেন যে এক বুড়ি তার বোঝা ওঠাতে পারছিল না। দয়ালু নবিজি তার বোঝাটি মাথায় তুলে নিয়ে পরোপকার করলেন। উপরিউক্ত পর্যালোচনার দ্বারা এটাই প্রমাণিত হয় যে, পরোপকারের তাৎপর্য অপরিসীম।
প্রশ্ন- ৩ 
জামিল একটি কোম্পানিতে চাকরি করেন। তার কর্মদক্ষতার কারণে কোম্পানি অনেক লাভবান হয় এবং তাকে পদোন্নতি দেয়। এতে তার সহকর্মী এলিনা হিংসা করতে থাকে। তার বিরোধিতা করে মিথ্যা বদনাম রটিয়ে দেয়। জামিল অত্যন্ত ধৈর্যের সাথে এ পরিস্থিতির মোকাবিলা করেন। পাশাপাশি এলিনার সাথে সুন্দর ব্যবহারের মাধ্যমে বিষয়টি সমাধানের চেষ্টা করে ব্যর্থ হন। এতে এলিনা আরও ক্ষেপে যায়। বিষয়টি কর্তৃপক্ষের নজরে আসলে এলিনাকে চাকরি থেকে অব্যাহতি দেয়।
ক. ক্ষমা শব্দের অর্থ কী? ১
খ. প্রতারণা কাকে বলে? ২
গ. জামিলের আচরণে কোন গুণটি ফুটে উঠেছে? ব্যাখ্যা কর। ৩
ঘ.এলিনার কর্মকাণ্ডের পরিণতি পাঠ্যপুস্তকের আলোকে বিশ্লেষণ কর। ৪

ক ক্ষমা শব্দের অর্থ মাফ করা, প্রতিশোধ না নেয়া।
খ কথাবার্তা, আচার-আচরণ, লেনদেন, ব্যবসা-বাণিজ্য প্রভৃতি ক্ষেত্রে ধোঁকা দেয়াকে প্রতারণা বলে। পণ্যদ্রব্যের দোষত্রæটি গোপন রেখে বিক্রি করা, অঙ্গীকার ভঙ্গ করা ইত্যাদি প্রতারণার অন্তর্ভুক্ত।
গ জামিলের আচরণে শালিনতাবোধ গুণটি ফুটে উঠেছে। আচার-আচরণে, কথাবার্তায়, বেশভ‚ষায় ও চালচলনে মার্জিত পন্থা অবলম্বন করাকে শালীনতা বলে। এটি মানুষের একটি মহৎ গুণ। শালীনতাবোধ মানুষকে অন্যায় ও অশ্লীল কাজ থেকে বিরত রাখে। আল্লাহর অনুগত বান্দা হতে সাহায্য করে। আচার-ব্যবহারে শালীন ব্যক্তিকে সবাই পছন্দ করে। মার্জিত পোশাক-পরিচ্ছদ সৌন্দর্যের প্রতীক। এতে ভদ্রতা প্রকাশ পায়। আর ভদ্র আচরণের মাধ্যমে বন্ধুত্ব ও হৃদ্যতা সৃষ্টি হয়। উদ্দীপকের জামিলের সহকর্মী এলিনার হিংসাত্মক কর্মকাণ্ডের পরও জামিল শালিনতার পরিচয় দেন। এতে এলিনা আরও ক্ষেপে গেলে বিষয়টি কর্তৃপক্ষের নজরে আসে এবং এলিনাকে চাকরি থেকে অব্যাহতি দেয়। সুতরাং জামিলের আচরণে শালীনতাবোধ ফুটে উঠেছে।
ঘ এলিনার কর্মকাণ্ডের পরিণতি অত্যন্ত ভয়াবহ। উদ্দীপকে এলিনার আচরণে অশালীনতা প্রকাশ পেয়েছে। মানুষ অশালীন ব্যক্তিকে পছন্দ করে না। অশালীন আচরণ বন্ধুকেও দূরে সরিয়ে দেয়। মানুষ অশালীন ব্যক্তির সংস্পর্শ ত্যাগ করে। অশালীন ব্যক্তি আল্লাহ তাআলার নিকট নিকৃষ্ট। অশালীন ব্যক্তিকে আল্লাহ তাআলা ঘৃণা করেন। মহানবি (স.) বলেন- নিঃসন্দেহে আল্লাহ তাআলা অশালীন ও দুশ্চরিত্র ব্যক্তিকে ঘৃণা করেন। রসুলুল্লাহ (স.) বলেছেন, আল্লাহ তাআলার নিকট ঐ ব্যক্তি সবচেয়ে খারাপ যার অশ্লীলতা থেকে রক্ষা পাওয়ার জন্য লোকেরা তাকে ত্যাগ করে। উদ্দীপকের এলিনার হিংসামূলক কর্মকাণ্ডের কারণে কর্তৃপক্ষ তাকে চাকরি থেকে অব্যাহতি দেয়। সামাজিকভাবেও এলিনা অপদস্ত হবে এমনকি পরকালীন জীবনেও তাকে শাস্তি ভোগ করতে হবে। সুতরাং উপরিউক্ত আলোচনার দ্বারা এটাই প্রমাণিত হয় যে, এলিনার কর্মকাণ্ডের পরিণতি অত্যন্ত ভয়াবহ।
প্রশ্ন- ৪ 
জুমার নামায আদায় করতে সজিব মসজিদে গেল। ইমাম সাহেব বললেন- এক পাপী মহিলা একটি বিড়াল ছানাকে বাঁচানোর কারণে আল্লাহ তাকে ক্ষমা করে দেন। তিনি আরও বলেন, পৃথিবীতে যত প্রাণী ও জীব আছে প্রত্যেকের প্রতি আমাদের সদয় হতে হবে। কাউকে কোনো প্রকার কষ্ট দেওয়া যাবে না।
ক. ক্রোধ অর্থ কী? ১
খ. আমরা কেন সৃষ্টির সেবা করব? ২
গ. ইমাম সাহেবের আলোচিত বিষয়টি ব্যাখ্যা কর। ৩
ঘ.তুমি কি মনে কর উক্ত বিষয়টির তাৎপর্য অপরিসীম? মতামত দাও। ৪

ক ক্রোধ অর্থ রাগ।

খ সব সৃষ্টিই আল­াহ তাআলার পরিজন হওয়ার কারণে আমরা সৃষ্টির সেবা করব। মানুষ আল­াহ তাআলার শ্রেষ্ঠ সৃষ্টি। তাই সব সৃষ্টির প্রতি মানুষের দায়িত্ব ও কর্তব্য অনেক। মানুষকে আল­াহর সব সৃষ্টির সেবা করতে হবে। সৃষ্টির সেবা করার দ্বারা আল­াহর সন্তুষ্টি অর্জন করা যায়। এজন্য আমরা সৃষ্টির সেবা করব।
গ ইমাম সাহেবের আলোচিত বিষয়টি হলো ‘খিদমতে খালক’ বা সৃষ্টির সেবা। সৃষ্টির প্রতি দয়া ও সহানুভ‚তিশীল হয়ে আদর-যতœ করার নামই হলো সৃষ্টির সেবা। মানুষ ‘আশরাফুল মাখলুকাত’ তথা সৃষ্টির সেরা জীব। আর সৃষ্টিকুলের সবকিছু যেমন : জীবজন্তু, পশুপাখি, কীটপতঙ্গ, পাহাড়-পর্বত, গাছপালা ইত্যাদি মানুষের উপকারের জন্য সৃষ্টি করেছেন। পৃথিবীতে যত প্রাণী ও জীব আছে প্রত্যেকের প্রতি আমাদের সদয় হতে হবে। কাউকে কোনো প্রকার কষ্ট দেওয়া যাবে না। উদ্দীপকের ইমাম সাহেবের আলোচনার দ্বারা এ বিষয়টিই ফুটে উঠেছে।
ঘ ইসলামে সৃষ্টির সেবার তাৎপর্য অপরিসীম বলে আমি মনে করি। কেননা আশরাফুল মাখলুকাত বা শ্রেষ্ঠ জীব হিসেবে সব সৃষ্টির প্রতি মানুষের দায়িত্ব ও কর্তব্য অনেক। কাজেই ক্ষুধার্ত, তৃষ্ণার্ত বা অভাবগ্রস্তদের প্রতি সদয় হতে হবে। এতে আল্লাহ সন্তুষ্ট হবেন এবং আখিরাতে এর প্রতিদান দেবেন। সমাজের ইয়াতিম, গরিব ও মিসকিনদের প্রতি সদয় হতে হবে। এ প্রসঙ্গে আল্লাহ তাআলা বলেনÑ “খাবারের প্রতি আসক্তি স্বত্তে¡ও তারা মিসকিন, ইয়াতিম ও বন্দীকে খাদ্য দান করে।” পশুপাখি, কীটপতঙ্গ, গাছপালা, তরুলতা সবকিছুর প্রতিই মানুষের দায়িত্ব রয়েছে। সব সৃষ্টিই আল্লাহ তাআলার পরিজন। জীবজন্তুর সেবার পাশাপাশি বৃক্ষলতার প্রতিও সদয় হতে হবে। উদ্দীপকের ইমাম সাহেব ইসলামের এ গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়েই আলোচনা করেছিলেন। যা অত্যন্ত তাৎপর্যময় বলে আমি মনে করি।
প্রশ্ন- ৫ 
মহানবি (স.) হিজরতের রাতে ঘর থেকে বের হয়ে যান। ঘাতকবেষ্টিত বিছানায় হযরত আলি (রা.) কে রেখে বললেন, ‘‘আমার নিকট মানুষের গচ্ছিত সম্পদ রয়েছে। সেগুলো তাদের নিকট যথাযথভাবে পৌঁছে দিও।’’ হযরত আলি (রা.) মহানবি (স.)-এর অসিয়ত অনুযায়ী প্রকৃত মালিকদের নিকট গচ্ছিত অর্থ পৌঁছে দিয়েছিলেন।
ক. কার পূর্ণ ইমান থাকে না? ১
খ. আমানত রক্ষা করা প্রয়োজন কেন? ২
গ. উদ্দীপকে কোন বিষয়টি ফুটে উঠেছে? ব্যাখ্যা কর। ৩
ঘ.উদ্দীপকে আলোচিত বিষয়টি ইসলামে গুরুত্ববহ। মতামতসহ বিশ্লেষণ কর। ৪

ক ছিনতাইকারীর পূর্ণ ইমান থাকে না।
খ সামাজিক শান্তির জন্য আমানত রক্ষা করা প্রয়োজন। কারণ আমানতের খিয়ানত করা মুনাফিকের লক্ষণ। আমানতের খিয়ানতকারী আল্লাহর কাছে ঘৃণিত এবং মানুষের কাছেও ঘৃণিত।
গ উদ্দীপকে আমানতের বিষয়টি ফুটে উঠেছে। গচ্ছিত বা দায়িত্বে রাখা বস্তু সযতেœ রেখে এর মালিকের কাছে যথাযথভাবে ফেরত দেওয়াকে আমানত রক্ষা বলে। আমানত রক্ষা করা ইমানের অঙ্গ। মহানবি (স.) বলেছেন, ‘যার আমানতদারি নেই, তার ইমানও নেই।’ আমানতদারিতা রক্ষার জন্যই মহানবি (স.) হিজরতের রাতে ঘাতকবেষ্টিত বিছানায় হযরত আলি (রা.) কে রেখে বললেন, ‘‘আমার নিকট মানুষের গচ্ছিত সম্পদ রয়েছে। সেগুলো তাদের নিকট যথাযথভাবে পৌঁছে দিও।’’ হযরত আলি (রা.) মহানবি (স.)-এর অসিয়ত অনুযায়ী প্রকৃত মালিকদের নিকট গচ্ছিত অর্থ পৌঁছে দিয়ে আমানত রক্ষা করেছিলেন। সুতরাং উপরিউক্ত আলোচনার প্রেক্ষিতে বলা যায়, উদ্দীপকে পাঠ্যপুস্তকের আমানতের বিষয়টি ফুটে উঠেছে।
ঘ উদ্দীপকে আলোচিত বিষয় তথা আমানত রক্ষা করা বিষয়টি ইসলামে গুরুত্ববহ বলে আমি মনে করি। গচ্ছিত বা দায়িত্বে রাখা বস্তু সযতেœ রেখে এর মালিকের কাছে যথাযথভাবে ফেরত দেওয়াকে আমানত বলে। সামাজিক শান্তিরক্ষার জন্য আমানত রক্ষা করা খুবই গুরুত্বপূর্ণ। আমানতদারকে সমাজের সবাই বিশ্বাস করে ও ভালোবাসে। সহজেই তার ওপর বিশ্বাস স্থাপন করে। ফলে সে সমাজের নির্ভরযোগ্য ব্যক্তি হিসেবে পরিচিতি লাভ করে। এর মাধ্যমে পারস্পরিক আস্থা সৃষ্টি হয়। শান্তিপূর্ণ সহাবস্থানের জন্য পারস্পরিক আস্থা ও বিশ্বস্ততা একান্তই প্রয়োজন। আমানতের সংরক্ষণের মাধ্যমে সবার অধিকার যথাযথভাবে সংরক্ষিত হয়। ফলে সমাজ ও দেশে শান্তি-শৃঙ্খলা বিরাজ করে। উদ্দীপকে এই বিষয়টিই আলোচিত হয়েছে যে, হযরত আলি (রা.) মহানবি (স.)-এর অসিয়ত অনুযায়ী প্রকৃত মালিকদের নিকট গচ্ছিত অর্থ তথা আমানত পৌঁছে দিয়েছিলেন। সুতরাং উপরিউক্ত বিষয়টি ইসলামে অত্যন্ত গুরুত্ববহ বলে আমি একমত পোষণ করি।
প্রশ্ন- ৬ 
বাংলাদেশের জাতীয় গণমাধ্যমে মাঝে মাঝে সংবাদ আসে শ্রমিক অসন্তোষ। এর প্রকৃত কারণ হলো শ্রমিকরা তাদের প্রাপ্য ঠিকভাবে পায় না। এতে শ্রমিকরা কাজ থেকে বিরত থাকে। অথচ হাদিসে মহানবি (স.) বলেছেন- “মজুরের মজুরি তার ঘাম শুকানোর আগেই পরিশোধ করে দাও।”
ক. আমানত অর্থ কী? ১
খ. সৃষ্টির সেবা বলতে কী বোঝ? ২
গ. জাতীয় গণমাধ্যমে প্রকাশিত সংবাদের বিষয়বস্তু ইসলামের দৃষ্টিতে কীরূপ? ব্যাখ্যা কর। ৩
ঘ.উদ্দীপকে উল্লিখিত হাদিসটির তাৎপর্য বিশ্লেষণ কর। ৪

