নবম-দশম শ্রেণির বাংলা ২য় বাংলা ব্যাকরণ ও আলোচ্য বিষয়

দ্বিতীয় পরিচ্ছেদ : বাংলা ব্যাকরণ ও আলোচ্য বিষয়
১. বাংলা ব্যাকরণ প্রথম রচনা করেন কে? [ঢা.বো. ৯২, কু.বো. ০৭] ঝ
ক উইলিয়াম কেরী খ ড. মুহম্মদ শহীদুল্লাহ
গ ড. সুনীতিকুমার চট্টোপাধ্যায় ঘ মনুয়েল দ্য আসসুম্প সাঁও
২. বাংলা ব্যাকরণ (বাংলা ভাষায়) গ্রন্থ প্রথম কোন বাঙালি রচনা করেন? [ঢা.বো. ৯৪] ঝ
ক রামরাম বসু খ রামনারায়ণ তর্করতœ
গ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ঘ রাজা রামমোহন রায়
৩. রাজা রামমোহন রায়ের রচিত বাংলা ব্যাকরণের নাম কী? চ
[ঢা.বো. ৯৪, চ.বো. ৯৬]
ক গৌড়ীয় ব্যাকরণ খ মাগধীয় ব্যাকরণ
গ মাতৃভাষার ব্যাকরণ ঘ ভাষা ও ব্যাকরণ
৪. ব্যাকরণের কাজ কী? [ঢা.বো. ০৬, ৯৪, ৯৩, রা.বো. ০৭, ৯২, কু.বো. ৯৯, ব.বো. ০৩] ঝ
ক ভালো বক্তা তৈরি করা খ ভালো অভিনেতা তৈরি করা
গ দ্রæত লেখা শেখানো
ঘ ভাষার অভ্যন্তরীণ শৃঙ্খলা আবিষ্কার করা
৫. ব্যাকরণ শব্দের সঠিক/ব্যুৎপত্তিগত অর্থ কী? [রা.বো. ০৯, কু.বো. ১২, সি.বো. ০৬] ছ
ক বিশেষভাবে বিভাজন খ বিশেষভাবে বিশ্লেষণ
গ বিশেষভাবে বিয়োজন ঘ বিশেষভাবে সংযোজন
৬. কী কারণে ব্যাকরণ পাঠের প্রয়োজন? [ঢা.বো. ২০০০] ছ
ক ভাষা বিষয়ে জ্ঞান দানের জন্য
খ ভাষা শুদ্ধাশুদ্ধি নির্ণয়ের জন্য
গ ভাষা শিক্ষার জন্য ঘ ভাষার বিকাশের জন্য
৭. বাংলা ব্যাকরণের প্রধান আলোচ্য বিষয় কয়টি? [ঢা.বো. ০৪, রা.বো. ২০০০, কু.বো. ০৬, চ.বো. ১২, সি.বো. ০৭, ০১, ব.বো. ১০] জ
ক ২টি খ ৩টি গ ৪টি ঘ ৫টি
৮. আলোচনার বিষয়বস্তু অনুসারে বাংলা ব্যাকরণকে কয়টি অংশে বিভক্ত করা হয়েছে? [সি.বো. ০৯, ব.বো. ০৬] জ
ক ২টি খ ৩টি
গ ৪টি ঘ ৫টি
৯. প্রত্যেক ভাষারই চারটি মৌলিক অংশ থাকে। অংশগুলো কী কী? [ঢা.বো. ০৮, ২০০০, রা.বো. ০৮, ০৩, ২০০০, য.বো. ১১, কু.বো. ২০০০] চ
ক ধ্বনি, শব্দ, বাক্য, অর্থ
খ শব্দ, সন্ধি, সমাস, ধ্বনি
গ অনুসর্গ, উপসর্গ, শব্দ, সন্ধি
ঘ ধ্বনি, শব্দ, বর্ণ, বাক্য
১০. প্রত্যেক ভাষার কয়টি মৌলিক অংশ থাকে? [ঢা.বো. ০৫, য.বো. ০৯, কু.বো. ১১, চ.বো. ১১, ০৪, সি.বো. ১১, ০৯, ব.বো. ০৫] চ
ক চারটি খ পাঁচটি গ ছয়টি ঘ দশটি