ক আমানত অর্থ গচ্ছিত রাখা বা দায়িত্বে রাখা।
খ আল্লাহর সৃষ্টির প্রতি দয়া ও সহানুভ‚তিশীল হয়ে আদর-যতœ করার নামই হলো সৃষ্টির সেবা। সৃষ্টিকুলের সবকিছু মানুষের উপকারের জন্য সৃষ্টি করেছেন। এসব সৃষ্টির প্রতি সহানুভুতি দেখানো এবং এগুলোর যতœ ও রক্ষণাবেক্ষণ করাই হলো সৃষ্টির সেবা।
গ জাতীয় গণমাধ্যমে প্রকাশিত সংবাদের বিষয়বস্তু ইসলামের দৃষ্টিতে মারাত্মক অন্যায়। কেননা ইসলামে শ্রমিকের মজুরি সাথে সাথে পরিশোধ করে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এ সম্পর্কে মহানবি (স.) বলেন, ‘শ্রমিকের শরীরের ঘাম শুকানোর আগেই তার মজুরি দিয়ে দাও। উদ্দীপকে আমরা দেখতে পাই, বাংলাদেশের জাতীয় গণমাধ্যমে মাঝে মাঝে সংবাদ আসে শ্রমিক অসন্তোষ। এর প্রকৃত কারণ হলো তারা তাদের প্রাপ্য ঠিকভাবে পায় না। এ নিয়ে শ্রমিকদের মাঝে অসন্তোষ দেখা দেয় এবং তারা কাজে বিরত থাকে। সুতরাং শ্রমিকের মজুরি ঠিকমতো না দেওয়া ইসলামের দৃষ্টিতে মারাত্মক অন্যায়।
ঘ ‘মজুরের শরীরের ঘাম শুকানোর আগেই তার মজুরি আদায় করে দেবে’ উদ্দীপকের হাদিসটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। শ্রমিক মানে মেহনতী মানুষ। যে তার হাড়ভাঙা খাঁটুনি দিয়ে পুঁজিপতি ধনিকের দেয়া দায়িত্বটি পালন করে। আর শ্রমিকের শ্রম দিয়েই সভ্যতা গড়ে ওঠে, আমরা এগিয়ে যাই সাফল্য ও অগ্রগতির পথে। মানব সভ্যতার নির্মাতা এই শ্রমিক তার ঘাম ঝরানো শ্রম দিয়ে দায়িত্ব শেষ করার পর সে পৃথিবীকে ঋণী করে ফেলে। তার এই বিপুল ঋণ কোনো ক্রমেই পরিশোধ করা সম্ভব নয়। কিন্তু তার জন্য নির্ধারিত ন্যূনতম মজুরিটুকু তার নিতান্ত পাওনা। এই পাওনা নিয়ে প্রতারণা বা পরিশোধে বিলম্ব করা নিঃসন্দেহে অবিচার। সুতরাং কেউ যেন শ্রমিকের মজুরি প্রদানে অহেতুক বিলম্ব না করে এটাই হাদিসের আসল তাৎপর্য।
প্রশ্ন- ৭ 
হারুন মিয়া ও সোহানুর রহমান একে অন্যের প্রতিবেশী। সোহানুর রহমানের গাভী হারুন মিয়ার বাগানের গাছপালা নষ্ট করে। এতে হারুন মিয়া ও সোহানুর রহমানের মধ্যে তুমুল ঝগড়ার সৃষ্টি হয়। বিষয়টি এলাকার বিজ্ঞ আলেম আবুল ফাতাহ জানতে পারলে, তিনি হারুন মিয়াকে বোঝান এবং বলেন, মহানবি (স.) ছিলেন ক্ষমার মূর্তপ্রতীক। অতঃপর হারুন মিয়া সোহানুর রহমানকে মাফ করে দেন।
ক. আমানত অর্থ কী? ১
খ. অপরাধীকে ক্ষমা করতে হবে কেন? ২
গ. হারুন মিয়ার আচরণে কোন গুণটি ফুটে উঠেছে? ব্যাখ্যা কর। ৩
ঘ.‘মহানবি (স.) ছিলেন উক্ত গুণের মূর্তপ্রতীক’ বিশ্লেষণ কর। ৪

ক আমানত অর্থ গচ্ছিত রাখা বা দায়িত্বে রাখা।
খ ক্ষমা করা মহৎ কাজ। অপরাধীকে ক্ষমা করা হলে অপরাধী অনুতপ্ত হয়, লজ্জিত হয় এবং ক্ষমাকারীর প্রতি কৃতজ্ঞ হয়। আল­াহ তাআলাও ক্ষমাকারীর মর্যাদা বৃদ্ধি করে দেন। তাই অপরাধীকে ক্ষমা করতে হবে।
গ হারুন মিয়ার আচরণে যে গুণটি ফুটে উঠেছে তা হলো ক্ষমা। প্রতিশোধ গ্রহণের পূর্ণ ক্ষমতা থাকা সত্তে¡ও প্রতিশোধ না নিয়ে মাফ করে দেওয়াকে ক্ষমা বলে। ক্ষমা মহান আল্লাহর অন্যতম একটি গুণ। সুন্দর সমাজ গঠনের জন্য মানুষের এ গুণটি থাকা খুবই প্রয়োজন। উদ্দীপকেও আমরা দেখি যে, হারুন মিয়া তার প্রতিবেশী সোহানুর রহমানকে ক্ষমা করে মহত্তের পরিচয় দিয়েছেন, যদিও সোহানুর রহমানের গাভী তার বাগানের গাছপালা নষ্ট করে। সুতরাং, হারুন মিয়ার আচরণে ক্ষমার মতো প্রশংসনীয় গুণের প্রকাশ ঘটেছে।
ঘ ‘মহানবি (স.) ছিলেন উক্ত গুণ তথা ক্ষমার মূর্তপ্রতীক’।মক্কী জীবনে মহানবি (স.) বিভিন্নভাবে নির্যাতিত ও নিপীড়িত হয়েছিলেন। ৮ম হিজরি সনে মক্কা বিজয় হলে তিনি তাঁর চিরশত্র“ কাফিরদের ক্ষমা করে দেন। তিনি মক্কাবাসীদের বলেন, “আজ তোমাদের বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নেই। তোমরা মুক্ত, স্বাধীন।” পৃথিবীর ইতিহাসে এটি ক্ষমার উজ্জ্বল দৃষ্টান্ত। ক্ষমার এমন দৃষ্টান্ত পৃথিবীতে বিরল। সুতরাং উপরিউক্ত আলোচনার পরিপ্রেক্ষিতে এটাই প্রমাণিত হয় যে, মহানবি (স.) ছিলেন ক্ষমার মূর্তপ্রতীক।
প্রশ্ন- ৮ 
ফরমান প্রভাবশালী ব্যক্তি। বিদেশে পাঠানোর কথা বলে এক প্রতিবেশীর নিকট থেকে এক লক্ষ টাকা নেয়। পরে একটি জাল ভিসা তৈরি করে দেয়। ঐ ভিসা দিয়ে বিদেশে যেতে ব্যর্থ হয়ে প্রতিবেশী তার টাকা ফেরত চায়। এতে ফরমান তার প্রতি রাগ হয়ে তাকে গালি দেয়। অন্যদিকে তার ছেলে গার্লস স্কুলের সামনে গিয়ে মেয়েদের উত্ত্যক্ত করে। এ বিষয়ে তাকে বললে সে বলে এমনিতেই ঠিক হয়ে যাবে।
ক. কেমন স্বভাবের মানুষ জান্নাতে প্রবেশ করতে পারবে না? ১
খ. আমানত রক্ষা করা প্রয়োজন কেন? ২
গ. ফরমানের চরিত্রে কোন বিষয়টি প্রকাশ পেয়েছে? ব্যাখ্যা কর। ৩
ঘ.তুমি কি মনে কর ফরমানের এ আচরণগুলো মানুষের ব্যক্তি ও সমাজজীবনকে কলুষিত করবে? মতামত দাও। ৪

ক দুশ্চরিত্র ও রূঢ় স্বভাবের মানুষ জান্নাতে প্রবেশ করতে পারবে না।
খ সামাজিক শান্তি রক্ষা করার জন্য আমানত রক্ষা করা খুবই গুরুত্বপূর্ণ। যিনি আমানত রক্ষা করেন তাকে সবাই বিশ্বাস করে এবং ভালোবাসে। সমাজের সবাই তাকে মর্যাদা দেয়। আমানত রক্ষা করা ইমানের অঙ্গ। রাসুল (স) বলেন, “যার আমানতদারিতা নেই, তার ইমানও নেই”।
গ ফরমানের চরিত্রে আখলাকে যামিমা প্রকাশ পেয়েছে। আখলাকে যামিমা মানুষকে হীন, নিচু ও নিন্দনীয় করে তোলে। হিংসা, ক্রোধ, লোভ, প্রতারণা, পিতামাতার অবাধ্য হওয়া, ইভটিজিং, ছিনতাই প্রভৃতি আচরণগুলো মানুষের নিকট নিন্দনীয় হওয়ায় এগুলো আখলাকে যামিমার অন্তর্ভুক্ত। এ আচরণগুলো মানুষের ব্যক্তি ও সমাজজীবনকে কলুষিত এবং ইহকাল ও পরকালে ঘৃণিত ও অভিশপ্ত করে। উদ্দীপকে ফরমান প্রতিবেশীকে জাল ভিসা তৈরি করে দিয়ে প্রতারণা করেছেন যা আখলাকে যামিমার একটি দিক।
ঘ ফরমানের এ আচরণগুলো তথা আখলাকে যামিমা মানুষের ব্যক্তি ও সমাজজীবনকে কলুষিত করবে। একথার সাথে আমি একমত পোষণ করি। আখলাকে যামিমা হলো নিন্দনীয় আচরণ। হিংসা, ক্রোধ, লোভ, প্রতারণা, পিতামাতার অবাধ্য হওয়া, ইভটিজিং, ছিনতাই প্রভৃতি নিন্দনীয় আচরণগুলো মানুষকে হীন, নীচ ও নিন্দনীয় করে তোলে। তাছাড়া এগুলো মানুষের ব্যক্তি ও সমাজজীবনকে কলুষিত করে। মানুষকে ইহকাল ও পরকালে অভিশপ্ত ও ঘৃণিত করে। মহানবি (স.) বলেন, ‘বান্দা তার কুচরিত্রের কারণে জাহান্নামের নি¤œস্তরে পৌঁছে যাবে।’ সুতরাং উপরিউক্ত পর্যালোচনার পরিপ্রেক্ষিতে এ কথা প্রমাণিত হয় যে, ফরমানের এ আচরণগুলো মানুষের ব্যক্তি ও সমাজজীবনকে কলুষিত করবে।
প্রশ্ন- ৯ 
হাসিব সপ্তম শ্রেণিতে পড়ে। তার বাবা লেখাপড়া না জানা মানুষ। অপরের উন্নতি দেখে তার বাবা জ্বলেপুড়ে মরে এবং তার ক্ষতি সাধনে লেগে থাকে। এ কারণে তাকে কেউ ভালোবাসে না। সমাজের লোকেরা তাকে এড়িয়ে চলে।
ক. সন্তানের জান্নাত কীসের ওপর নির্ভর করে? ১
খ. পরোপকার করতে হবে কেন? ২
গ. হাসিবের বাবার আচরণে কোনটি ফুটে উঠেছে? ব্যাখ্যা কর। ৩
ঘ.ব্যক্তি ও সমাজজীবনে উক্ত বিষয়টির প্রভাব বিশ্লেষণ কর। ৪

ক পিতামাতার সন্তুষ্টির ওপর সন্তানের জান্নাত নির্ভর করে।
খ মহান আল্লাহ সকল মানুষকে সমান যোগ্যতা ও দক্ষতা দিয়ে সৃষ্টি করেননি। এ কারণে মানুষ পরস্পরের ওপর নির্ভরশীল। তাই মানুষকে সাধ্য ও সামর্থ্য অনুযায়ী পরের উপকার করতে হবে।
গ হাসিবের বাবার আচরণে হিংসা ফুটে উঠেছে। অন্যের সুখ-সম্পদ, মানসম্মান নষ্ট হওয়ার কামনা এবং নিজে এর মালিক হওয়ার বাসনা করাকে হিংসা বলে। হিংসা একটি মারাত্মক মানসিক ব্যাধি। হিংসা বহু কারণে সৃষ্টি হয়। যেমন : শত্রæতা, লোভ, অহংকার, নিজের অসৎ উদ্দেশ্য নষ্ট হওয়ার আশঙ্কা, নেতৃত্বের লোভ ইত্যাদি। এসব কারণে এক ব্যক্তি অপর ব্যক্তির প্রতি হিংসা-বিদ্বেষ করে থাকে। উদ্দীপকে হাসিবের বাবা অপরের উন্নতি দেখে জ্বলে পুড়ে মরে এবং তার ক্ষতি সাধনে লেগে থাকে। সুতরাং হাসিবের বাবার আচরণে হিংসা প্রকাশ পেয়েছে।
ঘ ব্যক্তি ও সমাজজীবনে হিংসার প্রভাব সীমাহীন। হিংসা একটি মারাত্মক ব্যাধি। এর কুপ্রভাবে ব্যক্তি যেমন ক্ষতিগ্রস্ত হয়, তেমনি সমাজজীবনে শান্তিও বিনষ্ট হয়। হিংসার মাধ্যমে মানসিক যন্ত্রণা ও অস্থিরতা বৃদ্ধি পায়। হিংসা মনে অশান্তি ও অস্থিরতার আগুন জ্বালিয়ে রাখে। হিংসুক নিজেই এ আগুনে জ্বলতে থাকে। হিংসুক ব্যক্তি আল্লাহ ও মানুষের কাছে ঘৃণিত। কেউ তাকে পছন্দ করে না, শ্রদ্ধা করে না ও ভালোবাসে না। সবাই তাকে প্রত্যাখ্যান করে। হিংসা মানুষের মাঝে শত্রæতা সৃষ্টি করে। এতে সমাজে ঝগড়া-ফ্যাসাদ এবং মারামারি সৃষ্টি হয়। তাছাড়া হিংসা মানুষকে নানারকম অপরাধমূলক কর্মকাণ্ডে জড়ায়। যার প্রভাবে সমাজে অশান্তি নিয়ে আসে।
প্রশ্ন- ১০ 
একটি মেডিকেল কলেজ হাসপাতালের এক জ্যেষ্ঠ নার্সকে পিটিয়ে গুরুতর আহত করেছেন একই হাসপাতালের এক শিক্ষানবিস চিকিৎসক। আহত নার্সকে ওই হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয়। পরে হাসপাতাল কর্তৃপক্ষ প্রাথমিকভাবে ওই চিকিৎসককে সাময়িক বরখাস্ত করে। সূত্র : বাংলাদেশ প্রতিদিন ২০১৪
ক. আল-হিরসু শব্দের অর্থ কী? ১
খ. প্রতারণা বলতে কী বোঝ? ২
গ. শিক্ষানবিস চিকিৎসকের আচরণে কীসের বহিঃপ্রকাশ ঘটেছে? ব্যাখ্যা কর। ৩
ঘ.বর্তমান প্রেক্ষাপটের আলোকে উক্ত বিষয়ের কুফল বিশ্লেষণ কর। ৪

ক আল-হিরসু শব্দের অর্থ লালসা, লিপ্সা, মোহ, আকাক্সক্ষা, ইচ্ছা ইত্যাদি।
খ কথাবার্তা, আচার-আচরণ, লেনদেন, ব্যবসা-বাণিজ্য প্রভৃতি ক্ষেত্রে ধোঁকা দেওয়াকে প্রতারণা বলে। পণ্যদ্রব্যের দোষ-ত্রæটি গোপন রেখে বিক্রি করা, অঙ্গীকার ভঙ্গ করা ইত্যাদি প্রতারণার অন্তর্ভুক্ত।
গ শিক্ষানবিস চিকিৎসকের আচরণে ক্রোধের বহিঃপ্রকাশ ঘটেছে। আমরা জানি, স্বীয় স্বার্থ ক্ষুণœ হওয়া বা কারো দ্বারা তিরস্কৃত হওয়ার কারণে প্রতিশোধ গ্রহণের ইচ্ছায় মানুষের মনের মধ্যে যে ক্ষোভের সৃষ্টি হয়, তাকে ক্রোধ বা রাগ বলে। অহংকার, তিরস্কার, ঝগড়া প্রভৃতি কারণে ক্রোধের সৃষ্টি হয়। ক্রোধ বা রাগের ফলে মানুষ অনেক নির্দয় ও অত্যাচারমূলক কর্মকাণ্ড করে ফেলে। উদ্দীপকে মেডিকেল কলেজ হাসপাতালের জ্যেষ্ঠ নার্সকে পিটিয়ে গুরুতর আহত করার দ্বারা শিক্ষানবিস চিকিৎসকের আচরণে ক্রোধের বহিঃপ্রকাশ ঘটেছে।
ঘ ক্রোধের কুফল বহুমাত্রিক। অহংকার, তিরস্কার, ঝগড়া প্রভৃতি কারণে মানুষের মধ্যে ক্রোধের সৃষ্টি হয়। এ ক্রোধের ফলে মানুষ অনেক নির্দয় ও অত্যাচারমূলক কর্মকাণ্ড করে ফেলে। মানুষের মধ্যে ঝগড়া-বিবাদ ও হিংসা-বিদ্বেষ সৃষ্টি হয়। আর হিংসা মানুষের সৎকর্মসমূহ শেষ করে দেয়। ক্রোধের সময় মানুষের হিতাহিত জ্ঞান থাকে না। সে নিজেকে সংযত রাখতে পারে না। ক্রোধ মানুষের ইমানকে ধ্বংস করে দেয়। ক্রোধের পরিণাম কোনোকালেই ভালো হয়নি। বর্তমানে এটি আরও ভয়াবহ রূপ নিয়েছে। বর্তমানে নারীর ওপরে পুরুষের এবং পুরুষের ওপরে নারীর ক্রোধের বহিঃপ্রকাশ সংক্রামকের ন্যায় বিস্তার লাভ করেছে।
প্রশ্ন- ১১ 
তিনজন লোক এক পাহাড়ের গুহায় একটি গুপ্তধনের সন্ধান পায়। গুপ্তধন নিয়ে আসার সময় তারা ক্ষুধা অনুভব করলে একজনকে খাদ্য আনার জন্য দোকানে পাঠায়। তারপর তারা দুইজন যুক্তি করে যে, তৃতীয় ব্যক্তি খাদ্য নিয়ে আসার সাথে সাথে তাকে হত্যা করে তার গুপ্তধন আমরা দুইজনে নিয়ে নেব। তৃতীয়জন খাদ্য কিনে খাদ্যের মধ্যে বিষ মিশিয়ে নিয়ে আসামাত্র দুইজনে মিলে তৃতীয়জনকে হত্যা করে। বাকী দুইজনের মধ্যে যে বেশি শক্তিশালী সে দুর্বল ব্যক্তিকে হত্যা করে। এরপর সে খাদ্য একাই খেতে বসে পুরোটা খেয়ে মৃত্যুর কোলে ঢলে পড়ে।
ক. ক্রোধ শব্দের অর্থ কী? ১
খ. মানুষ হিংসা-বিদ্বেষ করে কেন? ২
গ. উদ্দীপকের তিন ব্যক্তির চরিত্রে কোনটি প্রকাশ পেয়েছে? ব্যাখ্যা কর। ৩
ঘ.মানবজীবনে উক্ত বিষয়ের কুফল বিশ্লেষণ কর। ৪

ক ক্রোধ শব্দের অর্থ রাগ।
খ হিংসা একটি মারাত্মক মানসিক ব্যাধি। বহু কারণে হিংসার সৃষ্টি হয়। যেমন : শত্রæতা, লোভ, অহঙ্কার, নিজের অসৎ উদ্দেশ্য নষ্ট হওয়ার আশঙ্কা, নেতৃত্বের লোভ ইত্যাদি। এসব কারণে এক ব্যক্তি অপর ব্যক্তির ওপর হিংসা-বিদ্বেষ করে থাকে।
গ উদ্দীপকের তিন ব্যক্তির চরিত্রে লোভ প্রকাশ পেয়েছে। অধিক পাওয়ার ইচ্ছা বা আকাক্সক্ষাই হলো লোভ। এ লোভ বিভিন্ন ধরনের। যেমন : অর্থ সম্পদের লোভ, পদমর্যাদার লোভ, খাদ্যদ্রব্যের লোভ, পোশাক-পরিচ্ছদের লোভ ইত্যাদি। এসবের লোভ মানুষের মনের শান্তি বিনষ্ট করে। নিজের কাছে যা আছে তাতে তুষ্ট না থেকে আরও পাওয়ার আশায় সে অস্থির থাকে। এজন্য সে নানাপ্রকার অপরাধমূলক কাজের দিকে ধাবিত হয়। উদ্দীপকের তিনজন নিছক খাওয়ার লোভের কারণে কৌশল করে একে অপরকে হত্যা করে এবং অবশেষে সবাই ধ্বংস হয়। অর্থাৎ উদ্দীপকের তিন ব্যক্তির চরিত্রে লোভ প্রকাশ পেয়েছে।
ঘ মানবজীবনে লোভের কুফল অত্যন্ত ভয়াবহ। অতিরিক্ত পাওয়ার আশা-আকাক্সক্ষা থেকে লোভের উদ্ভব ঘটে। লোভ মনের শান্তি নষ্ট করে। লোভী ব্যক্তি নিজের নিকট যা আছে তাতে তুষ্ট না হয়ে আরো পাওয়ার আশায় অস্থির থাকে। লোভের কারণে সমাজে নানা ধরনের অপরাধমূলক কাজ সংঘটিত হয়। লোভের কারণে সমাজে ডাকাতি, রাহাজানি, কালোবাজারি ও মজুদদারি বেড়ে যায়। ফলে সমাজে অস্থিরতা সৃষ্টি হয়। চুরি, ছিনতাই, দ্রব্যে ভেজাল দেয়া ইত্যাদি অপরাধমূলক কাজ লোভের কারণেই সংঘটিত হয়। লোভী ব্যক্তি অতিরিক্ত পাওয়ার আশায় যেকোনো অপরাধমূলক কাজে লিপ্ত হতে কুণ্ঠিত হয় না। সুতরাং উপরিউক্ত আলোচনার পরিপ্রেক্ষিতে এটাই প্রমাণিত হয় যে, মানবজীবনে উক্ত বিষয় তথা লোভের কুফল অত্যন্ত ভয়াবহ।
প্রশ্ন- ১২ 
রায়হান সপ্তম শ্রেণির ছাত্র। একদিন তার মা হামিদাবানু দুধের মধ্যে পানি মিশিয়ে রায়হানকে বাজারে বিক্রির জন্য পাঠাতে চাইলে রায়হান তার মাকে বলল, দুধে পানি মিশিয়ে বিক্রি করলে গুনাহ হয়। এটি মিথ্যার শামিল এবং একটি সামাজিক অপরাধ।
ক. পিতামাতার অবাধ্য হওয়া কেমন অপরাধ। ১
খ. আখলাকে যামিমা কাকে বলে? ২
গ. উদ্দীপকে হামিদাবানুর কর্মকাণ্ডে কী প্রকাশ পেয়েছে? ব্যাখ্যা কর। ৩
ঘ.‘এটি মিথ্যার শামিল এবং একটি সামাজিক অপরাধ’ উক্তিটির যথার্থতা বিশ্লেষণ কর। ৪

ক পিতামাতার অবাধ্য হওয়া জঘন্য অপরাধ।
খ এমন কিছু আচরণ বা কাজ যা মানুষকে হীন, নীচু ও নিন্দনীয় করে তোলে সেগুলোকে আখলাকে যামিমা বলে। নিন্দনীয় আচরণগুলো হচ্ছে হিংসা, ক্রোধ, প্রতারণা, পিতামাতার অবাধ্য হওয়া, ইভটিজিং, ছিনতাই প্রভৃতি।
গ উদ্দীপকে হামিদাবানুর কর্মকাণ্ডে প্রতারণা প্রকাশ পেয়েছে। কথাবার্তা, আচার-আচরণ, লেনদেন ও ব্যবসায়-বাণিজ্য প্রভৃতি ক্ষেত্রে ধোঁকা দেওয়াকে প্রতারণা বলে। পণ্যদ্রব্যের দোষত্রæটি গোপন রেখে বিক্রি করা, খাদ্যে ভেজাল দেওয়া, অঙ্গীকার ভঙ্গ করা ইত্যাদি প্রতারণার অন্তর্ভুক্ত। ইসলামের দৃষ্টিতে এগুলো মানবতাবিরোধী গর্হিত কাজ এবং শাস্তিযোগ্য অপরাধ। উদ্দীপকেও আমরা দেখি যে, সপ্তম শ্রেণির ছাত্র রায়হানের মা হামিদাবানু দুধের মধ্যে পানি মিশিয়ে বাজারে বিক্রির জন্য পাঠাতে চান। এটি প্রতারণা। সুতরাং উপরিউক্ত আলোচনার দ্বারা এটাই প্রতীয়মান হয় যে, হামিদাবানুর কর্মকাণ্ডে প্রতারণা প্রকাশ পেয়েছে।
ঘ ‘এটি মিথ্যার শামিল এবং সামাজিক অপরাধ’ উক্তিটি যথার্থ। আমাদের সমাজে এমন কিছু লোক আছে যারা পণ্যদ্রব্যের দোষত্রæটি গোপন রেখে বিক্রি করে। খাদ্যে ভেজালদ্রব্য মিশিয়ে বিক্রি করে। ক্রয়-বিক্রয়ের ক্ষেত্রে এ ধরনের ধোঁকা দেওয়া প্রতারণার শামিল। এটি মানবতাবিরোধী গর্হিত কাজ। এটি সামাজিক অপরাধ। এর ফলে মানুষ দুঃখ-কষ্ট ভোগ করে। সামাজিক শান্তি-শৃঙ্খলা বিঘিœত হয়। সমাজের মানুষের জীবনযাত্রা দুর্বিষহ হয়ে পড়ে। উপরন্তু প্রতারণা করতে অবশ্যই মিথ্যার আশ্রয় নিতে হয়। সুতরাং আমরা বলতে পারি, ‘এটি মিথ্যার শামিল এবং সামাজিক অপরাধ’, রায়হানের এ উক্তিটি যথার্থ।
প্রশ্ন- ১৩ 
সুজার পিতা-মাতা বৃদ্ধ। সে তার পিতা-মাতাকে দেখা শুনা করে না। সুজার আর কোনো ভাই-বোন না থাকায় পিতা-মাতার ঠাঁই আর কোথাও হয় না। একদিন সুজার শ্বশুর-শাশুড়ি তার বাসায় বেড়াতে আসে। তাদের আপ্যায়নের জন্য সুজা ভালো খাবারের আয়োজন করে। সুজার মা বেড়ার ফাঁক দিয়ে দেখে সুজা নিজ হাতে ভালো খাবারগুলো শ্বশুর-শাশুড়ির প্লেটে উঠিয়ে দিচ্ছে। এ দৃশ্য দেখে সুজার মা চোখের পানি ফেলে মনে মনে বলে “ছেলে যদি জানতাম তুই এমন ব্যবহার করবি তাহলে তোকে পেটে বহন করতাম না”।
ক. খিদমতে খালক অর্থ কী? ১
খ. পরোপকার বলতে কী বোঝায়? ২
গ. সুজার আচরণে কোনটি প্রকাশ পেয়েছে? ব্যাখ্যা কর। ৩
ঘ.তুমি কি মনে কর সুজার পরকালীন পরিণতি অত্যন্ত ভয়াবহ? মতামত দাও। ৪