১১. সন্ধি ব্যাকরণের কোন অংশের আলোচ্য বিষয়? [ঢা.বো. ৯৬, রা.বো. ১১, ০৭, য.বো. ১২, ১০, ০৫, কু.বো. ০৭, ৯৯, চ.বো. ১০, ০৩, সি.বো. ১২, ০৩] ছ
ক রূপতত্ত¡ খ ধ্বনিতত্ত¡ গ পদক্রম ঘ বাক্য প্রকরণ
১২. ণত্ব ও ষত্ব বিধান বাংলা ব্যাকরণের কোন অংশে আলোচিত হয়? [ঢা.বো. ১১, ০১, রা.বো. ১০, কু.বো. ১১, ০৭, ০৫] ছ
ক রূপতত্ত¡ খ ধ্বনিতত্ত¡ গ ভাষাতত্ত¡ ঘ বাক্যতত্ত¡
১৩. ধ্বনিতত্তে¡র আলোচ্য বিষয় কী কী? [ঢা.বো. ০৫] ঝ
ক সন্ধি, সমাস, ণত্ব ও ষত্ব বিধান
খ বাক্য গঠন ও উচ্চারণ
গ সন্ধি, উপসর্গ ও প্রত্যয়
ঘ বচন, বর্ণ ও বর্ণের উচ্চারণাদি
১৪. বাংলা ব্যাকরণের কোন অংশে বর্ণের বিন্যাস আলোচিত হয়? [ঢা.বো. ০৩, ব.বো. ০৭] ছ
ক বাক্যতত্তে¡ খ ধ্বনিতত্তে¡
গ শব্দতত্তে¡ ঘ রূপতত্তে¡
১৫. শব্দের ক্ষুদ্রতম একক কোনটি? [ঢা.বো. ৯৬, য.বো. ০৫, সি.বো. ০৫, ব.বো. ০৭, রা.বো. ০৮] চ
ক শব্দ খ বর্ণ গ ধ্বনি ঘ চিহ্ন
১৬. বচন, লিঙ্গ, কারক, সমাস ব্যাকরণের কোন অংশের আলোচ্য বিষয়? [রা.বো. ০৩, য.বো. ০৯, ০১, ২০০০, চ.বো. ০২, সি.বো. ০১, চ.বো. ০৬, ব.বো. ১২, দি.বো. ১২, ঢঅ.বো-০৮, রা.বো. ০৯] জ
ক ধ্বনিতত্ত¡ খ ভাষাতত্ত¡
গ রূপতত্ত¡ ঘ বাক্যতত্ত¡
১৭. ক্রিয়ার কাল ও পুরুষ ব্যাকরণের কোন অংশে আলোচিত হয়? [য.বো. ০২, কু.বো. ১২, ০১, ২০০০, চ.বো. ০১] ছ
ক অর্থতত্তে¡র খ রূপতত্তে¡র
গ বাক্যতত্তে¡র ঘ ধ্বনিতত্তে¡র
১৮. প্রত্যয় ও সমাস ব্যাকরণের কোন অংশে আলোচিত হয়?
[ঢা.বো. ০৯, রা.বো. ০১, দি.বো. ১১] জ
ক বাক্যতত্তে¡ খ ধ্বনিতত্তে¡ গ শব্দতত্তে¡ ঘ ভাষাতত্তে¡
১৯. ধাতুরূপ ব্যাকরণের কোন অংশে আলোচিত হয়? [ঢা.বো. ৯৯, য.বো. ৯৯, সি.বো. ১০] ছ
ক ধ্বনিতত্ত¡ খ রূপতত্ত¡ গ বাক্যতত্ত¡ ঘ ছন্দতত্ত¡
২০. পদ প্রকরণ ব্যাকরণের কোন অংশের আলোচ্য বিষয়?
[ঢা.বো. ১২, ০৫] চ
ক রূপতত্তে¡র খ ধ্বনিতত্তে¡র গ বাক্যতত্তে¡র ঘ অর্থতত্তে¡র
২১. বিভক্তিহীন নাম শব্দকে কী বলা হয়? [ঢা.বো. ০৬, ০৩, ৯৬, ৯৩, রা.বো. ৯৬, য.বো. ১১, ০৭, ০৩, ০১, ৯৬, কু.বো-১১, ০২, ৯৩, চ.বো. ১২, ১০, ০৮, সি.বো. ০৮, ০৪, ব.বো. ১১, ০৯, ০৭, ০৪, ০২, দি.বো. ১১, ০৯] জ
ক আনুপাতিক খ আনুষঙ্গিক
গ প্রাতিপদিক ঘ প্রত্যয়ান্তিক

Leave a Reply