ক খিদমতে খালক অর্থ সৃষ্টির সেবা।
খ পরোপকারের আরবি প্রতিশব্দ হলো ‘ইহসান যার অর্থ অন্যের উপকার করা। আল্লাহর সৃষ্টির প্রতি মানুষের যে দায়িত্ব ও কর্তব্য আছে সেগুলোকে উত্তম বা যথাযথভাবে পালন করার নামই পরোপকার।
গ সুজার আচরণে পিতা-মাতার অবাধ্যতা প্রকাশ পেয়েছে। পিতা-মাতা সন্তানের আপনজন। তাদের স্নেহ-মমতায় সন্তান লালিত-পালিত হয়। সন্তানের আরাম আয়েশের জন্য তারা সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেন। সন্তানের ভবিষ্যৎ উন্নতির জন্য তারা সবরকম ব্যবস্থা করেন। পিতা-মাতার এ মহান অবদান সন্তানেরা ভুলে যায়। তাদের দেখাশুনা করাতো দূরের কথা তাদের প্রতি দৃষ্টতা প্রদর্শন করে। উদ্দীপকে সুজার পিতা-মাতা বৃদ্ধ। সে তার পিতা-মাতাকে দেখাশুনা করে না। সুজার আর কোনো ভাই-বোন না থাকায় পিতা-মাতার ঠাঁই আর কোথাও হয় না। তথা সুজা তার শ্বশুর-শাশুড়ির ব্যাপারে অত্যন্ত যতœবান। সুতরাং সুজার আচরণে পিতামাতার অবাধ্যতা প্রকাশ পেয়েছে।
ঘ আমি মনে করি সুজার পরকালীন পরিণতি অত্যন্ত ভয়াবহ। কেননা সে পিতা-মাতার অবাধ্য। পিতা-মাতার অবাধ্য হওয়ার পাপ এত ভয়াবহ যে স্বয়ং আল্লাহ তাআলা এ পাপ ক্ষমা করেন না। শিরকের পর সবচেয়ে বড় গুনাহ হলো পিতা-মাতার অবাধ্য হওয়া। রাসুল (স.) বলেন, মহান আল্লাহ তাআলা তার ইচ্ছা অনুযায়ী সব পাপই ক্ষমা করে দেন। কিন্তু পিতা-মাতার অবাধ্যতার পাপ তিনি ক্ষমা করেন না। পিতা-মাতার অবাধ্য হলে পরকালে জাহান্নামে জ্বলতে হবে। রাসুলুল্লাহ (স.) বলেন, তারাই তোমার বেহেশত ও দোযখ। অর্থাৎ পিতা-মাতার সন্তুষ্টির ওপর যেমন সন্তানের জান্নাত লাভ নির্ভর করে, ঠিক তেমনি তাদের অসন্তুষ্টির কারণে সন্তান দোযখবাসী হবে। সুতরাং উপরিউক্ত আলোচনার দ্বারা এটাই প্রমাণিত হয় যে, সুজার পরকালীন পরিনতি অত্যন্ত ভয়াবহ।
প্রশ্ন- ১৪ 
মহিলা কলেজের সামনে কিছু বখাটে যুবক দাঁড়িয়ে মেয়েদের উত্ত্যক্ত করছিল। মেয়েরা মুখ ফুটে কিছু বলতে পারছিল না। কলেজ কর্তৃপক্ষ এসব বখাটে ছেলেদের ডেকে এর অপকারিতা সম্পর্কে বললে তারা ভালো হওয়ার শপথ করে।
ক. বাইবেল অনুসারে প্রথম নারী কে? ১
খ. আখলাকে যামিমা কাকে বলে? ২
গ. উদ্দীপকে যুবকদের দ্বারা কোন বিষয়টি প্রকাশিত হয়েছে? ব্যাখ্যা কর। ৩
ঘ.যুবকদের দ্বারা প্রকাশিত বিষয়টির প্রতিকার আলোচনা কর। ৪

ক বাইবেল অনুসারে প্রথম নারী হলেন ইভ।
খ এমন কিছু আচরণ বা কাজ যা মানুষকে হীন, নিচু ও নিন্দনীয় করে তোলে, সেগুলোকে আখলাকে যামিমা বা নিন্দনীয় আচরণ বলে। যেমন : হিংসা, ক্রোধ, লোভ, প্রতারণা, পিতা-মাতার অবাধ্য হওয়া, ইভটিজিং, ছিনতাই প্রভৃতি।
গ উদ্দীপকের যুবকদের দ্বারা যে বিষয়টি প্রকাশিত হয়েছে তাহলো ইভটিজিং। ইভটিজিং বলতে কথা, কাজ, আচরণ ইত্যাদির মাধ্যমে নারীদের উত্ত্যক্ত করাকে বোঝায়। নারীদের প্রতি অশালীন উক্তি করা, অশ্লীল অঙ্গভঙ্গি করা ইত্যাদি ইভটিজিংয়ের অন্তর্ভুক্ত। উদ্দীপকেও বখাটে যুবকরা মেয়েদেরকে উত্ত্যক্ত করছিল যা ইভটিজিং নামে পরিচিত।
ঘ যুবকদের দ্বারা প্রকাশিত বিষয়টি তথা ইভটিজিং-এর প্রতিকার করা অতি জরুরি। ইভটিজিং প্রতিরোধে সামাজিক সচেতনতামূলক কর্মসূচি গ্রহণ করতে হবে। পারিবারিক নজরদারি, ধর্মীয় অনুশাসন ও শৃঙ্খলার ওপর জোর দিতে হবে। মেয়েদেরকে শালীন পোশাক পরিধান ও শালীনতা বজায় রেখে চলাফেরার পরামর্শ দিতে হবে। ইভটিজিং প্রতিরোধে সরকার ঘোষিত আইনের যথাযথ বাস্তবায়ন করতে হবে।
প্রশ্ন- ১৫  ছিনতাই-এর কুফল

কবির ঢাকাতে একটি গার্মেন্টসে কাজ করে। কঠোর পরিশ্রমের মাধ্যমে অর্জিত টাকা দিয়ে মায়ের জন্য একটি শাড়ি এবং বাবার জন্য লুঙ্গি কিনে ঈদের সময় তিনি বাড়ির উদ্দেশ্যে রওনা দিলেন। পথিমধ্যে কয়েকজন অস্ত্রধারী যুবক তার কাছে থাকা টাকা এবং সমস্ত জিনিসপত্র ছিনিয়ে নিলে কবিরের ঈদের আনন্দ মাটি হয়ে যায়।
ক. ইভটিজিং অর্থ কী? ১
খ. ক্রোধ কাকে বলে? ২
গ. কবির যে পরিস্থিতির সম্মুখীন হয়েছিল তাকে কী বলে? ব্যাখ্যা কর। ৩
ঘ. উক্ত বিষয়টি প্রতিকারে সামাজিক আন্দোলন দরকার’ এ মতটি তুমি কতটুকু সমর্থন কর?’ ৪

ক ইভটিজিং অর্থ নারীকে জ্বালাতন করা।
খ স্বীয় স্বার্থ ক্ষুণœ হওয়া বা কারো দ্বারা তিরস্কৃত হওয়ার কারণে প্রতিশোধ গ্রহণের ইচ্ছায় মানুষের মনের মধ্যে যে ক্ষোভের সৃষ্টি হয় তাকে ক্রোধ বলে। অহংকার, তিরস্কার, ঝগড়া প্রভৃতি কারণে ক্রোধের সৃষ্টি হয়।
গ কবির যে পরিস্থিতির সম্মুখীন হয়েছিল তাকে বলে ছিনতাই। ছিনতাই একটি সমাজবিরোধী কর্মকাণ্ড। এতে সমাজের শান্তি বিনষ্ট হয়। মানুষ স্বাভাবিক জীবনযাপন করতে পারে না। মানুষের মূল্যবান অর্থসম্পদের নিরাপত্তা বিঘিœত হয়। উদ্দীপকে কবির গার্মেন্টস কারখানায় কঠোর পরিশ্রম করে অর্থ উপার্জন করে পিতা-মাতার জন্য কাপড় কিনে ঈদের ছুটিতে বাড়িতে রওনা হয়ে পথিমধ্যে অস্ত্রধারী যুবকদের দ্বারা সে আক্রান্ত হয়। তারা তার সমস্ত টাকা, জিনিসপত্র ছিনিয়ে নেয়। সুতরাং কবির যে পরিস্থিতির সম্মুখীন হয়েছিলেন তা হলো ছিনতাই।
ঘ উক্ত বিষয়টি তথা ছিনতাই প্রতিকারে সামাজিক আন্দোলন দরকার- এ মতামতকে আমি সমর্থন করি। ছিনতাই সামাজিক অপরাধ, অনাচার, অত্যাচার হওয়ার কারণে এ ধরনের কর্মকাণ্ড থেকে আমাদের মুক্তি পাওয়া একান্ত প্রয়োজন। আর সেজন্য প্রয়োজন সামাজিক সচেতনতা। ছিনতাইয়ের কুফল সম্পর্কে ছিনতাইকারীকে সচেতন করতে হবে এবং কুরআন ও হাদিসের আলোকে এর অপকারিতা সম্পর্কে অবহিত করতে হবে। প্রয়োজনে আইনের হাতে সোপর্দ করতে হবে। সুষ্ঠু বিচার ও সচেতনতা বৃদ্ধি পেলে ছিনতাইকারীরা ছিনতাই করতে ভয় পাবে। সংঘবদ্ধভাবে ছিনতাই প্রতিরোধ কমিটি গঠন করতে হবে। ছিনতাইকারীকে পারিবারিক ও সামাজিকভাবে ধর্মীয় অনুশাসনের মধ্যে আনতে হবে। এভাবে সমাজের সকলে মিলে চেষ্টা করলে ছিনতাই প্রতিকার করা অনেক সহজ হবে।
 অনুশীলনের জন্য সৃজনশীল প্রশ্নব্যাংক (উত্তরসংকেতসহ)
প্রশ্ন- ১৬ 
ইমা ও সাদি সহপাঠী। ইমা সাদির কাছে একটি বই গচ্ছিত রাখে। কয়েকদিন পর ইমা সাদির কাছে বইটি ফেরত চাইলে সাদি বলে, আমি এটা আমার খালাতো ভাইকে ধার দিয়েছি।
ক. শালীনতা অর্থ কী? ১
খ. স্বদেশপ্রেম কীভাবে প্রমাণিত হয়? ২
গ. সাদির কাজটি সমীচীন হয়েছে কী? ব্যাখ্যা কর। ৩
ঘ. ইমানের পরিপূর্ণতার জন্য উদ্দীপকের বিষয়টির গুরুত্ব বিশ্লেষণ কর। ৪

ক শালীনতা অর্থ ভদ্রতা, নম্রতা ও লজ্জাশীলতা।
খ স্বদেশপ্রেম বা দেশের প্রতি ভালোবাসা একটি অনুভ‚তির বিষয়। দেশের স্বার্থে কাজ করা দ্বারা দেশপ্রেম প্রমাণিত হয়। দেশের স্বাধীনতা রক্ষা করা, জাতীয় উন্নতিতে অবদান রাখা, দেশের স্বার্থবিরোধী কাজে কাউকে সাহায্য না করা, দেশের সম্পদের রক্ষণাবেক্ষণ করা, দেশের স্বার্থে ত্যাগ স্বীকার করা ইত্যাদির মাধ্যমে দেশকে ভালোবাসা যায়। দেশের মঙ্গলের জন্য জীবন উৎসর্গ করা দেশপ্রেমের সর্বোৎকৃষ্ট দৃষ্টান্ত।
ঢ-পষঁংরাব লিংক : প্রয়োগ (গ) ও উচ্চতর দক্ষতার (ঘ) প্রশ্নের উত্তরের জন্য অনুরূপ যে প্রশ্নের উত্তর জানা থাকতে হবে
গ আমানত সম্পর্কে বর্ণনা দাও।
ঘ আমানতের গুরুত্ব বিশ্লেষণ কর।
প্রশ্ন- ১৭ 
কামাল বাজার থেকে মুরগি কিনে মুরগির পায়ে ধরে ঝুলিয়ে নিয়ে আসছিল। পথিমধ্যে তার বন্ধু মেহেদি এ অবস্থা দেখে বলল, এটা ঠিক না। ইসলামি দৃষ্টিতে প্রতিটি সৃষ্টির প্রতি দয়া ও সহানুভ‚তি দেখানো উচিত। কারণ সবকিছুই আল্লাহ তায়ালার সৃষ্টি। এ সম্পর্কে মহানবি (স.) বলেনÑ ‘তোমরা জমিনের অধিবাসীদের প্রতি দয়া প্রদর্শন করবে। তাহলে আসমানের অধিপতি মহান আল্লাহ তোমাদের দয়া করবেন।’ (তিরমিযি)
ক. আশরাফুল মাখলুকাত অর্থ কী? ১
খ. বিশ্বভ্রাতৃত্ব ধারণাটি ব্যাখ্যা কর। ২
গ. কামালের প্রতি মেহেদির উপদেশ ব্যাখ্যা কর। ৩
ঘ. উদ্দীপকের হাদিসটির গুরুত্ব পাঠ্যপুস্তকের আলোকে বিশ্লেষণ কর। ৪

ক আশরাফুল মাখলুকাত অর্থ সৃষ্টির সেরা।
খ ইসলামের মতে, বিশ্বের সকল মুসলমান পরস্পর ভাই ভাই। এক দেশ, জাতি, ভাষা ও বর্ণের কোনো পার্থক্য নেই। রবং জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকল মানুষ ভ্রাতৃত্ব বন্ধনে আবদ্ধ। এটাই হলো বিশ্বভ্রাতৃত্ব। এই ভ্রাতৃত্ব মানুষের মৌলিক ভ্রাতৃত্ব। সমষ্টিগতভাবে মানুষ ভ্রাতৃত্ব বন্ধনে আবদ্ধ। কোনো মানুষই ভ্রাতৃত্ববোধ লঙ্ঘন করতে পারে না।
ঢ-পষঁংরাব লিংক : প্রয়োগ (গ) ও উচ্চতর দক্ষতার (ঘ) প্রশ্নের উত্তরের জন্য অনুরূপ যে প্রশ্নের উত্তর জানা থাকতে হবে
গ সৃষ্টির সেবা সম্পর্কে বর্ণনা কর।
ঘ সৃষ্টির সেবার গুরুত্ব বিশ্লেষণ কর।

জ্ঞান ও অনুধাবনমূলক প্রশ্ন ও উত্তর

 জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর 
প্রশ্ন \ ১ \ সৃষ্টির সেবা কী?
উত্তর : আল্লাহর সৃষ্টির প্রতি দয়া ও সহানুভুতিশীল হয়ে আদর-যতœ করার নামই সৃষ্টির সেবা।
প্রশ্ন \ ২ \ শ্রম কাকে বলে?
উত্তর : আয় উপার্জন,মানুষের কল্যাণ এবং সৃষ্টির সেবামূলক যেকোনো কাজকে শ্রম বলে।
প্রশ্ন \ ৩ \ হিংসা কাকে বলে?
উত্তর : অন্যের সুখ-সম্পদ, মানসম্মান নষ্ট হওয়ার কামনা এবং নিজে এর মালিক হওয়ার বাসনা করাকে হিংসা বলে।
 অনুধাবনমূলক প্রশ্ন ও উত্তর
প্রশ্ন \ ১ \ আখলাকে হামিদাহ বলতে কী বোঝ?
উত্তর : মানুষের দৈনন্দিন কাজকর্মের মাধ্যমে যেসব উত্তম আচার, ব্যবহার, চালচলন এবং স্বভাবের প্রকাশ পায় সেসবের সমষ্টিকে আখলাকে হামিদাহ বা উত্তম চরিত্র বলা হয়। যেমন : পরোপকারিতা, শালীনতাবোধ, সৃষ্টির সেবা, আমানত রক্ষা, শ্রমের মর্যাদা, ক্ষমা ইত্যাদি।
প্রশ্ন \ ২ \ আখলাকে যামিমা বলতে কী বোঝায়?
উত্তর : এমন কিছু আচরণ বা কাজ যা মানুষকে হীন, নীচ ও নিন্দনীয় করে তোলে সেগুলোকে আখলাকে যামিমা বা নিন্দনীয় আচরণ বলে। নিন্দনীয় আচরণগুলো হচ্ছে হিংসা, ক্রোধ, লোভ, প্রতারণা, পিতামাতার অবাধ্য হওয়া, ইভটিজিং, ছিনতাই প্রভৃতি।

বহুনির্বাচনি প্রশ্নোত্তর

 বিষয়ক্রম অনুযায়ী বহুনির্বাচনি প্রশ্নোত্তর
ন্ধপাঠ ১ : আখলাকে হামিদাহ
সাধারণ বহুনির্বাচনি প্রশ্নোত্তর
১. আখলাক শব্দের অর্থ কী? (জ্ঞান)
ক মিথ্যা খ সৃষ্টি গ ক্ষমা  চরিত্র
২. আখলাক কত প্রকার? (জ্ঞান)
 ২ খ ৩ গ ৪ ঘ ৫
৩. মানবজীবনের সর্বশ্রেষ্ঠ সম্পদ কোনটি? (জ্ঞান)
 আখলাক খ তাকওয়া গ স্নেহ-মমতা ঘ দয়া¬-অনুগ্রহ
৪. মানুষের ইমানকে পূর্ণতা দান করে কোনটি? (জ্ঞান)
ক পরোপকার খ শালীনতাবোধ  উত্তম চরিত্র ঘ সৃষ্টির সেবা
৫. শরিফ সাহেব একজন পরোপকারী ব্যক্তি। তিনি সৃষ্টির সেবা করেন, আমানত রক্ষা করে চলেন। তাঁর চরিত্রে কোনটি ফুটে উঠেছে? (প্রয়োগ)
ক আখলাকে যামিমা খ আখলাকে সায়্যিআহ
 আখলাকে হামিদাহ ঘ আখলাকে যায়িদাহ
৬. মারুফ জীবনের প্রতিটি ক্ষেত্রে সততা ও উত্তম স্বভাবের অনুশীলন করেছেন। তার পরকালীন পরিণতিÑ (উচ্চতর দক্ষতা)
 জান্নাত খ পুলসিরাত গ জাহান্নাম ঘ আরাফ
বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্নোত্তর
৭. আখলাকে হামিদাহ হলোÑ (অনুধাবন)
র. ক্ষমা রর. শালীনতাবোধ ররর. হিংসা
নিচের কোনটি সঠিক?
ক র খ রর  র ও রর ঘ র, রর ও ররর
৮. পূর্ণ মুমিন তারাই, যাদের চরিত্র (অনুধাবন)
র. উত্তম রর. নিন্দনীয় ররর. সুন্দরতম
নিচের কোনটি সঠিক?
ক র ও রর  র ও ররর গ রর ও ররর ঘ র, রর ও ররর
অভিন্ন তথ্যভিত্তিক বহুনির্বাচনি প্রশ্নোত্তর
নিচের অনুচ্ছেদটি পড়ে ৯ ও ১০ নং প্রশ্নের উত্তর দাও :
আহমাদ সাহেব সমাজের একজন বিত্তবান হওয়া সত্তে¡ও তিনি পরোপকারী ও শালীনতাবোধসম্পন্ন ব্যক্তি। সৃষ্টির সেবা, আমানত রক্ষা, শ্রমের মর্যাদা ও ক্ষমা তার অন্যতম গুণ।
৯. আহমাদ সাহেবের চারিত্রিক গুণাবলি কীসের অন্তর্ভুক্ত? (প্রয়োগ)
ক আখলাকে যামিমা খ আখলাকে যায়িদাহ
গ আখলাকে সায়্যিআহ ˜ আখলাকে হামিদাহ
১০. এরূপ চারিত্রিক গুণাবলি অর্জনের ফলে আহমদ সাহেব লাভ করবেন (উচ্চতর দক্ষতা)
র. আল্লাহ ও রাসুল (স.)-এর সন্তুষ্টি রর. প্রচুর ধন-সম্পদ
ররর. সামাজিক মর্যাদা
নিচের কোনটি সঠিক?
ক র ও রর  র ও ররর গ রর ও ররর ঘ র, রর ও ররর
ন্ধপাঠ ২ : পরোপকার
সাধারণ বহুনির্বাচনি প্রশ্নোত্তর
১১. পরোপকারের আরবি প্রতিশব্দ কী? (জ্ঞান)
 আল-ইহসান খ আল-আখলাক গ আল-আমানত ঘ আল-খালিক
১২. সমাজে শান্তি-শৃঙ্খলা প্রতিষ্ঠিত হয় কীভাবে? (অনুধাবন)
ক আর্থিক স্বচ্ছলতার মাধ্যমে  পরোপকারের মাধ্যমে
গ আল্লাহ তাআলার রহমতে ঘ কর্মসংস্থানের মাধ্যমে
১৩. মানুষের ভালোবাসা পাওয়া যায় কীভাবে? (অনুধাবন)
ক পারস্পরিক বন্ধুত্বের মাধ্যমে খ পারস্পরিক উপহার বিনিময়ের মাধ্যমে
গ পারস্পরিক সম্মান ও আন্তরিকতার মাধ্যমে  দয়া বা পরোপকারের মাধ্যমে
১৪. মান্নান সাহেব সর্বদা মানুষের বিপদে-আপদে ছুটে যান এবং সহযোগিতার হাত বাড়িয়ে দেন। মান্নান সাহেব সমাজে কী হিসেবে পরিচিত হবেন? (প্রয়োগ)
ক সত্যবাদি খ সেবক  পরোপকারী ঘ আমানতদার
১৫. হাতেম এলাকার গরিব-অসহায় মানুষের জন্য হাসপাতাল নির্মাণ করে ফ্রি চিকিৎসা এবং গভীর নলক‚প স্থাপন করে সুপেয় পানির ব্যবস্থা করেছেন। তার পরিণতি কী হবে? (উচ্চতর দক্ষতা)
ক জাহান্নাম  জান্নাত গ আরাফ ঘ আগুন
১৬. পরোপকার বলতে কী বোঝায়? (অনুধাবন)
 অন্যের উপকার করা খ সৃষ্টির সেবা করা
গ একনিষ্ঠভাবে কাজ করা ঘ মানুষের সেবা করা
বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্নোত্তর
১৭. মহান আল­াহ ভালোবাসেনÑ (অনুধাবন)
র. সৎকর্মশীলদের রর. পরোপকারীদের ররর. প্রবঞ্চনাকারীদের
নিচের কোনটি সঠিক?
ক র খ রর  র ও রর ঘ র, রর ও ররর
অভিন্ন তথ্যভিত্তিক বহুনির্বাচনি প্রশ্নোত্তর
নিচের অনুচ্ছেদটি পড়ে ১৮ ও ১৯ নং প্রশ্নের উত্তর দাও :
জুবাইর মানুষের বিপদে সর্বদা এগিয়ে যায়। সে অসুস্থ মানুষকে সেবা করতে পছন্দ করে।
১৮. জুবাইরের কর্মকাণ্ড কীসের অন্তর্ভুক্ত? (প্রয়োগ)
ক শালীনতার  পরোপকারের গ কর্তব্যপরায়ণতার ঘ ক্ষমার
১৯. তার এরূপ কাজের ফলাফল (উচ্চতর দক্ষতা)
র. মানুষের ভালোবাসা লাভ রর. আল্লাহর রহমত লাভ
ররর. প্রচুর ধন-সম্পদ লাভ
নিচের কোনটি সঠিক?
 র ও রর খ র ও ররর গ রর ও ররর ঘ র, রর ও ররর
ন্ধপাঠ ৩ : শালীনতাবোধ
সাধারণ বহুনির্বাচনি প্রশ্নোত্তর
২০. শালীনতা অর্থ কী? (জ্ঞান)
 ভদ্রতা খ উগ্রতা গ সামাজিকতা ঘ একনিষ্ঠতা
২১. হযরত লুকমান (আ.) পুত্রকে কী শিক্ষা দিয়েছিলেন? (জ্ঞান)
ক সৃষ্টির সেবা খ পরোপকার  শালীনতা ঘ আমানতদারিতা
২২. মানুষকে অশ্লীল ও অবৈধ কাজ থেকে বিরত রাখে কোনটি? (জ্ঞান)
 শালীনতা খ পরোপকার গ আমানত ঘ আমানতদারিতা
২৩. চালচলনে, বেশভ‚ষায় ও কথাবার্তায় মার্জিত পন্থা অবলম্বন করাকে কী বলে? (জ্ঞান)
ক সৃষ্টির সেবা  শালীনতা গ পরোপকার ঘ সততা
২৪. শালীনতার প্রয়োজন সর্বাধিক কেন? (অনুধাবন)
 সমাজকে সুন্দর ও সুশৃঙ্খল রাখতে খ মানুষকে সত্য ও সুন্দর পথ দেখাতে
গ পৃথিবীতে ভালোভাবে বেঁচে থাকতে ঘ ইমান ও আকিদা সুদৃঢ় করতে
২৫. লিজা অশোভন পোশাক পরিধান করে এবং সহপাঠীদের সাথে অভদ্র আচরণ করে। তার এরূপ কর্মকাণ্ড কীসের পরিপন্থী? (প্রয়োগ)
ক আখলাকে যামিমা খ আখলাকে যায়িদাহ
 আখলাকে হামিদাহ ঘ আখলাকে সায়্যিআহ
বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্নোত্তর
২৬. অশালীন পোশাক ও চালচলন (অনুধাবন)
র. সমাজে বিপর্যয় ডেকে আনে রর. সমাজে অশান্তি সৃষ্টি করে
ররর. নৈতিক চরিত্রের অবক্ষয় ঘটায়
নিচের কোনটি সঠিক?
ক র খ রর গ র ও ররর  র, রর ও ররর
২৭. শালীনতার ফলে জীবন হয়ে ওঠে- (উচ্চতর দক্ষতা)
র. সুন্দর রর. দুবির্ষহ ররর. মধুময়
নিচের কোনটি সঠিক?
ক র ও রর  র ও ররর গ রর ও ররর ঘ র, রর ও ররর
অভিন্ন তথ্যভিত্তিক বহুনির্বাচনি প্রশ্নোত্তর
নিচের অনুচ্ছেদটি পড়ে ২৮ ও ২৯ নং প্রশ্নের উত্তর দাও :
জোহরা বেগম একজন গৃহিনী। তিনি আচার-আচরণে, কথাবার্তায়, বেশভ‚ষায় ও চালচলনে মার্জিত পন্থা অবলম্বন করে চলেন। এ কারণে সবাই তাকে পছন্দ করে।
২৮. জোহরা বেগমের চরিত্রে কোন গুণটি ফুটে উঠেছে? (প্রয়োগ)
ক সত্যবাদিতা খ আমানত রক্ষা  শালীনতা ঘ ক্ষমা
২৯. জোহরা বেগমের এরূপ আচরণের ফলে (উচ্চতর দক্ষতা)
র. সমাজে অশান্তি সৃষ্টি হবে রর. বন্ধুত্ব ও হৃদ্যতা সৃষ্টি হবে
ররর. সমাজ সুন্দর ও সুশৃঙ্খল হবে
নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর  রর ও ররর ঘ র, রর ও ররর
ন্ধপাঠ ৪ : সৃষ্টির সেবা
সাধারণ বহুনির্বাচনি প্রশ্নোত্তর
৩০. মানুষের ওপর কয় ধরনের কর্তব্য আছে? (জ্ঞান)
ক এক  দুই গ তিন ঘ চার
৩১. কে একটি বিড়ালকে বেঁধে রেখেছিল? (জ্ঞান)
ক একটি শিশু খ একজন বিধবা গ একজন পুরুষ  এক মহিলা
৩২. আল­াহর শ্রেষ্ঠ সৃষ্টি কে? (অনুধাবন)
 মানুষ খ ফেরেশতা গ আওলিয়া ঘ নবি-রাসুল
৩৩. ‘তোমরা জমিনের অধিবাসীদের প্রতি দয়া প্রদর্শন করবে। তাহলে আসমানের অধিপতি মহান আল্লাহ তোমাদের প্রতি দয়া করবেন।’- এটি কার বাণী? (প্রয়োগ)
ক আল্লাহ তাআলার  মহানবি (স.)-এর
গ হযরত আবু বকর (রা.)-এর ঘ হযরত উমর (রা.)-এর
৩৪. খিদমতে খালক বলতে কী বোঝায়? (অনুধাবন)
ক আল­াহর সেবা  সৃষ্টির সেবা গ মানবসেবা ঘ প্রাণীর সেবা
৩৫. আল্লাহ তাআলা জীবজন্তু, পশু-পাখি, কীটপতঙ্গ, পাহাড়-পর্বত, গাছপালা ইত্যাদি সৃষ্টি করেছেন কেন? (অনুধাবন)
ক পৃথিবীকে সুন্দর করে সাজানোর জন্য খ আল্লাহ তাআলার যিকির করার জন্য
গ প্রাকৃতিক ভারসাম্য রক্ষার জন্য  মানুষের উপকারের জন্য
৩৬. রাবেয়া একটি বিড়ালকে বেশ কিছুদিন বেঁধে রাখে। সে বিড়ালটিকে খেতে না দেওয়ায় খাদ্যাভাবে বিড়ালটি মারা যায়। রাবেয়া কাজে কোনটি লঙ্ঘিত হয়েছে? (প্রয়োগ)
ক পরোপকার  সৃষ্টির সেবা গ আমানত ঘ শ্রমের মর্যাদা
৩৭. জনৈক এক পাপী মহিলা একটি তৃষ্ণার্ত কুকুরকে পিপাসায় কাতর দেখে পানি পান করায়। এর ফলে- (উচ্চতর দক্ষতা)
ক আল্লাহ তার প্রচুর ধন-সম্পদ বাড়িয়ে দিয়েছেন
খ আল্লাহ তার সামাজিক মর্যাদা বাড়িয়ে দিয়েছেন
গ আল্লাহ তার পারিবারিক শান্তি দান করেছেন
 আল্লাহ তার পাপ ক্ষমা করে দিয়েছেন
বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্নোত্তর
৩৮. আল­াহ তাআলার পরিজনÑ (অনুধাবন)
র. সমগ্র সৃষ্টি রর. ফেরেশতা ররর. মানুষ
নিচের কোনটি সঠিক?
 র খ রর গ ররর ঘ র ও রর
অভিন্ন তথ্যভিত্তিক বহুনির্বাচনি প্রশ্নোত্তর
নিচের অনুচ্ছেদটি পড়ে ৩৯ ও ৪০ নং প্রশ্নের উত্তর দাও :
খায়ের ধার্মিক ব্যক্তি। তিনি নিজ পরিবারের কর্তব্য পালনের পাশাপাশি আর্ত-পীড়িত মানুষের সেবা এবং পশু-পাখি, জীবজন্তুর প্রতি সহানুভ‚তিশীল আচরণ করেন।
৩৯. খায়েরের কর্মকাণ্ডে কী প্রকাশ পেয়েছে? (প্রয়োগ)
ক পরোপকার খ দায়িত্বশীলতা গ কর্তব্যপরায়নতা  সৃষ্টির সেবা
৪০. এরূপ আচরণের ফলে তিনি লাভ করবেন (উচ্চতর দক্ষতা)
র. আল্লাহর সন্তুষ্টি রর. প্রচুর ধনসম্পদ ররর. আল্লাহর দয়া
নিচের কোনটি সঠিক?
ক র ও রর  র ও ররর গ রর ও ররর ঘ র, রর ও ররর
ন্ধপাঠ ৫ : আমানত
সাধারণ বহুনির্বাচনি প্রশ্নোত্তর
৪১. আমানতের খিয়ানত করা কার লক্ষণ? (জ্ঞান)
ক মুমিনের খ কাদিরের গ প্রতারকের  মুনাফিকের
৪২. আমানতের মাল আত্মসাৎ করাকে কী বলা হয়? (জ্ঞান)
ক অভদ্রতা  খিয়ানত গ হঠকারিতা ঘ আত্মসাৎ
৪৩. আমানত রক্ষাকারীকে কী বলে? (জ্ঞান)
ক মুসাফির  আমানতদার গ আল-আমিন ঘ ফাসিক
৪৪. আমানতের মাল আত্মসাতকারীকে কী বলে? (অনুধাবন)
ক আমানতদার  খিয়ানতকারী গ যুলুমবাজ ঘ শাসক
৪৫. আমানত রক্ষা করা খুবই গুরুত্বপূর্ণ কেন? (অনুধাবন)
 সামাজিক শান্তি রক্ষার জন্য খ সামাজিক অগ্রগতির জন্য
গ রাষ্ট্রীয় নিরাপত্তার জন্য ঘ অর্থনৈতিক উন্নতির জন্য
৪৬. আমানতদার অর্থ কী? (অনুধাবন)
ক আমানতের মাল নষ্টকারী  আমানতকারী
গ আমানত অস্বীকারকারী ঘ আমানতের মাল ব্যয়কারী
৪৭. মিনারা বেগমের কাছে তার এক প্রতিবেশী কিছু টাকা গচ্ছিত রাখে। দুই বছর পর চাওয়ামাত্র তিনি ওই পরিমাণ টাকা তাকে ফেরত দেন। মিনারা বেগমকে কী বলা যাবে? (প্রয়োগ)
ক খেয়ানতকারী খ মুহসিন  আমানতদার ঘ মুত্তাকী
৪৮. হেলালের নিকট তার এক আত্মীয় কিছু স্বর্ণালংকার জমা রেখে সময়মতো ফেরত পায়। তার এরূপ কাজের দ্বারা সন্তুষ্ট হবেনÑ (উচ্চতর দক্ষতা)
ক আত্মীয় খ মহানবি (স.)  আল্লাহ ঘ ফেরেশতা
বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্নোত্তর
৪৯. আমানতের ক্ষেত্র হলো (অনুধাবন)
র. সন্তান পিতামাতার নিকট আমানত
রর. ছাত্রছাত্রীদের শিক্ষাদান শিক্ষকগণের নিকট আমানত
ররর. সরকারের নিকট সমগ্র দেশ আমানত
নিচের কোনটি সঠিক?
ক র খ রর গ ররর  র, রর ও ররর
অভিন্ন তথ্যভিত্তিক বহুনির্বাচনি প্রশ্নোত্তর
নিচের অনুচ্ছেদটি পড়ে ৫০ ও ৫১ নং প্রশ্নের উত্তর দাও :
মাহিদ ইনামের নিকট কিছু টাকা আমানত রেখেছে। কিছু দিন পর মাহিদ টাকা ফেরত চাইলে ইনাম আরেক দিন দেবে বলে জানায়। মাহিদ পুনরায় টাকা চাইতে গেলে ইনাম বলে, আমি এখন টাকা দিতে পারব না।
৫০. শরিয়তের দৃষ্টিতে ইনামের কাজটি (প্রয়োগ)
ক সামান্য অন্যায় খ ওয়াদার খেলাপ  আমানতের খেয়ানত ঘ ভদ্রতার খেলাপ
৫১. এরূপ কাজের ফলে ইনাম (উচ্চতর দক্ষতা)
র. আল্লাহর কাছে ঘৃণিত হবে রর. জান্নাত লাভ করবে
ররর. মানুষের কাছে ঘৃণিত হবে
নিচের কোনটি সঠিক?
ক র ও রর  র ও ররর গ রর ও ররর ঘ র, রর ও ররর
ন্ধপাঠ ৬ : শ্রমের মর্যাদা
সাধারণ বহুনির্বাচনি প্রশ্নোত্তর
৫২. হাদিস মতে শ্রমজীবী কী? (জ্ঞান)
 আল্লাহর বন্ধু খ আল্লাহর শত্রæ গ আল্লাহর ভাই ঘ আল্লাহর ঘনিষ্ট
৫৩. ইসলামে শ্রমের মর্যাদা কতটুকু? (উচ্চতর দক্ষতা)
ক খুব কম খ মোটামুটি গ সমান সমান  অত্যধিক
৫৪. হযরত ফাতিমা (রা.)-এর বুকে দড়ির দাগ পড়েছিল কেন? (অনুধাবন)
ক দড়ি নিয়ে খেলায় আঘাতের কারণে খ পড়ে গিয়ে আঘাত লাগার কারণে
 পানির মশক বয়ে আনতেন বলে
ঘ কাফিররা দড়ি দিয়ে আঘাত করেছিল বলে
৫৫. আব্দুস সোবহান তার অফিসে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের মাসিক বেতন প্রদানে গাফিলতি করেন। তার এরূপ আচরণ কীসের পরিপন্থী? (প্রয়োগ)
ক ইমানের খ আমানতের গ সদাচরণের  শ্রমের মর্যাদার
বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্নোত্তর
৫৬. উত্তম উপার্জন হচ্ছে (অনুধাবন)
র. নিজ হাতের কাজের বিনিময় রর. সৎ ব্যবসা থেকে প্রাপ্ত মুনাফা
ররর. ব্যাংকে গচ্ছিত লভ্যাংশ
নিচের কোনটি সঠিক?
ক র খ রর  র ও রর ঘ র, রর ও ররর
অভিন্ন তথ্যভিত্তিক বহুনির্বাচনি প্রশ্নোত্তর
নিচের অনুচ্ছেদটি পড়ে ৫৭ ও ৫৮ নং প্রশ্নের উত্তর দাও :
মিনা বেগমের পরিবার অত্যন্ত পরিচ্ছন্ন। দুটি কাজের মেয়ে তার কাপড় ধোঁয়া, তরকারি কাটা, ঘরমোছা থেকে শুরু করে সব কাজ সম্পন্ন করে। মিনা বেগম তাদের উপযুক্ত পারিশ্রমিক প্রদান করেন।
৫৭. মিনা বেগমের কাজের দ্বারা প্রকাশ পেয়েছে (প্রয়োগ)
ক দায়িত্বশীলতা খ সত্যবাদিতা গ কর্তব্যপরায়ণতা  শ্রমিকের মর্যাদা
৫৮. মিনা বেগমের কাজের দ্বারা- (উচ্চতর দক্ষতা)
র. আল্লাহ সন্তুষ্ট হবেন রর. মানবাধিকার অক্ষুণœ থাকবে
ররর. সমাজে শান্তি বিরাজ করবে
নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর গ রর ও ররর  র, রর ও ররর
ন্ধপাঠ ৭ : ক্ষমা
সাধারণ বহুনির্বাচনি প্রশ্নোত্তর
৫৯. আল­াহ তাআলা কার মর্যাদা বৃদ্ধি করেন? (জ্ঞান)
ক রাষ্ট্রনায়কের খ পরোপকারীর  ক্ষমাকারীর ঘ স্বদেশপ্রেমিকের
৬০. রাসুল (স.) কে বিষ মিশ্রিত গোশত খেতে দেয় কে? (জ্ঞান)
ক আবু জেহেল  এক ইয়াহুদি মহিলা গ আবু সুফিয়ান ঘ তাওবা
৬১. মানুষ সর্বশক্তিমান প্রভুর কথা ভুলে যায় কেন? (অনুধাবন)
ক অহংকারবশত খ সুখের আশায়  অজ্ঞতাবশত ঘ অভাবের তাড়নায়
৬২. খেলার সময় আমানকে আঘাত করে আজম। আমান প্রতিশোধ গ্রহণ না করে চুপ থাকে। আমানের আচরণে কোন গুণটি ফুটে উঠেছে? (প্রয়োগ)
ক সদাচরণ খ সততা  ক্ষমা ঘ ক্রোধ
৬৩. আলমগীর সাহেবের ব্যাগের কারখানার এক গরিব কর্মচারী বেশ কিছু ব্যাগ গোপনে বিক্রি করে অর্থ আত্মসাৎ করে। তারপরও আলমগীর সাহেব তাকে ক্ষমা করে দেন। আলমগীর সাহেবের অর্জিত হবেÑ (উচ্চতর দক্ষতা)
ক আত্মীয়তার বন্ধন খ সামাজিক সম্মান গ পারিবারিক শান্তি  আল্লাহর সন্তুষ্টি
বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্নোত্তর
৬৪. ক্ষমার ব্যাপারে আমাদের অনুসরণ করা আবশ্যক (অনুধাবন)
র. আল্লাহর নীতি রর. সামাজিক বিধান ররর. মহানবি (স.) এর আদর্শ
নিচের কোনটি সঠিক?
ক র ও রর  র ও ররর গ রর ও ররর ঘ র, রর ও ররর
অভিন্ন তথ্যভিত্তিক বহুনির্বাচনি প্রশ্নোত্তর
নিচের অনুচ্ছেদটি পড়ে ৬৫ ও ৬৬ নং প্রশ্নের উত্তর দাও :
মিরা ও শুরা একই শ্রেণিতে পড়ে। একদিন সাধারণ একটি বিষয় নিয়ে তাদের মধ্যে তর্ক হয়। তর্কের এক পর্যায়ে মিরা শুরাকে গালি দেয়। শুরা এতে রাগ না করে মিরাকে গালি দেওয়ার কুফল বুঝায়।
৬৫. শুরার আচরণে কোন গুণটি ফুটে উঠেছে? (প্রয়োগ)
ক ক্রোধ খ সাহসিকতা  ক্ষমা ঘ উদারতা
৬৬. এরূপ আচরণের ফলে শুরা (উচ্চতর দক্ষতা)
র. আল্লাহর সন্তুষ্টি লাভ করবে রর. মাগফিরাত প্রাপ্ত হবে
ররর. নবিজির (স.) শাফাআত অর্জন করবে
নিচের কোনটি সঠিক?
 র ও রর খ র ও ররর গ রর ও ররর ঘ র, রর ও ররর
ন্ধপাঠ ৮ : অসদাচরণ
সাধারণ বহুনির্বাচনি প্রশ্নোত্তর
৬৭. কোনটি সমাজজীবনকে কলুষিত করে? (জ্ঞান)
ক আখলাকে হামিদাহ খ আখলাকে হাসানাহ
 আখলাকে যামিমা ঘ আখলাকে যায়িদাহ
৬৮. আখলাকে যামিমা বলতে কী বোঝায়? (অনুধাবন)
ক নন্দিত আচরণ খ উত্তম আচরণ
 নিন্দনীয় আচরণ ঘ ভালো আচরণ
৬৯. রিমন অবৈধভাবে অর্থ উপার্জন করে। প্রতারণা, চুরি, ছিনতাইসহ নানাবিধ অপরাধের সাথে জড়িত। রিমনের কর্মকাণ্ড কীসের শামিল? (প্রয়োগ)
ক আখলাকে হামিদাহ  আখলাকে যামিমা
গ আখলাকে হাসানাত ঘ আখলাকে যায়িদাহ
৭০. বাবলু বিভিন্ন কুকর্মের সাথে জড়িত। তার পরকালিন পরিণতিÑ (উচ্চতর দক্ষতা)
ক জান্নাত  জাহান্নাম গ আরাফ ঘ বারযাখ
বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্নোত্তর
৭১. আখলাকে যামিমা বা নিন্দনীয় আচরণগুলো (অনুধাবন)
র. ব্যক্তিজীবনকে কলুষিত করে
রর. ইমানকে পূর্ণতা দান করে
ররর. সমাজজীবনকে কলুষিত করে
নিচের কোনটি সঠিক?
ক র ও রর  র ও ররর গ রর ও ররর ঘ র, রর ও ররর
অভিন্ন তথ্যভিত্তিক বহুনির্বাচনি প্রশ্নোত্তর
নিচের অনুচ্ছেদটি পড়ে ৭২ ও ৭৩ নং প্রশ্নের উত্তর দাও :
মাওলানা জামান এক ওয়াজ মাহফিলে আলোচনা করতে গিয়ে বললেন, হীন বা মন্দ চরিত্রের লোকেরা সমাজের কাছে ঘৃণার পাত্রে পরিণত হয়, পরকালেও ঘৃণিত হবে।
৭২. মাওলানা সাহেবের আলোচনায় পাঠ্যপুস্তকের কোন বিষয়টি উঠে এসেছে? (প্রয়োগ)
ক আখলাকে হামিদাহ খ আখলাকে যায়িদাহ
 আখলাকে যামিমা ঘ আখলাকে হাসানাহ
৭৩. মাওলানা জামানের আলোচিত লোকদের কর্মকাণ্ডের ফলে (উচ্চতর দক্ষতা)
 তারা জাহান্নামের নিম্নস্তরে পৌঁছে যাবে খ তারা জান্নাতুল ফেরদাউসে পৌঁছে যাবে
গ তারা আরাফ নামক স্থানে পৌঁছে যাবে ঘ তারা জান্নাতুল বাকিতে পৌঁছে যাবে
ন্ধপাঠ ৯ : হিংসা
সাধারণ বহুনির্বাচনি প্রশ্নোত্তর
৭৪. মানব সৃষ্টির পর সর্বপ্রথম পাপ সংঘটিত হয় কেন? (অনুধাবন)
ক ক্রোধের কারণে  হিংসার কারণে গ ধোঁকার কারণে ঘ লালসার কারণে
৭৫. আদম (আ.)-এর পুত্র কাবিল তারই আপন ভাই হাবিলকে হত্যা করে কেন? (অনুধাবন)
ক লোভের বশবর্তী হয়ে  হিংসার বশবর্তী হয়ে
গ ক্রোধের বশবর্তী হয়ে ঘ ঘৃণার বশবর্তী হয়ে
৭৬. সানোয়ার বার্ষিক পরীক্ষায় প্রথম হওয়ায় আনোয়ার তার বিরোধিতা করে। আনোয়ারের আচরণে কী প্রকাশ পেয়েছে? (প্রয়োগ)
ক ক্রোধ  হিংসা গ শত্রæতা ঘ অহংকার
৭৭. নাজ বলল, আল্লাহ তাআলা যাকে কোনো উত্তম বস্তু দান করেন আমি তার প্রতি কখনই হিংসা পোষণ করি না। তার এরূপ মনোভাবের পরিণতিÑ (উচ্চতর দক্ষতা)
ক জাহান্নাম খ আরাফ গ শাফাআত  জান্নাত
বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্নোত্তর
৭৮. হিংসা সমাজে (উচ্চতর দক্ষতা)
র. অশান্তি সৃষ্টি করে রর. ঝগড়া-ফাসাদ ঘটায় ররর. শান্তি বজায় রাখে
নিচের কোনটি সঠিক?
 র ও রর খ র ও ররর গ রর ও ররর ঘ র, রর ও ররর
অভিন্ন তথ্যভিত্তিক বহুনির্বাচনি প্রশ্নোত্তর
নিচের অনুচ্ছেদটি পড়ে ৭৯ ও ৮০ নং প্রশ্নের উত্তর দাও :
মাহিন ও মনোয়ার একই শ্রেণিতে পড়ে। মাহিনের নিয়মিত প্রচেষ্টার ফলে দিন দিন লেখাপড়া ও চারিত্রিকতায় উন্নতি হয়। এতে মনোয়ার তার সাথে শত্রæতা শুরু করে।
৭৯. মনোয়ারের আচরণে কী প্রকাশ পেয়েছে? (প্রয়োগ)
ক ক্রোধ খ অহংকার গ ভালোবাসা  হিংসা
৮০. মনোয়ারের কর্মকাণ্ডের পরিণতি- (উচ্চতর দক্ষতা)
র. তার পুণ্য ধ্বংস হবে রর. আখিরাত ধ্বংস হবে
ররর. আল্লাহর নিকট ঘৃণিত হবে
নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর গ রর ও ররর  র, রর ও ররর
ন্ধপাঠ ১০ : ক্রোধ º বোর্ড বই, পৃষ্ঠা ৮৮
সাধারণ বহুনির্বাচনি প্রশ্নোত্তর
৮১. কীসে মানুষের ইমানকে ধ্বংস করে? (জ্ঞান)
ক লোভ  ক্রোধ গ প্রতারণা ঘ হিংসা
৮২. নিন্দনীয় বিষয় কোনটি? (জ্ঞান)
ক সততা খ পরোপকার  ক্রোধ ঘ ক্ষমা
৮৩. মানুষ নির্দয় ও অত্যাচারমূলক কর্মকাণ্ড করে কেন? (অনুধাবন)
ক লোভের কারণে  ক্রোধের কারণে গ ধোঁকার কারণে ঘ ঝগড়ার কারণে
৮৪. যাহেদ ক্রোধের সময় নিজেকে সংবরণ করে চলে। হাদিস অনুযায়ী সেÑ (প্রয়োগ)
ক ইমানদার ব্যক্তি  শক্তিশালী ব্যক্তি
গ আল্লাহর বন্ধু ঘ নবি (স.)-এর সাথি
৮৫. শাহজাদা সাহেব অহংকার, তিরস্কার ও ঝগড়ার মাধ্যমে বিভিন্ন ক্ষেত্রে তার রাগের বহিঃপ্রকাশ ঘটান। এতেÑ (উচ্চতর দক্ষতা)
ক বিনা বিচারে জাহান্নামে যাবেন খ মহানবি (স.) শাফাআত থেকে বঞ্চিত হবেন
গ তিনি আখিরাতে বিপদগ্রস্ত হবেন  তার ইমান ধ্বংস হয়ে যাবে
বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্নোত্তর
৮৬. ক্রোধের সৃষ্টি হয় (অনুধাবন)
র. অহংকারের কারণে রর. তিরস্কারের কারণে ররর. ঝগড়ার কারণে
নিচের কোনটি সঠিক?
ক র খ ররর গ র ও রর  র, রর ও ররর
৮৭. ক্রোধের সময় মানুষ (অনুধাবন)
র. হিতাহিত জ্ঞানশূন্য থাকে রর. নিজেকে সংযত রাখতে পারে না
ররর. লজ্জিত ও বিনয়ী থাকে
নিচের কোনটি সঠিক?
 র ও রর খ র ও ররর গ রর ও ররর ঘ র, রর ও ররর
অভিন্ন তথ্যভিত্তিক বহুনির্বাচনি প্রশ্নোত্তর
নিচের অনুচ্ছেদটি পড়ে ৮৮ ও ৮৯ নং প্রশ্নের উত্তর দাও :
অতি নগণ্য কারণেই সাইম রেগে যায়। বড় বোন জোহরা এর কুফল সম্পর্কে তাকে বুঝিয়ে দেন। এরপর থেকে সাইম রাগের সময় নিজেকে সংবরণ করে।
৮৮. সাইমকে কী বলা যাবে? (প্রয়োগ)
 শক্তিশালী ব্যক্তি খ ইমানদার ব্যক্তি গ মুহসিন ব্যক্তি ঘ মুত্তাকী ব্যক্তি
৮৯. সাইম বড় বোনের কথামতো না চললে কী হতো? (উচ্চতর দক্ষতা)
ক সামাজিক মর্যাদা লাভ করত খ ইমান ধ্বংস হয়ে যেত
 পরিবারে অশান্তি সৃষ্টি হতো ঘ প্রচুর ধন-সম্পদের মালিক হতো
ন্ধপাঠ ১১ : লোভ
সাধারণ বহুনির্বাচনি প্রশ্নোত্তর
৯০. কোনটি মানুষের মনের শান্তি নষ্ট করে দেয়? (জ্ঞান)
 লোভ খ রাগ গ হিংসা ঘ প্রতারণা
৯১. অতিরিক্ত পাওয়ার আকাক্সক্ষাকে কী বলা হয়? (অনুধাবন)
ক ক্রোধ খ ঈর্ষা গ গোস্বা  লোভ
৯২. চুরি, ডাকাতি, রাহাজানি, কালোবাজারি ইত্যাদি অপরাধমূলক কাজ সংঘটিত হয় কেন? (অনুধাবন)
ক হিংসার কারণে  লোভের কারণে গ ক্রোধের কারণে ঘ প্রতারণার কারণে
৯৩. মামুন ভালো খাবার পেলে মাত্রাতিরিক্ত খায়। এতে সেÑ (উচ্চতর দক্ষতা)
ক তার স্বাস্থ্য ভালো থাকবে  নানা রোগে আক্রান্ত হয়ে পড়বে
গ পারিবারিক ব্যয় বাড়বে ঘ অর্থের অপচয় হবে
বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্নোত্তর
৯৪. লোভের ভয়াবহ পরিণতিÑ (অনুধাবন)
র. শান্তি প্রতিষ্ঠা করে রর. মন অস্থির রাখে
ররর. মনের শান্তি বিনষ্ট করে
নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর  রর ও ররর ঘ র, রর ও ররর
অভিন্ন তথ্যভিত্তিক বহুনির্বাচনি প্রশ্নোত্তর
নিচের অনুচ্ছেদটি পড়ে ৯৫ ও ৯৬ নং প্রশ্নের উত্তর দাও :
মুক্তার খাবার পেলেই খাওয়া শুরু করে। খাওয়ার ক্ষেত্রে সে হালাল-হারাম পার্থক্য করে না।
৯৫. মুক্তারের এরূপ কাজে আখলাকে যামিমার কোন দিকটি প্রকাশিত হয়েছে? (প্রয়োগ)
 লোভ খ ক্ষুধা গ ক্রোধ ঘ হিংসা
৯৬. এর ফলে মুক্তারÑ (উচ্চতর দক্ষতা)
র. নানা রোগে আক্রান্ত হবে রর. ক্ষুধা কম লাগবে ররর. অস্থির থাকবে
নিচের কোনটি সঠিক?
ক র ও রর  র ও ররর গ রর ও ররর ঘ র, রর ও ররর
ন্ধপাঠ ১২ : প্রতারণা
সাধারণ বহুনির্বাচনি প্রশ্নোত্তর
৯৭. ইসলামের দৃষ্টিতে প্রতারণা কোন ধরনের কাজ? (অনুধাবন)
ক প্রশংসনীয় খ সাওয়াবের  গর্হিত ঘ জরুরি
৯৮. সত্যিকার ইমানদার ব্যক্তির বৈশিষ্ট্য কোনটি? (উচ্চতর দক্ষতা)
ক নিজের স্বার্থ দেখা খ নিজেকে গোপন রাখা
গ মানুষকে ধোঁকা দেয়া  প্রতারণা না করা
৯৯. সাইদুল সরিষার তেলের সাথে পামঅয়েল মিশিয়ে বিক্রি করে। ইসলামের দৃষ্টিতে সাইদুলের এ কাজটি কীসের শামিল? (প্রয়োগ)
 প্রতারণার খ হিংসার গ ক্রোধের ঘ লোভের
১০০. পাট ব্যবসায়ী শাওন শুকনো পাটের বাণ্ডিলের ভেতরে ভিজা পাট মিশিয়ে বাজারে বিক্রি করে। এরূপ কর্মকাণ্ডের ফলে তার কী হবে? (উচ্চতর দক্ষতা)
ক অনেক মুনাফা হবে খ সামাজিক মর্যাদা বাড়বে
 কঠিন শাস্তি হবে ঘ টাকা-পয়সা বাড়বে
বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্নোত্তর
১০১. প্রতারণা অর্থ হলো (অনুধাবন)
র. প্রবঞ্চনা রর. ধোঁকা দেওয়া ররর. কাউকে ঠকানো
নিচের কোনটি সঠিক?
ক র খ ররর গ র ও রর  র, রর ও ররর
অভিন্ন তথ্যভিত্তিক বহুনির্বাচনি প্রশ্নোত্তর
নিচের অনুচ্ছেদটি পড়ে ১০২ ও ১০৩ নং প্রশ্নের উত্তর দাও :
জালাল মিয়া একজন ব্যবসায়ী। তিনি পণ্যদ্রব্যের ভালোগুলো ওপরে রেখে ভেতরে নষ্টগুলো রেখে লোকদের দেখায়। ওজন দেয়ার সময়ও কম দেয়। এতে তার ব্যবসা উত্তরোত্তর উন্নতি হচ্ছে।
১০২. জালাল মিয়ার কর্মকাণ্ডে কী প্রকাশ পেয়েছে? (প্রয়োগ)
ক স্বচ্ছতা খ সততা গ ন্যায়নিষ্ঠতা  প্রতারণা
১০৩. এর ফলে জালাল মিয়া হারাবে- (উচ্চতর দক্ষতা)
র. ইমান রর. স্বাস্থ্য ররর. আল্লাহর ক্ষমা
নিচের কোনটি সঠিক?
ক র খ ররর  র ও ররর ঘ র, রর ও ররর
ন্ধপাঠ ১৩ : পিতা-মাতার অবাধ্য হওয়া
সাধারণ বহুনির্বাচনি প্রশ্নোত্তর
১০৪. পিতা-মাতার অবাধ্য হওয়া কী? (জ্ঞান)
 জঘন্য অপরাধ খ মাকরুহ গ মোবাহ ঘ ক্ষমার যোগ্য
১০৫. পিতা-মাতার প্রতি সন্তানের কর্তব্য কী? (জ্ঞান)
ক অবাধ্য হওয়া  বাধ্য থাকা গ অসন্তুষ্ট করা ঘ অপরাধ করা
১০৬. শফিকুল বৃদ্ধ মায়ের সেবা করেন। এর ফলে তিনি কী লাভ করবেন? (উচ্চতর দক্ষতা)
ক দোযখ  জান্নাত গ আরাফ ঘ শাফাআত
বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্নোত্তর
১০৭. পিতা-মাতার অবাধ্য হওয়া বলতে বোঝায় (অনুধাবন)
র. তাঁদের শ্রদ্ধা ও সম্মান না করা রর. তাঁদের কথামতো না চলা
ররর. তাঁদের নির্দেশ মান্য করা
নিচের কোনটি সঠিক?
 র ও রর খ র ও ররর গ রর ও ররর ঘ র, রর ও ররর
অভিন্ন তথ্যভিত্তিক বহুনির্বাচনি প্রশ্নোত্তর
নিচের অনুচ্ছেদটি পড়ে ১০৮ ও ১০৯ নং প্রশ্নের উত্তর দাও :
বনখেকো ফরহাদ উচ্চপদস্থ কর্মকর্তা হয়ে দেশের কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছেন। ঢাকার অভিজাত কয়েকটি এলাকায় তার বিলাসবহুল বাড়ি আছে। কিন্তু গ্রামের বাড়িতে তার অসহায় মায়ের কোনো খোঁজ নেয় না।
১০৮. ইসলামের দৃষ্টিতে ফরহাদকে কী বলা হবে? (প্রয়োগ)
ক যোগ্য সন্তান খ ধনী ব্যক্তি  অবাধ্য সন্তান ঘ কৃতি সন্তান
১০৯. এরূপ কর্মকাণ্ডের ফলে ফরহাদ- (উচ্চতর দক্ষতা)
র. জাহান্নামের আগুনে জ্বলবে রর. সামাজিক মর্যাদা নষ্ট হবে
ররর. আল্লাহর অসন্তুষ্টি লাভ করবে
নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর গ রর ও ররর  র, রর ও ররর
ন্ধপাঠ ১৪ : ইভটিজিং
সাধারণ বহুনির্বাচনি প্রশ্নোত্তর
১১০. বাইবেল অনুসারে প্রথম নারীর নাম কী? (জ্ঞান)
 ইভ খ হাওয়া গ মনু ঘ দুর্গা
১১১. ইভটিজিং করা কী? (জ্ঞান)
ক শুভ খ মঙ্গল গ নন্দিত কাজ  ঘৃণিত কাজ
১১২. ইভটিজিং বলতে কী বোঝায়? (অনুধাবন)
 নারীকে উত্ত্যক্ত করা খ নারীকে ভালোবাসা দেয়া
গ নারীকে দেনমোহর দেওয়া ঘ নারীর প্রতি দয়া করা
১১৩. জামান তার বন্ধুদের সাথে প্রায়ই স্কুল-কলেজের সামনে দাঁড়িয়ে মেয়েদেরকে উত্ত্যক্ত করে। জামানের এ কাজটিকে কী বলা হয়? (প্রয়োগ)
ক বখাটেপনা খ আড্ডা  ইভটিজিং ঘ উপহাস
১১৪. বর্তমানে আমাদের দেশে ইভটিজিংয়ের মাত্রা অনেক বেড়ে গেছে। এর ফল- (উচ্চতর দক্ষতা)
ক মেয়েদের শিক্ষার হার বেড়ে যাচ্ছে খ দেশের সম্মান বৃদ্ধি পাচ্ছে
গ মাতৃমৃত্যুর হার কমে যাচ্ছে  মেয়েরা নিরাপত্তাহীনতায় ভুগছে
বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্নোত্তর
১১৫. ইভটিজিংয়ের ক্ষতিকর দিক (উচ্চতর দক্ষতা)
র. মেয়েরা নিরাপত্তাহীনতায় ভোগে রর. মেয়েরা শিক্ষা থেকে বঞ্চিত হয়
ররর. মেয়েরা লেখাপড়ায় উন্নতি করে
নিচের কোনটি সঠিক?
ক র খ রর গ ররর  র ও রর
অভিন্ন তথ্যভিত্তিক বহুনির্বাচনি প্রশ্নোত্তর
নিচের অনুচ্ছেদটি পড়ে ১১৬ ও ১১৭ নং প্রশ্নের উত্তর দাও :
দিদারুল সাহেবের বখাটে ছেলেটা প্রতিদিনই গার্লস স্কুলের সামনে গিয়ে মেয়েদের উত্ত্যক্ত করে, শীষ দেয়, অঙ্গভঙ্গি করে।
১১৬. দিদারুল সাহেবের ছেলের কাজটি কীসের অন্তর্ভুক্ত? (প্রয়োগ)
ক ভালোবাসা খ উপহাস গ শালীনতা  ইভটিজিং
১১৭. উক্ত কাজের ফলে (উচ্চতর দক্ষতা)
র. মেয়েরা নিরাপত্তাহীনতায় ভোগে রর. নারী শিক্ষার অগ্রগতির পথে বাধা সৃষ্টি হয়
ররর. সামাজিক শান্তি বিনষ্ট হয়
নিচের কোনটি সঠিক?
ক র ও রর খ র ও ররর গ রর ও ররর  র, রর ও ররর
ন্ধপাঠ ১৫ : ছিনতাই
সাধারণ বহুনির্বাচনি প্রশ্নোত্তর
১১৮. ছিনতাই অর্থ কী? (জ্ঞান)
 অন্যের সম্পদ ছিনিয়ে নেয়া খ অন্যের টাকা-পয়সা না বলে নেওয়া
গ অন্যকে অপমান করা ঘ অন্যকে গালিগালাজ করা
১১৯. মিনহাজ এক ব্যবসায়ীর চল্লিশ হাজার টাকা রাস্তা থেকে জোরপূর্বক কেড়ে নেয়। মিনহাজের এ কাজটিকে কী বলা হয়? (প্রয়োগ)
ক চুরি খ ডাকাতি  ছিনতাই ঘ ধর্ষণ
১২০. আশিকুল রাজনৈতিক প্রভাব খাটিয়ে অন্যের জমি দখল করে নেয়। আশিকুলের পরকালিন পরিণতি কী? (উচ্চতর দক্ষতা)
ক অনেক ধন-সম্পদের মালিক হবে খ অল্পদিনের মধ্যেই বড় নেতা হবে
গ সামাজিক মর্যাদা লাভ করবে
 সাত গুণ জমি তার গলায় ঝুলিয়ে দেওয়া হবে
বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্নোত্তর
১২১. ছিনতাই-এর কুফল হলোÑ (অনুধাবন)
র. সমাজের শান্তি-শৃঙ্খলা বিনষ্ট করে রর. সমাজের নিরাপত্তা বিঘিœত করে
ররর. মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হয়
নিচের কোনটি সঠিক?
ক র খ র ও রর গ র ও ররর  র, রর ও ররর
অভিন্ন তথ্যভিত্তিক বহুনির্বাচনি প্রশ্নোত্তর
নিচের অনুচ্ছেদটি পড়ে ১২২ ও ১২৩ নং প্রশ্নের উত্তর দাও :
শিক্ষক জাহিদ সাহেব সপ্তম শ্রেণিতে ছিনতাইয়ের কুফল ও সামাজিক অপকারিতা বর্ণনা করছিলেন। শিক্ষার্থীরা তার বর্ণনা খুব মনোযোগসহকারে শুনে।
১২২. শিক্ষক জাহিদ সাহেবের আলোচিত বিষয়টি কোন আখলাকের অন্তর্ভুক্ত? (প্রয়োগ)
ক আখলাকে হামিদাহ খ আখলাকে হাসানাহ  আখলাকে যামিমা ঘ আখলাকে যায়িদাহ
১২৩. এরূপ কর্মকাণ্ডের ফলে (উচ্চতর দক্ষতা)
র. সামাজিক শান্তি-শৃঙ্খলা বিনষ্ট হয় রর. সামাজিক নিরাপত্তা বিঘিœত হয়
ররর. অর্থনৈতিক দৈন্যতার সৃষ্টি হয়
নিচের কোনটি সঠিক?
 র ও রর খ র ও ররর গ রর ও ররর ঘ র, রর ও ররর

 

Leave a Reply